প্রথমবারের মতো কোনো অ্যালবামে রবীন্দ্রসংগীত গাইলেন বাপ্পা মজুমদার।
মাকে উৎসর্গ করে নিজের আসছে একক অ্যালবামে একটি রবীন্দ্রসংগীত গাইলেন তিনি। এ প্রসঙ্গে বাপ্পা বললেন, 'মাকে উৎসর্গ করেই গানটি করেছি আমি। তবে কোন গানটি গেয়েছি, তা এখনই বলতে চাচ্ছি না। অ্যালবাম প্রকাশ হলেই সবাই জানতে পারবেন। এটি বাপ্পার নবম একক অ্যালবাম। নাম রাখা হয়েছে 'বেঁচে থাক সবুজ'। রবীন্দ্রসংগীতটি ছাড়াও এতে ১০টি মৌলিক গান থাকবে। গানগুলো লিখেছেন শঙ্কর সাওজাল, মাসুম, স্বপ্নীল, রানা, ইন্দ্রনীল, জুলফিকার রাসেল, রাসেল ওনীল, শাহান কবন্ধ, ওয়াজিদ রাজীব ও জয় শাহরিয়ার। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই। বাপ্পা বলেন, এতদিন যা করেছি, তার বাইরে কিছু গান করেছি এই অ্যালবামে। আশা করছি ভালো লাগবে।
মাকে উৎসর্গ করে নিজের আসছে একক অ্যালবামে একটি রবীন্দ্রসংগীত গাইলেন তিনি। এ প্রসঙ্গে বাপ্পা বললেন, 'মাকে উৎসর্গ করেই গানটি করেছি আমি। তবে কোন গানটি গেয়েছি, তা এখনই বলতে চাচ্ছি না। অ্যালবাম প্রকাশ হলেই সবাই জানতে পারবেন। এটি বাপ্পার নবম একক অ্যালবাম। নাম রাখা হয়েছে 'বেঁচে থাক সবুজ'। রবীন্দ্রসংগীতটি ছাড়াও এতে ১০টি মৌলিক গান থাকবে। গানগুলো লিখেছেন শঙ্কর সাওজাল, মাসুম, স্বপ্নীল, রানা, ইন্দ্রনীল, জুলফিকার রাসেল, রাসেল ওনীল, শাহান কবন্ধ, ওয়াজিদ রাজীব ও জয় শাহরিয়ার। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই। বাপ্পা বলেন, এতদিন যা করেছি, তার বাইরে কিছু গান করেছি এই অ্যালবামে। আশা করছি ভালো লাগবে।
No comments:
Post a Comment