Monday, December 19, 2011

শীতে দুই জেলায় আরও নয়জনের মৃত্যু ( Please Help to Helpless People in this Winter)

অব্যাহত শৈত্যপ্রবাহে গত ৭২ ঘণ্টায় কুড়িগ্রামে আটজন ও খুলনায় গতকাল রোববার একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় শীতজনিত ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। হতদরিদ্র লাখ লাখ মানুষ তীব্র শীতে নাকাল হয়ে পড়েছে। 
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: এ জেলার বিভিন্ন এলাকায় গত ৭২ ঘণ্টায় শীতজনিত অসুস্থতায় আরও অন্তত আটজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন: চিলমারী উপজেলার রমনাগ্রামের বদিউজ্জামান (৭০), রৌমারী উপজেরার ফকিরপাড়া গ্রামের আবদুল কাদের (৫৭), নাগেশ্বরী পৌরসভার চামটারপাড় গ্রামের আজিমুদ্দিন (৬২), একই উপজেলার সাতানা গ্রামের জমির উদ্দিন (৬৫), কচাকাটার ইন্দ্রো গ্রামের সোলায়মান (৮৫), চিলমারী উপজেলার পশ্চিম চিলমারী গ্রামের আমুদ্দি (৭৫) ও রাজারহাট উপজেলার মাস্টারপাড়া গ্রামের রহিমা বেওয়া (৬০), এবং উলিপুর উপজেলার হাতিয়ার রামরামপুর গ্রামের মিছির উদ্দিন (৭১)। এ নিয়ে জেলায় গত দুই সপ্তাহে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মুত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ জনে। 
হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নজরুল ইসলাম জানান, তীব্র শীতের কারণে হাইপার টেনশন, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে রোগীর সংখ্যা বেড়ে চলেছে। 
এ অঞ্চলের হতদরিদ্র প্রায় আট লাখ মানুষ শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে। গতকাল সারা দিন ঘন কুয়াশায় ঢাকা ছিল চারদিক। 
খুলনা: শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল খুলনার দাকোপ উপজেলার কালাবগি গ্রামের কালাচাঁদ সরদার (৮১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ছয় শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও জীবিতেষ বিশ্বাস বলেন, চলতি শৈতপ্রবাহের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আজ (গতকাল) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছয়টি শিশু ভর্তি হয়েছে। তবে এখন এরা আশঙ্কামুক্ত।
পঞ্চগড়: দেশের সবচেয়ে উত্তরের এ জেলায় শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশা ক্রমেই বাড়ছে। এ কারণে জনজীবনে দুর্ভোগও বাড়ছে। দিনের অধিকাংশ সময়ই সূর্যের মুখ দেখা যায় না। দিনের বেলা আকাশ ঘন কুয়াশায় ঢাকা থাকে। রাতে ঝরছে কুয়াশা-বৃষ্টি। এক সপ্তাহ ধরে হাঁড়কাঁপানো শীতে জেলার সব শ্রেণী-পেশা ও বয়সের মানুষের জীবনে অস্বস্তি দেখা দিয়েছে। দিনের বেলা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করলেও রাতে তাপমাত্রা আরও নিচে নেমে যায়। শীতে বৃদ্ধ ও শিশুরা সবচেয়ে বেশি কাহিল হয়ে পড়েছে।
গত দুই দিনের তীব্র শীতজনিত রোগে আক্রান্ত হয়ে আরও ৩০ শিশু পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এরা ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত।
পঞ্চগড় ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, শীতের কবল থেকে মানুষকে রক্ষার জন্য দুই হাজার ৩০০ কম্বল জেলার পাঁচটি উপজেলায় বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আরও ১০ হাজার কম্বল চেয়ে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা শুরু হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় তা খুবই কম। 
এদিকে, তীব্র শীতে আগাম জাতের আলু ও ধানের চারায় কোল্ড ইনজুরি রোগ দেখা দিয়েছে। কৃষি বিভাগ কৃষকদের বীজতলায় ওষুধ স্প্রে করার পরামর্শ দিয়েছে। 
নড়াইল: এখানে দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। গতকাল সকাল ছয়টার দিকে নড়াইলে ছয় দশমিক শূন্য ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। শীতে সবচেয়ে বেশি বেকাদায় পড়েছে বস্তির বাসিন্দারা। সরকারি-বেসরকারি উদ্যোগে এখন পর্যন্ত শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি।
জেলা ত্রাণ কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে এক হাজার ১০০ কম্বল পাওয়া গেছে। এখনো বিতরণ শুরু হয়নি। 
সিভিল সার্জন আবদুস সামাদ জানান, শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। শীতের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীরা হাসপাতালে আসতে শুরু করেছে। 
রংপুর: জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান বললেন, ‘শীতার্ত মানুষ ভিড় করছে ঠিকই, কিন্তু কম্বল না থাকলে আমরা কোথা থেকে দেব। ইতিমধ্যে জেলার আট উপজেলা ও তিন পৌরসভায় মাত্র সাড়ে পাঁচ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। ৫০ হাজার কম্বল চেয়ে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। 
ফরিদপুর: জেলা আবহাওয়া কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা সুরজুল আমীন বলেন, এ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত শনিবার এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ রেকর্ড করা হয়। তবে আজ সোমবার থেকে অবস্থার উন্নতি ঘটতে পারে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরুণ চন্দ্র মহোত্তম বলেন, গত সপ্তাহে নয়টি উপজেলার শীতার্ত মানুষের মধ্যে তিন হাজার ৭৭২টি কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া আরও পাঁচ হাজার কম্বল চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে ফোন করা হয়েছে।
সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুরে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সৈয়দপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। গত তিন দিন ধরে এ অঞ্চলে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। 
সরকারিভাবে এ উপজেলায় শীতার্তদের মাঝে বিলি করতে ২৫০ ও পৌরসভা এলাকায় ২৮০টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে।

Sunday, September 4, 2011

শাহরুখের 'ঈদ পার্টি'


কোনো উপলক্ষ পেলেই পার্টিতে মেতে ওঠেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তবে ঈদ উপলক্ষে এ পর্যন্ত কোনো পার্টিই দেননি তিনি। এবারই প্রথম 'ঈদ পার্টি' দিলেন।
শাহরুখ বলেন, 'এর আগে কখনোই বড় আয়োজনে ঈদ উদযাপন করা হয়নি আমার। তবে এবার ঘটা করেই উৎসবটি পালন করলাম।' তিনি আরও বলেছেন, 'এবার আমার সন্তানদের সঙ্গে ঈদের নামাজও পড়লাম। আমার ছেলে আরিয়ান এবং মেয়ে সুহানার বয়স এখন ১৪ এবং ১১। আমি যে ধর্মের অনুসারী সে সম্পর্কে বিস্তারিত জানার যথেষ্ট বয়স হয়েছে তাদের। ইসলাম ধর্ম সম্পর্কে তাদের জানানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতে চাই। মূলত এই উদ্দেশ্যেই
ঈদ পার্টি করলাম।'৪৫ বছর বয়সী এই তারকার দুটি সন্তান, ছেলে আরিয়ান এবং মেয়ে সুহানা জন্মেছিল যথাক্রমে ১৯৯৭ এবং ২০০০ সালে।

বাঘ নিয়ে বিপাকে চেয়ারম্যান

বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের গোবর্ধন গ্রামে ধরা পড়েছে একটি অসুস্থ মেছো বাঘ। গত দু'দিন ধরে সেটি রয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে'র হেফাজতে। বাঘটি দেখার জন্য সেখানে ভিড় করছে বহু মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বালিয়ারপাড় গ্রামের পানচাষি সিরাজ হাওলাদার শুক্রবার সকালে গোবর্ধন এলাকায় তার পান বরজে গিয়ে প্রায় ৪ ফুট দৈর্ঘ্যের একটি অসুস্থ মেছো বাঘ দেখতে পান। খবর পেয়ে এলাকাবাসী সেটি দেখার জন্য পান বরজে ভিড় করে। কিন্তু কেউই বাঘটিকে ধরার সাহস করেনি। পরে চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে ঘটনাস্থলে গিয়ে বাঘটিকে ধরে বস্তাবন্দি করে চিকিৎসার জন্য উপজেলা পশু হাসপাতালে নিয়ে যান। পশু চিকিৎসক মো. শাহ্ আলমের চিকিৎসা শেষে মেছো বাঘটি ইউপি চেয়ারম্যান তার বাড়িতে নিয়ে পোল্ট্রি ফার্মের ভেতর শিকল ও রশি দিয়ে বেঁধে রাখেন। ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে জানান, মেছো বাঘটি নিয়ে তিনি বিপাকে পড়েছেন। বাঘটি দেখার জন্য বহু মানুষ তার বাড়িতে ভিড় করছে।

মহাশূন্যে হীরার গ্রহ

হীরার আবার গ্রহ হয় নাকি? অবিশ্বাস্য শোনালেও মহাকাশের নানা রহস্য দিনদিন মানুষকে আরও বেশি অবাক করে তুলছে। সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন, যাকে বলা হচ্ছে হীরার গ্রহ। পৃথিবী থেকে চার হাজার আলোকবর্ষ দূরে এ গ্রহের অবস্থান এ গ্রহে নাকি হীরা রয়েছে ঘনীভূত অবস্থায়।
অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানি, ব্রিটেন এবং আমেরিকার একদল মহাকাশ বিজ্ঞানী দাবি করেছেন, তারা এমন এক গ্রহের সন্ধান পেয়েছেন, যা সম্পূর্ণ হীরা দিয়ে তৈরি। যে গ্রহের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে মূল্যবান দামি রত্ন।
মাধ্যাকর্ষণের প্রভাবে নক্ষত্রদের চলার পথে ঘুরপাক খেতে খেতে একটি নক্ষত্র গ্রহে রূপান্তরিত হয়েছে। ছোট এ গ্রহটি চওড়ায় ৪০ হাজার মাইলের কম, পৃথিবীর ব্যাসের পাঁচগুণ। অর্থাৎ আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির চেয়ে ২০ গুণ বেশি ঘন। কিন্তু এ নক্ষত্রটি অবিরাম ঘুরতে থাকা তারকারাজির এত কাছাকাছি ছিল যে, যদি এর আকার আরেকটু বড় হত তা হলে মাধ্যাকর্ষণ প্রভাব থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। তারপরও কি প্রচণ্ড গতি তার। প্রতি মিনিটে এ গ্রহটি ঘোরে ১০ হাজার বার। অর্থাৎ মাত্র ২ ঘণ্টা ১০ মিনিটের মধ্যে এ গ্রহটি তার নক্ষত্রটিকে একবার করে পরিভ্রমণ করছে। বিজ্ঞানী দলের অন্যতম অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের ড. মিচেল কিথ বললেন, সন্ধান পাওয়া গ্রহটি ছোট, মূলত কার্বন এবং অক্সিজেন মিশ্রিত। গ্রহটির ভেতরের সব পদার্থই স্ফটিকে পরিণত হয়েছে। যা হীরার সঙ্গে তুলনা করা যেতে পারে। উল্লেখ্য, কার্বন ঘন হওয়ার মাধ্যমেই হীরা তৈরি হয়। তাই বিজ্ঞানীরা বলছেন, গ্রহটিতে কার্বনের ঘনত্ব অত্যন্ত বেশি হওয়ায় এর ভূপৃষ্ঠ সম্ভবত হীরায় পরিণত হয়েছে।
সন্ধান পাওয়া নক্ষত্রটির বৈজ্ঞানিক কোনো নাম এখনো দেওয়া হয়নি। অবশ্য এরই মধ্যে একে হীরক গ্রহ বলে ডাকছেন বিজ্ঞানীরা। কারণ অত্যন্ত উজ্জ্বল দেখতে গ্রহটিকে দূর থেকে দেখলে মনে হয়, যেন মহাকাশের অসীম শূন্যে একখণ্ড হীরার টুকরো জ্বলজ্বল করে জ্বলছে।
অস্ট্রেলিয়ায় অবস্থিত ৬৪ মিটার লম্বা, বিশাল আকারের পার্কস রেডিও টেলিস্কোপ দিয়ে মহাশূন্যে এ রকম একটি নক্ষত্রের ওপর নজর রাখা হচ্ছিল। এমন সময় বিজ্ঞানীদের চোখে পড়ে নতুন এ গ্রহটি। এখন প্রশ্ন হলো, এ হীরক গ্রহে কি কোনো দিন পেঁৗছানো সম্ভব হবে? আপাতত সেটি অসম্ভব বলেই মনে হচ্ছে। কারণ এটি পৃথিবী থেকে চার হাজার আলোকবর্ষ দূরে। আর এক আলোকবর্ষ মানে ১০ ট্রিলিয়ন কিলোমিটার। তাই টুইংকেল টুইংকেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর্থ শিশুদের মতো বিজ্ঞানীদের মনের এ প্রশ্নটিও ঘুরপাক খাবে আরও বহুদিন। রকমারি ডেস্ক

সৌভাগ্যে পূর্ণিমা-ইমন

্বআবারও পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন ইমন। এফ আই মানিকের 'সৌভাগ্য' ছবিতে তৃতীয়বারের মতো একসঙ্গে অভিনয় করবেন তারা। জানা গেছে, ইমন ও পূর্ণিমাকে ভেবেই ছবির গল্প লেখা হয়েছে। গল্পে পারিবারিক নানা টানাপড়েন শুরু হবে তখন তা সামাল দিতে সামনে এসে দাঁড়াবে ওরা দুজন। ছবিতে আরও অভিনয় করবেন ডিপজল, মৌসুমী, রেসী ও আমিন খান। পূর্ণিমা বলেন, 'ইমন আমার অনেক পরে চলচ্চিত্রে এলেও ওর সঙ্গে বোঝাপড়াটা বেশ ভালো। আশা করি, আমাদের একসঙ্গে কাজ করাটা দর্শক বেশ উপভোগ করবেন।' শীঘ্রই ছবিটির কাজ শুরু হবে।

ঐশ্বরিয়ার লিগ্যাল নোটিশ


চুক্তি সই করার সময় নিয়েছিলেন সাড়ে ২২ লাখ রুপি। আট দিন শুটিংও করেছিলেন 'হিরোইন' ছবিতে। কিন্তু বাদ সাধল একটি খবর, ঐশ্বরিয়া অন্তঃসত্ত্বা! এতে মুখ ফিরিয়ে নেন পরিচালক মধুর ভান্ডারকর। এ নিয়ে গত জুন থেকে বলিউডে নানা বিতর্কে বার বার টেনে আনা হয়েছে ঐশ্বরিয়াকে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানার পরই ঐশ্বরিয়া সাইনিং মানির চেকটি ফেরত পাঠান। সম্প্রতি পরিচালক ও প্রযোজনা সংস্থাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ঐশ্বরিয়া রাই। নোটিশে তিনি যে কদিন শুটিং করেছিলেন সেসব দৃশ্য কোথাও ব্যবহার না করতে বলা হয়েছে।

মা হচ্ছেন বিওন্সি


মা হতে যাচ্ছেন ডেসটিনি'স চাইল্ডখ্যাত মার্কিন রিদম অ্যান্ড ব্লুজ গায়িকা বিওন্সি নোলস। তবে খবরটি একটু অন্যভাবেই প্রকাশ করলেন এ গায়িকা। কিছুদিন আগে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে হঠাৎ করেই উপস্থিত সবার সামনে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিয়েছেন বিওন্সি নোলস। তখন তার এ সাহসের তারিফ করেছেন অনেকেই। সম্প্রতি এ বছরের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিওন্সি। সেখানে ব্ল্যাক কার্পেটে দাঁড়িয়ে হাটে হাঁড়ি ভেঙেছেন তিনি। তিনি বলেছেন, আমাদের প্রথম সন্তান প্রত্যাশা করছি আমি এবং আমার স্বামী জে-জেড। আমরা প্রচণ্ডভাবে সন্তানের মুখ দেখতে চাচ্ছি। ২০০৮ সালের এপ্রিলে বিওন্সিকে বিয়ে করেছিলেন মার্কিন র‌্যাপশিল্পী শ্যন কোরি কার্টার, যিনি জে-জেড নামেই বেশি পরিচিত।

Saturday, September 3, 2011

এবার ভারতের ওয়ানডে পরীক্ষা

হেরেই চলেছে ভারত। টেস্ট সিরিজে ধোনিদের ৪-০ তে হোয়াইটওয়াশের পর এবার একমাত্র টি-২০তেও জয় পেল ইংল্যান্ড।
জয়ের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ৬ উইকেটে হারের জ্বালা নিয়েই মাঠ ছাড়তে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ওপেনার পার্থিব প্যাটেল দ্রুত ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়ে ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন অভিষেক হওয়া রাহানে এবং রাহুল দ্রাবিড়। স্টুয়ার্ট ব্রডের শিকারে পরিণত হওয়ার আগে রাহানে ৩৯ বলে ৬১ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। দ্রাবিড় করেন ৩১ রান। এরপর শেষের দিকে সুরেশ রায়না চালিয়ে খেলে ১৯ বলে ৩৩ রান করেন। নির্ধারিত ওভার ব্যাট করে ইংল্যান্ডকে ১৬৬ রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ছয় উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেন ইংলিশরা। টেস্ট ও টি-২০র পর ভারতের সামনে এখন ওয়ানডে পরীক্ষা। রিভার্সাইড মাঠে আজ থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। তবে এই প্রথম সিরিজ শুরুর আগেই ক্রিকেট ভক্তরা বিশ্বচ্যাম্পিয়ন একটি দলের হোয়াইটওয়াশ হওয়ার আশঙ্কা করছেন। তাই আজকের প্রথম ম্যাচটি ধোনিদের জন্য কঠিন পরীক্ষাই বটে

বিয়ের প্রস্তুতি নিচ্ছি (মলি্লকা শেরাওয়াত)

বলিউডের পরিবর্তে হলিউডপ্রীতি, কেন?
বলিউডকে 'খিচুড়ির ডেকচি' বলা যায়। কারণ এখানে মেয়েরা কি ধরনের চরিত্র পাবে, দুর্ভাগ্যজনকভাবে সেটা আগেই জানিয়ে দেওয়া হয়। তবে হলিউডে তার ব্যতিক্রম। তাই এখানে অভিনয়ের সুযোগও বেশি।
বর্তমানে হলিউড প্রজেক্ট কি?
২৬ আগস্ট মুক্তি পেল প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচন পূর্ববর্তী প্রচারণা নিয়ে নির্মিত একটি রোমান্টিক কমেডি মুভি 'পলেটিকস অব লাভ'।
এতে কি ধরনের চরিত্র রূপায়ণ করলেন?
মুভিটিতে আমি ওবামার পক্ষে প্রচারণার কাজ করি এবং বিপক্ষ প্রচারণা দলের একজনের প্রেমে পড়ি। আমার চরিত্রটিই এখানে মুখ্য।
বেশিরভাগ সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে, বলিউড থেকে সরে যাচ্ছেন?
যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলস এবং এর পরিবেশ আমার খুব পছন্দ। তাছাড়া এই শহরকে আন্তর্জাতিক চলচ্চিত্রের কেন্দ্রবিন্দুও বলা যায়। তাই ক্যারিয়ার গড়তে এখানেই স্থায়ী হতে চাই।
বলিউডে আপনার হলিউড কার্যকলাপ নিয়ে সমালোচনা হচ্ছে, কেন?
বলিউড মিডিয়া আমার মৃত ক্যারিয়ার নিয়ে অসংখ্যবার প্রতিবেদন করেছে। সব ধরনের মিথ্যাচার, অসহযোগিতা ও অপঘাতের পরও কিন্তু এখনো আমি সদর্পে দাঁড়িয়ে আছি।
সম্প্রতি বলিউডে বলা হচ্ছে আপনার চেয়ে জ্যাকুলিন হট...
এটা তাদের নিজস্ব মন্তব্য। কিন্তু কে বেশি হট সেটা তো নির্ধারণ করবে দর্শক।
বিয়ের পরিকল্পনা আছে?
হ্যাঁ, বিয়ের প্রস্তুতি নিয়েই এখন এগুচ্ছি। লোকেশন, বিয়ের পোশাক, খাবার-দাবার সবই মোটামুটি ঠিক করা হয়ে গেছে। বর নির্বাচনই এখন শুধু বাকি।
কান এবং অন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনার পোশাক ও ফ্যাশন নিয়ে সমালোচনা হয়েছে...
এসব সমালোচনার ধার ধারি না। এমন চিন্তা ধারার মূল্য বর্তমান বিশ্বে অচল, আমি প্রগতির পথে এগুচ্ছি।

নাটক 'যদি ভালোবাসা পাই'

অরুন চৌধুরীর রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় আজ রাত ৭:৪৫ মিনিটে দেশটিভিতে প্রচার হবে নাটক 'যদি ভালোবাসা পাই'। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শর্মিলী আহমেদ, ওয়াহিদা মলি্লক জলি, সারিকা, অর্ষা, নিলয় প্রমুখ

নাটক 'ভালবাসার প্লাবনকাল'

চ্যানেল আইতে আজ দুপুর ১২টা ০৫ মিনিটে প্রচার হবে নাটক 'ভালবাসার প্লাবনকাল'। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, কুসুম শিকদার, এস এম মোহসীন, রাহুল আনন্দ প্রমুখ।

টেলিফিল্ম 'ভালবাসি তাই ভালবেসে যাই'

এনটিভিতে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম 'ভালবাসি তাই ভালবেসে যাই'। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন জয়া আহসান, তিশা, ইরেশ যাকের, আরেফিন শুভ, সানজিদা প্রীতি, ওমর আয়াজ অনি প্রমুখ।

অন্য বিদ্যা

সিল্ক স্মিতার জীবনী অবলম্বনে পরিচালক মিলন লুথরিয়া বানিয়েছেন 'দ্য ডার্টি পিকচার'। এতে বিদ্যা বালান সম্পূর্ণ ভিন্ন মেকআপ ও গেটআপে আবিষ্কৃত হয়েছেন। সম্প্রতি মুক্তি পাওয়া এই ছবিতে বিদ্যার বিপরীতে নাসিরুদ্দিন শাহ, এমরান হাশমি ও তুষার কাপুর অভিনয় করেছেন। 'দ্য ডার্টি পিকচার' ছবিতে বিদ্যাকে দেখার পর একতা কাপুর ও বিশাল ভরদ্বাজ তাদের পরবর্তী ছবির জন্য প্রস্তাব দিয়েছিলেন। সেখানে মোহিনী ও ছলনাময়ী এক নারীর চরিত্রে অভিনয় করতে হবে তাকে। কিন্তু বিদ্যা একরকম না বলে দিলেন। কারণ হিসেবে বললেন, 'ছবিতে তার তেমন কিছু করার নেই। কারণ চরিত্রটি ছোট। ছবির মূল চরিত্রে রয়েছেন এমরান হাশমি।' এর আগে একই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে রানী মুখার্জিও প্রত্যাখ্যান করেছিলেন। রানীর আপত্তির কারণ ছিলেন 'কিসার বয়'খ্যাত এমরান হাশমির মতো অভিনেতা।

বডিগার্ড সুপার হিট

বলিউড অভিনেতা সালমান খান প্রমাণ করলেন সময় এখন তার। হ্যাটট্রিকটা করেই ছাড়লেন। সালমান অভিনীত নতুন ছবি 'বডিগার্ড' সুপারহিট হয়েছে। প্রথম দিনেই ছবিটি ২২ কোটি রুপি ব্যবসা করেছে। এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর। আর একটি আইটেম সং-এ নেচেছেন ক্যাটরিনা কাইফ। 'শীলা কি জওয়ানি'র পর আবারও আইটেম গার্ল হিসেবে হিট করেছেন ক্যাটরিনা। তবে কারিনাও কম না। তিনি ছবির নায়িকা। চমৎকার অভিনয়ে দর্শক মাতিয়েছেন কারিনা। ছবিতো বটেই ছবির বেশ কয়েকটি গানও হিট হয়েছে। সবমিলিয়ে বলিউড বক্স অফিসে ঝড় তুলেছে 'বডিগার্ড'।

এগিয়ে গেলেন দীপিকা

বলিউড দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন দীপিকা পাড়ুকোন। ক্যাটরিনা, ইভা লঞ্জোরিয়া এবং পেনেলোপ ক্রুজের মতো বাঘা বাঘা অভিনেত্রীকে পেছনে ফেলে ধুম-৩ এ অভিনয়ের প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছেন। সবকিছু ঠিক থাকলে যশরাজ প্রডাকশনের এই ছবিতে আমির খানের বিপরীতে দেখা যেতে পারে তাকে। বিগ বাজেটের এ ছবিটি বলিউডে দীপিকার অবস্থান আরও মজবুত করবে বলে আশা করছেন বোদ্ধারা।

যুবরাজের নতুন প্রেম!

যুবরাজ সিংয়ের নতুন প্রেমের গুঞ্জনে মুখরিত হচ্ছে ভারতের ফিল্ম ও ক্রিকেটপাড়া। এবার গুঞ্জনের নায়িকা বলিউড সুপার স্টার সালমান খানের বোন অর্পিতা। সম্প্রতি দিলি্লর একটি পাঁচতারা হোটেলে এক সঙ্গে দেখা যায় তাদের। সেখানে কিছু সময় একান্তে কাটান তারা। মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়ে প্রচার মাধ্যমে। কিন্তু অর্পিতার সঙ্গে বিশেষ সখ্যের কথা অস্বীকার করে যুবরাজ বলেছেন, সে শুধু আমার ভালো বন্ধু।


Wednesday, August 31, 2011

আমেরিকায় ঈদ উদযাপিত

 
উত্তর আমেরিকার সর্বত্র আজ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গতকাল সন্ধ্যায় নিউইয়র্কসহ বড় বড় নগরীর মসজিদ থেকে কাল ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়।
গত সপ্তাহে ঘূর্ণিঝড় আইরিনের তাণ্ডব থাকায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন প্রস্তুতিতে কিছুটা ভিন্নতা ঘটেছে। দূর-দূরান্তের রাজ্যগুলো থেকে লোকজন ছুটে এসেছেন নিউইয়র্কে। দেশের মতো ঈদ উদযাপনের প্রস্তুতি সর্বত্র। যুক্তরাষ্ট্রে চলমান অর্থনৈতিক মন্দা সত্ত্বেও মুসলমানেরা প্রধান উত্সব ঈদ পালনের প্রস্তুতি নিয়েছেন যে যার সাধ্য-মত।
নিউইয়র্কে ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে খোলা মাঠে। আবহাওয়া অনুকূল থাকায় জ্যামাইকা, ম্যানহাটন, ব্রুকলিন, জ্যাকসন হাইটস ও অ্যাস্টোরিয়ায় একাধিক জামাত অনুষ্ঠিত হচ্ছে। এ সব স্থানে সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে।

এলো খুশির ঈদ [ EID MUBARAK] -- [BoUnDoLa.CoM]


এক মাসের সংযম আর সিয়াম সাধনা শেষে আবার এসেছে ঈদ। আজ বুধবার দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা মেতে উঠবেন ঈদের আনন্দে। ঈদের আনন্দ উপভোগ করতে সব শ্রেণী-পেশার মানুষ যার যার সাধ্যমতো প্রস্তুতি নিয়েছেন। এখনো বাড়ির পথে অনেকে। তবে রাজধানীর রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে ভিড় ছিল অনেক কম। সৌদি আরবের সঙ্গে মিল করে কালও দেশের বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে।
ঈদে রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে একাধিক জামাত হবে। প্রতিবারের মতো এবারও হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে রাজধানীর প্রধান ঈদের জামাত হবে। ঈদের জামাতের সময় যান চলাচলে শৃঙ্খলা রক্ষা, যানজট এড়ানো ও মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য গাড়ি রাখার স্থান নির্দিষ্ট করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে সবার সঙ্গে অংশ নেবেন রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।
বরাবরের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। প্রতিবছর তিন লাখেরও বেশি মুসল্লি এই মাঠে একসঙ্গে নামাজ আদায় করেন। এরইমধ্যে দেশের ও দেশের বাইরে থেকে অনেকেই কিশোরগঞ্জে পৌঁছেছেন। দেশের সর্ববৃহত্ ঈদের জামাতকে কেন্দ্র করে শোলাকিয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
নামাজের পর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেত্রী ও রাজনৈতিক অঙ্গনের নেতারা। এদিকে ঈদে সরকারি ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। রাজধানীতে বনানী থেকে বঙ্গভবন পর্যন্ত প্রধান সড়কগুলোও ঈদ মোবারক খচিত ব্যানার দিয়ে সাজানো হয়েছে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে হাসপাতাল, এতিমখানা ও কারাগারে উন্নত খাবার পরিবেশন করা হবে।
ঈদ উপলক্ষে রেডিও, টেলিভিশনগুলোতে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানমালার।

Tuesday, August 30, 2011

গণনা নির্ভুল

এটিএন বাংলায় ঈদের আগের দিন সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক গণনা নির্ভুল। লিখেছেন আহসান হাবিব, পরিচালনা করেছেন এস এ হক অলিক। অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, আল মনসুর, ঝুনা চৌধুরী, আনিসুর রহমান মিলন, নিসা, ভাবনা প্রমুখ। নিজের পছন্দের মেয়েকে পাওয়ার জন্য হস্তরেখাবিদ বন্ধুর কাছে যায় ছেলেটি। বন্ধু হাত দেখে বলে দেয়, ‘যাকে তুই ভালোবাসবি, তাকে কখনো বিয়ে করতে পারবি না’। কিন্তু ছেলেটি নাছোড়বান্দা। সে ওই মেয়েকেই বিয়ে করবে। একসময় সফলও হয়। বিয়ের পর দেখা যায়, হস্তরেখাবিদ বন্ধুর গণনা নির্ভুল

অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে সালমান

কয়েক দিন ধরেই বলিউডে গুঞ্জন চলছে সালমান খান গুরুতর অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। এবার সালমান নিজেই মুখ খুললেন। তিনি বলেন, ‘হূদরোগজনিত কোনো সমস্যা আমার নেই। সমস্যাটা হয়েছে স্নায়ুতে। যার কারণে মাথা, চোয়াল ও গালে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এমনই ব্যথা যে নাওয়া-খাওয়া হারাম হওয়ার জোগাড়।’ জানা গেছে, অস্ত্রোপচারের জন্য গত শনিবার তিনি যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন। শারীরিক সমস্যার পরও সালমানের পেশাদারি মনোভাব দেখে অনেকে বিস্মিত। ৩১ আগস্ট মুক্তি পাচ্ছে সালমানের বহুল প্রতীক্ষিত ছবি বডিগার্ড। কদিন ধরে নাওয়া-খাওয়া ভুলে ছবির প্রচারে ব্যস্ত সময় কাটছিল। চোয়ালে প্রচণ্ড ব্যথা নিয়েও তিনি ছবির প্রচার চালিয়ে গেছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। হিন্দুস্তান টাইমস।

সবচেয়ে বড় কলম ভারতে

কথায় আছে অসি বড় না কলম বড়! এক্ষেত্রে কলম। নিজামাবাদের বাসিন্দা এমএসআচার্য নামের এক লেখাপড়া অন্তপ্রাণ মানুষ এই উদ্যোগের নেপথ্য কারিগর। তিনি যে বিশাল আকারের কলমটি বানিয়েছেন সেটি তলোয়রের চেয়েও পাঁচ-ছয় গুণ বেশি লম্বা। লম্বায় ষোল ফুট, কলমটির ওজন চলি্লশ কেজি এবং চওড়ায় এটি এক ফুট। পৃথিবীর সবচেয়ে বড় এই কলমের নাম 'ভারতীয়া পালি' অর্থাৎ 'ভারতের কলম'। পেশায় সমাজবিদ্যার শিক্ষক আচার্য বলেন 'কলমটি ভারত সরকারকে সম্মান প্রদর্শনের জন্য তেরি করা হয়েছে। কারণ সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে'। কলমের বাইরের অংশ অলঙ্করণ করেছেন হায়দরাবাদের রত্নম ও মালিকারাজন নামের দুই শিল্পী।

নতুন পথে প্রমিথিউস

অডিও শিল্পে একদিকে পাইরেসি, অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান এবং শিল্পীদের সম্পর্ক নিয়ে যখন টানাপোড়েন চলছে, তখন নতুন পথে যাত্রা শুরু করেছে ব্যান্ড প্রমিথিউস। প্রমিথিউস এবার নিজেদের গানগুলো ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ডাউনলোড করার সুযোগ করে দিয়েছে ভক্ত ও শ্রোতাদের। এখন থেকে www.prometheusbd.com ঠিকানা থেকে বিনা খরচে ডাউনলোড করা যাবে প্রমিথিউসের গান। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি কাজী রোজী এবং প্রমিথিউস ব্যান্ডের সদস্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়েবসাইটে এখন প্রমিথিউসের নতুন সাতটি গান পাওয়া যাচ্ছে। সঙ্গে আছে প্রমিথিউসের জনপ্রিয় আরও ২২টি গান। রয়েছে দুটি গানের মিউজিক ভিডিও।
বিপ্লব বলেন, ‘বাংলাদেশের অডিওশিল্পে এখন এক ধরনের অস্থিরতা চলছে। পাইরেসিসহ নানা জটিলতার কারণে শিল্পী থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান—সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইরেসির বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হিসেবে আমাদের গান শ্রোতাদের বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে শ্রোতারা প্রমিথিউসের নতুন ও পুরোনো যেকোনো গান এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে।’
বিপ্লব জানান, পুরো অ্যালবাম নয়, এখানে একেকটি গান একেকটি প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করবে।

পাওলির বৃহস্পতি তুঙ্গে

পাওলি দামের বৃহস্পতি এখন তুঙ্গে। 'ছত্রাক' ছবির সুবাদে এ বছরই কান চলচ্চিত্র উৎসবের লাল কার্পেটে হেঁটেছেন হালের এই টালিউড সেনসেশন। হাতে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের ছবি। এবার বলিউডেও যোগ দিচ্ছেন তিনি। পরিচালক বিক্রম ভাটের পরবর্তী ছবি 'হেট স্টোরি'র কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। ২০০৯ সালে গৌতম ঘোষ পরিচালিত 'কালবেলা' ছবির মাধ্যমে রুপালি পর্দায় প্রবেশ করেন পাওলি।

কলকাতায় মেসিহীন আর্জেন্টিনা

ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে খেলার আগে কলকাতায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। গতকাল সকালে দমদম বিমানবন্দরে পা রাখেন আর্জেন্টাইন ফুটবলাররা। কিন্তু স্প্যানিশ লিগে ভিলারেলের বিপক্ষে ম্যাচ থাকায় দলের সঙ্গে আসেননি লিওনেল মেসি। বিমানবন্দরে তাকে দেখতে না পেয়ে আঁতকে ওঠেন আয়োজক সংস্থা সিএমজির কর্মকর্তারা। পরে মেসির আসা সম্পর্কে নিশ্চিত হলে হাঁফ ছেড়ে বাঁচেন তারা।

Monday, August 29, 2011

খেলা শুরু সন্ধ্যা ৬টায়

লিওনেল মেসিরা কোথায় অনুশীলন করবেন, তা নিয়ে এখনো চলছে জল্পনা-কল্পনা। আগামী ৬ সেপ্টেম্বর বহুল প্রতীক্ষার আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। ম্যাচ চলাকালীন যাতে বিদ্যুতের কোনো সমস্যা না থাকে, সেজন্য ৫ ঘণ্টা কোনো লোডশেডিং হবে না বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায়। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও 'আফ্রিকান সুপার ঈগল' নাইজেরিয়ার ফুটবলারদের অভ্যর্থনা জানানোর জন্য ২০ জন সুশিক্ষিত তরুণীকে বাছাই করেছে বাফুফে। এই তরুণীরা আসলে গাইড হিসেবে কাজ করবেন দুই দলের ফুটবলারদের। এছাড়া অনুশীলন ও প্রস্তুতির জন্য দুই দলকে ৩০টি করে মোট ৬০টি এডিডাস ফুটবল দেওয়া হচ্ছে। ত্রিশটি দেবে বাফুফে এবং বাকি ত্রিশটি ওয়ালিদ স্পোর্টস।

 ঐশ্বরিয়ার আইনি নোটিশ!

আট দিন শুটিং করেছিলেন। চুক্তিতে সই করার সময় নিয়েছিলেন সাড়ে ২২ লাখ রুপি। বাধ সাধল একটি খবর, ঐশ্বরিয়া অন্তঃসত্ত্বা। মুখ ফিরিয়ে নিতে বেশি দিন সময় নেননি পরিচালক মধুর ভান্ডারকর ও প্রযোজনা সংস্থা ইউটিভি। এ নিয়ে গত জুন থেকে বলিউডে বহু কানাঘুষা চলছে। বিতর্কে বার বার টেনে আনা হয়েছে ঐশ্বরিয়াকে। ভান্ডারকর ও ইউটিভির সিদ্ধান্ত জানার পরপরই ঐশ্বরিয়া সাড়ে ২২ লাখ টাকার চেকটি ফেরত পাঠান। সম্প্রতি ভান্ডারকর ও প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠিয়েছেন ঐশ্বরিয়া। চলতি বছরের শুরুর দিকে তিনি যে কদিন শুটিং করেছিলেন সেই দৃশ্যগুলো কোথাও যেন ব্যবহার না হয়—এ ব্যাপারে পরিচালক ও প্রযোজনা সংস্থাকে সতর্ক করে দেওয়া হয়। ছবিতে ঐশ্বরিয়ার বদলে কারিনা কাপুরের অভিনয়ের কথা রয়েছে। হিন্দুস্তান টাইমস।


আমি কি পুরনো হয়ে গেছি? (সাক্ষাৎকার : সনু নিগাম)

সংগীত জগতে অসময়ে নির্বাসিত আপনি, কেন?

নিজের ইচ্ছায় যে নয়, এটা হলফ করে বলতে পারি। তবে কারণ অনেক, বলিউডে এখন আর বড় মাপের কাজ হয় না। আমাকে কেউ ডাকলে কাজ করি। আমি নিজে তো কারও কাছে গিয়ে কাজ চাইব না।
সনু নিগামের মতো নাম্বার ওয়ান কণ্ঠশিল্পীকে সংগীত পরিচালকরা ডাকেন না_ এটা তো অবিশ্বাস্য।
সত্যি বলছি, শুধু আমাকে কেন? শান, কে কে. কিংবা উদিতের কথাই ভাবুন না। কেউই তো এখন আর ডাক পাচ্ছে না। আমরা সবাই কি পুরনো হয়ে গেছি? আমাদের অসময়ে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। এই ক্ষোভ নিয়েই বেঁচে আছি।
কেন এমন হচ্ছে?
এর প্রধান একটি কারণ হচ্ছে_ সংগীত পরিচালকরা এখন নিজেরাই গান গাইছেন। এ কারণে স্টেজ শোগুলোও পাচ্ছেন তারা। এক কথায় নিজেদের স্বার্থে সংগীত শিল্পীদের এখন তারা গুরুত্ব দিতে চান না।
এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব?
ধৈর্য ধারণ ছাড়া উপায় নেই। অপেক্ষা করতে হবে। আমার বিশ্বাস পরিস্থিতি একদিন পাল্টাবেই।
হলিউডে কাজ করার ইচ্ছা আছে?
তেমন ইচ্ছা নেই। কারণ বলিউডকে প্রচণ্ড ভালোবাসি। এ জগৎ আমাকে যশ, খ্যাতি, প্রতিষ্ঠা সবই দিয়েছে। এখন মুখ ফিরিয়ে নেই কী করে।
কিন্তু আপনি তো জারমেইন জ্যাকসন ও ব্রিটনি স্পেয়ার্সের সঙ্গে পারফর্ম ও অ্যালবাম করলেন?
লস অ্যাঞ্জেলেসে আমার কিছু বন্ধু আছে। তারাই আমাকে ব্রিটনি ও জারমেইনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। তারপর তাদের সঙ্গে কাজ করা।
সংগীত নিয়ে কতদূর যেতে চান?
সংগীত তো আমার ধ্যান-জ্ঞান। এছাড়া আর কিছুই ভাবতে পারি না। সংগীত নিয়ে আমি নয়, সংগীত আমাকে কতদূর নিয়ে যাবে সেই অপেক্ষায় আছি।

আবারও চলচ্চিত্রে বারী

আবারও চলচ্চিত্রে অভিনয় করলেন কণ্ঠশিল্পী ও বাঁশিবাদক বারী সিদ্দিকী। 'মুসলিম ঠাকুর' শিরোনামের ছবিতে একটি বিশেষ গানের দৃশ্যে দেখা যাবে তাকে। ছবিটি পরিচালানা করছেন আগুন আহমেদ। বারী সিদ্দিকীর অভিনীত গানটি লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। আগুন আহমেদ বলেন, গানটি চিত্রায়িত হবে রাতের অন্ধকারে একটি চলমান যাত্রীবাহী লঞ্চের ছাদে। দৃশ্যটি দেখতে অসাধারণ লাগবে।
তিনি আরও বলেন, 'বারী সিদ্দিকী যে ধরনের গান গেয়ে থাকেন আমি চেষ্টা করেছি সে ধরনের কথা দিয়ে গান সাজাতে।'
বারী সিদ্দিকী বলেন, 'প্রস্তাবটি আমার পছন্দ হয়েছে। তাই রাজি হয়েছি। আমি আগেও অভিনয় করেছি। অনুভূতি নতুন নয়।'
ছবিতে আরও রয়েছে কুমার বিশ্বজিৎ ও ন্যান্সির গান।

কারিনার যম...

ক্যাটরিনা কাইফ এখন কারিনা কাপুরের যম। ক্যাটরিনাকে ভয় পাচ্ছেন কারিনা। কারণ একই ছবিতে দু'জনের অংশগ্রহণ। সালমান খান অভিনীত 'বডিগার্ড'র প্রধান নায়িকা কারিনা কাপুর। আর সালমানের অনুরোধে ছবির একটি আইটেম গানে পারফর্ম করবেন ক্যাটরিনা। 'শীলা কি জওয়ানী' গানে আইটেম গার্ল হয়ে সুপারহিট তিনি। তাই ধারণা করা হচ্ছে 'বডিগার্ড' ছবির আইটেম সংটিও হিট হবে। আর এ কারণেই কারিনা ভীত। তার ভয় , ক্যাটরিনার জনপ্রিয়তার কাছে তিনি আবার না হেরে যান। প্রধান নায়িকা হয়ে আইটেম গার্লের কাছে পরাজিত হলে বিষয়টা তার জন্য লজ্জার। অবশ্য কারিনা বলছেন, 'আমি ভীত নই। আমিই হিট হবো।

উপস্থাপনায় সারিকা

এবারের ঈদে উপস্থাপক হিসেবে দর্শকের সামনে আসছেন মডেল-অভিনেত্রী সারিকা। নিরবের সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। তবে তার একক উপস্থাপনাই এখন আলোচনায়। সারিকা উপস্থাপনা করেছেন বাংলাভিশনের একটি নাচের অনুষ্ঠান। রোমান্টিক পুরনো বাংলা সিনেমার গানের সঙ্গে বিভিন্ন তারকা নেচেছেন। আর অনুষ্ঠানটির সূত্রধর হিসেবে আলেন সারিকা। নৃত্যানুষ্ঠানটির শিরোনাম 'তুমি যেখানে আমি সেখানে'। এতে পুরনো গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন শখ ও নিলয়, আনিসুর রহমান মিলন ও মিমো, মুনমুন ও তার দল এবং নিসা ও তার দল। তারা যথাক্রমে 'তুমি যেখানে আমি সেখানে', ও 'আমি একদিন তোমায় না দেখলে', 'তুমি আজ কথা দিয়েছো', 'চুমকি চলেছে একা পথে' এবং 'গুনগুনাগুন গান গাহিয়া নীল ভোমরা যায়' শিরোনামে গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন। রেহেনা রাহার প্রযোজনায় নৃত্যানুষ্ঠান 'তুমি যেখানে আমি সেখানে' বাংলাভিশনে প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে।
উপস্থাপনা প্রসঙ্গে সারিকা বলেন, 'কোনকিছু উপস্থাপন করতে আমার খারাপ লাগে না। তাই বেশ কয়েকজন তারকার নাচের অনুষ্ঠানটি দর্শকের সামনে উপস্থাপন করতে আমার খারাপ লাগেনি। এদের মধ্যে কয়েকজন অনৃত্যশিল্পীও ছিল। আশা করি অনুষ্ঠানটি ভালো লাগবে।'

আবারও টপলেস কেট

কিছুদিন আগে ব্রিটিশ একটি ম্যাগাজিনের কাভার পেজের জন্য টপলেস হয়েছিলেন ব্রিটিশ সুপারমডেল কেট মস। সম্প্রতি বিতর্কিত পাইরেলি ক্যালেন্ডারের জন্য সম্পূর্ণ বিবসনা হয়ে ছবি তুলেছেন নবপরিণীতা এই ব্রিটিশ সুপারমডেল। এ বছরের ১ জুলাই রকস্টার জেমি হিঞ্চকে বিয়ে করেছেন ৩৭ বছর বয়সী কেট। বিয়ের পিঁড়িতে বসার সপ্তাহখানেক আগেই পাইরেলি ক্যালেন্ডারের জন্য সম্পূর্ণ বিবসনা হয়ে ছবি তুলেছেন তিনি। সে সময় তার সঙ্গে ছিলেন তার সাবেক বয়ফ্রেন্ড আলোকচিত্রী মারিও সরেন্টি। কেটসহ আরও ১১ জন মডেল এই অ্যাসাইনমেন্ট নিয়ে ভূমধ্যসাগরীয় কর্সিকা আইল্যান্ডে এক সপ্তাহ অবস্থান করেছিলেন। সেখানকার নৈসর্গিক পরিবেশে ছবিগুলো তোলা হয়েছে। ছবির জন্য খুবই আবেদনময়ী ভঙ্গিতে পোজ দিয়েছেন কেট। ২০১১ সালের পাইরেলি ক্যালেন্ডারের থিম ছিল গ্রিক এবং রোমান মিথলোজি।

Sunday, August 28, 2011

মেসির সঙ্গে কথা হবে সৌরভের

ক্রিকেটীয় উচ্চতায় সৌরভ ভারতীয় আকশের এক উজ্জ্বল নক্ষত্র। ভারতের অধিনায়ক হিসেবে তিনিই জয় করেছেন সবচেয়ে বেশি টেস্ট। তারপরও লিওনেল মেসির উচ্চতা এভারেস্ট ছাড়িয়ে। উপমহাদেশে অবশ্য ক্রিকেটের আলাদা একটি কদর আছে। এখানে ফুটবলের চেয়ে ক্রিকেটেই বেশি স্বচ্ছন্দবোধ করে সবাই। সেই হিসেবে সৌরভই বা কম কিসে! লিওনেল মেসি কলকাতায় আসছেন। এ খবরে সৌরভ গাঙ্গুলি তো পুলকিত হতেই পারেন। এমনকি বর্তমান ক্রীড়া জগতের এমন কোনো তারকার নাম খুঁজে পাওয়া মুশকিল যিনি মেসির খেলা দেখতে ভালোবাসেন না। লিওনেল মেসির এ আগমণকে উপলক্ষ করে দুই ক্রীড়া জগতের দুই তারকার সাক্ষাৎ ঘটতে যাচ্ছে। কলকাতায় আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচ আয়োজক কমিটি মেসিদের সৌজন্যে দেওয়া গালা পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে সৌরভ গাঙ্গুলিকে। ভারতীয় এই সাবেক অধিনায়ক একাই থাকছেন না সেই পার্টিতে। সঙ্গী হচ্ছেন ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং দেশসেরা স্ট্রাইকার ভাইচুং ভাটিয়া। কলকাতার পত্রিকাগুলো অবশ্য পার্টিতে অতিথিদের তালিকা দীর্ঘায়িত হওয়ার ঘোষণাই দিয়েছে। রাজনীতিবিদ থেকে শুরু করে শিল্পপতি কিংবা শহরের সুশীলসমাজও বাদ যাবে না। কলকাতার 'হায়াত রিজেন্সি'-তে উঠবেন মেসিরা। সেখানেই তাদের জন্য বিবিধ আয়োজন করা হচ্ছে। ঝাঁকঝমকপূর্ণ গালা পার্টি থাকছে আর্জেন্টিনা দলের জন্য। তবে কলকাতাতে সাজ সাজ রব একটু কমই। নিরাপত্তার অজুহাতে অনেক কিছুই করতে দিচ্ছে না প্রশাসন। 'হায়াত রিজেন্সি'র এক কর্মী আজকাল পত্রিকাকে জানিয়েছেন, 'ইচ্ছে ছিল অনেক কিছুই করব। কিন্তু সম্ভব নয়।' অনেক কিছুর মাঝে অনেক আয়োজন ছিল। কিন্তু নিরাপত্তার কারণে অনেক কিছুই সম্ভব হচ্ছে না।
কলতাকাতার পাট চুকিয়ে ঢাকায় আসছেন মেসিরা। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলার জন্য ৪ সেপ্টেম্বর আসার কথা রয়েছে তাদের। এখনো নাকি হোটেলই ঠিক করা সম্ভব হয়নি। কেউ সঠিক করে বলতে পারছেন না, রেডিসন নাকি রূপসী বাংলা? হতে পারে সোনারগাঁও। কিন্তু এখনো ঠিক করা হলো না হোটেলই। অনুষ্ঠানের আর কি ঠিক থাকবে! যে বৃহৎ ঘটনাটি ঘটতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলে তার জন্য আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতই থাকা উচিত।

ঘনিষ্ঠতা বাড়ছে শহিদ-বিপাশার

শহিদ কাপুর ও বিপাশা বসুর প্রেমের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই চলছিল জল্পনা-কল্পনা। তবে বিষয়টি বরাবরই অস্বীকার করেছেন এ জুটি। আবারও প্রমাণ মিললো শহিদ কাপুর-বিপাশা বসু জুটির ঘনিষ্ঠতার। সম্প্রতি এই জুটিকে বান্দ্রার একটি ক্যাফেতে একসঙ্গে নৈশভোজ সারতে দেখা গেছে। এটি আদৌ নৈশভোজ নাকি অভিসার_ তা নিয়ে ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেছে টিনসেলে। সাধারণ নৈশভোজের আড়ালে এই অভিসার আয়োজনের পেছনে ছিলেন বলিউড চিত্রপরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং তার স্ত্রী মমতা। তারা বান্দ্রার ঐ ক্যাফেতে শহিদ এবং বিপাশাকে নিয়ে বসেছিলেন। সেখানেই শহিদ-বিপাশা রাতের খাবারের পাশাপাশি একসঙ্গে মজার সময় কাটিয়েছেন। তাদের রোমান্টিক সম্পর্কের বিষয়টির মতোই কোনো রোমান্টিক ছবিতে অভিনয় করার পরিকল্পনাও এঁটেছেন ওই ক্যাফেতে বসে

স্কেটার হতে চাইতেন যুবরাজ

যুবরাজ সিংয়ের ক্রিকেটার হওয়ার পেছনে প্রধান ভূমিকা তার বাবা যোগরাজ সিংয়ের। কিন্তু ছোটবেলায় ক্রিকেটের জন্য বাবার এই তাগিদটাই অপছন্দ করতেন তিনি। যুবরাজের ইচ্ছা ছিল বড় হয়ে স্কেটার হবেন। তার এ ইচ্ছায় বাদ সাধেন বাবা। অনেকটা জোর করেই ছেলেকে ক্রিকেটের দিকে ঝোকান যোগরাজ। সম্প্রতি এক অনুষ্ঠানে কৈশোরের কথা বলতে গিয়ে এ কথা প্রকাশ করেন যুবরাজ।

রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ

নাড়ির টানে এভাবেই পরিবার-পরিজন নিয়ে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ছবিটি গতকাল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা _বাংলাদেশ প্রতিদিন

ঘর ভাঙছে মনীষার

বিয়ের ছয় মাস পেরোতে না পেরোতেই দাম্পত্য কলহের ঝড়ে বিপর্যস্ত বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। সামাজিক যোগাযোগ সাইট টুইটারে এ কথা লিখেছেন তিনি। স্বামী নেপালি ব্যবসায়ী সম্রাট ঢালকে তার ক্যারিয়ারের প্রধান শত্রু বলে তিনি মনে করেন। মনীষা আরও লিখেছেন, 'বিয়ের পর থেকেই সম্রাটের আসল চেহারা প্রকাশ পায়। সব বিষয়ে তার সঙ্গে মতবিরোধ বাড়ছে। যে কোনো সময় সম্পর্কের ইতি টানতে পারি।'

Saturday, August 27, 2011

ঈদে হানিফ সংকেতের নাটক

প্রতি ঈদেই 'ইত্যাদি'র পাশাপাশি নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তিনি এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক 'কর্মফলের মর্মকথা'। প্রচার হবে ঈদের দিন এটিএন বাংলায় রাত ৮টা ৫০ মিনিটে। একজন অসৎ ব্যক্তি অর্থ আয়ের জন্য নানান পন্থা অবলম্বন করেন এবং এই অবৈধ অর্থ দিয়ে তিনি নির্বাচনে প্রার্থী হতে চান এবং ভবিষ্যতে আরও ক্ষমতাবান হওয়ার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করেন। এই কাজে তিনি তার পরিবারের সদস্যদেরও নিয়োজিত করেন কিন্তু বাধ সাধেন তার স্ত্রী। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়। এ নাটকে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, ফেরদৌসী মজুমদার, তানিয়া আহমেদ, মীর সাবি্বর, সাজু খাদেম, আরফান, মম প্রমুখ।

ঈদে ছোট পর্দায় পপি


ঈদে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপিকে বড় পর্দায় দেখা না গেলেও ছোট পর্দার মাধ্যমে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। চ্যানেল আইতে একটি টেলিফিল্মে দেখা যাবে তাকে। নাট্যনির্মাতা সালমান হায়দারের রচনা ও পরিচালনায় 'মেঘে ঢাকা চাঁদ' শিরোনামে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে আছেন অভিনেতা হাসান মাসুদ। ভালোবাসার টানাপড়েনের গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্মটি। পপি বলেন, চমৎকার গল্পে নির্মিত এই টেলিফিল্মটিতে আমার চরিত্রটিও চমৎকার। দর্শক আগ্রহ ধরে রাখতে এ মুহূর্তে গল্প বা চরিত্র সম্পর্কে কোনো কিছু বলতে চাচ্ছি না। তবে টেলিফিল্মটি দেখে দর্শক যে আনন্দ পাবে, তা নিশ্চিত বলতে পারি। ঈদের চতুর্থ দিন বেলা ২টার খবরের পর চ্যানেল আইতে প্রচার হবে 'মেঘে ঢাকা চাঁদ' টেলিফিল্মটি।

নাটকে শাহনূর


ঈদের নাটকে অভিনয় করলেন চিত্রনায়িকা শাহনূর। তার সঙ্গে জুটিবদ্ধ হলেন অভিনেতা শাহরিয়ার শুভ। নাটকের নাম 'আগে যদি জানতাম'। নাটকের গল্পে দেখা যাবে বাবা-মায়ের আদরের মেয়ে শাহনূর। সে ভালোবাসে বোকা ধরনের ছেলে শুভকে। কিন্তু প্রেম-ভালোবাসা বোঝে না সহজ-সরল শুভ। এমনি চলে নাটকের গল্প।

চোয়ালের ব্যথায় কাবু সালমান

চোয়ালের ব্যথায় কাবু হয়ে পড়েছেন বলিউড অভিনেতা সালমান খান। দুই-তিন মাস ধরে ব্যাথাটা তাকে রেহাই দিচ্ছে না। ব্যথার কারণে কিছু খেতেও পারছেন না ঠিকমতো। চিকিৎসা করাতে আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সালমান। সপ্তাহখানেক আগেই শোনা গিয়েছিল, তিনি অসুস্থ। হাসপাতালে ভর্তি হয়েছেন। গণমাধ্যমে এমন খবর প্রচারের পর তার পরিবারের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়। সালমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, চোয়ালের এই ব্যথা তার সাত বছরের পুরনো। কয়েক বছর ব্যথাটা ছিল না। তিন মাস ধরে এটা জ্বালাচ্ছে খুব। ব্যথা নিয়েই গত সপ্তাহে সালমান প্রথমে লীলাবতি হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে সাইফি হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু পরিবারের সবাই বিষয়টি গোপন রাখেন।

ক্ষমতাধর লেডি গাগা

ক্ষমতাধর নারীদের তালিকায় উপরের দিকে উঠে এসেছেন বিতর্কিত শিল্পী লেডি গাগা। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের এক জরিপে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় গাগার নাম রয়েছে একাদশ স্থানে। তার নিচে অবস্থান করছেন অপরাহ উইনফ্রে। গত বছর বিশ্বের তৃতীয় স্থান থেকে তিনি এবার চর্তুদশ স্থানে এসে দাঁড়িয়েছেন। বিনোদন জগতের কোনো তারকা নারীই এ বছর শীর্ষ দশে ঠাঁই পাননি। ১০০ জনের এই তালিকায় শীর্ষ স্থানগুলো অ্যাঙ্গেলা মার্কেল, হিলারি ক্লিনটনের মতো রাজনীতিবিদ
নারীদের দখলে।
বছরে শুধু ৯ কোটি ডলার আয় করেই গাগা ক্ষমতাধর নারীর উপাধি পাননি। বরং তার রয়েছে সামাজিক সম্পর্কের নেটওয়ার্ক ফেসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটারে চার কোটিরও বেশি ভক্ত ও অনুসারী। সব মিলিয়ে তিনি এ খ্যাতি পেয়েছেন।

'ভালোবাসি তাই, ভালোবেসে যাই'

ঈদে আসছে এক বহুমুখী ভালোবাসার গল্প, 'ভালোবাসি তাই, ভালোবেসে যাই'। নাটকে রয়েছে তিনটি ভালোবাসার গল্প। টেলিফিল্মটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। ৯০ মিনিটের টেলিফিল্মে অভিনয় করেছেন জয়া আহসান, ইরেশ যাকের, শুভ, প্রীতি, তিশা এবং অনি। বিগ বাজেটেরে এই টেলিফিল্মটির গল্প, চরিত্র বিন্যাস, সংগীত এবং অ্যানিমেশনে রয়েছে বৈচিত্র্য। টেলিফিল্মটিতে থাকছে বেশ কিছু নতুন গান। এয়ারটেল নিবেদিত এ টেলিফিল্মটি প্রচার হবে ঈদের চতুর্থ দিনে রাত ১১টা ৩০ মিনিটে এনটিভির পর্দায়।

আজ পবিত্র লাইলাতুল কদর


আজ পবিত্র লাইলাতুল কদর বা ভাগ্যরজনী। শবেবরাতে ভাগ্য নির্ধারণ হলেও এ রাতে চূড়ান্ত হয়। হাদিস অনুযায়ী ২০ রমজানের পর যে কোনো বেজোড় রাত 'লাইলাতুল কদর' হতে পারে। দীর্ঘদিন আগেই বেশিরভাগ ওলামা একমত হয়েছেন, ২৬ রমজান রাতেই লাইলাতুল কদর আসে। সেই থেকে এ রাতেই ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ এবাদত-বন্দেগি করেন। হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদরের এ রাতে প্রিয় নবী হজরত মুহাম্মদ (স.)-এর ওপর পবিত্র গ্রন্থ কোরআন নাজিল হয়। আল্লাহর কাছে এ রাতের মর্যাদা অনেক বেশি। এ জন্য এ রাতে ধর্মপ্রাণ মুসলমান সারারাত জেগে এবাদত-বন্দেগি করেন। মসজিদে রাতব্যাপী দোয়া-দরূদ, ঝিকির-আজকার ও মোনাজাত করা হয়। এ জন্য সব মসজিদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পবিত্র রিস্তা'য়

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর টিভি সিরিয়ালে অভিনয় করবেন_ এটা ভুল করেও অনেকে ভাবেননি। কিন্তু সবাইকে অবাক করে তিনি টিভি সিরিয়ালে অভিনয় করতে রাজি হয়েছেন। একতা কাপুরের 'পবিত্র রিস্তা' সিরিয়ালে অভিনয় করবেন কারিনা। মাত্র একটি পর্বে দেখা যাবে তাকে। কারিনার সিরিয়ালে অভিনয় করতে রাজি হওয়ার পেছনে একটি কারণও আছে। 'পবিত্র রিস্তা'র একটি পর্ব হবে কারিনা অভিনীত মুক্তিপ্রতীক্ষিত ছবি 'বডিগার্ড' নিয়ে। তাই তিনি রাজি হয়েছেন। তাকে দেখা যাবে, ভারতের জনপ্রিয় টেলিভিশন জুটি মানব ও অর্চনার সঙ্গে দেশমুখ হাউসের গণপতি উৎসবে হাজির হতে। এতে কারিনাকে উল্লেখ করা হবে, 'বডিগার্ড' ছবির নায়িকা হিসেবে। আগামী ৩১ আগস্ট বলিউডে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত 'বডিগার্ড' ছবিটি। এই ছবিতে কারিনা জুটি বেঁধে অভিনয় করেছেন সালমান খানের সঙ্গে। ছবিটির প্রমোশনাল কার্যক্রমের অংশ হিসেবেই কারিনা প্রতিদিনের ধারাবাহিক নাটক 'পবিত্র রিস্তা'-তে অল্প সময়ের জন্য উপস্থিত হচ্ছেন।

Friday, August 26, 2011

বিমা প্রতিনিধি মোশাররফ ও চঞ্চল

কত না বিচিত্র চরিত্রে অভিনয় করতে হয় অভিনয়শিল্পীদের! মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী এবার যেমন বিমা প্রতিনিধির চরিত্রে অভিনয় করছেন। গত বুধবার তাঁরা দুজনই ওই নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। নাটকের নাম সাবলেট। ১০৪ পর্বের এই ধারাবাহিক নাটকটি নির্মাণ করছেন মাইনুল হাসান। পরিচালক জানিয়েছেন, এই নাটকে চঞ্চল ও মোশাররফ একটি ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন। একজন আরেকজনের বাসায় সাবলেট থাকেন। দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বে জড়িয়ে যায় তাঁদের স্ত্রীরাও। একপর্যায়ে বাড়িওয়ালা থেকে শুরু করে এলাকার মাস্তানেরা পর্যন্ত জড়িয়ে যায় এই দ্বন্দ্বে। এই নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘বিভিন্ন নাটকে অনেক চরিত্রেই কাজ করেছি। একেকটির মজা একেক রকম। তবে বিমা প্রতিনিধির চরিত্রে কাজ করতে গিয়ে বুঝতে পারলাম একটি বিমা করাতে কত পরিশ্রম করতে হয় সত্যিকারের বিমা প্রতিনিধিদের! আর চঞ্চলের সঙ্গে সাবলেটে থাকতে গিয়ে যে দ্বন্দ্বটা হচ্ছে, সেটাও বেশ মজার।’
চঞ্চল বললেন, ‘বিমা প্রতিনিধি হয়ে কাজ করার অভিজ্ঞতা যেমন হচ্ছে, তেমনি সাবলেটে থাকতে গিয়ে কী কী সমস্যা হয়, তা-ও বুঝতে পারছি এই নাটকে কাজ করে। নাটকটি দেখে দর্শক বেশ আনন্দ পাবে।’

ছবির প্রচারে ৩৬ শহরে শাহরুখ

শাহরুখ খান তাঁর ছবির প্রচারে এবার দেশ ও বিদেশের ৩৬টি শহরে যাবেন। এ মাসের শেষ দিকে তিনি শুরু করছেন তার রা ডট ওয়ান ছবির প্রচারাভিযান। সায়েন্স ফিকশন ধাঁচের এই ছবিতে অভিনয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোটি রুপি দামের পোশাক এনেছেন শাহরুখ। ছবিতে স্পেশাল ইফেক্টের ব্যবহার থাকছে সবচেয়ে বেশি। এই প্রচারাভিযানে শাহরুখের সঙ্গী হচ্ছেন একই ছবির অভিনয়শিল্পী কারিনা কাপুর ও অর্জুন রামপাল। আগামী অক্টোবরে মুক্তি পাচ্ছে ছবিটি।

মেসিদের বরণে সাজ-সাজ রব

বাফুফের ভবনে এখন পা রাখলে বিয়েবাড়ির একটা আবহ পাওয়া যায়। গোটা ভবনটা নতুন সাজে সাজছে। কর্মকর্তাদের কক্ষে দিনভর কোলাহল। সব মিলিয়ে মেসিদের বরণের পরিকল্পনা নিয়ে চলছে সাজ-সাজ রব।
এর মধ্যে কিছু সমস্যা আছে, আছে কিছু ভালো খবরও। ভালো খবরটাই আগে দেওয়া যাক। টিকিট বিক্রি নিয়ে হতাশাটা একটু একটু করে কমছে। কাল বিকেলে তো ম্যাচ আয়োজক কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হকের মুখে বেশ হাসিই ছিল, ‘টিকিটের চাহিদা বাড়ছে। আশা করছি, আগামী কয়েক দিনে আরও বাড়বে।’
এটা তিনি বলেছেন সাবেক ক্রিকেটার ইমরান হামিদ সাবেক ক্রিকেটারদের পক্ষে আটটি টিকিটের চাহিদাপত্র দিয়ে যাওয়ায়। সেখানেই শোনা গেল আতহার আলী, ফারুক আহমেদ, নাঈমুর রহমানসহ আরও কয়েকজন তাঁদের পক্ষে ইমরানকে পাঠিয়েছেন বাফুফের অফিসে। আজও নাকি আরও কিছু চাহিদাপত্র আসবে ক্রিকেটারদের। তাঁদের সবাইকে ক্লাবগুলোর জন্য বিশেষ মূল্যছাড়ের টিকিট দেওয়া হচ্ছে।
কাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে জানিয়েছে, ঈদের ছুটি বলে টিকিট কিনতে সমস্যা হবে না আগ্রহীদের। ২৭, ২৮ ও ২৯ আগস্ট এবং ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর আইএফআইসি ব্যাংকের মতিঝিল, গুলশান, মিরপুর, ইসলামপুর, ধানমন্ডি, কারওয়ান বাজার, উত্তরা ও বসুন্ধরা শাখা খোলা থাকবে। এ ছাড়া ‘হ্যালভেসিয়া ফাস্ট ফুডের’ পাঁচটি শাখায় (রাইফেল স্কয়ার, ধানমন্ডি, বনানী, উত্তরা ও বেইলি রোড) গতকাল থেকে টিকিট পাওয়া যাচ্ছে।
সমস্যা আছে দুটি। একটি হলো টিভি সম্প্রচার। বাংলাদেশের দর্শক কোন টিভিতে আর্জেন্টিনা-নাইজেরিয়া ঐতিহাসিক ম্যাচটি দেখতে পারবে, সেটি নিয়ে হঠাৎ করে জটিলতা দেখা যাচ্ছে। ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ম্যাচটার সম্প্রচার প্রযোজনা স্বত্ব ইএসপিএনের। এর জন্য ইএসপিএনকে দিতে হবে ৯৩ হাজার ডলার। কিন্তু প্রোডাকশনের পর ম্যাচটা কি বাংলাদেশে শুধু ইনডিপেনডেন্ট টিভি দেখাবে, নাকি ইএসপিএনও দেখাবে, সেটি নিয়েই যত সমস্যা।
মেসিদের গোটা সফরের পৃষ্ঠপোষক বেক্সিমকোর দাবি, বাংলাদেশে শুধু তারাই ম্যাচটা দেখাবে। ইএসপিএন যদি দেখাতে চায়, তাহলে তা হতে পারে শুধু বাংলাদেশের বাইরের দর্শকদের জন্য। বাফুফে চায়, ইএসপিএন খেলা দেখাক, যাতে সারা বিশ্বের মানুষ বাংলাদেশ সম্পর্কে জানতে পারে।
কাল সারা দিনই ব্যস্ত ছিলেন বাফুফের কর্মকর্তারা। কিন্তু সিদ্ধান্ত কিছুই হয়নি। বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বিদেশে আছেন, দেশে ফিরে তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত হবে বলে জানালেন আনোয়ারুল হক।
দ্বিতীয় সমস্যাটা হলো, মেসিদের থাকার হোটেল কাল পর্যন্ত চূড়ান্ত হয়নি। সোনারগাঁও হোটেলে বুকিং আছে গোটা আর্জেন্টিনা দলের এবং হোটেল কর্তৃপক্ষও চেষ্টা করছে মেসিদের রাখার জন্য। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ৬ সেপ্টেম্বর ঢাকায় এসে ওই হোটেলে উঠবেন বলে মেসিদের হোটেল বদলের আলোচনা হচ্ছে।
বাফুফের আবাসন কমিটির প্রধান শওকত আলী খান জানালেন, তাঁরা রূপসী বাংলায় আর্জেন্টিনাকে স্থানান্তর করে অন্য একটি হোটেল নাইজেরিয়াকে দিতে পারেন। কিন্তু অন্য দুটি বড় হোটেল থেকে টাকা আবার বেশি চাওয়া হয়েছে, এসব নিয়েই একটা ঘোরপ্যাঁচে পড়ে গেছে বাফুফে।
আর্জেন্টিনার কোচ আলেজান্দ্রো সাবেলা ২ সেপ্টেম্বর কলকাতায় আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের প্রস্তুতি দেখতে আগামী শনিবার কলকাতায় আসছেন। বাংলাদেশে এই সুযোগে আসবেন কি না, সেটি গতকাল পর্যন্ত আর্জেন্টিনা থেকে নিশ্চিত করা হয়নি।
অনুশীলনের মাঠ হিসেবে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের অনুমোদন ঝুলে আছে। জানা গেছে, কলকাতা মোহনবাগান মাঠের ব্যাপারটাও একইভাবে নিষ্পত্তি হয়নি। মেসিদের অনুশীলনের জন্য ওই মাঠটাই দেখিয়েছেন সেখানকার আয়োজকেরা। অনুমোদন হবে কি না, সেটি তো পরের কথা। প্রস্তুতির জোর হাওয়া এখন মেসি-জ্বর ছড়াতে শুরু করেছে চারদিকে!

কবরীর রোষানলে ইত্যাদি

এবার এমপি সারাহ বেগম কবরীর রোষানলে পড়ল বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান 'ইত্যাদি'। প্রভাব খাটিয়ে ইত্যাদির দীর্ঘদিন ধরে সম্প্রচারিত সময়ে নিজের প্রডাকশনের নাটক চালাচ্ছেন তথ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির এ সদস্য। ফলে দর্শকরা এবার নির্দিষ্ট সময়ে ইত্যাদি দেখার সুযোগ থেকে বঞ্চিত হবেন। প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরকে সামনে রেখে তৈরি করা হয়েছে ইত্যাদির বিশেষ পর্ব। দীর্ঘদিনের রীতি অনুযায়ী এবারও অনুষ্ঠানটি ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর সম্প্রচার হওয়ার কথা। কিন্তু কবরীর প্রডাকশনের নাটকের চাং বরাদ্দের কারণে পিছিয়ে গেছে ইত্যাদির সময়। ইত্যাদির জন্য নির্ধারিত সময়ে প্রচার হবে আনিসুল হকের রচনায় এবং আবুল হায়াতের পরিচালনায় কবরীর 'কে প্রডাকশনের' একটি নাটক। জানা গেছে, ২৪ বছরের ঐতিহ্যমণ্ডিত জনপ্রিয় এ অনুষ্ঠানটি এবার প্রচার হবে রাত ১০টার ইংরেজি সংবাদের পর। অর্থাৎ হানিফ সংকেত নির্মিত ইত্যাদি পিক টাইম থেকে অফ পিকে চলে গেল। উল্লেখ্য, কয়েক বছর ধরেই কে প্রডাকশন থেকে বিটিভিতে নিয়মিত নাটক প্রচার হচ্ছে। এবার ক্ষমতার প্রভাবের বিষয়টি স্পষ্ট হলো ইত্যাদির সময় পেছানোর মধ্যদিয়ে।
সূত্রমতে, কবরীর কারণে ঈদের ইত্যাদি প্রচারই এখন অনিশ্চিত। এ ঘটনা মিডিয়াপাড়ায় চাউর হওয়ার পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু কবরী আছেন বিটিভির প্রিভিউ কমিটির মার্কিং নিয়ে। মার্ক বেশি পাওয়ায় এই সময়ে তার নাটক যাচ্ছে। কী এমন নাটক নির্মিত হলো কে প্রডাকশন থেকে, যা কি না বিটিভির মতো তুমুল জনপ্রিয় অনুষ্ঠানের প্রচারকেই হুমকির মুখে ফেলে দিল? কবরীর এ রকম প্রভাব খাটান ও নগ্ন হস্তক্ষেপে বিটিভি ও সরকারের অনেক ঘনিষ্ঠভাজনই বিব্রত হচ্ছেন বলে জানা গেছে।
ইত্যাদির ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি না রেখে সময় নির্ধারণ প্রসঙ্গে বিটিভির ডিজি আবু জাফর সিদ্দিকী বলেন, 'কোন অনুষ্ঠান কোন সময়ে প্রচার হবে তা নির্ধারণ করে প্রিভিও কমিটি। আর এ কমিটির সিদ্ধান্ত অনুসারেই এবারের ইত্যাদির প্রচার সময় ধরা হয়েছে রাত ১০টা ৩০ মিনিটে। আর একটা অনুষ্ঠান যে সব সময় একই সময়ে প্রচার হতে হবে এমন কোনো কথা নেই। আমাদের বিটিভির কোনো অনুষ্ঠানের সময় ৫০ মিনিটের বেশি নয়। ইত্যাদি জনপ্রিয় বলে এর সময় প্রায় ৭০মিনিট।' এ প্রসঙ্গে কে প্রডাকশনের কর্ণধার, সংসদ সদস্য সারাহ বেগম কবরী বলেন, 'ঈদে যেসব অনুষ্ঠান বিটিভিতে জমা পড়ে কর্তৃপক্ষ সেগুলোর মান নির্ণয় করে। সেখানে আমার নাটক সবচেয়ে বেশি মার্ক পেয়েছে। আর তাই ওই সময়ে নাটকটি প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' তবে এ নিয়ে ভিন্নমত পোষণ করেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। এ প্রসঙ্গে তিনি বলেন, 'ইত্যাদি বিটিভির একটি জনপ্রিয় অনুষ্ঠান। রাত সাড়ে ৮টায় ইত্যাদির প্রচার একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। গ্রামবংলার মানুষ রাত ৮টা ৩০ মিনিটে ইত্যাদি দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। আর ঠিক সেই সময়টিতে একটি নাটকের প্রচার মোটেও কাম্য নয়। যদি আমাকে ইত্যাদির ঐতিহ্যমণ্ডি আগের সময় না দেওয়া হয় তাহলে আমি এ অনুষ্ঠান প্রচার করব না।'

এমির মৃত্যু নিয়ে রহস্য

অতিরিক্ত মাদক সেবনের কারণে পপসিঙ্গার এমির মৃত্যু হয়েছে, এমন ধারণাকে উড়িয়ে দিয়েছেন এমির পরিবার। সম্প্রতি তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মৃত্যুর আগ মুহূর্তে কোনোরকম অবৈধ মাদক গ্রহণ করেননি তিনি। এ প্রসঙ্গে এমির পারিবারিক মুখপাত্র ক্রিস গুডম্যান এক বিবৃতিতে বলেছেন, 'এমির পরিবারের সদস্যদের কাছে তার টক্সিকোলজি পরীক্ষার ফলাফল পাঠানো হয়েছে।
বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, মৃত্যুকালে তার শরীরে কোনোরকম অবৈধ মাদকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তার রক্তে অ্যালকোহলের অস্তিত্ব পাওয়া গেলেও, এটাই যে তার মৃত্যুর জন্য দায়ী সেটা নিশ্চিত করে বলা যায় না।' অগোছালো জীবনযাপনে অভ্যস্ত হলেও 'রিহ্যাব, স্ট্রংগার দ্যান মি' সহ অসংখ্য হিট গান উপহার দিয়েছেন অকাল প্রয়াত এই ব্রিটিশ শিল্পী।

সমকামী শিল্পা

অভিনয়ের স্বার্থে সব অভিনেতা-অভিনেত্রীকে নানা রূপে দর্শকদের সামনে আসতে হয়, তেমনি মুক্তি প্রতীক্ষায় থাকা 'দ্য ডিজায়ার এ জার্নি অব এ ওমেন' ছবিতে একজন সমকামীর চরিত্রে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার শিল্পা শেঠী। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা জানান, সিনেমার গল্পের স্বার্থেই আমাকে এরকম দৃশ্যে অভিনয় করতে হয়েছে। অভিনয়ের খাতিরে কিংবা চরিত্রের সঙ্গে পুরোপুরি মিশে যাওয়ার স্বার্থে যে কোনো চরিত্রে অভিনয় করতে তিনি কখনোই কুণ্ঠাবোধ করেননি এবং ভবিষ্যতেও করবেন না। দ্য ডিজায়ার সিনেমায় শিল্পার বিপরীতে অভিনয় করেছেন চীনা অভিনেতা জিয়া ইউ। ছবিতে শিল্পা অভিনয় করছেন 'গৌতমি' নামের ১৭ বছরের তরুণীর চরিত্রে।

বাংলা শিখছেন রনবীর

কিংবদন্তি গায়ক ও অভিনেতা কিশোর কুমারের আত্মজীবনীমূলক ছবিতে নামভূমিকায় অভিনয় করবেন রনবীর কাপুর। অভিনয়ের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যেই বাংলা শিখতে শুরু করেছেন। যদিও ছবিটি হিন্দি ভাষায়ই তৈরি হবে, কিন্তু কিশোর কুমার হিন্দি এবং বাংলা মিশিয়ে কথা বলতে অভ্যস্ত ছিলেন। পরিচালক অনুরাগ বাসু কিশোরের চরিত্রের এই দিকটিও তার ছবিতে ফুটিয়ে তুলতে চান। আর তাই রনবীরকে বাংলা শেখার পরামর্শ দিয়েছেন তিনি।
জানা গেছে, পরিচালকের পরামর্শে বাংলা শেখার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন রনবীর। সম্প্রতি কলকাতায় 'বরফি' ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। ছবির সেটে মাঝে মাঝেই তিনি বাংলা বলার চেষ্টা করেছেন। শুধু তা-ই নয়, বাংলা ভাষা ভালোভাবে রপ্ত করার জন্য একজন বাংলার শিক্ষক রাখারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Thursday, August 25, 2011

দেখলাম, কিছু মানুষ কাঁদছে!

খেলোয়াড় হিসেবে অনেকবারই জিম্বাবুয়েতে গেছেন। নির্বাচক হিসেবে দলের অভিভাবকদের একজন হয়ে গেলেন এই প্রথম। এবারের জিম্বাবুয়ে সফরের অন্য রকম অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক ও বর্তমানে নির্বাচক হাবিবুল বাশার
 খেলোয়াড়ি জীবনে অনেকবারই জিম্বাবুয়ে সফর করেছেন। নির্বাচক হিসেবে দলের সঙ্গে গেলেন এই প্রথম। অভিজ্ঞতাটা কেমন?
হাবিবুল বাশার: সম্পূর্ণ অন্য রকম অভিজ্ঞতা, একদমই আলাদা। ফলাফল ভালো হলে আরেকটু উপভোগ করতাম। তবে আমার যে অংশটা ছিল, সেটা ঠিকভাবে করার চেষ্টা করেছি।
 আগের সফরগুলোর সঙ্গে এই সফরের মূল পার্থক্যটা কোথায় দেখলেন?
হাবিবুল: সত্যি বলতে কি, খেলোয়াড়দের আপনি যত ঘনিষ্ঠই হন, নির্বাচক হলে সম্পর্কটা একটু হলেও অন্য রকম হয়ে যায়। আগে খেলোয়াড়দের সঙ্গে যেভাবে সময় কাটিয়েছি, নির্বাচক হওয়ার পর তো আর সেভাবে কাটানো যায় না। নির্বাচক যখন হয়ে গেছি, ভূমিকা তো বদলাবেই।
 জিম্বাবুয়ের কাছে সিরিজ হারার মূল কারণ কী মনে হয়েছে?
হাবিবুল: জিম্বাবুয়ে খুব ভালো প্রস্তুতি নিয়ে নেমেছিল। খুব ভালো পরিকল্পনাও ছিল ওদের। আমাদের এই দলটার জিম্বাবুয়ের বিপক্ষে হারার অভিজ্ঞতা তেমন নেই। সম্ভবত একটু হলেও আমরা অতি আত্মবিশ্বাসী ছিলাম...জিম্বাবুয়ের বিপক্ষে যেটা হয় আরকি! কিছু বোঝার আগেই তাই ম্যাচ হেরে গেছি। যখন বুঝতে পেরেছি, তখন অনেক দেরি হয়ে গেছে।
 প্রস্তুতির ঘাটতির কথাও বলা হচ্ছে। কোনটাকে বড় কারণ বলবেন—স্বল্প প্রস্তুতি, নাকি আত্মতৃপ্তিতে ভোগা?
হাবিবুল: প্রস্তুতির একটা ব্যাপার তো ছিলই। তবে আমরা বোধ হয় চিন্তাই করিনি যে জিম্বাবুয়ে আমাদের এভাবে হারাতে পারে। একটু হলেও ওদের হালকাভাবে নিয়েছিলাম, যেন ওদের বিপক্ষে খেললেই জিতে যাব। প্র্যাকটিস ম্যাচে হারের পরও একই রকম মনোভাব ছিল। আসলে জিম্বাবুয়ের বিপক্ষে এই দলটা এ রকম অভিজ্ঞতার মধ্য দিয়েই এসেছে। এক আশরাফুল ছাড়া বোধ হয় কারোই জিম্বাবুয়ের বিপক্ষে এভাবে হারার অভিজ্ঞতা নেই।
 সিরিজ হারে তাহলে বাংলাদেশ দলের ব্যর্থতাই বড়, নাকি জিম্বাবুয়ে দল হিসেবে বেশি ভালো খেলেছে?
হাবিবুল: দুটোই। দল হিসেবে জিম্বাবুয়ে খুবই ভালো খেলেছে। ২০০৪ থেকে ২০১১—এই সাত বছরে ওদের এত গোছানো ক্রিকেট খেলতে দেখিনি আমি। জয়ের আকাঙ্ক্ষাও আমাদের চেয়ে ওদের অনেক বেশি ছিল। একই সঙ্গে আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি।
 মাঠের বাইরে দলের মধ্যে কিছু সমস্যা ছিল বলে শোনা যাচ্ছে। আপনার পর্যবেক্ষণ কী?
হাবিবুল: হারলে এ রকম আলোচনা ওঠে। বিশেষ করে, যে সিরিজে জেতার প্রত্যাশা বেশি থাকে, সেটা হারলে এ রকম হবেই। শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, সব দলের ক্ষেত্রেই হয়। তবে যতটুকু দেখেছি, আমার চোখে এমন কিছু পড়েনি।
 ছয় বছর পর জিম্বাবুয়ে টেস্টে ফিরল। এ নিয়ে সেখানকার মানুষের মধ্যে কেমন উ ৎ সাহ দেখলেন?
হাবিবুল: এর আগেও বার চারেক জিম্বাবুয়েতে গিয়েছি। ক্রিকেট নিয়ে এত আকর্ষণ, মিডিয়াতে এত কাভারেজ কখনো দেখিনি। সিরিজ জেতার পর একটা পত্রিকার পুরো পাতাই ছিল জিম্বাবুয়ে সিরিজ নিয়ে। জিম্বাবুয়ের জন্য এটা অন্য রকম। প্রতিটা ম্যাচ খুব ভালো কাভারেজ পেয়েছে মিডিয়ায়। তৃতীয় ওয়ানডেটা আমি প্রেসিডেন্ট বক্সে বসে দেখছিলাম। জিম্বাবুয়ে জেতার পর দেখলাম, কিছু মানুষ কাঁদছে!
 পরশু রাতে দেশে ফিরে তো ঠিক উল্টো দৃশ্য দেখতে হলো! বিমানবন্দরে ঝাড়ু মিছিল করল একদল তরুণ...
হাবিবুল: বিমানবন্দর থেকে অন্য দিক দিয়ে বের হওয়ায় এটা আমার চোখে পড়েনি। পরে টেলিভিশনের খবরে দেখেছি। এ ব্যাপারে বলার কিছু নেই। এখানে কিছু বলাটাই শোভনীয় মনে হচ্ছে না। খারাপ খেললে আপনি অবশ্যই সমালোচনা করবেন। কিন্তু যেভাবে তারা এটা করেছে, এ ব্যাপারে আসলে কিছু বলার নেই।

ঝিনাইদহে অপহরণের পর এসআইকে হত্যা


মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিরাজুল ইসলাম মোহনকে (৪৩) অপহরণের পর শ্বাসরোধে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। একই রাতে মহেশপুর উপজেলার জিন্নাহনগর গ্রামের নিজবাড়ির পাশেই শিউলী খাতুন নামে এক প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ঈদকে সামনে রেখে চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে গেছে। এক সপ্তাহে চার খুনের ঘটনা ঘটেছে।

পুলিশ সুপার রেজাউল করিম পিপিএম (সেবা) জানান, এসআই মিরাজুল ইসলাম (ব্যাচ নম্বর-২৫) মঙ্গলবার সকালে ঝিনাইদহ থানার দুটি মামলার বাদী ও সাক্ষীদের ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করানোর জন্য বের হন। কাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে ডাকবাংলা ক্যাম্পের উদ্দেশে রওনা দেন। পথে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের কাছে পেঁৗছলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা মিরাজুল ইসলামকে অপহরণ করে। অপহরণস্থল থেকে রাতেই পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেলটি শহরের ফায়ার সার্ভিসের সামনে থেকে উদ্ধার করে। এরপর মিরাজুল ইসলামকে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু পাওয়া যায়নি। সকাল ৯টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ভেটেরিনারি কলেজের পূর্বপাশে প্রতাপপুরে একটি ডোবার ধারে কলা গাছের রশি ও গামছা দিয়ে বাঁধা অবস্থায় তার লাশ এলাকাবাসী দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে তার কাছে থাকা ওয়াকিটকি, দুটি মোবাইল ফোনসেট, একটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি নিয়ে গেছে সন্ত্রাসীরা। পুলিশ ধারণা করছে, মিরাজকে হাত-পা বেঁধে পানিতে ডুবিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে।
নিহত মিরাজুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার শেখপাড়া বিহারিয়া গ্রামের মৃত আজহার আলীর ছেলে। খবর পেয়ে জেলা প্রশাসক রমা রানী রায় ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ সরকারি কর্মকর্তারা হাসপাতাল মর্গে তাকে দেখতে ছুটে যান।
অন্যদিকে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে জিন্নাহনগর গ্রামের বিশারত আলীর মেয়ে ও জিন্নাহনগর প্রি-ক্যাডেটের সহকারী শিক্ষিকা শিউলী খাতুন বাড়ির পাশের একটি টিউবওয়েল থেকে পানি আতে যান। এ সময় সন্ত্রাসীরা তার পেছন দিক থেকে কুপিয় হত্যা করে ফেলে রেখে যায়। এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।