All of us want to earn in online by a easy way but we can't find this.
Today I will share with all of you a easiest way of earning in online.
You have nothing to do just sing up in the site and download the
software and install it in your pc just it. In this way you can earn 30$
in one month. It is a 100% trusted site. You have to need one day to
make one dollar in the site. After making one dollar you can make
payment request. So to justify it you don't need so much time just
justify it with in two day. Now I am describing the proses below. Click
on below link to get the site.
http://coingeneration.com/auth/new/332393
After you click on the link you get a page which has like this
Fill all of the field and then click on send button. Your registration is get complete but you still have to do some step more.
Now you have to put your mouse pointer in personal tab then click on profile.
You will see this..
In here you have to fill only the phone and chat nickname field. You
have to enter your phone number like this +8801917749618 here +88 is
the country code don't forget to add country code. After completing this
two field click on save. When click on save, after some time a message
will come in your phone which will contain a code. You have to send this
code to this number +447937946882. Then your account will get verified.
After that you have to send a message to admin of the site to get
thread. Remember that your earning is start when you get the thread. You
can send message by click on new ticket. When you will click on new
ticket a pup up menu will open and there you can see two field on is for
title of your message and another is for description.In your message
titel you have to write this (Please help me for observation of Thread) and in the descriptin field you have to write this
[Hello,Good Day!I just registered in your site and my account has
successfully been verified through SMS.I already installed 'Thread
Manager V.2.2.0.0'( In thread Manager V give the number of your software
version) But i didn't have the trail Thread.Please send my
trail thread ASAP.Sincerely yours]
Then your task is get complete and your account is get verified.
This is the registration proses but now I will tell you how to earn.
To earn from this site you have nothing to do. Just go to the download
tab and click on that. A software will download in you PC which size in
only 3.7 MB. After completing download you have to install it in your
PC. Just it. Every time when you start your PC the software is open
automatically when you get connected to net it complete your log in in
the site automatic.
To give the message you have to log in your site and go to tickets tab
and click on that. After click on that you have to click on New tickets.
When you click on new tickets you will see a pou up window like this
Now I am telling you how to withdraw money from this site. To withdraw
money from this site you have to need a paxum account or a Perfect Money
account or you Payza account or a Egopay account .It will be easy for you to withdraw money
