ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের সুখ্যাতি রয়েছে জয়া আহসানের। সম্প্রতি তিনি আরও একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করলেন। কৌশিক শংকর দাশের পরিচালনায় 'অন্তহীন' শিরোনামের একটি নাটকে মেডিক্যাল কলেজের স্টুডেন্ট হয়েছেন তিনি। একটি ছেলেকে তিনি ভালোবাসেন। যার সঙ্গে দেখা করতে বছরে দু'বার তিনি সিলেট থেকে ঢাকায় আসেন। কিন্তু শেষবার এসে আর ভালোবাসার মানুষটির দেখা পান না তিনি। কেন? জানা যাবে নাটকটি দেখলে। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় নাটকটি প্রচার হবে। তার বিপরীতে আছেন ইন্তেখাব দিনার।

0 Comments