Sunday, July 3, 2011

লিকুইড পেনসিল!

শার্পি নামের একটি কোম্পানি 'লিকুইড পেনসিল' নামে এক ধরনের পেনসিল আবিষ্কার করেছে। এ পেনসিল দিয়ে কলমের মতো লেখা যাবে, পেনসিলের মতো আঁকাবুঁকি করা যাবে আবার চাইলে তা ইরেজারের মতো মুছেও ফেলা যাবে। আগামী সেপ্টেম্বর মাসে শার্পির পেনসিল বাজারে আসছে। সূত্রে জানা গেছে, শার্পি লিকুইড পেনসিল ব্যবহার করে লেখা হবে কলমে আর লেখার পর সেটা মুছে দেওয়া যাবে, আর লেখা শেষ হলে সেটা মার্কারের মতো স্থায়ী হবে। এ পেনসিলের কালি তরল গ্রাফাইট ব্যবহার করে তৈরি করা হয়েছে। উল্লেখ্য, সাধারণ পেনসিলে শক্ত গ্রাফাইট ব্যবহার করা হয়। শার্পি পেনসিলে একবার লেখা হলে তিন দিন পর কালি শুকিয়ে একেবারে কলমের কালির মতোই হয়ে যায়। তবে শুকিয়ে যাওয়ার আগেই সেটি মুছেও ফেলা যায় সাধারণ ইরেজারের মতোই। পেনসিলটি বাজারজাত করার পর এ দাম ধার্য করা হয়েছে প্যাকেট প্রতি ৫ ডলার।

No comments: