প্রথমবারের মতো তৌকীর আহমেদের বিপরীতে অভিনয় করছেন মিথিলা। 'মধ্যরাত এবং ঝরাপাতার গল্প' শিরোনামের নাটকে তারা জুটি হয়েছেন। নাটকটি লিখেছেন বিপাশা হায়াত। আর পরিচালনা করেছেন তৌকীর আহমেদ নিজেই। একজন স্কুল মাস্টারের গল্প নিয়ে নাটকটি। যিনি শুধু ছাত্র-ছাত্রীদের পড়ালেখা নিয়েই নিজেকে ব্যস্ত রাখেন না, গ্রামের উন্নয়নের জন্যও ভাবেন। সবার জীবনের জন্য ভাবলেও একসময় তার জীবনেই নেমে আসে অন্ধকার। আর এই অন্ধকার থেকেই বেরিয়ে আসার প্রাণান্ত চেষ্টা করে স্কুল মাস্টার। স্কুল মাস্টার চরিত্রেই অভিনয় করেছেন মিথিলা। নাটকের শুটিং শেষ হয়েছে। তৌকীর আহমেদ বলেন, 'চরিত্রের প্রয়োজনেই মিথিলাকে নেওয়া হয়েছে।' মিথিলা বলেন, 'তৌকীর ভাই গুণী একজন অভিনেতা। নির্মাতাও। তার সঙ্গে কাজ করে আমি আনন্দিত।' নাটকটি বাংলাভিশনে প্রচার হবে।
No comments:
Post a Comment