ক্লোজআপ ওয়ান তারকা আবিদের খুলনা মহানগরীর মিয়াপাড়ার ১৮/১ 'সুনীড়' বাড়িটিতে শুক্রবার সন্ধ্যা থেকেই অসংখ্য মানুষের ভীড়। সবার মুখ মলিন। বুকে জমাটবাধা দীর্ঘশ্বাসে গুমোট ভারি পরিবেশ। থেকে থেকে মুর্ছা যাচ্ছেন আবিদের মা রমা রহমান। তার আহাজারিতে আগতদের চোখে জল আসে। সুনীড় এখন পরিণত হয়েছে শোকের নীড়ে। মা আহাজারি ক'রে বলতে থাকেন, 'আমার বাপি অনেক স্বপ্ন দেখাতো। স্টুডিও করবে। নতুন এ্যালবাম বের হবে, আরো কতো কি। সব শেষ। এমন কেন হলো? আমিতো ওকে ঢাকায় রেখে ওর গন্ধ নিয়েই বেঁচে ছিলাম। এমন কেন হলো? এখন বাঁচবো কি নিয়ে?' উপস্থিত লোকজন এসব প্রশ্নের উত্তর দিতে পারেন না। সবাই কেঁদে বুক ভাসান। আত্মিয়রা জানান, শুক্রবার বিকেলে আবিদ মা'কে মোবাইল ফোনে বলেছিলেন 'মা কক্সবাজারের বৌদ্ধ মন্দির দেখেছি। কিছুক্ষণ পরে সাগর সৈকতে যাবো। তুমি চিন্তা করো না। তখন মা বলেছিলেন, সাবধানে থাকিস বাবা। সেই সাবধান বানী আর কাজে এলো না। আবিদের পুরো নাম মীনা আবিদ শাহরিয়ার বাপি (২৫)। মা আদর করে বাপি বলেই ডাকতেন। দুই ভাইয়ের মধ্যে আবিদ বড়। ছোট ভাই মীনা বাঁধন শাহরিয়ার অষ্টম শ্রেনীর ছাত্র। বাবা মীনা মিজানুর রহমান খুলনার বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক সংগঠক। আবিদের ছোট বেলা থেকেই গানের প্রতি ছিলো প্রবল আসক্তি। শেষমেশ ২০০৫ সালের প্রথম ক্লোজআপ প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের মানুষের মন জয় করেন। তার অসাধারন ভরাট কণ্ঠে গাওয়া 'পাগলা হাওয়ার বাদল দিনে......., কিংবা 'এই খানে এক নদী ছিল....' হাজারও বাঙালীর মনে জায়গা করে নেয়। গতকাল শনিবার সকালে তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন তাকে দেখতে আসেন ও তার মরদেহে পুস্পস্তবক অর্পন করেন। পরে বিকেলে বেসরকারি টেলিভিশন এনটিভি কার্যালয়ে তার জানাযা হয়, সন্ধ্যায় আবিদের লাশ খুলনায় পৌছায়। রাতেই জানাযা শেষে গ্রামের বাড়ি মহেশ্বরপাশার পারিবারিক কবর স্থানে তাকে দাফন করার কথা। ঢাকা থেকে আবিদের লাশের সঙ্গে ক্লোজআপ তারকা মুহিন, সাবি্বর, কিশোর, পুলক, মেহরাবও খুলনায় যান। আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, অনেক খোঁজাখুজির পর আবিদের অপর বন্ধু নিখোঁজ আশিকের লাশ গতকাল সকালে উদ্ধার করা হয়েছে।
Sunday, July 31, 2011
হতাশ ক্যাটরিনা
সালমান নয় এবার চকোলেট বয় আমির খানের জন্য হতাশ হলেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি ধুম-থ্রি ছবিতে আমিরের বিপরীতে অভিনয়ের কথা ছিল হালের এই বলিউড সেনশেসনের। কিন্তু দুর্ভাগ্যবশত করণ জোহরের একটি ছবিতে আগে থেকেই সিডিউল থাকায় ধুম-থ্রি'র জন্য সময় বের করতে পারেননি ক্যাটরিনা। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকটা হতাশ হয়েই এ ছবির প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
Friday, July 29, 2011
ভিসা জটিলতায় সাকিবদের ফ্লাইট বিলম্বিত
৪০ ঘণ্টার ওপর ভ্রমণ করে বাংলাদেশ ক্রিকেট দল এখন জিম্বাবুয়েতে। এর আগে জিম্বাবুয়েতে ক্রিকেট খেলেছেন ক্রিকেটাররা। কিন্তু এত লম্বা ভ্রমণ কখনো করেননি সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলরা। দেড় দিনের দীর্ঘ ভ্রমণে ক্লান্ত হলেও আজ অনুশীলন করবেন ক্রিকেটাররা, জানিয়েছে বিসিবি। অবশ্য দোহা থেকে জিম্বাবুয়ে যাওয়ার আগে ভিসা জটিলতায় পড়তে হয়েছিল জাতীয় দলকে। দক্ষিণ আফ্রিকার ভিসা না থাকায় দোহা ইমিগ্র্যান্ট জাতীয় দলকে বিমানে উঠতে দিচ্ছিল না। ৪৫ মিনিট অপেক্ষার পর ওঠার অনুমতি পাওয়া যায় বিশেষ সুবিধায়।
এক টেস্ট ও পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে সাকিব, তামিম, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, আশরাফুলরা বুধবার সকাল ৯টায় কাতার এয়ারওয়েজে ঢাকা ছাড়েন। দোহায় ১৩ ঘণ্টার ট্রানজিট শেষে সেখান থেকে তারা উড়ে যান জোহানেসবার্গ। জোহানেসবার্গে চার ঘণ্টার ট্রানজিট শেষে গতকাল মধ্যরাত দেড়টায় ক্রিকেটাররা পেঁৗছেন হারারেতে। সেখান থেকে ওঠেন হোটেল রেইবো টাওয়ারে। জিম্বাবুয়ে সফরে এই হোটেলেই সব সময় অবস্থান করেন ক্রিকেটাররা। দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক নিজেদের ফেবারিট দাবি করলেও সাফল্য পেতে পুরো দলকে একটি ইউনিট হিসেবে খেলতে হবে বলে জানান। তিনি বলেন, 'দীর্ঘদিন পর টেস্ট খেলব। তার পরও আমরাই ফেবারিট। অবশ্য সেখানে সাফল্য পেতে হলে পুরো দলকেই একটি ইউনিট হিসেবে খেলতে হবে।' বিশেষ করে বোলারদের কথা বলেন তিনি। 'টেস্ট জিততে হলে দুই ইনিংসে বোলারদের ২০ উইকেট নিতে হবে। সেটা করতে পুরো বোলিং বিভাগকে একটি ইউনিট হিসেবে খেলতে হবে।' যদিও দলের বোলিং বিভাগের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই কারোরই। পুরো স্কোয়াডে আফ্রিকান প্রতিনিধিদের বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে একমাত্র আশরাফুলের। দেশ এবং জিম্বাবুয়ের মাটিতে আফ্রিকান প্রতিনিধিদের বিপক্ষে টেস্ট খেলেছেন আশরাফুল। জিম্বাবুয়ের মাটিতে সাকিব নিজে এবং আবদুর রাজ্জাক রাজ ছাড়া দলের চার পেসারের তিনজন শফিউল ইসলাম সুহাশ, রবিওল ইসলাম ও রুবেল হোসেনের খেলার কোনো অভিজ্ঞতা নেই।
৪-৮ আগস্ট প্রথম টেস্ট খেলতে নামার আগে ৩০ জুলাই-১ আগস্ট একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন সাকিবরা। নাসির হোসেন, শফিউল, রবিওল, রুবেলদের মতো অনেকেই যেমন প্রথমবার ভ্রমণ করছেন জিম্বাবুয়ে; তেমনি নতুন কোচ স্টুয়ার্ট লয়েরও বাংলাদেশের কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট। তাই স্বাভাবিকভাবেই একটু উত্তেজনা চুয়ে গেছে সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে। তিনি বলেন, 'প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে জিম্বাবুয়ের চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। ক্রিকেট খেলার জন্য জিম্বাবুয়ে আদর্শ জায়গা।'
কোচের প্রথম অ্যাসাইনমেন্ট কিংবা ক্রিকেটারদের অনেকেরই প্রথম সফর। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেছে ১৪ মাস পর বাংলাদেশের টেস্ট খেলা এবং ছয় বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর জিম্বাবুয়ের আবার টেস্ট আঙিনায় ফেরা। তাই দুই দলের ক্রিকেটাররাই ওয়ানডে সিরিজের চেয়ে একটু বেশিই চাপে থাকবেন টেস্ট ম্যাচ নিয়ে।
ফিকশ্চার
জুলাই ৩০ _ ১ আগস্ট : তিন দিনের ম্যাচ
আগস্ট ৪ _ ৮ : একমাত্র টেস্ট
আগস্ট ১২ : প্রথম ওয়ানডে
আগস্ট ১৪ : দ্বিতীয় ওয়ানডে
আগস্ট ১৬ : তৃতীয় ওয়ানডে
আগস্ট ১৯ : চতুর্থ ওয়ানডে
আগস্ট ২১ : পঞ্চম ওয়ানডে
এক টেস্ট ও পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে সাকিব, তামিম, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, আশরাফুলরা বুধবার সকাল ৯টায় কাতার এয়ারওয়েজে ঢাকা ছাড়েন। দোহায় ১৩ ঘণ্টার ট্রানজিট শেষে সেখান থেকে তারা উড়ে যান জোহানেসবার্গ। জোহানেসবার্গে চার ঘণ্টার ট্রানজিট শেষে গতকাল মধ্যরাত দেড়টায় ক্রিকেটাররা পেঁৗছেন হারারেতে। সেখান থেকে ওঠেন হোটেল রেইবো টাওয়ারে। জিম্বাবুয়ে সফরে এই হোটেলেই সব সময় অবস্থান করেন ক্রিকেটাররা। দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক নিজেদের ফেবারিট দাবি করলেও সাফল্য পেতে পুরো দলকে একটি ইউনিট হিসেবে খেলতে হবে বলে জানান। তিনি বলেন, 'দীর্ঘদিন পর টেস্ট খেলব। তার পরও আমরাই ফেবারিট। অবশ্য সেখানে সাফল্য পেতে হলে পুরো দলকেই একটি ইউনিট হিসেবে খেলতে হবে।' বিশেষ করে বোলারদের কথা বলেন তিনি। 'টেস্ট জিততে হলে দুই ইনিংসে বোলারদের ২০ উইকেট নিতে হবে। সেটা করতে পুরো বোলিং বিভাগকে একটি ইউনিট হিসেবে খেলতে হবে।' যদিও দলের বোলিং বিভাগের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই কারোরই। পুরো স্কোয়াডে আফ্রিকান প্রতিনিধিদের বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে একমাত্র আশরাফুলের। দেশ এবং জিম্বাবুয়ের মাটিতে আফ্রিকান প্রতিনিধিদের বিপক্ষে টেস্ট খেলেছেন আশরাফুল। জিম্বাবুয়ের মাটিতে সাকিব নিজে এবং আবদুর রাজ্জাক রাজ ছাড়া দলের চার পেসারের তিনজন শফিউল ইসলাম সুহাশ, রবিওল ইসলাম ও রুবেল হোসেনের খেলার কোনো অভিজ্ঞতা নেই।
৪-৮ আগস্ট প্রথম টেস্ট খেলতে নামার আগে ৩০ জুলাই-১ আগস্ট একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন সাকিবরা। নাসির হোসেন, শফিউল, রবিওল, রুবেলদের মতো অনেকেই যেমন প্রথমবার ভ্রমণ করছেন জিম্বাবুয়ে; তেমনি নতুন কোচ স্টুয়ার্ট লয়েরও বাংলাদেশের কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট। তাই স্বাভাবিকভাবেই একটু উত্তেজনা চুয়ে গেছে সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে। তিনি বলেন, 'প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে জিম্বাবুয়ের চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। ক্রিকেট খেলার জন্য জিম্বাবুয়ে আদর্শ জায়গা।'
কোচের প্রথম অ্যাসাইনমেন্ট কিংবা ক্রিকেটারদের অনেকেরই প্রথম সফর। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেছে ১৪ মাস পর বাংলাদেশের টেস্ট খেলা এবং ছয় বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর জিম্বাবুয়ের আবার টেস্ট আঙিনায় ফেরা। তাই দুই দলের ক্রিকেটাররাই ওয়ানডে সিরিজের চেয়ে একটু বেশিই চাপে থাকবেন টেস্ট ম্যাচ নিয়ে।
ফিকশ্চার
জুলাই ৩০ _ ১ আগস্ট : তিন দিনের ম্যাচ
আগস্ট ৪ _ ৮ : একমাত্র টেস্ট
আগস্ট ১২ : প্রথম ওয়ানডে
আগস্ট ১৪ : দ্বিতীয় ওয়ানডে
আগস্ট ১৬ : তৃতীয় ওয়ানডে
আগস্ট ১৯ : চতুর্থ ওয়ানডে
আগস্ট ২১ : পঞ্চম ওয়ানডে
রাখীর বায়না
আবারও শিরোনামে রাখী সাওয়ান্ত। সম্প্রতি রাহুল গান্ধীকে বিয়ের ইচ্ছা জানিয়েছিলেন বলিউডের এই আইটেম গার্ল। এবার বর হিসেবে চাইলেন ভারতের আলোচিত যোগগুরু রামদেবকে। সাংবাদিকদের রাখী বলেন, রামদেবকে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে তার ব্যতিক্রমী যোগব্যায়াম। তাকে নিয়ে ঘর বেঁধে তার অর্ধাঙ্গিনী হতে চাই।
বাস্তবে উড়বে না টাইম মেশিন!
গবেষকরা মন খারাপ করা একটি তথ্য নিয়ে হাজির হয়েছেন। সম্প্রতি হংকংয়ের গবেষকরা বলেছেন, সিনেমায় যতই দেখানো হোক না কেন, সময় পরিভ্রমণ বাস্তবে কখনো সম্ভব নয়। আলোর গতির চেয়ে দ্রুত ছুটতে পারলে হয়তো টাইম মেশিন তৈরি করা যাবে এবং তাতে চড়ে ভবিষ্যৎ বা অতীতের যে কোনো সময় যাওয়া যাবে_ বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক এইচজি ওয়েলসের সে ধারণাটি বাস্তবে আদৌ সম্ভব নয়। হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা তাদের তথ্য প্রমাণ করতে দেখিয়েছেন, যে ফোটন কণার সাহায্যে টাইম মেশিনের কল্পনা করা হয়, সেটি মোটেও আলোর চেয়ে দ্রুত ছুটতে পারে না। আর তাদের এ পরীক্ষায়ই আশার বেলুন চুপসে গেছে। উৎসাহী অনেকের মনেই ধারণা ছিল বৈজ্ঞানিকরা হয়তো একদিন টাইম মেশিন তৈরিতে সফল হবেন। কিন্তু গবেষকদের নতুন এ উদ্ভাবনটি সময় পরিভ্রমণের সে স্বপ্নের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল।
নতুন বন্ড গার্ল
জেমস বন্ড সিরিজের অভিনয় করা এখনো যে কোনো অভিনয়শিল্পীর জন্যই স্বপ্নের ব্যাপার। রাশিয়ান অভিনেত্রী মার্গারিটা লেভিয়েভেরও স্বপ্ন ছিল জেমস বন্ড সিরিজে অভিনয় করবেন, বন্ড গার্ল হবেন। স্বপ্ন পূরণের জন্য তিনি অনেক চেষ্টা চালিয়েছেন। নিয়মিত যোগাযোগ করেছেন এই সিরিজের কর্তৃপক্ষের সঙ্গে। যোগাযোগের ফল তিনি এবার পেতে যাচ্ছেন। তার স্বপ্ন পূরণ হচ্ছে। লেভিয়েভই নতুন বন্ড গার্ল নির্বাচিত হয়েছেন। বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগের বিপরীতে অভিনয় করবেন তিনি।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'স্প্রেড' ছবিতে অ্যাস্টন কুচারের বিপরীতে অভিনয় করেছিলেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। এবার জেমস বন্ড সিরিজের ২৩তম ছবিতে ক্রেইগের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে তাকে নেওয়ার পরিকল্পনা করেছেন ছবিটির প্রযোজক প্যানেল।
এ প্রসঙ্গে ছবি সংশ্লিষ্ট একজন বলেছেন, বন্ড গার্ল হওয়ার জন্য সুন্দরী, আত্মবিশ্বাসী এবং রহস্যময়ী হতে হয়। এর সব গুণই রয়েছে মার্গারিটার ভেতর। আসছে অক্টোবরে ছবিটির কাজ শুরু হবে
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'স্প্রেড' ছবিতে অ্যাস্টন কুচারের বিপরীতে অভিনয় করেছিলেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। এবার জেমস বন্ড সিরিজের ২৩তম ছবিতে ক্রেইগের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে তাকে নেওয়ার পরিকল্পনা করেছেন ছবিটির প্রযোজক প্যানেল।
এ প্রসঙ্গে ছবি সংশ্লিষ্ট একজন বলেছেন, বন্ড গার্ল হওয়ার জন্য সুন্দরী, আত্মবিশ্বাসী এবং রহস্যময়ী হতে হয়। এর সব গুণই রয়েছে মার্গারিটার ভেতর। আসছে অক্টোবরে ছবিটির কাজ শুরু হবে
লৌহ মানব
জার্মানির বন শহরের কয়েক মাইল পশ্চিম আছে একটি আশ্চর্য লৌহস্তম্ভ। সেখানকার লোকেরা বলে লৌহমানব। স্তম্বটি মাটির উপর জেগে আছে চার ফুট দশ ইঞ্চি। মাটির গভীরে আছে নব্বই ফুট। এই লৌহস্তম্বটিতে এখনো কোনো মরচে পড়েনি। এই স্তম্বের প্রথমে উল্লেখ পাওয়ার যায় চর্তুদশ শতাব্দীর একটি দলিলে। তাতে লেখা আছে, স্তম্বটি ছিল একটি গ্রামের সীমানাচিহ্ন। এই স্তম্ভের কাছেই রয়েছে বাঁধানো একটি পাথরের রাস্তা। চারকোণা এই স্তম্ভটি যে কি প্রয়োজনে আসত তা এখনো রহস্যের আঁধারে ঢাকা।
এয়ারটেল চালু করল ব্ল্যাকবেরি সার্ভিস
অন্যতম মোবাইল অপারেটর এয়ারটেল গ্রাহকদের জন্য চালু করল ব্ল্যাকবেরি সার্ভিস। চারটি আকর্ষণীয় ব্ল্যাকবেরি স্মার্টফোনে এই সার্ভিস দেওয়া হবে। এর মাধ্যমে গ্রাহকরা ই-মেইল পাঠাতে এবং গ্রহণসহ ওয়েব ব্রাউজিং, ডাউনলোড ও চ্যাট করতে পারবেন। এছাড়া করপোরেট গ্রাহকরা ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিস পাবেন। এর মাধ্যমে তারা পাবেন করপোরেট মেইল ইন্টিগ্রেশন, সিকিউরড অ্যাডমিনিস্ট্রেশন, সর্বোৎকৃষ্ট ওয়্যারলেস ডিভাইস, ডেস্কটপ টুলসসহ অনেক কিছু। এছাড়া এয়ারটেলের গ্রাহকরা ব্ল্যাকবেরি সার্ভিসটি তাদের আগের আনলক করা ব্ল্যাকবেরি ফোনেও চালু করতে পারবেন।
গতকাল রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে এ সার্ভিসের উদ্বোধন করেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিইও এবং এমডি ক্রিস টবিট। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মডেল তারকা নোবেল।
অনুষ্ঠানে বলা হয়, এয়ারটেল ব্ল্যাকবেরি সার্ভিস নূ্যনতম ৮৯৯ টাকায় ব্যবহার করা যাবে এবং এক গিগাবাইট ইন্টারনেট ব্যবহার করা যাবে বিনামূল্যে। চারটি ব্ল্যাকবেরি স্মার্টফোন পাওয়া যাবে। দাম পড়বে ২২ হাজার ২৭২ থেকে ৪৫ হাজার ৭৮২ টাকার মধ্যে। মোবাইল সেটগুলোর এক বছরের ওয়ারেন্টি দেওয়া হবে। এর মধ্যে ব্ল্যাকবেরি কার্ভ-৮৫২০ মডেলের ২২ হাজার ২৭২, ব্ল্যাকবেরি কার্ভ-৯৩২০ মডেলের ৩২ হাজার ৩২১, ব্ল্যাকবেরি পার্ল মডেলের ৩৬ হাজার ১৪৬ এবং ব্ল্যাকবেরি বোল্ড মডেলের সেটের দাম পড়বে ৪৫ হাজার ৭৮২ টাকা।
ক্রিস টবিট বলেন, মোবাইল প্রজন্মের অত্যাধুনিক সব সুবিধার প্রতিশ্রুতি নিয়ে এয়ারটেলের বাংলাদেশে যাত্রা। এর মধ্যে প্রক্রিয়াধীন রয়েছে অত্যাধুনিক তৃতীয় প্রজন্মের তথ্য আদান-প্রদানকারী ব্যবস্থা থ্রিজি টেকনোলজি এবং ওয়াইফাই। তিনি বলেন, আমরা বাংলাদেশের বৃহৎ মোবাইল ফোন ব্যবহারকারী জনগোষ্ঠীকে সারা বিশ্বে পরিচিত সব মোবাইল প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ব্ল্যাকবেরি ইন্টারনেট ও এন্টারপ্রাইজ সার্ভিস এ দেশের করপোরেট জগতে সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে এ সার্ভিসের প্রথম করপোরেট গ্রাহক হিসেবে পারটেক্স গ্রুপের সঙ্গেও একটি চুক্তি স্বাক্ষর করা হয়
গতকাল রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে এ সার্ভিসের উদ্বোধন করেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিইও এবং এমডি ক্রিস টবিট। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মডেল তারকা নোবেল।
অনুষ্ঠানে বলা হয়, এয়ারটেল ব্ল্যাকবেরি সার্ভিস নূ্যনতম ৮৯৯ টাকায় ব্যবহার করা যাবে এবং এক গিগাবাইট ইন্টারনেট ব্যবহার করা যাবে বিনামূল্যে। চারটি ব্ল্যাকবেরি স্মার্টফোন পাওয়া যাবে। দাম পড়বে ২২ হাজার ২৭২ থেকে ৪৫ হাজার ৭৮২ টাকার মধ্যে। মোবাইল সেটগুলোর এক বছরের ওয়ারেন্টি দেওয়া হবে। এর মধ্যে ব্ল্যাকবেরি কার্ভ-৮৫২০ মডেলের ২২ হাজার ২৭২, ব্ল্যাকবেরি কার্ভ-৯৩২০ মডেলের ৩২ হাজার ৩২১, ব্ল্যাকবেরি পার্ল মডেলের ৩৬ হাজার ১৪৬ এবং ব্ল্যাকবেরি বোল্ড মডেলের সেটের দাম পড়বে ৪৫ হাজার ৭৮২ টাকা।
ক্রিস টবিট বলেন, মোবাইল প্রজন্মের অত্যাধুনিক সব সুবিধার প্রতিশ্রুতি নিয়ে এয়ারটেলের বাংলাদেশে যাত্রা। এর মধ্যে প্রক্রিয়াধীন রয়েছে অত্যাধুনিক তৃতীয় প্রজন্মের তথ্য আদান-প্রদানকারী ব্যবস্থা থ্রিজি টেকনোলজি এবং ওয়াইফাই। তিনি বলেন, আমরা বাংলাদেশের বৃহৎ মোবাইল ফোন ব্যবহারকারী জনগোষ্ঠীকে সারা বিশ্বে পরিচিত সব মোবাইল প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ব্ল্যাকবেরি ইন্টারনেট ও এন্টারপ্রাইজ সার্ভিস এ দেশের করপোরেট জগতে সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে এ সার্ভিসের প্রথম করপোরেট গ্রাহক হিসেবে পারটেক্স গ্রুপের সঙ্গেও একটি চুক্তি স্বাক্ষর করা হয়
শনি গ্রহের পানির উৎস এঙ্কেলেডাস
শনি গ্রহের ঊর্ধ্ব-বায়ুমণ্ডলে পানির উৎসবিষয়ক রহস্যের অবসান ঘটিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা। হার্শেল মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র তাদের সাম্প্রতিক এক আবিষ্কারে জানায়, শনি গ্রহের ষষ্ঠ বৃহত্তম উপগ্রহ এঙ্কেলেডাস গ্রহটিকে ঘিরে বিশালাকার এক জলীয়বাষ্পের বলয় রয়েছে। এ থেকেই শনি তার পানির চাহিদা পূরণ করে। পর্যবেক্ষণ কেন্দ্রটির পাওয়া সর্বশেষ ফলাফল অনুযায়ী সৌরজগতে এঙ্কেলেডাসই একমাত্র উপগ্রহ যা তার নিজ গ্রহের রাসায়নিক গঠনকে প্রভাবিত করে থাকে। তথ্যানুযায়ী এঙ্কেলেডাসের দক্ষিণ গোলার্ধের মেরু অঞ্চল 'টাইগার স্ট্রাইপস' থেকে প্রতি সেকেন্ডে ২৫০ কেজি পানি জলীয়বাষ্প আকারে নির্গত হয়। এগুলো শনির চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র পানির ফোঁটার বলয় সৃষ্টি করে। এঙ্কেলেডাসের দক্ষিণ গোলার্ধের মেরু পৃষ্ঠ বিভিন্ন প্রকারের দাগযুক্ত বলে একে 'টাইগার স্ট্রাইপস' বলে। শনিকে ঘিরে পানির ফোঁটার এ বলয়ের প্রশস্ততা গ্রহটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের ১০ গুণ বেশি বলে জানায় হার্শেল মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। তবে বলয়টির পুরুত্ব প্রায় শনির ব্যাসার্ধের সমান। এঙ্কেলেডাস শনির ব্যাসার্ধের চারগুণ দূরত্বে থেকে গ্রহটিকে ঘিরে আবর্তন করে। আবর্তনকালে শূন্য বলয়কে পুনরায় জলীয়বাষ্প দিয়ে পূর্ণ করে। বলয়টি বৃহদাকারের হলেও আগে কখনো তার অস্তিত্ব ধরা পড়েনি। কারণ, দৃশ্যমান আলোতে জলীয়বাষ্প সব সময় স্বচ্ছ আচরণ করে। ফলে তার অবস্থান বা অস্তিত্ব বোঝা যায় না।
Thursday, July 28, 2011
ফাঁসলেন আমির
মামলায় ফাঁসলেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। ভারতের এলাহাবাদ হাইকোর্ট সমপ্রতি আমির প্রযোজিত 'ডেলহি বেলি' ছবির 'ভাগ ডিকে বোস' গানটিকে আপত্তিজনক বলে উল্লেখ করেছেন। জানা গেছে, গানটি জনসমক্ষে প্রচারের দায়ে কারণ দর্শানোরও নোটিশ জারি করা হয়েছে। বিতর্কিত গানটিকে জনসমক্ষে প্রচারের ওপর নিষেধাজ্ঞার দাবিতে কয়েক দিন আগে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের করেছিলেন আইনের শিক্ষার্থী সৌমিত্র। সমপ্রতি সেই মামলার শুনানি চলাকালেই আমিরসহ গানটির গীতিকার রাম সম্পতকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই নোটিশ দেওয়া হয়েছে সেন্সর বোর্ডকেও। দুই সপ্তাহের মধ্যে আমিরসহ অন্য অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আগামী ৯ আগস্ট মামলাটির পরবর্তী শুনানি।
কারিশমা এবার আইটেম গানে
বর্তমান প্রেক্ষাপটে আইটেম গান ছাড়া বলিউড ছবি কল্পনাও করা যায় না। সম্প্রতি অনেক অভিনেত্রী শুধু এ রকম গানের জোরেই ফিল্মপাড়ায় শক্ত অবস্থান তৈরি করেছেন। হয়তো এ কারণেই দীর্ঘ বিরতির পর কেন্দ্রীয় চরিত্র বাদ দিয়ে আইটেম গানে অভিনয় করতে রাজি হয়েছেন কারিশমা কাপুর। 'হাউসফুল' ছবির পরবর্তী সিক্যুয়েলে এ রকম একটি চরিত্রে দেখা যাবে তাকে। কারিশমার এ সিদ্ধান্তে ভক্তরা অনেকটাই মর্মাহত হয়েছেন।
Wednesday, July 27, 2011
প্রথমবারের মতো বাপ্পা
প্রথমবারের মতো কোনো অ্যালবামে রবীন্দ্রসংগীত গাইলেন বাপ্পা মজুমদার।
মাকে উৎসর্গ করে নিজের আসছে একক অ্যালবামে একটি রবীন্দ্রসংগীত গাইলেন তিনি। এ প্রসঙ্গে বাপ্পা বললেন, 'মাকে উৎসর্গ করেই গানটি করেছি আমি। তবে কোন গানটি গেয়েছি, তা এখনই বলতে চাচ্ছি না। অ্যালবাম প্রকাশ হলেই সবাই জানতে পারবেন। এটি বাপ্পার নবম একক অ্যালবাম। নাম রাখা হয়েছে 'বেঁচে থাক সবুজ'। রবীন্দ্রসংগীতটি ছাড়াও এতে ১০টি মৌলিক গান থাকবে। গানগুলো লিখেছেন শঙ্কর সাওজাল, মাসুম, স্বপ্নীল, রানা, ইন্দ্রনীল, জুলফিকার রাসেল, রাসেল ওনীল, শাহান কবন্ধ, ওয়াজিদ রাজীব ও জয় শাহরিয়ার। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই। বাপ্পা বলেন, এতদিন যা করেছি, তার বাইরে কিছু গান করেছি এই অ্যালবামে। আশা করছি ভালো লাগবে।
মাকে উৎসর্গ করে নিজের আসছে একক অ্যালবামে একটি রবীন্দ্রসংগীত গাইলেন তিনি। এ প্রসঙ্গে বাপ্পা বললেন, 'মাকে উৎসর্গ করেই গানটি করেছি আমি। তবে কোন গানটি গেয়েছি, তা এখনই বলতে চাচ্ছি না। অ্যালবাম প্রকাশ হলেই সবাই জানতে পারবেন। এটি বাপ্পার নবম একক অ্যালবাম। নাম রাখা হয়েছে 'বেঁচে থাক সবুজ'। রবীন্দ্রসংগীতটি ছাড়াও এতে ১০টি মৌলিক গান থাকবে। গানগুলো লিখেছেন শঙ্কর সাওজাল, মাসুম, স্বপ্নীল, রানা, ইন্দ্রনীল, জুলফিকার রাসেল, রাসেল ওনীল, শাহান কবন্ধ, ওয়াজিদ রাজীব ও জয় শাহরিয়ার। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই। বাপ্পা বলেন, এতদিন যা করেছি, তার বাইরে কিছু গান করেছি এই অ্যালবামে। আশা করছি ভালো লাগবে।
৫৩ বছর পর মিলল প্রেমের ঠিকানা!
সত্যি! ভালোবাসা বাধ মানে না। একটি প্রেমপত্র ৫৩ বছর পরও ঠিকানা খুঁজে পেল। ১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রের কলেজপড়ুয়া এক যুবককে তার বান্ধবী প্রেমপত্র লিখেছিল। গত ৭ জুলাই ২০১১ চিঠিটি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার পত্র কক্ষে পেঁৗছে। চিঠিটি ১৯৫৮ সালের ২০ ফেব্রুয়ারি পোস্ট করা হয়। প্রেমিকা ভনি চিঠিতে লিখেছিলেন, 'ভালোবাসা চিরকালের'। প্রেমিকের নাম ক্লার্ক সি মুর। তবে নাম পরিবর্তনের কারণে বর্তমানে তিনি মুহাম্মদ সিদ্দিক নামে পরিচিত। আর এ কারণেই প্রেমের এমন ভোগান্তি। মজার বিষয় হলো, সিদ্দিক-ভনি বিয়ে করেন, তাদের চার ছেলেমেয়ে রয়েছে; তবে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছে। এক বন্ধু টিভিতে এ চিঠির খবর পেয়ে সিদ্দিককে জানান। ৭৪ বছর বয়সী সিদ্দিক এ খবর জানতে পেরে উল্লসিত হন এবং চিঠি পড়ার প্রবল ইচ্ছা প্রকাশ করেন। পরে ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করেন। সিদ্দিক বলেন, তখন আবেগ ছিল; চিঠি লেনদেনের মজাই ছিল আলাদা। তবে এখনকার ই-মেইলের মতো নয় বলে মন্তব্য করেন তিনি।
আত্মপরিচয়ের খোঁজে!
নিজের পরিবারের সঠিক ইতিহাস জানতে ডিএনএ পরীক্ষার তী্রব্র আগ্রহ প্রকাশ করেছেন স্লামডগ মিলিয়নেয়ার তারকা ফ্রিদা পিন্টো। বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণে গিয়ে প্রায়ই তাকে নিজের শেকড় নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। নিজের ডিএনএ পরীক্ষার মধ্য দিয়ে তিনি এসব প্রশ্নের সঠিক উত্তর পেতে চান। তিনি তার প্রকৃত উত্তরসূরিদের খুঁজে পাওয়ার জন্য প্রচণ্ড আগ্রহী বলেই জানা গেছে। এ প্রসঙ্গে ফ্রিদা বলেছেন, পর্তুগালের অধিবাসীরা আমাকে তাদের নিজেদের মানুষ বলেই দাবি করেছেন। কিন্তু আমি সেটা পছন্দ করিনি। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।
আম্মু এখন কথা বলছে (সাক্ষাৎকার : দিঘী)
ছোট্ট দিঘী বড় হয়ে ডাক্তার হতে চায়। অভিনয়ে এসেই দু'দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে। অভিনয়, লেখাপড়া ও আম্মুকে ঘিরে বলা কথা নিয়ে আজ তার সাক্ষাৎকার_
এখন কী করছ?
এইতো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, নাস্তা করলাম। শরীরটা খুব খারাপ। কাশি হয়েছে। কাশির জন্য রাতে ভালো ঘুমুতে পারিনি। তাই আজ ঘুম থেকে উঠতে একটু দেরী হয়ে গেল। এখন পড়তে বসব। পরীক্ষা চলছে।
পরীক্ষা চলছে?
হ্যাঁ, কালও পরীক্ষা আছে।
তুমি কোথায়, কোন ক্লাসে পড়াশোনা করছ?
স্কলার স্কুল অ্যান্ড কলেজে স্টান্ডার্ড-টুতে পড়ছি।
পরীক্ষা কেমন হচ্ছে?
খুব ভালো হচ্ছে।
চলচ্চিত্রে কাজ করতে গিয়ে পড়াশোনার অসুবিধা হয় না?
না, হয় না, পরীক্ষার সময় শুটিং করি না। এ সময় যদি শুটিং করতেই হয় তাহলে সঙ্গে বইপত্র নিয়ে যাই। শুটিংয়ের ফাঁকে ফাঁকে পড়াশোনা করি, শুধু পরীক্ষার সময়ই নয়। সব সময়ই শুটিংয়ের মধ্যেও আমি লেখাপড়া করি।
বড় হয়ে কী হতে চাও?
ডাক্তার হতে চাই।
কেন?
ছোটবেলা থেকেই মাকে বলতাম, বড় হয়ে ডাক্তার হবো। কারণ মা প্রায়ই অসুস্থ থাকতেন। তাই মাকে বলতাম ডাক্তার হয়ে তোমার চিকিৎসা করব, তোমাকে সুস্থ করে তুলব। আমি অনেক বড় ডাক্তার হতে চাই। আম্মুকে একদম সুস্থ করে তুলতে চাই।
আম্মু এখন কেমন আছেন?
আম্মু এখন অনেক ভালো আছেন। কথা বলতে পারছেন। সকালে আমি যখন খুব কাশছিলাম। আম্মু তখন কাজের বুয়াকে বললেন, আমাকে ডেকে দিতে। আমি আম্মুর কাছে গেলে তিনি আমাকে বললেন, তুমি আমার পাশে থাক। আমার একা একা একদম ভালো লাগে না। সত্যি আম্মু এখন কথা বলতে পারছেন।
এখন কোন কোন চলচ্চিত্রে কাজ করছ?
স্বামীর ভাগ্য, ছোট্ট সংসার, এলিয়েন এখন বাংলাদেশে, দ্য স্পিড, ভাবী আমার মা এবং শীঘ্রই কাজ শুরু করব অশিক্ষিত ছেলে চলচ্চিত্রে। গত সপ্তাহে মুক্তি পেয়েছে 'তোর কারণে বেঁচে আছি' চলচ্চিত্রটি।
এগুলোর মধ্যে কোনটিতে কাজ করতে খুব ভালো লাগছে?
'ছোট সংসার' চলচ্চিত্রে কাজ করতে খুবই ভালো লাগছে। কারণ এখানে প্রাচুর্য আমার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করছে। এটি ওর প্রথম কাজ। শুটিংয়ের অবসরে আমরা দু'জন মিলে খুব খেলাধুলা করি। আমার তো কোনো ছোটভাই নেই। ছোট্ট সংসারেও আমার ছোট ভাইয়ের অভিনয় করছেন। শুটিংয়ের ফাঁকেও ছোট ভাইয়ের মতোই আমার সঙ্গে খেলাধুলা করে। খেলার পাশাপাশি রেসি আন্টিসহ আমরা তিনজন মিলে নাচানাচি করি। ডিপজল আঙ্কেলও আমাদের সঙ্গে খুবই মজা করে।
বেড়াতে যেতে কেমন লাগে?
খুব ভালো লাগে। অবসর পেলেই কল্যাণপুরে খালামনির বাসায় চলে যাই। খালামনি গল্প বলেন, খালাতো ভাইয়ের ল্যাপটপে ইন্টারনেটে গেম খেলি। কমপক্ষে তিন চারদিন কাটিয়ে আসি।
ভক্তরা তোমার কাছে অটোগ্রাফ চায় না?
হ্যাঁ, অটোগ্রাফ চায়। একসঙ্গে ছবিও তুলতে চায়। গতকাল চাচির সঙ্গে নিউমার্কেটে শপিং করতে গিয়েছিলাম। হঠাৎ এক মহিলা এসে বললেন 'তুমি দিঘী না? আমি আমিরিকায় থাকি। ওখানে বসে তোমার সব ছবি দেখি। তোমার অভিনয় আমার খুব ভালো লাগে। তোমার অসুস্থ আম্মুর জন্যও অনেক দোয়া করি।' শুনে আমার খুব ভালো লাগল।
ঈদে কি তোমার কোন ছবি মুক্তি পাচ্ছে?
হ্যাঁ, এফআই মানিক চাচ্চু পরিচালিত 'ছোট্ট সংসার' চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে।
পরীক্ষা চলছে?
হ্যাঁ, কালও পরীক্ষা আছে।
তুমি কোথায়, কোন ক্লাসে পড়াশোনা করছ?
স্কলার স্কুল অ্যান্ড কলেজে স্টান্ডার্ড-টুতে পড়ছি।
পরীক্ষা কেমন হচ্ছে?
খুব ভালো হচ্ছে।
চলচ্চিত্রে কাজ করতে গিয়ে পড়াশোনার অসুবিধা হয় না?
না, হয় না, পরীক্ষার সময় শুটিং করি না। এ সময় যদি শুটিং করতেই হয় তাহলে সঙ্গে বইপত্র নিয়ে যাই। শুটিংয়ের ফাঁকে ফাঁকে পড়াশোনা করি, শুধু পরীক্ষার সময়ই নয়। সব সময়ই শুটিংয়ের মধ্যেও আমি লেখাপড়া করি।
বড় হয়ে কী হতে চাও?
ডাক্তার হতে চাই।
কেন?
ছোটবেলা থেকেই মাকে বলতাম, বড় হয়ে ডাক্তার হবো। কারণ মা প্রায়ই অসুস্থ থাকতেন। তাই মাকে বলতাম ডাক্তার হয়ে তোমার চিকিৎসা করব, তোমাকে সুস্থ করে তুলব। আমি অনেক বড় ডাক্তার হতে চাই। আম্মুকে একদম সুস্থ করে তুলতে চাই।
আম্মু এখন কেমন আছেন?
আম্মু এখন অনেক ভালো আছেন। কথা বলতে পারছেন। সকালে আমি যখন খুব কাশছিলাম। আম্মু তখন কাজের বুয়াকে বললেন, আমাকে ডেকে দিতে। আমি আম্মুর কাছে গেলে তিনি আমাকে বললেন, তুমি আমার পাশে থাক। আমার একা একা একদম ভালো লাগে না। সত্যি আম্মু এখন কথা বলতে পারছেন।
এখন কোন কোন চলচ্চিত্রে কাজ করছ?
স্বামীর ভাগ্য, ছোট্ট সংসার, এলিয়েন এখন বাংলাদেশে, দ্য স্পিড, ভাবী আমার মা এবং শীঘ্রই কাজ শুরু করব অশিক্ষিত ছেলে চলচ্চিত্রে। গত সপ্তাহে মুক্তি পেয়েছে 'তোর কারণে বেঁচে আছি' চলচ্চিত্রটি।
এগুলোর মধ্যে কোনটিতে কাজ করতে খুব ভালো লাগছে?
'ছোট সংসার' চলচ্চিত্রে কাজ করতে খুবই ভালো লাগছে। কারণ এখানে প্রাচুর্য আমার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করছে। এটি ওর প্রথম কাজ। শুটিংয়ের অবসরে আমরা দু'জন মিলে খুব খেলাধুলা করি। আমার তো কোনো ছোটভাই নেই। ছোট্ট সংসারেও আমার ছোট ভাইয়ের অভিনয় করছেন। শুটিংয়ের ফাঁকেও ছোট ভাইয়ের মতোই আমার সঙ্গে খেলাধুলা করে। খেলার পাশাপাশি রেসি আন্টিসহ আমরা তিনজন মিলে নাচানাচি করি। ডিপজল আঙ্কেলও আমাদের সঙ্গে খুবই মজা করে।
বেড়াতে যেতে কেমন লাগে?
খুব ভালো লাগে। অবসর পেলেই কল্যাণপুরে খালামনির বাসায় চলে যাই। খালামনি গল্প বলেন, খালাতো ভাইয়ের ল্যাপটপে ইন্টারনেটে গেম খেলি। কমপক্ষে তিন চারদিন কাটিয়ে আসি।
ভক্তরা তোমার কাছে অটোগ্রাফ চায় না?
হ্যাঁ, অটোগ্রাফ চায়। একসঙ্গে ছবিও তুলতে চায়। গতকাল চাচির সঙ্গে নিউমার্কেটে শপিং করতে গিয়েছিলাম। হঠাৎ এক মহিলা এসে বললেন 'তুমি দিঘী না? আমি আমিরিকায় থাকি। ওখানে বসে তোমার সব ছবি দেখি। তোমার অভিনয় আমার খুব ভালো লাগে। তোমার অসুস্থ আম্মুর জন্যও অনেক দোয়া করি।' শুনে আমার খুব ভালো লাগল।
ঈদে কি তোমার কোন ছবি মুক্তি পাচ্ছে?
হ্যাঁ, এফআই মানিক চাচ্চু পরিচালিত 'ছোট্ট সংসার' চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে।
জ্যাকুলিন ইন
ইয়ানা গুপ্তা মার্ডার ২ এর আইটেম গানে নেচেছিলেন। সে গানটিই টিভিতে প্রচারে এসেছে; কিন্তু বদলে গেছে পাত্রী! গানে ইয়ানার নামগন্ধও নেই! ইয়ানার বদলে সেখানে আইটেমে কোমর দুলাচ্ছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সম্প্রতি টেলিভিশনে মার্ডার ২-এ ইয়ানা'র সেই একই আইটেম গানটি প্রচার হয়; কিন্তু ভাট ব্রাদার্সের তেলেসমাতিতে সেখানে কোমর দুলিয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
সে গান থেকে ইয়ানা একেবারে হাওয়ায় উবে গেছেন যেন! এদিকে পরিচালক
মোহিত সূরি অবশ্য শাক দিয়ে মাছ ঢাকার খানিক চেষ্টা করেছেন।
তিনি জানিয়েছেন, ইয়ানা ভিলেনের অংশটিতে আছেন, আর ভিলেন প্রশান্ত নারায়ণের বিষয়টি আগে থেকে সবাইকে জানাতে চাননি তারা।
এটা চমক হিসেবেই রাখতে চেয়েছেন।
সে গান থেকে ইয়ানা একেবারে হাওয়ায় উবে গেছেন যেন! এদিকে পরিচালক
মোহিত সূরি অবশ্য শাক দিয়ে মাছ ঢাকার খানিক চেষ্টা করেছেন।
তিনি জানিয়েছেন, ইয়ানা ভিলেনের অংশটিতে আছেন, আর ভিলেন প্রশান্ত নারায়ণের বিষয়টি আগে থেকে সবাইকে জানাতে চাননি তারা।
এটা চমক হিসেবেই রাখতে চেয়েছেন।
জন-দীপিকা সম্পর্ক
রনবীরের সঙ্গে দীপিকার আর বিপাশা বাসুর সঙ্গে জনের ছাড়াছাড়ির পর দিনকাল বোধহয় ভালোই যাচ্ছে তাদের। লন্ডনে নির্মিতব্য এক ছবির শুটিংয়ের ফাঁক-ফোকরগুলো নাকি জন ভালোই জমিয়ে তুলেছেন ছবির অভিনেত্রী বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোনের সঙ্গে! দীপিকা-জন নাকি বেশ ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন সেখানে। জন-দীপিকা জুটির প্রথম ছবি এটি।
আর সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার লক্ষণ বলতে শুটিংয়ের লোকজন যা খেয়াল করেছেন; তার মধ্যে পড়ে_ উচ্চস্বরে মজার সব জোকস শোনানো, ফাঁক পেলেই কফি ব্রেক নেওয়া, মানে, আশপাশের কোথাও দলছুট হয়ে কফি খাওয়া, কিংবা নিছক উধাও হয়ে যাওয়া! একটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এসব কফি ব্রেকে জন নাকি বিপাশার সঙ্গে তার বিচ্ছেদের আদ্যোপান্ত শুনিয়েছেন দীপিকাকে।
আর সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার লক্ষণ বলতে শুটিংয়ের লোকজন যা খেয়াল করেছেন; তার মধ্যে পড়ে_ উচ্চস্বরে মজার সব জোকস শোনানো, ফাঁক পেলেই কফি ব্রেক নেওয়া, মানে, আশপাশের কোথাও দলছুট হয়ে কফি খাওয়া, কিংবা নিছক উধাও হয়ে যাওয়া! একটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এসব কফি ব্রেকে জন নাকি বিপাশার সঙ্গে তার বিচ্ছেদের আদ্যোপান্ত শুনিয়েছেন দীপিকাকে।
৩ বছর ধরে স্ত্রীর রক্ত পান! ( Belive It or Not, But It's 100% True)
অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্যি। বিশিষ্ট আমেরিকান লেখিকা স্টিফানি মেয়ারের লেখা টোয়াইলাইট ছবিতে যারা ভ্যাম্পায়ারকে মানুষের রক্ত খেতে দেখেছেন ঘটনাটি ঠিক তেমনি। ভারতের মধ্য প্রদেশের এক গ্রামের পাষণ্ড স্বামী তার স্ত্রীর রক্ত পান করেছে তিন বছর ধরে। এতদিন কেউ জানত না। সইতে না পেরে স্ত্রী নিজেই এ অবিশ্বাস্য ঘটনা ফাঁস করেছে। মধ্য প্রদেশের দামো জেলার ২২ বছরের স্ত্রী দীপা আরিবার পুলিশকে জানায়, স্বামী মহেষ বিগত তিন বছর ধরে তার রক্ত পান করেছে। সে প্রতিদিন সিরিঞ্জ দিয়ে তার বাহু থেকে রক্ত বের করে নিত। মহেশ সেই রক্ত একটি শূন্য গ্লাসে রাখতো এবং তৃপ্তির সঙ্গে ৩ বছর তার রক্ত পান করেছে। প্রতিদিন সে রক্ত নিত। দীপাকে সে হুমকি দিত। বলত এ ঘটনা ফাঁস করে দিলে তাকে মেরে ফেলা হবে। ২০০৭ সালে শিকারপুরা গ্রামের দীপার সঙ্গে কৃষিশ্রমিক মহেষের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর মহেষ তার স্ত্রীর শিরা থেকে রক্ত নিতে শুরু করে। রক্ত নিয়ে সে মজা করে পান করত। মহেষ বলত রক্ত পান করায় সে বলবান হচ্ছে। দীপা গর্ভবতী হলেও মহেষ রক্ত নেয়া বন্ধ করেনি। সাত মাস আগে দীপা পুত্র সন্তানের মা হয়েছে। মা হওয়ার পর সে প্রতিবাদ করতে শুরু করে। দীপা পুলিশকে আরও জানায়, স্বামী রক্ত নেয়ার পর তার মাথা ঘুরাত। বমি বমি লাগত। প্রতিবাদ করলে তাকে মারধর করা হতো। অবশেষে এ মাসের গোড়ার দিকে দীপা তার সন্তানকে কোলে নিয়ে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে পালিয়ে আসে। পিতার বাড়িতে এসে সে পুলিশকে সব ঘটনা খুলে বলে। তবে এখানেও তাকে নিয়ে টানাহেঁচড়া কম হয়নি। শিকারপুরা গ্রামের লোকদের চাপে পুলিশ মামলা নিতে বাধ্য হয়।
Tuesday, July 26, 2011
ইত্যাদি'তে সামিনা
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'তে গান গাইলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। মোহাম্মদ রফিকউজ্জামানের কথা এবং আলী আকবর রূপুর সুরে গানটি গেয়েছেন তিনি। গানের কথায় উঠে এসেছে বর্ষা ঋতু। গানের কথা হচ্ছে_ 'যারে যারে মেঘ যারে/ বাদলেরই মাসে সে যদি না আসে/ কদম-কেয়া কি মন ভরে দিতে পারে'। সব বয়স এবং সব শ্রেণী পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান 'ইত্যাদি'র আগামী পর্ব প্রচার হবে ২৯ জুলাই, শুক্রবার রাত ৮ টার বাংলা সংবাদের পর। 'ইত্যাদি'র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
দ্বিতীয় উজ্জ্বলতম নক্ষত্র পিউনি
পিউনি! দারুণ সুন্দর নাম। পিউনি আমাদের গ্যালাক্সির দ্বিতীয় উজ্জ্বলতম নক্ষত্র। ৩.২ মিলিয়ন সূর্য যে পরিমাণ আলো ছড়াতে পারবে, পিউনি একাই সে আলো ছড়াতে থাকে। তা প্রথমটা কে? এর নামটাও বেশ সুন্দর, 'ইটা কারিনা'। ইটা কারিনা একাই ৪.৭ মিলিয়ন সূর্য।
যা হোক কারিনার কথা বাদ দিয়ে পিউনির কথাই বলি। এই মাত্র কয়েক দিন আগে পিউনিকে আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। এত উজ্জ্বল একটি নক্ষত্র আর আবিষ্কার হলো মাত্র কয়েক দিন আগে? কারণ এর চারপাশ ঘিরে আছে ঘন মহাকাশীয় ধূলিকণা আর গ্যাস। অবশেষে নাসার স্পিটজার টেলিস্কোপের ধূলিকণা-ভেদী ইনফ্রারেড চোখে ধরা পড়ল এই পিউনি। এর উজ্জ্বলতাও মাপা হয়েছে স্পিটজারের ইনফ্রারেড স্পেক্টোগ্রাফ দিয়ে। পিউনি কত বড়? ১০০টি সূর্য পাশাপাশি বসিয়ে এর ব্যাস বরাবর আটকে রাখা যাবে। তবে এত বড় জায়ান্ট আকৃতির এবং 'ওলফ-রায়েত' ক্যাটাগরির নক্ষত্রগুলো বেশিদিন বাঁচে না। খুব বেশি হলে কয়েক মিলিয়ন বছর। মহাকাশ বিজ্ঞানীদের মতে, পিউনি যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে, যাকে বলে 'সুপারনোভা ব্লাস্ট'। আর এর বিস্ফোরণে কাছাকাছি ঘূর্ণায়মানরত গ্রহগুলো তো ভস্মীভূত হবেই এবং প্রচুর শিশু তারার জন্ম হবে, যারা কিনা আকৃতিতে আমাদের সূর্যের চেয়েও বড় হতে পারে। ভাগ্য ভালো যে, আমাদের সূর্য এত বড় জায়ান্ট নক্ষত্র না, না হলে আমাদের পৃথিবী কবেই ভস্মীভূত হয়ে যেত।
যা হোক কারিনার কথা বাদ দিয়ে পিউনির কথাই বলি। এই মাত্র কয়েক দিন আগে পিউনিকে আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। এত উজ্জ্বল একটি নক্ষত্র আর আবিষ্কার হলো মাত্র কয়েক দিন আগে? কারণ এর চারপাশ ঘিরে আছে ঘন মহাকাশীয় ধূলিকণা আর গ্যাস। অবশেষে নাসার স্পিটজার টেলিস্কোপের ধূলিকণা-ভেদী ইনফ্রারেড চোখে ধরা পড়ল এই পিউনি। এর উজ্জ্বলতাও মাপা হয়েছে স্পিটজারের ইনফ্রারেড স্পেক্টোগ্রাফ দিয়ে। পিউনি কত বড়? ১০০টি সূর্য পাশাপাশি বসিয়ে এর ব্যাস বরাবর আটকে রাখা যাবে। তবে এত বড় জায়ান্ট আকৃতির এবং 'ওলফ-রায়েত' ক্যাটাগরির নক্ষত্রগুলো বেশিদিন বাঁচে না। খুব বেশি হলে কয়েক মিলিয়ন বছর। মহাকাশ বিজ্ঞানীদের মতে, পিউনি যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে, যাকে বলে 'সুপারনোভা ব্লাস্ট'। আর এর বিস্ফোরণে কাছাকাছি ঘূর্ণায়মানরত গ্রহগুলো তো ভস্মীভূত হবেই এবং প্রচুর শিশু তারার জন্ম হবে, যারা কিনা আকৃতিতে আমাদের সূর্যের চেয়েও বড় হতে পারে। ভাগ্য ভালো যে, আমাদের সূর্য এত বড় জায়ান্ট নক্ষত্র না, না হলে আমাদের পৃথিবী কবেই ভস্মীভূত হয়ে যেত।
জিনের মধ্যে জিন রহস্য!
জিনের সংযুক্তি টানাপড়েনের গবেষণা জেনোমিক্সই সম্পূর্ণ নয়। এ বিষয়টি সম্প্রতি বিজ্ঞানীদের দারুণ ভাবিয়ে তুলেছে। জিনের গঠন নেড়েচেড়ে তার উৎপন্ন প্রোটিন পর্যন্ত জানা হয়ে গেছে। এমন দুই বা তার বেশি প্রোটিন পরস্পর কিভাবে বিক্রিয়া করে তাই জানার সময়। এ সময় যদি কেউ বলেন_ না, জেনোমিক্সই সম্পূর্ণতা পায়নি। তখন বিষয়টি গোলমাল লাগবেই। এটাই স্বাভাবিক। কেন জিনের সংযুক্তির খোঁজ সম্পূর্ণ নয়! বিজ্ঞানীরা বলছেন, একই ধরনের জিন থেকে তৈরি যমজ শিশু কিভাবে বড় হলে বদলে যায়। আচার-ব্যবহার থেকে তাদের শারীরিক গঠন কেন দু'জনের মধ্যে পার্থক্য এনে দেয়? এটি জেনোমিক্স বা জিনতত্ত্বে নেই। এটাও পরীক্ষিত সত্য, যমজ ভাই বা বোনের মধ্যে ছোটবেলায় অনেক মিল থাকলেও বয়সের সঙ্গে এই মিল কমে আসে। দু'জনের রোগ প্রতিরোধের ক্ষমতা থেকে উর্বরা শক্তি, মস্তিষ্কের বুদ্ধিমত্তা থেকে শারীরিক সৌষ্ঠব সবটাই কেমন যেন পাল্টে যায়। এমনকি রাসায়নাগারে তৈরি ক্লোনিংয়ের ক্ষেত্রেও এ ধরনের পরিবর্তন দেখা যায়। মনে করুন ডলির কথা। ডলিকে ক্লোনিং করে সার্থক ভেড়ার রূপ দেওয়া হলেও সে স্বাভাবিকের চেয়ে দ্রুত বার্ধ্যকে পেঁৗছে গেল। আর্থারাইটিস তাকে গ্রাস করে নিল। যমজ বা ক্লোনিংয়ের ক্ষেত্রে ব্যাপারটি একই। একই জিনগত প্রক্রিয়ায় তৈরি দুই ক্ষেত্রেই চারিত্রিকগত প্রভেদ চোখে পড়ার মতো। এসব থেকেই জিনের বাইরেও কিছু নিয়ামকের কথা ঘোরাফিরা করছিল বিজ্ঞানীদের মনে। যারা নিশ্চিত ছিলেন জেনেটিক্স বা জিনতত্ত্ব শুধু জিনের নিয়ামক শক্তি নয়। এতদিন জিনের 'ডিএনএ'-কে কোষের চর্বি বলে মনে করতেন সবাই। কিন্তু বাস্তবক্ষেত্রে ঘটনা ডিএনএ তার একচ্ছত্র প্রতিষ্ঠা করতে পারছে না। এই জাতীয় প্রশ্নের সমাধানে জীববিজ্ঞানে এক নতুন ধারা আসছে। এর নাম এপি জেনেটিক্স। যদিও 'এপি জেনিটিক্স' শব্দটি খুব একটি নতুন নয়। ১৯৪২ সালে জীববিজ্ঞানী সিএইচ ওয়েডিংটন এই নতুন শাখার বিষয়ে প্রথম ধারণা দিয়েছেন। তিনি এপি জেনেটিক্সের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন_ এপি জেনেটিক্স জীববিজ্ঞানের এমনই একটি শাখা, যা জিন ও তার উৎপাদন নিয়ে চর্চা করে। জিনের পারস্পরিক ক্রিয়া-প্রক্রিয়ার সম্ভাব্য ব্যাখ্যা দেয়। জিনের পরিপ্রেক্ষিতে বাহ্যিক গঠন নিয়ে ধারণা দেয় এই শাখা। দীর্ঘ ১০০ বছর অতিক্রান্ত। ওয়েডিংটন তার মতবাদ দিয়েছেন। আজও তার চিন্তা প্রাণী বিজ্ঞানীদের নতুন করে ভাবাচ্ছে। কারণ জিনের গঠনশৈলী থেকে তার প্রকাশভঙ্গি জানা গেলেই জীবের গোটা বিষয়টি বোঝা সম্ভবপর হচ্ছে না। আধুনিক গবেষণা ওয়েডিংটনের ধারণাকে সমর্থন করেছে। এটা পরীক্ষাগতভাবে জানা গেছে। জিনোমে ডিএনএ-র চারটি তথ্যধারী বেসে (অ.ঞ..েঈ) যাবতীয় কোষের স্বভাবের খতিয়ান থাকে না। কিছু অতিরিক্ত তথ্যসূত্রও স্তন্যপায়ীর জিনোমের বহিঃস্তর হিসেবে জমা হয়ে থাকে। ব্যাপারটা অনেকটা তেলভর্তি পাত্র না পাত্রভর্তি তেলের মতো। বলা হচ্ছে, এপি জেনেটিক কোষের একটি অংশের তথ্যবিষয়ক ধারণা, যা কোষ বিভাজনের সময় বংশধারায় ঢুকে পড়ে। কিন্তু ডিএনএ গঠন পুনঃসংযুক্তির সময় অংশ নেয় না। বংশগত হয়েও ডিএনএ সংশ্লেষণে অনুপস্থিত এই এপি জিন। এপি জেনেটিক্স নিজে তো অংশ নেয় না, উল্টা ডিএনএ রাসায়নিক পুনর্গঠনকে প্রভাবিত করে। ডিএনএ-র সঙ্গে সরাসরি যুক্ত প্রোটিনকে (হিসটোন) পরিবর্তন করে দেয়।
বিস্ময়কর আমাজান অভিযান
কত মানুষ কি করছে। কেউ হেঁটেই সমুদ্র পাড়ি দিচ্ছে আবার কেউ পানির ওপর রীতিমতো হেঁটে সবাইকে চমকে দিচ্ছে। তবে এবার নতুন করে আরও একটি হাঁটার কাহিনী বিশ্বব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করল। হেঁটে পৃথিবীর দীর্ঘতম বন আমাজন পাড়ি দেওয়ার এক দুঃসাহসী পরিকল্পনা আঁটলেন সাবেক ব্রিটিশ সেনা অকুতোভয় অ্যাড স্ট্যাফোর্ড। পূর্বঅভিজ্ঞতা নেই। শুধু জানা আছে, তার আগে আর কেউ সাহস করেননি এ কাজে। সফল হলেই বিশ্বরেকর্ড। সব গুছিয়ে রওনা হলেন একদিন। শুরু হলো নতুন অধ্যায়। তবে আমরা সেই দুঃসাহসী অ্যাড স্ট্যাফোর্ডের কাছ থেকেই শুনব তার এই অভিযানের কথা। বিখ্যাত ইংরেজি পত্রিকা ডেইলি মেইল থেকে ভাষান্তর করে আপনাদের সামনে তুলে ধরা হলো : আমাজানের গহিন বন। ঘন পত্রপল্লবের শামিয়ানা ফুঁড়ে সূর্যের আলো ঢুকতে পারে না। রবারের ডিঙিটাকে পানিতে নামাতে যাচ্ছি, চোয়ের সতর্ক কণ্ঠ, পেছনে, অ্যাড! ঘুরেই হিম হয়ে গেল বুকের রক্ত। পাঁচ ক্যানোভর্তি (বিশেষ ধরনের নৌকা) অর্ধনগ্ন লালমুখো একদল আদিবাসী। ধনুকে টানটান বিষাক্ত তীর। মেয়েদের হাতে চকচকে ধারাল দা। মনে হলো থমকে গেছে সময়। চো আর আমার অবস্থা দাঁড়াল ফাঁদে আটকাপড়া বুনো জন্তুর মতো। একটাই ভাবনা ঘুরপাক দিচ্ছে মাথায়-ওরা কী জানে না এসবের জন্য আমাদের হাতে সময় নেই এক মুহূর্ত! হেঁটে প্রায় সাড়ে ৪ হাজার মাইল দীর্ঘ আমাজান পাড়ি দেওয়ার চিন্তা প্রথম মাথায় আসে ২০০৫ সালে। দিনগুলো ছিল ঠাণ্ডা। জঙ্গল নিয়ে দিবাস্বপ্ন দেখা শুরু হলো আমার। মনে হলো, অরণ্যে সূর্য নিশ্চয়ই আরও উষ্ণ। সামনে কী অপেক্ষা করছে ধারণা ছিল না। শীঘ্রই এলাম বিশ্বের গভীরতম কোলচা ক্যানিয়নে। দেখা হলো হাজার বছর আগে মমিকৃত ইনকাদের সঙ্গে। সামনে কুখ্যাত রেড জোন। মাদক কারবারি আর সন্ত্রাসবাদী দলের ঘাঁটি। ওজ নামে এক পেরুভিয়ান গাইড জুটিয়ে নিলাম। মাইলের পর মাইল গোপন কোক ক্ষেত। গুলি খেয়ে মরার ভয়ে কেটে পড়ল ওজ। পুয়ের্টো ওকোপার কাছে ইলিয়াস নামে ১৬ বছরের এক আশানিনকা ইন্ডিয়ান ছেলেকে বানালাম গাইড। গল্পচ্ছলে ওর পরিবার সম্পর্কে জানতে চাইলাম। জানাল ছয় দিন আগে ওর মাকে গলায় পেরেক ঢুকিয়ে হত্যা করেছে গোত্রের লোকেরা। কেন, তা জানার আগ্রহ উবে গেল নিমেষে।
এক গ্রামে মাসাটো নামে মেয়েদের থুতু দিয়ে বানানো এক প্রকার চোলাই দিয়ে আপ্যায়ন করা হলো আমাদের। না খেলে অপমান! বাধ্য হয়ে গিলতে হলো তা-ই। পামাকিয়ারিতে বালতি ভর্তি পানি ছুড়ে মারা হলো আমাদের ওপর। বন্ধুভাবাপন্ন এক ইন্ডিয়ান জানাল, পরের গ্রামে আমাকে চড়ানোর জন্য শূল বানিয়ে অপেক্ষা করছে সবাই। আমি নাকি ওদের মাটির নিচে থাকা তেল চুরি করতে আসছি। আমার মন খারাপ হয়ে গেল এসব শুনে। এ সময় গাইড হিসেবে যোগ দিল ৩০ বছরের টসবগে যুবক চো। হাঁটার গতি এখন মন্থর। নদী কোথাও আঁকাবাঁকা, কোথাও খাড়া ঢালু। বুক সমান নিবিড় ঘাসবন। হাঁটতে গেলে জড়িয়ে যায় পায়ে। আগস্টের ২৪ তারিখে শুরুতেই বলা খুনে ইন্ডিয়ানগুলোর সামনে পড়লাম আমরা। ওরা আমাদের বন্দি করে নিয়ে গেল প্রধান কুঁড়েতে। গ্রামপ্রধান জানালেন বিনা অনুমতিতে এলাকায় ঢুকে আমরা নিয়ম ভঙ্গ করেছি। ব্যাখ্যা শুনে শান্ত হলো। যেতে দেবে, শর্ত একটাই, গ্রামপ্রধান আর তার ভাইকে আমাদের গাইড হিসেবে নিতে হবে। দা দিয়ে ঝোপ কেটে পথ বানিয়ে হাঁটছি। প্রতি মিনিটে গড়ে ১০টি মশার কামড় খাচ্ছি। একবার খেলাম মোরগের অণ্ডকোষ। আরেকবার বানরের মাংস। একবার খেলাম বিলুপ্তপ্রায় দুর্লভ প্রজাতির টাপির। একবার হাঁটার মাঝখানে আচমকা থামতে ইশারা করল চো। আঙ্গুল তুলল ঝোপের নিচে। কুণ্ডলী পাকিয়ে ফণা মেলে ছোবল দিতে প্রস্তুত কুখ্যাত এক পিট ভাইপার। এক ছোবলেই চুলের গোড়া, চোখ, কান আর নখের গোড়া থেকে বলক দিয়ে বেরিয়ে আসবে রক্ত। এ অভিজ্ঞতার মাঝেই আসবে মৃত্যু। ২০০৯ সালের ২১ ডিসেম্বর অভিযানের ২১ মাস পূর্ণ হলো। আমাজানের ওপর বিষিয়ে উঠেছে মন। কেবল ভাবছি বন্ধুদের মুখ। নিজেকে উজ্জীবিত রাখার জন্য আমি গাইতাম প্রয়াত রয় ক্যাসেলের গাওয়া 'ডেডিকেশন'। অবশেষে ৮ আগস্ট রোববার নাকে ভেসে এলো সমুদ্রের নোনা ঘ্রাণ। পিঠের ঝোলা ছুড়ে ফেললাম। ছুটে গিয়ে ঝাঁপ দিলাম অথৈ জলরাশির আটলান্টিকের বুকে। জীবনে এই প্রথমবার সাগর দেখছে চো। খতম হলো কিস্সা। ৮৬০ দিনে ৮ হাজার কিলোমিটারের বেশি পথ হাঁটা, ৯০ লাখ পদক্ষেপ, মাথাপিছু ২ লাখের বেশি মশার কামড়, ৬০০ মাকড়সার দংশন, এক ডজন বিছার কামড় আর একটি গিনেস বিশ্বরেকর্ড। জীবনে এত সুখ আগে কখনো পাইনি!
এক গ্রামে মাসাটো নামে মেয়েদের থুতু দিয়ে বানানো এক প্রকার চোলাই দিয়ে আপ্যায়ন করা হলো আমাদের। না খেলে অপমান! বাধ্য হয়ে গিলতে হলো তা-ই। পামাকিয়ারিতে বালতি ভর্তি পানি ছুড়ে মারা হলো আমাদের ওপর। বন্ধুভাবাপন্ন এক ইন্ডিয়ান জানাল, পরের গ্রামে আমাকে চড়ানোর জন্য শূল বানিয়ে অপেক্ষা করছে সবাই। আমি নাকি ওদের মাটির নিচে থাকা তেল চুরি করতে আসছি। আমার মন খারাপ হয়ে গেল এসব শুনে। এ সময় গাইড হিসেবে যোগ দিল ৩০ বছরের টসবগে যুবক চো। হাঁটার গতি এখন মন্থর। নদী কোথাও আঁকাবাঁকা, কোথাও খাড়া ঢালু। বুক সমান নিবিড় ঘাসবন। হাঁটতে গেলে জড়িয়ে যায় পায়ে। আগস্টের ২৪ তারিখে শুরুতেই বলা খুনে ইন্ডিয়ানগুলোর সামনে পড়লাম আমরা। ওরা আমাদের বন্দি করে নিয়ে গেল প্রধান কুঁড়েতে। গ্রামপ্রধান জানালেন বিনা অনুমতিতে এলাকায় ঢুকে আমরা নিয়ম ভঙ্গ করেছি। ব্যাখ্যা শুনে শান্ত হলো। যেতে দেবে, শর্ত একটাই, গ্রামপ্রধান আর তার ভাইকে আমাদের গাইড হিসেবে নিতে হবে। দা দিয়ে ঝোপ কেটে পথ বানিয়ে হাঁটছি। প্রতি মিনিটে গড়ে ১০টি মশার কামড় খাচ্ছি। একবার খেলাম মোরগের অণ্ডকোষ। আরেকবার বানরের মাংস। একবার খেলাম বিলুপ্তপ্রায় দুর্লভ প্রজাতির টাপির। একবার হাঁটার মাঝখানে আচমকা থামতে ইশারা করল চো। আঙ্গুল তুলল ঝোপের নিচে। কুণ্ডলী পাকিয়ে ফণা মেলে ছোবল দিতে প্রস্তুত কুখ্যাত এক পিট ভাইপার। এক ছোবলেই চুলের গোড়া, চোখ, কান আর নখের গোড়া থেকে বলক দিয়ে বেরিয়ে আসবে রক্ত। এ অভিজ্ঞতার মাঝেই আসবে মৃত্যু। ২০০৯ সালের ২১ ডিসেম্বর অভিযানের ২১ মাস পূর্ণ হলো। আমাজানের ওপর বিষিয়ে উঠেছে মন। কেবল ভাবছি বন্ধুদের মুখ। নিজেকে উজ্জীবিত রাখার জন্য আমি গাইতাম প্রয়াত রয় ক্যাসেলের গাওয়া 'ডেডিকেশন'। অবশেষে ৮ আগস্ট রোববার নাকে ভেসে এলো সমুদ্রের নোনা ঘ্রাণ। পিঠের ঝোলা ছুড়ে ফেললাম। ছুটে গিয়ে ঝাঁপ দিলাম অথৈ জলরাশির আটলান্টিকের বুকে। জীবনে এই প্রথমবার সাগর দেখছে চো। খতম হলো কিস্সা। ৮৬০ দিনে ৮ হাজার কিলোমিটারের বেশি পথ হাঁটা, ৯০ লাখ পদক্ষেপ, মাথাপিছু ২ লাখের বেশি মশার কামড়, ৬০০ মাকড়সার দংশন, এক ডজন বিছার কামড় আর একটি গিনেস বিশ্বরেকর্ড। জীবনে এত সুখ আগে কখনো পাইনি!
Monday, July 25, 2011
নরকের দরজা!
তুর্কমেনিস্তানের ডারভেজ শহরে অবস্থিত এটি একটি জ্বলন্ত গর্ত। জ্বলন্ত জায়গাটি Door to Hell বা শয়তানের দরজা নামে সুপরিচিত। ১৯৭১ সাল থেকে জায়গাটি অবিরত দাউ দাউ করে জ্বলছে। ওই বছরই এখানে গ্যাস খনির সন্ধান পাওয়া যায়। প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন যার পরিমাণ ছিল সীমিত। সিদ্ধান্ত নেয়া হয় যে, এই গ্যাস জ্বালিয়ে শেষ করা হবে, ফলে এর বিষাক্ততা ছড়ানোর সুযোগ পাবে না। এরপর এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে তা এখনো অর্থাৎ ৪০ বছর ধরে একাধারে জ্বলছে। অথচ গবেষকরা Door to Hell পরীক্ষার মাধ্যমে নিশ্চিত ছিলেন যে, অল্প কয়েকদিনের মধ্যে এই গ্যাস শেষ হবে এবং আগুন নিভে যাবে।
লিপস্টিক কথন
লিপস্টিক এমন এক ধরনের
প্রসাধনী, যা নারীর সৌন্দর্য বাড়াতে ঠোঁঁটে প্রয়োগ করা হয়। তবে নারীরা এখন যে লিপস্টিক ব্যবহার করেন, তার ইতিহাস কিন্তু বহু পুরনো। গবেষকরা অনেকটাই নিশ্চিত হয়েছেন, প্রাচীন সিন্ধু সভ্যতায় নারীরা প্রথম মুখের সৌন্দর্য বাড়াতে ঠোঁটে লিপস্টিক ব্যবহার শুরু করে। প্রাচীন মিসরীয়রা সামুদ্রিক আগাছা থেকে উৎপন্ন লাল রঙের এক ধরনের পদার্থের সঙ্গে ০.০১ শতাংশ আয়োডিন এবং কিছু ব্রোমিন মিশিয়ে এমন এক রঞ্জক পদার্থ তৈরি করতেন, যা লিপস্টিক হিসেবে ব্যবহৃত হতো। মজার ব্যাপার হলো, রানী ক্লিউপেট্রা যে লিপস্টিক ব্যবহার করতেন, তা তৈরি করা হতো মেরুন রংয়ের বিটল পোকা থেকে। ফলে তার ঠোঁটে গাঢ় লাল আভা ফুটে উঠত। এছাড়া বেজ দেওয়ার জন্য ব্যবহৃত হতো পিঁপড়া।
প্রসাধনী, যা নারীর সৌন্দর্য বাড়াতে ঠোঁঁটে প্রয়োগ করা হয়। তবে নারীরা এখন যে লিপস্টিক ব্যবহার করেন, তার ইতিহাস কিন্তু বহু পুরনো। গবেষকরা অনেকটাই নিশ্চিত হয়েছেন, প্রাচীন সিন্ধু সভ্যতায় নারীরা প্রথম মুখের সৌন্দর্য বাড়াতে ঠোঁটে লিপস্টিক ব্যবহার শুরু করে। প্রাচীন মিসরীয়রা সামুদ্রিক আগাছা থেকে উৎপন্ন লাল রঙের এক ধরনের পদার্থের সঙ্গে ০.০১ শতাংশ আয়োডিন এবং কিছু ব্রোমিন মিশিয়ে এমন এক রঞ্জক পদার্থ তৈরি করতেন, যা লিপস্টিক হিসেবে ব্যবহৃত হতো। মজার ব্যাপার হলো, রানী ক্লিউপেট্রা যে লিপস্টিক ব্যবহার করতেন, তা তৈরি করা হতো মেরুন রংয়ের বিটল পোকা থেকে। ফলে তার ঠোঁটে গাঢ় লাল আভা ফুটে উঠত। এছাড়া বেজ দেওয়ার জন্য ব্যবহৃত হতো পিঁপড়া।
ফুটন্ত মাটি!
নিউজিল্যান্ডের রোটোরোয়ায় অবস্থিত Taupo লেকে ফুটন্ত কাদা-মাটি দেখতে পাওয়া যায়। গবেষকদের ধারণা, নদী ও লেকের পানি নির্দিষ্ট এই জায়গার উত্তপ্ত পাথরের উপরে প্রবাহিত হয় বলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তাই ব্যতিক্রমধর্মী এই জায়গাট!
ফিরেছেন ব্রিটনি স্পেয়ার্স
প্রেম-বিয়ে-সংসার নিয়ে স্ক্যান্ডাল আর মাদকাসক্তির সঙ্গে যুদ্ধ করে হাঁপিয়ে ওঠেন ব্রিটনি স্পেয়ার্স। ক্যারিয়ারও পড়তির দিকে। তাই জেগে উঠতে চাচ্ছেন এই গায়িকা। এরই মাঝে তিনি নতুন গান 'হোল্ড ইট অ্যাগনেস্ট মি' গানটি দিয়ে আলোচনায় এসেছেন। সংগীত জগতে ফিরে এসেছেন তিনি তার সপ্তম অ্যালবাম 'ফেমে ফ্যাটালে' নিয়ে। সপ্তম অ্যালবামটির প্রচারণা তিনি শুরু করেন একটি নাইটক্লাব থেকে। অ্যালবামটির মাধ্যমে প্রায় এক দশক পর বাজারে ফিরলেন ২৯ বছর বয়সী এই তারকা। 'ফেমে ফ্যাটালে' অ্যালবামটি তৈরির জন্য প্রায় দুই বছর সময় ব্যয় করেন তিনি। ব্রিটনি স্পেয়ার্স বলেছেন, এখন পর্যন্ত আমার সেরা অ্যালবাম এটিই। শ্রোতারাও শুনছেন গানগুলো। তাই আমি কৃতজ্ঞ। ব্রিটনির এই ফিরে আসায় ভক্তরা খুশি। তাদের প্রত্যাশা, ব্রিটনি আর কোনো ভুলে জড়াবেন না।
আনুশকার প্রস্তুতি
সম্প্রতি বলিউডের কোনো কোনো অভিনেত্রী খোলামেলা পোশাক না পরার বিষয়ে ধনুক ভাঙা পণ করেছেন। এক্ষেত্রে ব্যতিক্রম আনুশকা শর্মা। যশরাজ প্রোডাকশনের পরবর্তী ছবিতে অভিনয়ের জন্য তৈরি হচ্ছেন তিনি। সেখানে অনেকটা আবেদনময়ী হিসেবে তুলে ধরা হবে তাকে। এর প্রস্তুতি হিসেবে জিমেও যাচ্ছেন আনুশকা। শরীরী উত্তাপ ছড়িয়ে কতদূর যান সেটাই দেখার অপেক্ষা।
শর্তসাপেক্ষে 'হিরোইন'
ঐশ্বরিয়া রাই বচ্চনের ছেড়ে দেওয়া 'হিরোইন' ছবির হিরোইন হতে অবশেষে রাজি হয়েছেন কারিনা কাপুর। তবে তা শর্তসাপেক্ষে। হায়দ্রাবাদে 'ককটেল' ছবির শুটিং করছেন সাইফ এবং দীপিকা। সেখানে সাইফের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কারিনা। এটা জানার পর সেখানে উড়ে যান 'হিরোইন' ছবির কাহিনীকার নিরঞ্জন ইয়েনগার এবং প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুর। তারা কারিনাকে আনুষ্ঠানিকভাবে অভিনয়ের প্রস্তাব দেন। বেশ কিছুটা সময় ধরে ছবির প্রযোজক, কাহিনীকার এবং কারিনার মধ্যে আলোচনা চলে। তখন তিনি শর্ত দেন, অর্জুন রামপাল এবং অরুণোদয় সিংয়ের সঙ্গে অতি রোমান্টিক দৃশ্যে তিনি অভিনয় করবেন না। তবে মদ খাওয়ার দৃশ্যে তিনি অভিনয় করবেন। বেবোকে নিয়ে ছবিটি করতে চান বলে ছবির প্রযোজক এবং কাহিনীকারও নিরুপায় হয়ে শর্ত মেনে নিয়েছেন।
'কে হতে চায় কোটিপতি'র দ্বিতীয় পর্ব
'কে হতে চায় কোটিপতি'র অডিশন রাউন্ডের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে গতকাল থেকে। চট্টগ্রাম ও ঢাকায় এই অডিশন রাউন্ডের মাধ্যমে বাছাই করা হবে প্রতিযোগীকে।
চট্টগ্রাম ও সিলেটের প্রতিযোগী নিয়ে প্রথম অডিশন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে গতকাল এবং ২৫ জুলাই সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে ঢাকাসহ অন্য বিভাগের প্রতিযোগীদের অডিশন।
১০ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হওয়ার পর একই দিন থেকে শুরু হয় প্রতিযোগিতায় নিবন্ধিত হওয়ার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম। নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ব্যাপক সাড়া পড়েছিল।
চট্টগ্রাম ও সিলেটের প্রতিযোগী নিয়ে প্রথম অডিশন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে গতকাল এবং ২৫ জুলাই সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে ঢাকাসহ অন্য বিভাগের প্রতিযোগীদের অডিশন।
১০ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হওয়ার পর একই দিন থেকে শুরু হয় প্রতিযোগিতায় নিবন্ধিত হওয়ার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম। নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ব্যাপক সাড়া পড়েছিল।
তাহসান-মিথিলার প্রত্যাবর্তন
প্রত্যাবর্তন হচ্ছে তাহসান-মিথিলা জুটির। ঈদকে সামনে রেখে বাজারে আসছে তাহসানের ষষ্ঠ একক অ্যালবাম 'প্রত্যাবর্তন-২'। এ অ্যালবামে তাহসানের সঙ্গে দুটি গানে কণ্ঠ দিয়েছেন মিথিলা। গান দুটি মিথিলা নিজেই লিখেছেন। নতুন অ্যালবাম সম্পর্কে তাহসান বলেন, আমার পঞ্চম অ্যালবামটির নাম ছিল 'প্রত্যাবর্তন' এবং তার সঙ্গে মিল রেখে ষষ্ঠ একক অ্যালবামটির নাম রেখেছি 'প্রত্যাবর্তন-২'। আমি সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। তাই অনেক দিন পর অ্যালবামের কাজ শেষ করলাম। মিথিলা বলেন, 'তাহসানের সঙ্গে এর আগেও দু'একটি গানে আমি কণ্ঠ দিয়েছি। আমি আসলে গানটাকে পেশা হিসেবে নিতে চাই না। অনেকটা শখের বসেই গান করি। 'প্রত্যাবর্তন-২'র গানগুলো অনেক ভালো হয়েছে। তাহসান-মিথিলা সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয়। পাশাপাশি অভিনয়-মডেলিংয়েও তাদের সফলতা রয়েছে।
বক্স অফিসে ঝড়...
বেশ দাপট দেখিয়ে বক্স অফিসে ঝড় তুলেছে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'জিন্দেগি না মিলেগি দোবারা'। মুক্তির আগেই আলোচনায় ছিল এ ছবিটি। তাই মুক্তির পর দর্শক হুমড়ি খেয়ে পড়েছে সিনেমা হলে। কিন্তু কেউ নিরাশ হয়ে ফিরছেন না। সহজ-সাবলীল গল্প, চমৎকার নির্মাণ এবং দুর্দান্ত অভিনয় দেখে একরাশ মুগ্ধতা নিয়ে হল ছাড়ছেন সবাই। সবার মুখে মুখে হৃতি্বক রোশনের প্রশংসা। ক্যাটরিনা, অভয় আর ফারহানও বাদ যাচ্ছেন না প্রশংসা থেকে। আর নির্মাতা জয়া আখতারকে দিচ্ছেন সবাই বিশেষ ধন্যবাদ। অনেকের ধারণা 'জিন্দেগি না মিলেগি দোবারা' বক্স-অফিস থেকে সহজেই নামছে না। নাটকীয় গল্প ও রোমান্টিক স্বাদের এ ছবিটি এখন বলিউড টপচার্টের প্রথম স্থানে রয়েছে।
ডেলি বেলির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
বৃহস্পতিবার আমির খান প্রযোজিত ছবি 'ডেলি বেলি'র বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। শুধু 'ডেলি বেলি'র বিরুদ্ধেই নয়, বলিউড সেন্সর বোর্ডের বিরুদ্ধেও এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আর এই লিগ্যাল নোটিশের মূল উদ্দেশ্য হলো 'ডেলি বেলি'তে অশ্লীল দৃশ্য, এডাল্ট অশ্রাব্য ভাষা ব্যবহার করার জন্য। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে 'এই ছবির মাধ্যমে ভারতীয় সংস্কৃতি নষ্ট হচ্ছে। ছবিটির অশ্লীল ও অশ্রাব্য ভাষা নিয়ে এখন তরুণ-তরুণীরা বেশ মেতে আছেন। এ ছবিতে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, তা কোনো ভদ্র সমাজের জন্য নয়। এটা শুধুমাত্র সমাজকে ধ্বংসের পথেই নিয়ে যাবে।'
বোরকা নিষিদ্ধ
ফ্রান্সের পর এবার বেলজিয়ামে বোরকা ও নেকাব নিষিদ্ধ করা হয়েছে। গত শনিবার থেকে দেশটিতে এই আইন কার্যকর হয়েছে বলে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনের খবরে জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, আইন লক্সঘন করলে ১৯৭ ডলার জরিমানা এবং সর্বাধিক সাত দিনের কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। আল-জাজিরা।
মাদাম তুসোয় 'চামেলি' রূপে কারিনা
বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে মোমের মূর্তি হয়ে ঢুকছেন বলিউডের কারিনা কাপুর_ এ খবর সবারই জানা। এ সম্পর্কিত নতুন খবর হচ্ছে, 'চামেলি' ছবিতে বেবোকে যে রূপে দর্শকরা দেখেছিলেন, মাদাম তুসোতেও সেই একই রূপে দেখা যাবে তাকে। লন্ডনের মাদাম তুসো জাদুঘরে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে তার বিখ্যাত ছবি 'চামেলি'র কেন্দ্রীয় চরিত্র চামেলী রূপেই তৈরি করবে জাদুঘর কর্তৃপক্ষ।
মোমের মূর্তিতে কারিনা কাপুরকে ঠিক কোন ভঙ্গিতে ফুটিয়ে তোলা হবে তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত ভোট পড়েছে 'চামেলি'র পক্ষেই।
'চামেলি' চরিত্রটি একজন যৌনকর্মীর, যাকে তার চাচা বিক্রি করে দেন দালালদের কাছে। এ চরিত্রটিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন কারিনা। ছবিটি মুক্তির পর কারিনাকে অনেক দিন কারিনা নামেই ডাকা হতো।
চরিত্রটিকে বেবোর টার্নিং পয়েন্ট মনে করা হয়। এ চরিত্রটি করে তিনি অসংখ্য পুরস্কারও বগলদাবা করেছেন। এদিকে জানা গেছে, 'চামেলি'র মোমের মূর্তি তৈরির কাজ ইতোমধ্যেই শুরু করেছে মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ। এ বছরের অক্টোবরেই উন্মোচন করা হবে চামেলিরূপী কারিনা কাপুরের এই মোমের মূর্তি। এ প্রসঙ্গে কারিনা বলেছেন, 'মাদাম তুসোতে এর আগে অনেক ভারতীয় স্থান পেয়েছেন। সেই তালিকায় আমারও নাম উঠল। এতে আমি
দারুণ খুশি।'
মোমের মূর্তিতে কারিনা কাপুরকে ঠিক কোন ভঙ্গিতে ফুটিয়ে তোলা হবে তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত ভোট পড়েছে 'চামেলি'র পক্ষেই।
'চামেলি' চরিত্রটি একজন যৌনকর্মীর, যাকে তার চাচা বিক্রি করে দেন দালালদের কাছে। এ চরিত্রটিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন কারিনা। ছবিটি মুক্তির পর কারিনাকে অনেক দিন কারিনা নামেই ডাকা হতো।
চরিত্রটিকে বেবোর টার্নিং পয়েন্ট মনে করা হয়। এ চরিত্রটি করে তিনি অসংখ্য পুরস্কারও বগলদাবা করেছেন। এদিকে জানা গেছে, 'চামেলি'র মোমের মূর্তি তৈরির কাজ ইতোমধ্যেই শুরু করেছে মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ। এ বছরের অক্টোবরেই উন্মোচন করা হবে চামেলিরূপী কারিনা কাপুরের এই মোমের মূর্তি। এ প্রসঙ্গে কারিনা বলেছেন, 'মাদাম তুসোতে এর আগে অনেক ভারতীয় স্থান পেয়েছেন। সেই তালিকায় আমারও নাম উঠল। এতে আমি
দারুণ খুশি।'
তৌকীরের বিপরীতে মিথিলা
প্রথমবারের মতো তৌকীর আহমেদের বিপরীতে অভিনয় করছেন মিথিলা। 'মধ্যরাত এবং ঝরাপাতার গল্প' শিরোনামের নাটকে তারা জুটি হয়েছেন। নাটকটি লিখেছেন বিপাশা হায়াত। আর পরিচালনা করেছেন তৌকীর আহমেদ নিজেই। একজন স্কুল মাস্টারের গল্প নিয়ে নাটকটি। যিনি শুধু ছাত্র-ছাত্রীদের পড়ালেখা নিয়েই নিজেকে ব্যস্ত রাখেন না, গ্রামের উন্নয়নের জন্যও ভাবেন। সবার জীবনের জন্য ভাবলেও একসময় তার জীবনেই নেমে আসে অন্ধকার। আর এই অন্ধকার থেকেই বেরিয়ে আসার প্রাণান্ত চেষ্টা করে স্কুল মাস্টার। স্কুল মাস্টার চরিত্রেই অভিনয় করেছেন মিথিলা। নাটকের শুটিং শেষ হয়েছে। তৌকীর আহমেদ বলেন, 'চরিত্রের প্রয়োজনেই মিথিলাকে নেওয়া হয়েছে।' মিথিলা বলেন, 'তৌকীর ভাই গুণী একজন অভিনেতা। নির্মাতাও। তার সঙ্গে কাজ করে আমি আনন্দিত।' নাটকটি বাংলাভিশনে প্রচার হবে।
এমির রহস্যজনক মৃত্যু
অসংখ্য ভক্তকে কাঁদিয়ে মাত্র ২৭ বছর বয়সে চলে গেলেন ব্রিটিশ গায়িকা এমি ওয়াইনহাউস। শনিবার গভীর রাতে লন্ডনের নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুকে অনেকেই রহস্যজনক বলে মনে করছেন। ব্যক্তিগত জীবনে অনেকটা বেপরোয়া ছিলেন তিনি। তার ঘনিষ্ঠজনদের ধারণা, এমিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। পুলিশ এই বিশ্বনন্দিত গায়িকার মৃত্যুর কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।
পপি তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন
অভিনেত্রী পপি তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার নেন তিনি। 'গঙ্গাযাত্রা' চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন!
আড়ি পাতা হয়েছিল কেটের ফোনে!
প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন এবং তার পরিবারের সদস্যদের ফোনেও আড়ি পাতা হয়েছিল বলে সম্প্রতি খবর বেরিয়েছে। বন্ধ হয়ে যাওয়া ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ফোন হ্যাকিং কেলেঙ্কারির ঘটনায় এ তথ্য নতুন মাত্রা যোগ করল। টাইমস অব ইন্ডিয়া।
প্রেমে পড়েছেন লিন্ডসে!
ব্রিটিশ গায়িকা সামান্থা রনসনের সঙ্গে দীর্ঘদিন সমকামী সম্পর্ক ছিল হলিউড প্রবলেম সেলিব্রেটি লিন্ডসে লোহানের। সেই সম্পর্ক আর নেই। নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। লিন্ডসের জীবনে নাকি নতুন এক পুরুষের আগমন ঘটেছে। জানা গেছে, মডেল স্পেন্সার ফলসের সঙ্গে নাকি কয়েক দিন ধরে বেশ ঘনিষ্ঠভাবেই মেলামেশা করছেন ২৫ বছর বয়সী এই হলিউড অভিনেত্রী।
সম্প্রতি হলিউডের চ্যাটিউ মারমন্ট হোটেলে নৈশভোজে অংশ নিয়েছেন লিন্ডসে ও তার কথিত নতুন প্রেমিক স্পেন্সার। এ প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, 'সেখানে লিন্ডসেকে দেখে মনে হয়েছে, তিনি স্পেন্সারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তার চোখে-মুখে স্পষ্ট ফুটে উঠেছিল অনাবিল সুখের ছোঁয়া। সত্যিই তাকে খুব হাশিখুশি দেখাচ্ছিল। এবার তিনি সম্ভবত বুনো স্বভাবের খোলস ছেড়ে আবারও আগের সেই লক্ষ্মী লিন্ডসেই হতে চাইছেন।'
সম্প্রতি হলিউডের চ্যাটিউ মারমন্ট হোটেলে নৈশভোজে অংশ নিয়েছেন লিন্ডসে ও তার কথিত নতুন প্রেমিক স্পেন্সার। এ প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, 'সেখানে লিন্ডসেকে দেখে মনে হয়েছে, তিনি স্পেন্সারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তার চোখে-মুখে স্পষ্ট ফুটে উঠেছিল অনাবিল সুখের ছোঁয়া। সত্যিই তাকে খুব হাশিখুশি দেখাচ্ছিল। এবার তিনি সম্ভবত বুনো স্বভাবের খোলস ছেড়ে আবারও আগের সেই লক্ষ্মী লিন্ডসেই হতে চাইছেন।'
মারমুখো সালমান!
গণ্ডগোল পাকানোর জন্য সালমানের বেশ নাম আছে। প্রেমিকা ক্যাটরিনা কাইফের জন্মদিনে একবার হাতাহাতি করে বেশ আলোচনায় এসেছিলেন তিনি। সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তবে এবার প্রেমিকার বাসায় না, বন্ধুর বাসায়। সঞ্জয় দত্তের বাড়িতে আয়োজিত এক পার্টিতে রাত-দুপুরে উপস্থিত হয়ে মারামারি করতে উদ্যত হয়েছিলেন সাল্লু। সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতার জন্মদিন উপলক্ষে আয়োজিত পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল সাল্লুকে। কিন্তু যথাসময়ে পার্টিতে আসেননি তিনি। রাত ২টার সময় উপস্থিত হয়ে পার্টিতে পরিচালক বান্টি ওয়ালিয়াকে দেখে খেপে যান তিনি। গোলযোগ তৈরি হলেও হাতাহাতি পর্যায়ে যাওয়ার আগেই তা থামিয়ে দেন সঞ্জয়ের ব্যবসায়িক অংশীদার ধরম ওবেরয়। তিনিই বান্টি ওয়ালিকে সালমানের সামনে থেকে সরিয়ে নিয়ে যান। এরপর দু'জন দু'জনকে দূর থেকে গালাগাল করেছেন।
Sunday, July 3, 2011
আমি কোনো দ্বন্দ্বের মধ্যে নেই
সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে 'কে হবে বাংলার কোটিপতি'তে অংশগ্রহণ করেছেন আমির খান। সঙ্গে ছিলেন স্ত্রী কিরণ রাও। গাঙ্গুলির অনুষ্ঠানে আমিরের অংশগ্রহণের ভিন্ন ব্যাখ্যা করছেন অনেকেই। এ বিষয়ে আমিরের সাক্ষাৎকার_
কত টাকা জিতলেন 'কে হবে বাংলার কোটিপতি' থেকে?
সেটা এক্ষুণি বলা যাবে না। টপ সিক্রেট ব্যাপার। মহুয়া বাংলার পর্দায় দেখবেন কত জিতলাম।
বাংলায় কুইজে অংশ নিতে অসুবিধা হয়নি?
প্রথমদিকে একটু-আধটু অসুবিধা ছিল কিন্তু সৌরভ গাঙ্গুলি আর কিরণ রাও [আমিরের স্ত্রী] আমায় অনুবাদ করে সাহায্য করেছে। পরের দিকে ব্যাপারটা আমার আয়ত্তে এসে যায়। আমি বুঝতে শুরু করি বাংলায় কী বলা হচ্ছে। শেষ পর্যন্ত বেশ ভালো লেগেছে।
সঞ্চালক হিসেবে সৌরভকে কেমন লাগল?
সঞ্চালক হিসেবে সৌরভ ক্যারিশম্যাটিক। আমি ওর সামনে খুব স্বচ্ছন্দ ছিলাম। ক্রিকেটাররা ভালো বলতে পারেন না। কিন্তু দেখলাম সৌরভ বেশ সাবলীলভাবে উপস্থাপনা করছেন। ও ক্রিকেটার না হয়ে নায়ক হলেই পারত।
কীভাবে সৌরভের কাছ থেকে আমন্ত্রণ পেলেন?
পাঁচ দিন আগে সৌরভ আমাকে মেসেজ করে জানায়, এই শো-এ আমাকে চায়। আমি ওকে না বলতে পারিনি। তবে মজার ব্যাপার হলো, তারপরই ১২ ঘণ্টার মধ্যে শত্রুঘ্ন সিনহা আমাকে এই শো-এর ভোজপুরি ভার্সন 'কে বনি কোড়োরপতি'র জন্য আমন্ত্রণ জানালেন।
আপনি সব ব্যাপারে যেরকম সিরিয়াস, নিশ্চয়ই ভালো প্রস্তুতি নিয়ে এসেছিলেন শোতে যোগ দিতে।
না না, এটা শুধু উপভোগ করার ব্যাপার। খুব এনজয় করেছি। তবে আমি কুইজশো দেখতে ভালোবাসি, জেনারেল নলেজের বই পড়ি। সেটা কাজে দিয়েছে।
এখানকার প্রাপ্ত টাকা কীভাবে চ্যারিটিতে কাজ লাগাবেন?
যা টাকা আমি এই শো-এ জিতেছি, তার সবই সরস্বতী মন্দির ট্রাস্টের কাজে ব্যবহৃত হবে। এই ট্রাস্ট বিশেষ শিশুদের জন্য দুটি স্কুল চালায়।
আপনার প্রযোজনায় 'ডেলি বেলি' অমিতাভ বচ্চনের 'বুডঢা হোগা তেরা বাপ'_ এর সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে। কী বলবেন, ভয় করছে?
না, না, ভয় পাব কেন! তবে আমি বরাবরই বচ্চন সাবের [অমিতাভ] খুব ভক্ত। আমি প্রার্থনা করব, আমার ছবি যতটা ব্যবসা করবে, তার ছবি যেন দ্বিগুণ ব্যবসা করে। সুতরাং আমি এটা নিয়ে মোটেও চিন্তিত নই।
'ডেলি বেলি'তে আপনি আইটেম ড্যান্স করলেন?
হ্যাঁ, আমি ওই গানে ৮০-এর দশকের বাপ্পি লাহিড়ি, মিঠুন দা-দের প্রতি শ্রদ্ধা জানিয়েছি অভিনয় করেছি। মলি্লকা, বিপাশারা সাবধান, আইটেম বয়রাই এবার বাজার মাত করবে! হাঃ হাঃ হাঃ...।
'ডেলি বেলি'তে অনেক অশ্লীল শব্দ ব্যবহৃত হয়েছে...
হ্যাঁ, এটা এমন এক কমেডি ছবি, যাতে চিত্রনাট্যের প্রয়োজনেই অশ্লীল শব্দ ব্যবহৃত হয়েছে। এটা তো প্রাপ্তবয়স্কদের ছবি, বাচ্চাদের নয়, সেন্সর বোর্ড থেকে আমরা অ্যাডাল্ট সার্টিফিকেট তো নিয়েছি, তবে সমাজের একটি বিশেষ অংশের মানুষের জন্য আমার সহানুভূতি আছে।
বাংলা ভাষার কুইজে অংশ নিলেন,এবার কি বাংলা ছবি করবেন?
করতে পারলে তো খুব খুশি হতাম, কিন্তু ভাষার সমস্যাটা বড় অন্তরায়। আর ভাষায় স্বাচ্ছন্দ্য না হলে ছবি করাটা সম্ভব নয়। পারলে কেউ আমাকে বাংলাটা শিখিয়ে দিন।
'ডেলি বেলি' মুক্তি পেতে এত দেরি হলো কেন?
আমি অন্যান্য ব্যাপারে খুব ব্যস্ত ছিলাম, আমার প্রযোজনা সংস্থায় সময় দিতে পারছিলাম না। তাই সময় মতো ছবিটি মুক্তি দিতে পারলাম না।
আইপিএল-এ টিম কিনবেন নাকি?
না, এরকম কোনো পরিকল্পনা এ মুহূর্তে নেই। তবে ভারতের খেলা দেখার পাশাপাশি আমি আইপিএল দেখতেও ভালোবাসি।
শাহরুখ খানের সঙ্গে সৌরভ গাঙ্গুলির মানসিক দ্বন্দ্ব আছে। এটা জানেন?
শুনেছি। আসলে আমি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। এটা ওদের দু'জনের ব্যক্তিগত ব্যাপার।
কিন্তু গণ্ডগোল অন্যখানে। শাহরুখের সঙ্গে সৌরভের দ্বন্দ্ব। আপনার সঙ্গেও। তাই সৌরভের অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ অনেকে ভিন্ন চোখে দেখছে।
এটা যারা করছে তারা বোকা। একটি ভদ্র ব্যাপারকে অভদ্রভাবে দেখার কিছু নেই। আর আমি কোনো দ্বন্দ্বের মধ্যে নেই। শাহরুখ আমার প্রতিপক্ষ নয়। ভালো কাজের জন্য আমি নিজেই নিজের সঙ্গে ফাইট করি।
কত টাকা জিতলেন 'কে হবে বাংলার কোটিপতি' থেকে?
সেটা এক্ষুণি বলা যাবে না। টপ সিক্রেট ব্যাপার। মহুয়া বাংলার পর্দায় দেখবেন কত জিতলাম।
বাংলায় কুইজে অংশ নিতে অসুবিধা হয়নি?
প্রথমদিকে একটু-আধটু অসুবিধা ছিল কিন্তু সৌরভ গাঙ্গুলি আর কিরণ রাও [আমিরের স্ত্রী] আমায় অনুবাদ করে সাহায্য করেছে। পরের দিকে ব্যাপারটা আমার আয়ত্তে এসে যায়। আমি বুঝতে শুরু করি বাংলায় কী বলা হচ্ছে। শেষ পর্যন্ত বেশ ভালো লেগেছে।
সঞ্চালক হিসেবে সৌরভকে কেমন লাগল?
সঞ্চালক হিসেবে সৌরভ ক্যারিশম্যাটিক। আমি ওর সামনে খুব স্বচ্ছন্দ ছিলাম। ক্রিকেটাররা ভালো বলতে পারেন না। কিন্তু দেখলাম সৌরভ বেশ সাবলীলভাবে উপস্থাপনা করছেন। ও ক্রিকেটার না হয়ে নায়ক হলেই পারত।
কীভাবে সৌরভের কাছ থেকে আমন্ত্রণ পেলেন?
পাঁচ দিন আগে সৌরভ আমাকে মেসেজ করে জানায়, এই শো-এ আমাকে চায়। আমি ওকে না বলতে পারিনি। তবে মজার ব্যাপার হলো, তারপরই ১২ ঘণ্টার মধ্যে শত্রুঘ্ন সিনহা আমাকে এই শো-এর ভোজপুরি ভার্সন 'কে বনি কোড়োরপতি'র জন্য আমন্ত্রণ জানালেন।
আপনি সব ব্যাপারে যেরকম সিরিয়াস, নিশ্চয়ই ভালো প্রস্তুতি নিয়ে এসেছিলেন শোতে যোগ দিতে।
না না, এটা শুধু উপভোগ করার ব্যাপার। খুব এনজয় করেছি। তবে আমি কুইজশো দেখতে ভালোবাসি, জেনারেল নলেজের বই পড়ি। সেটা কাজে দিয়েছে।
এখানকার প্রাপ্ত টাকা কীভাবে চ্যারিটিতে কাজ লাগাবেন?
যা টাকা আমি এই শো-এ জিতেছি, তার সবই সরস্বতী মন্দির ট্রাস্টের কাজে ব্যবহৃত হবে। এই ট্রাস্ট বিশেষ শিশুদের জন্য দুটি স্কুল চালায়।
আপনার প্রযোজনায় 'ডেলি বেলি' অমিতাভ বচ্চনের 'বুডঢা হোগা তেরা বাপ'_ এর সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে। কী বলবেন, ভয় করছে?
না, না, ভয় পাব কেন! তবে আমি বরাবরই বচ্চন সাবের [অমিতাভ] খুব ভক্ত। আমি প্রার্থনা করব, আমার ছবি যতটা ব্যবসা করবে, তার ছবি যেন দ্বিগুণ ব্যবসা করে। সুতরাং আমি এটা নিয়ে মোটেও চিন্তিত নই।
'ডেলি বেলি'তে আপনি আইটেম ড্যান্স করলেন?
হ্যাঁ, আমি ওই গানে ৮০-এর দশকের বাপ্পি লাহিড়ি, মিঠুন দা-দের প্রতি শ্রদ্ধা জানিয়েছি অভিনয় করেছি। মলি্লকা, বিপাশারা সাবধান, আইটেম বয়রাই এবার বাজার মাত করবে! হাঃ হাঃ হাঃ...।
'ডেলি বেলি'তে অনেক অশ্লীল শব্দ ব্যবহৃত হয়েছে...
হ্যাঁ, এটা এমন এক কমেডি ছবি, যাতে চিত্রনাট্যের প্রয়োজনেই অশ্লীল শব্দ ব্যবহৃত হয়েছে। এটা তো প্রাপ্তবয়স্কদের ছবি, বাচ্চাদের নয়, সেন্সর বোর্ড থেকে আমরা অ্যাডাল্ট সার্টিফিকেট তো নিয়েছি, তবে সমাজের একটি বিশেষ অংশের মানুষের জন্য আমার সহানুভূতি আছে।
বাংলা ভাষার কুইজে অংশ নিলেন,এবার কি বাংলা ছবি করবেন?
করতে পারলে তো খুব খুশি হতাম, কিন্তু ভাষার সমস্যাটা বড় অন্তরায়। আর ভাষায় স্বাচ্ছন্দ্য না হলে ছবি করাটা সম্ভব নয়। পারলে কেউ আমাকে বাংলাটা শিখিয়ে দিন।
'ডেলি বেলি' মুক্তি পেতে এত দেরি হলো কেন?
আমি অন্যান্য ব্যাপারে খুব ব্যস্ত ছিলাম, আমার প্রযোজনা সংস্থায় সময় দিতে পারছিলাম না। তাই সময় মতো ছবিটি মুক্তি দিতে পারলাম না।
আইপিএল-এ টিম কিনবেন নাকি?
না, এরকম কোনো পরিকল্পনা এ মুহূর্তে নেই। তবে ভারতের খেলা দেখার পাশাপাশি আমি আইপিএল দেখতেও ভালোবাসি।
শাহরুখ খানের সঙ্গে সৌরভ গাঙ্গুলির মানসিক দ্বন্দ্ব আছে। এটা জানেন?
শুনেছি। আসলে আমি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। এটা ওদের দু'জনের ব্যক্তিগত ব্যাপার।
কিন্তু গণ্ডগোল অন্যখানে। শাহরুখের সঙ্গে সৌরভের দ্বন্দ্ব। আপনার সঙ্গেও। তাই সৌরভের অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ অনেকে ভিন্ন চোখে দেখছে।
এটা যারা করছে তারা বোকা। একটি ভদ্র ব্যাপারকে অভদ্রভাবে দেখার কিছু নেই। আর আমি কোনো দ্বন্দ্বের মধ্যে নেই। শাহরুখ আমার প্রতিপক্ষ নয়। ভালো কাজের জন্য আমি নিজেই নিজের সঙ্গে ফাইট করি।
ইমরানকে নিয়ে চলচ্চিত্র
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খানের রাজনৈতিক জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। এটি তৈরি করবেন ব্রিটেনের নাগরিক ফয়সাল আমান খান। ইমরানের ক্রিকেট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরা হবে ছবিটিতে। রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে না পারলেও নানা বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। প্রথমে আপত্তি জানালেও পরে চলচ্চিত্র নির্মাণের অনুমতি দেন ইমরান খান।
উপস্থাপনায় ভাই-বোন
উপস্থাপনায় আসছেন সংগীতের তারকা ভাই-বোন বালাম ও জুলি। এটিএন বাংলার সাপ্তাহিক গানের আয়োজন 'জমবে এবার গানে গানে'তে উপস্থাপকের আসনে দেখা যাবে তাদের। এবারই তারা প্রথম উপস্থাপনা করছেন। চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠানটি প্রচার শুরু হবে। অনুষ্ঠানটি গানের ওপর কুইজভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান। মোট ৪৭ পর্ব হবে। এসএমএসের মাধ্যমে চূড়ান্ত করা হবে অনুষ্ঠানের প্রতিযোগীদের। প্রতি দলে থাকবে একজন ছেলে ও একজন মেয়ে। পর্যায়ক্রমে নির্বাচন করা হবে সেরা দল।
প্রতিটি পর্বে নিজেদের নতুনভাবে উপস্থাপন করবেন বালাম-জুলি। একেক পর্বে থাকবে একেক ধরনের গেটআপ। উপস্থাপনা প্রসঙ্গে বালাম বলেন, 'রাজি যেহেতু হয়েছি ভালোভাবেই কাজটি করতে চাই। আমি এখন পরিকল্পনা করছি, কিভাবে অনুষ্ঠানটি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়।'
প্রতিটি পর্বে নিজেদের নতুনভাবে উপস্থাপন করবেন বালাম-জুলি। একেক পর্বে থাকবে একেক ধরনের গেটআপ। উপস্থাপনা প্রসঙ্গে বালাম বলেন, 'রাজি যেহেতু হয়েছি ভালোভাবেই কাজটি করতে চাই। আমি এখন পরিকল্পনা করছি, কিভাবে অনুষ্ঠানটি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়।'
অন্তহীন
ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের সুখ্যাতি রয়েছে জয়া আহসানের। সম্প্রতি তিনি আরও একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করলেন। কৌশিক শংকর দাশের পরিচালনায় 'অন্তহীন' শিরোনামের একটি নাটকে মেডিক্যাল কলেজের স্টুডেন্ট হয়েছেন তিনি। একটি ছেলেকে তিনি ভালোবাসেন। যার সঙ্গে দেখা করতে বছরে দু'বার তিনি সিলেট থেকে ঢাকায় আসেন। কিন্তু শেষবার এসে আর ভালোবাসার মানুষটির দেখা পান না তিনি। কেন? জানা যাবে নাটকটি দেখলে। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় নাটকটি প্রচার হবে। তার বিপরীতে আছেন ইন্তেখাব দিনার।
আমিশার নগ্নতার বাসনা
'কহোনা পেয়ার হ্যায়'র মতো একটি জনপ্রিয় ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করার পরও হারিয়ে গেছেন আমিশা প্যাটেল। দীর্ঘ সময় ধরে বলিউডের কোনো ছবিতেই দেখা যাচ্ছে না তাকে। তাই বাধ্য হয়েই কয়েক দিন আগে ছবি প্রযোজনার ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু তেমন কোনো পরিকল্পনা এখনো করেননি। আসলে তিনি খেই হারিয়ে ফেলেছেন। তাই নিজেকে আলোচনায় রাখতে নানা কাণ্ড করে বসেন। এই তো কিছুদিন আগে নিজের শারীরিক কাঠামোকে বলিউডের যে কোনো অভিনেত্রীর চেয়ে বেশি আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন। সে যাই হোক, আমিশা আবার নতুন করে শুরু করতে চাইছেন। নিজের হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। আর এ কারণে সম্প্রতি তিনি একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। আর তা হলো নগ্ন হওয়ার সিদ্ধান্ত। আইটেম গানেও তিনি নিজেকে নগ্নভাবে উপস্থাপন করতে চান। তার এ সিদ্ধান্তে হৈচৈ পড়ে গেছে বলিউডপাড়ায়। আমিশা বলেন, আমি কিন্তু শুরু থেকেই ছোট্ট কাপড়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। 'কহোনা পেয়ার হে' যারা দেখেছেন তারা বিষয়টি জানেন। প্রথম ছবি হিসেবে এমন পোশাকে আমি একদমই বিব্রত ছিলাম না। আর কাহিনীর প্রয়োজনে আসলে নগ্ন হতেও আমার আপত্তি নেই, যদি তা শৈল্পিকভাবে উপস্থাপন করা হয়। কারণ, এটা আধুনিক যুগ। হলিউডের বিখ্যাত অভিনেত্রীরা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য কোনো কিছুতেই আপত্তি করেন না। এরকমটা আমাদেরও হওয়া উচিত। তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো।
বুদ্ধিমান লাল শিয়াল
কানাডার প্রিন্স আলবার্ট ন্যাশনাল পার্কে হালকা তুষার ঝরছে। এই মৃদু বরফ বৃষ্টির মধ্যে একটা লাল খেঁকশিয়াল ইতস্তত ঘুরে বেড়াচ্ছে, তার মুখে শক্তভাবে ধরা একটু আগে শিকার করা একটা খরগোশের পা। বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডেভিড হেনরি, যিনি বেশ কিছুক্ষণ ধরেই প্রাণীটিকে পর্যবেক্ষণ করছেন। একটুও অবাক হলেন না যখন দেখলেন খেঁকশিয়ালটা একটা গর্ত খুঁড়ে তার মধ্যে হাড়টা রেখে বরফ দিয়ে ঢেকে দিয়েছে। তিনি জানেন, খেঁকশিয়ালরা শীতের শুরুতে এভাবেই সতর্কতার সঙ্গে তাদের খাবার জমিয়ে রাখে। কিন্তু তারপরই খেঁকশিয়ালটিকে নিজের নাকটা ব্যবহার করতে দেখে হেনরি রীতিমতো চমকে উঠলেন। নাক দিয়ে বরফ ঘষতে ঘষতে যে পথে সে এখানে ফিরে এসেছে ঠিক সে পথ ধরে আস্তে আস্তে ফিরে চলল। হেনরি পরবর্তীতে ব্যাখ্যা করেন, 'তার ট্র্যাক মুছে ফেলার জন্য সে তার নাকটাকে যেন একটা রঙের ব্রাসের মতো ব্যবহার করছিল।' কার এমন সাধ্য ট্র্যাক ধরে অনুসরণ করে খেঁকশিয়ালের খাবার খুঁজে পায়।
লিকুইড পেনসিল!
শার্পি নামের একটি কোম্পানি 'লিকুইড পেনসিল' নামে এক ধরনের পেনসিল আবিষ্কার করেছে। এ পেনসিল দিয়ে কলমের মতো লেখা যাবে, পেনসিলের মতো আঁকাবুঁকি করা যাবে আবার চাইলে তা ইরেজারের মতো মুছেও ফেলা যাবে। আগামী সেপ্টেম্বর মাসে শার্পির পেনসিল বাজারে আসছে। সূত্রে জানা গেছে, শার্পি লিকুইড পেনসিল ব্যবহার করে লেখা হবে কলমে আর লেখার পর সেটা মুছে দেওয়া যাবে, আর লেখা শেষ হলে সেটা মার্কারের মতো স্থায়ী হবে। এ পেনসিলের কালি তরল গ্রাফাইট ব্যবহার করে তৈরি করা হয়েছে। উল্লেখ্য, সাধারণ পেনসিলে শক্ত গ্রাফাইট ব্যবহার করা হয়। শার্পি পেনসিলে একবার লেখা হলে তিন দিন পর কালি শুকিয়ে একেবারে কলমের কালির মতোই হয়ে যায়। তবে শুকিয়ে যাওয়ার আগেই সেটি মুছেও ফেলা যায় সাধারণ ইরেজারের মতোই। পেনসিলটি বাজারজাত করার পর এ দাম ধার্য করা হয়েছে প্যাকেট প্রতি ৫ ডলার।
আকর্ষণীয় সুন্দরী জেটা জোনস
'দ্য মাস্ক অব জরো'খ্যাত হলিউড অভিনেত্রী ক্যাথরিন জেটা জোনসের বয়স এখন ৪১ বছর। এ বয়সেও সে অসাধারণ সুন্দরী। সম্প্রতি একটি জরিপে রায় হয়েছে, জেটা জোনস সর্বকালের সুন্দরীদের মধ্যে চতুর্থ স্থানে আছেন। আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে এ জরিপ চালানো হয়। জরিপে প্রথম অবস্থানে আছেন অড্রে হেপবার্ন। 'ব্রেকফাস্ট অ্যাট টিফানি'খ্যাত এই তারকা মারা গেছেন ১৯৯৩ সালে। দ্বিতীয় অবস্থানে আছেন এলিজাবেথ টেলর। আর তৃতীয় অবস্থানে আছেন প্রিন্সেস ডায়ানা। এই দুই সুন্দরীও এখন জীবিত নেই। অর্থাৎ এই জরিপ অনুযায়ী জীবিতদের মধ্যে ক্যাথরিন জেটা জোনসই এখন একমাত্র সেরা সুন্দরী। এ প্রসঙ্গে জেটা জোনস বলেন, 'এই ফলাফল আমার প্রতি ভক্তদের ভালোবাসা। আমি তাদের ভালোবাসা গ্রহণ করছি। আমি ভবিষ্যতে ভক্তদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।'
অভিষেকের বিপরীতে জেনেলিয়া
প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন অভিষেক বচ্চন এবং জেনেলিয়া ডিসুজা। রোহিত শেঠীর নতুন ছবিতে তারা জুটিবদ্ধ হচ্ছেন। ছবির নাম 'বোল বচ্চন'। এটা ১৯৭৯ সালের 'গোলমাল' ছবির অনুকরণে নির্মিত হবে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আমোল পালেকার। আরও ছিলেন বিন্দিয়া দোস্বামী দত্ত এবং উৎপল দত্ত।
অভিষেক বচ্চনের বিপরীতে অভিনয় প্রসঙ্গে জেনেলিয়া ডিসুজা বলেন, 'এটা আমার জন্য অনেক বড় একটি সুযোগ। আমি ব্যক্তিগতভাবে অভিষেকের ভক্ত। তাই তার বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে
দারুণ লাগছে।'
অভিষেক বলেন, 'জেনেলিয়া এখনো উঠতি তারকা। তবুও ওর বিপরীতে অভিনয় করছি। কারণ সে ভালো অভিনেত্রী। মনোযোগ দিয়ে অভিনয় করে। ভবিষ্যতে তার অনেক সম্ভাবনা আছে।'
অভিষেক বচ্চনের বিপরীতে অভিনয় প্রসঙ্গে জেনেলিয়া ডিসুজা বলেন, 'এটা আমার জন্য অনেক বড় একটি সুযোগ। আমি ব্যক্তিগতভাবে অভিষেকের ভক্ত। তাই তার বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে
দারুণ লাগছে।'
অভিষেক বলেন, 'জেনেলিয়া এখনো উঠতি তারকা। তবুও ওর বিপরীতে অভিনয় করছি। কারণ সে ভালো অভিনেত্রী। মনোযোগ দিয়ে অভিনয় করে। ভবিষ্যতে তার অনেক সম্ভাবনা আছে।'
কারিনাকে নিয়ে বিতর্ক!
বলিউডের জিরো ফিগারখ্যাত অভিনেত্রী কারিনা কাপুরকে নিয়ে একটার পর একটা বিতর্ক লেগেই আছে। তবে তিনি সবচেয়ে বেশী বিতর্কীত হয়েছেন সাইফ আলী খানের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে। দু'দিন পরপরই সাইফের সঙ্গে কাদা ছোড়াছুড়ি করেন কারিনা। সম্পর্ক ভেঙে ফেলারও একাধিকবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু যখন মিডিয়ায় তাদের সম্পর্ক ভাঙন নিয়ে খবর প্রকাশ হয় তখন আবার ঘোষণা দেন সম্পর্ক টিকিয়ে রাখার। যেমন সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি সাইফকে আগামী বছরের ভ্যালেন্টাইন দিবসে বিয়ে করবেন। শুধু তাই নয়, ঘোষণা দিয়ে সাইফের সঙ্গে গোপন অবসরও কাটাচ্ছেন। কিন্তু দু'দিন হলো আবার খবর বেরিয়েছে, তাদের সম্পর্কে ফাটল ধরেছে। আসলে হচ্ছেটা কি?
Subscribe to:
Posts (Atom)