by using a payza account.
Sunday, July 21, 2013
Digital Generation . A Smarter way to earn money without any work
Labels:
BD TOP NEWS,
EARN MONEY
Monday, May 20, 2013
দুই দিনেই ৪.২৭ কোটি আয় !
`ইশকজাদে` ছবিটি দিয়ে বলিউডে অভিষেক ঘটে অভিনেতা অর্জুন কাপুরের। ১৭মে তার
অভিনীত দ্বিতীয় ছবি ‘আওরঙ্গজেব’ মুক্তি পেয়েছে। অতুল সাভারওয়াল পরিচালিত
নতুন এ ছবিটি মুক্তির প্রথম দুই দিনেই ৪.২৭ কোটি (ভারতীয়) টাকা ব্যবসা
করেছে।
মাত্র ২৫ কোটি (ভারতীয়) টাকা বাজেটে নির্মিত এ ছবিটি দিল্লি, উত্তর প্রদেশ এবং পশ্চিম পাঞ্জাবে খুব ভাল ব্যবসা করছে বলে জানা গেছে।
এছাড়াও দেশের বাইরে থেকেই আয় হয়েছে ৩৬.৭৮ লাখ(ভারতীয়) টাকা। ‘আওরঙ্গজেব’ ছবিটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস্ ।
ভূমি দস্যুতার কাহিনী নিয়ে নির্মিত এই ছবিটিতে আরো অভিনয় করেছেন-জ্যাকি শ্রুফ, ঋষি কাপুর, দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ শুকুমারান এবং অমৃতা সিং।
মাত্র ২৫ কোটি (ভারতীয়) টাকা বাজেটে নির্মিত এ ছবিটি দিল্লি, উত্তর প্রদেশ এবং পশ্চিম পাঞ্জাবে খুব ভাল ব্যবসা করছে বলে জানা গেছে।
এছাড়াও দেশের বাইরে থেকেই আয় হয়েছে ৩৬.৭৮ লাখ(ভারতীয়) টাকা। ‘আওরঙ্গজেব’ ছবিটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস্ ।
ভূমি দস্যুতার কাহিনী নিয়ে নির্মিত এই ছবিটিতে আরো অভিনয় করেছেন-জ্যাকি শ্রুফ, ঋষি কাপুর, দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ শুকুমারান এবং অমৃতা সিং।
ইন্টারনেট আপলোডের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার
ইন্টারনেট
আপলোডের গতি কমানোর সিদ্ধান্ত থেকে পিছু হটল বাংলাদেশ টেলি যোগাযোগ
নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধের অজুহাতে ইন্টারনেট
আপলোড গতি ৭৫ শতাংশ কমাতে গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে
(আইআইজি) প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছিল বিটিআরসি। এতে ই-মেইল
অ্যাটাচমেন্ট, স্কাইপে কথা বলা, ইমেজ আপলোড বা ভিডিও আপলোডে সমস্যার মুখে
পড়েন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা।
সামাজিক যোগাযোগের সাইট ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার পর সিদ্ধান্ত পাল্টায় বিটিআরসি।
সামাজিক যোগাযোগের সাইট ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার পর সিদ্ধান্ত পাল্টায় বিটিআরসি।
Labels:
BD TOP NEWS,
টেক প্রতিদিন
Sunday, May 19, 2013
এভারেস্টে সৌদি আরবের প্রথম নারী
প্রথম সৌদি নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চশৃঙ্গ এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন রাহা মোহাররাক (২৫)।
তিনি শুধুমাত্র সৌদির প্রথম নারী এভারেস্ট জয়ী নন, সবচেয়ে কম বয়সী আরব নারী হিসেবেও এভারেস্টে পা রাখলেন।
তার দু:সাহসিক এই অভিযানের সঙ্গী ছিলেন চারজন। এদের মধ্যে ছিলেন প্রথমবারের মতো এভারেস্ট শৃঙ্গে যাওয়া একজন কাতারি এবং ফিলিস্তিনি পুরুষ।
জেদ্দায় জন্ম নেওয়া রাহা মোহাররক সম্প্রতি দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন।
তার সম্পর্কে দলের অন্য সদস্যরা জানান, সৌদি আরবের মত একটি রক্ষণশীল মুসলিম দেশ; যেখানে নারী অধিকার খুবই সীমিত সেখান থেকে অনেক বাঁধা ভেঙ্গে তিনি তার লক্ষ্যে পৌঁছেছেন।
জানা যায়, মা-বাবার কাছ থেকে এভারেস্ট অভিযানে অনুমতি পাওয়ার জন্য রাহাকে অনেক কষ্ট করতে হয়েছে। এটাকে রাহা এভারেস্ট চূড়ায় পৌছানোর মতোই চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন।
তবে রাহার প্রতি এখন তার মা-বাবার পূর্ণ সমর্থন রয়েছে।
