Sunday, July 3, 2011

অ্যালবামের জন্য মুঠোফোনে গান আহ্বান

সোলসের নতুন অ্যালবামের ১২ নম্বর গানের জন্য মুঠোফোনে গান ও সুর আহ্বান করা হচ্ছে। রোজার ঈদেই আসছে সোলসের নতুন অ্যালবাম জ্যাম। শুরুতে অ্যালবামের গানগুলো শোনা যাবে মুঠোফোনে, আর এই সুযোগটি পাবেন গ্রামীণফোনের যেকোনো গ্রাহক। পরে তা পাওয়া যাবে সিডি আকারে। এ ব্যাপারে সম্প্রতি সোলসের সঙ্গে মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোনের চুক্তি স্বাক্ষর হয়েছে।
জানা গেছে, আগামী ১৭ আগস্ট গ্রামীণফোনের মিউজিক রেডিওর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে প্রকাশিত হবে জ্যাম। প্রথম দুই মাস শ্রোতারা গ্রামীণফোন মিউজিক রেডিওতে শুনতে পাবেন গানগুলো। মুঠোফোনের মাধ্যমে গানগুলো ডাউনলোড করা যাবে। দুই মাস পর অ্যালবামটি সিডি আকারে পাওয়া যাবে।
সোলসের অন্যতম সদস্য পার্থ বড়ুয়া বললেন, ‘আমাদের অ্যালবামের ১১টি গান তৈরি হয়েছে। গ্রামীণফোনের মাধ্যমে শ্রোতাদের কাছ থেকে গানের কথা ও সুর আহ্বানের মধ্য দিয়ে আমরা অনেক নতুন গীতিকার ও সুরকার পাব। এটা এক ধরনের ট্যালেন্ট হান্ট। সোলসের পরবর্তী অ্যালবামেও এখান থেকে গান রাখা হবে।’
মুঠোফোনের মাধ্যমে অ্যালবাম প্রকাশের ব্যাপারে পার্থ বড়ুয়া বলেন, ‘পাইরেসির দোহাই দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো কিন্তু ঠিকই ব্যবসা করে যাচ্ছে। আর এখানে প্রতারিত হচ্ছেন শুধু শিল্পী, সুরকার ও গীতিকার। নিজেদের রক্ষা করতে আমরা মুঠোফোনে অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।’
গ্রামীণফোনের উপপরিচালক (মার্কেট কমিউনিকেশনস) সাজিদ রিজওয়ান বললেন, ‘আগামী ১২ থেকে ৩০ জুলাই গ্রামীণফোনের মিউজিক রেডিওর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে সোলসের জ্যাম অ্যালবামের দ্বাদশ গানটির জন্য কথা ও সুর আহ্বান করা হবে। আগ্রহীরা এ সময় নিজেদের কাজগুলো মুঠোফোনের মাধ্যমে পাঠাতে পারবেন। এরপর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কথা ও সুর চূড়ান্ত করা হবে।’
জ্যাম অ্যালবামে গানের কথা লিখেছেন লতিফুল ইসলাম শিবলী, কবির বকুল, আশরাফ বাবু, টি আই অন্তর, রানা ও রনি।

No comments: