্বআবারও পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন ইমন। এফ আই মানিকের 'সৌভাগ্য' ছবিতে তৃতীয়বারের মতো একসঙ্গে অভিনয় করবেন তারা। জানা গেছে, ইমন ও পূর্ণিমাকে ভেবেই ছবির গল্প লেখা হয়েছে। গল্পে পারিবারিক নানা টানাপড়েন শুরু হবে তখন তা সামাল দিতে সামনে এসে দাঁড়াবে ওরা দুজন। ছবিতে আরও অভিনয় করবেন ডিপজল, মৌসুমী, রেসী ও আমিন খান। পূর্ণিমা বলেন, 'ইমন আমার অনেক পরে চলচ্চিত্রে এলেও ওর সঙ্গে বোঝাপড়াটা বেশ ভালো। আশা করি, আমাদের একসঙ্গে কাজ করাটা দর্শক বেশ উপভোগ করবেন।' শীঘ্রই ছবিটির কাজ শুরু হবে।

0 Comments