জার্মানির বন শহরের কয়েক মাইল পশ্চিম আছে একটি আশ্চর্য লৌহস্তম্ভ। সেখানকার লোকেরা বলে লৌহমানব। স্তম্বটি মাটির উপর জেগে আছে চার ফুট দশ ইঞ্চি। মাটির গভীরে আছে নব্বই ফুট। এই লৌহস্তম্বটিতে এখনো কোনো মরচে পড়েনি। এই স্তম্বের প্রথমে উল্লেখ পাওয়ার যায় চর্তুদশ শতাব্দীর একটি দলিলে। তাতে লেখা আছে, স্তম্বটি ছিল একটি গ্রামের সীমানাচিহ্ন। এই স্তম্ভের কাছেই রয়েছে বাঁধানো একটি পাথরের রাস্তা। চারকোণা এই স্তম্ভটি যে কি প্রয়োজনে আসত তা এখনো রহস্যের আঁধারে ঢাকা।
No comments:
Post a Comment