একসময়ের দাপুটে অভিনেত্রী দীপা খন্দকার প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে নিয়মিত কাজ করে আসছেন। দুই দিন আগেই তিনি উদ্যাপন করেছেন নিজের জন্মদিন। নাটক, ওটিটির পাশাপাশি এখন সিনেমাতেও ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি তাঁকে মায়ের চরিত্রে দেখা যাচ্ছে। যদিও আগে তিনি জানিয়েছিলেন যে ‘তথাকথিত’ মায়ের চরিত্র করবেন না—এ বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দীপা বলেন, “২৮-২৯ বছর বয়সে আমি মা হয়েছি। মা হওয়া নিয়ে আমি সবসময়ই গর্বিত। আমার জীবনে কখনো বিয়ে লুকাইনি, মা হওয়া লুকাইনি, সন্তানদের লুকাইনি। বরং গর্বের সঙ্গেই সন্তানদের সব জায়গায় নিয়ে গিয়েছি।”
তিনি পরিষ্কার করে জানান, যে ‘তথাকথিত মায়ের চরিত্র’ বলতে তিনি বুঝিয়েছেন সেইসব চরিত্রকে, যেগুলোতে কোনো গুরুত্ব নেই—যেখানে শুধু বাবা কী করছে, কোথায় যাচ্ছে, সেই গল্পের ফাঁকে মা চরিত্রকে রাখা হয়। এমন গুরুত্বহীন ভূমিকায় তিনি কাজ করতে চান না।
দীপা বলেন, “আমি দীর্ঘদিন ধরে অভিনয় করছি, তাই স্বাভাবিকভাবেই চাই আমার চরিত্রের একটি গুরুত্ব থাকুক। শুধু পর্দায় উপস্থিত থাকার জন্য অভিনয় করতে চাই না। মা, খালা—যে চরিত্রই হোক, সেখানে যেন নিজের মতো করে কিছু করার জায়গা থাকে—এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

0 Comments