একা থাকাই ভালো

একাই ভালো আছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। জন আব্রাহামের সঙ্গে নয় বছরের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে নয় মাস আগে। এখন একাই আছেন। বিপাশা বলেন, 'আমি এখন একাই থাকতে চাই। কারণ একা থাকতেই ভালো লাগছে। আমি এখন শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। এর বাইরে আর কিছু
ভাবছি না।'
যে জনকে ছেড়ে বিপাশা এখন একা থাকতে চাইছেন সেই জনকে ছাড়া কোনোকিছুই একসময় ভাবতে পারতেন না। ম্যাচিং করে পোশাক পরতেন। চুলের রংও দু'জন মিলিয়ে করতেন। কিন্তু এখন তারা উল্টোমুখী হয়ে আছেন। সে যাই হোক, জনের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর বিপাশা এখন একটি নতুন জিনিস উপলব্ধি করছেন। তাকে নিয়ে অনেক পুরুষই নাকি মনোযোগী। তারা বিপাশার কাছে ঘেঁষতে চাইছেন, মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। কিন্তু বিপাশা আপাতত কোনো সম্পর্কে জড়াতে চাইছেন না।

Post a Comment

0 Comments