রাহা মোহাররক বলেন, “আমি প্রথম হয়েছি সেটা কোন বিষয় না, যদি না দ্বিতীয় কেউ এটি দেখে অনুপ্রাণিত হয়।”
তিনি শুধুমাত্র সৌদির প্রথম নারী এভারেস্ট জয়ী নন, সবচেয়ে কম বয়সী আরব নারী হিসেবেও এভারেস্টে পা রাখলেন।
তার দু:সাহসিক এই অভিযানের সঙ্গী ছিলেন চারজন। এদের মধ্যে ছিলেন প্রথমবারের মতো এভারেস্ট শৃঙ্গে যাওয়া একজন কাতারি এবং ফিলিস্তিনি পুরুষ।
জেদ্দায় জন্ম নেওয়া রাহা মোহাররক সম্প্রতি দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন।
তার সম্পর্কে দলের অন্য সদস্যরা জানান, সৌদি আরবের মত একটি রক্ষণশীল মুসলিম দেশ; যেখানে নারী অধিকার খুবই সীমিত সেখান থেকে অনেক বাঁধা ভেঙ্গে তিনি তার লক্ষ্যে পৌঁছেছেন।
জানা যায়, মা-বাবার কাছ থেকে এভারেস্ট অভিযানে অনুমতি পাওয়ার জন্য রাহাকে অনেক কষ্ট করতে হয়েছে। এটাকে রাহা এভারেস্ট চূড়ায় পৌছানোর মতোই চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন।
তবে রাহার প্রতি এখন তার মা-বাবার পূর্ণ সমর্থন রয়েছে।
রাহা মোহাররক বলেন, “আমি প্রথম হয়েছি সেটা কোন বিষয় না, যদি না দ্বিতীয় কেউ এটি দেখে অনুপ্রাণিত হয়।”
Labels:
BD TOP NEWS,
সারা বিশ্ব
Saturday, May 18, 2013
ফ্রান্সে সমকামী বিয়ে বৈধ হলো
বিশ্বের ১৪তম দেশ হিসেবে সমকামী বিয়ে বৈধতা পেয়েছে ফ্রান্সে। দেশটির
প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে সমকামী বিয়ে বৈধ করার পক্ষে যে বিলটি
উত্থাপন করা হয়েছিল, তাতে গতকাল স্বাক্ষর করেন। এর মাধ্যমে ফ্রান্সে
সমলিঙ্গের বিয়ের পক্ষে নতুন আইন প্রণীত হলো। তবে কবে থেকে আইনটি কার্যকর
হবে সে সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। এর আগে ফ্রান্সের ডানপন্থি
বিরোধী দল প্রস্তাবটির বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও সেটি
সাংবিধানিক কাউন্সিল থেকে প্রত্যাখ্যাত হয়। শেষ বাধাটি অতিক্রমের একদিন
পরই প্রেসিডেন্ট ওঁলাদে বহুল বিতর্কিত বিলটিতে স্বাক্ষরের মাধ্যমে সেটি পাস
করলেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। সমকামী দম্পতিদের জন্য
সন্তান দত্তক নেয়ার বিষয়টিও বৈধতা পেলো আইনটি প্রণয়নের মাধ্যমে।
Labels:
BD TOP NEWS,
সারা বিশ্ব
বেঁচে থাকার জন্য সেক্স
সিরিয়ার শরণার্থী নারীদের জর্ডানে বিয়ের জন্য বিক্রি করা হচ্ছে।
যুদ্ধ শুরু হওযার আগে কাজল নামের এক নারী ভালবাসতো তার প্রতিবেশী এক ছেলেকে। কাজল জানায়, ‘তার বয়স ছিল ২০, এবং আমরা বিয়ে করে সংসার পাতার স্বপ্ন দেখতাম। আমি কখনও ভাবতে পারি নি যে আমাকে এমন কাউকে বিয়ে করতে হবে যাকে আমি ভালোবাসি না। কিন্তু আমি এবং আমার পরিবার আমানে আসার পর থেকেই কঠিন এক সময় পার করছি।’
কাজলের বয়স ১৮। তার সবে তালাক হয়েছে। ৫০ বছর বয়স্ক এক সৌদি তার পরিবারকে ৩,১০০ ডলার দিয়ে বিয়ে করে।
‘আমি স্বামীর সঙ্গে আমানে ছিলাম। সে আমার সাথে দাসীর মতো ব্যবহার করতো। আমি খুশি যে আমাকে তালাক দেওয়া হয়েছে।’ এসব কথা যখন কাজল বলছিলেন তখন তার নীল চোখ জলে ছলছল করছিল।
‘আমি পরিবারের স্বার্থে বিয়েতে রাজি হয়েছি। আমি আর টাকার জন্য বিয়ে করতে চাই না। এখন আমি সমবয়সী কোনও সিরিয়ার ছেলেকে বিয়ে করতে চাই।’
কাজলের মা জানান, ‘জীবন এখানে খুবই কঠিন। আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি না। আমাদের এক শিশু আছে যার জন্য প্রতিদিন দুধ কেনা দরকার। আমরা থাকার ভাড়াও দিতে পারছিলাম না। তাই কাজলকে পরিবারের জন্য উৎসর্গ করা হয়েছে।’
তিনি জানান যে বিবাহের যাবতীয় ব্যবস্থা করে আমানের কিতাবুল সু্ন্নাহ নামের এক এনজিও।
‘যখন আমি এনজিওটির কাছে গেলাম, তারা আমার মেয়েকে দেখতে চাইল। তারা বলল যে তার বিয়ের ব্যবস্থা করে দেবে।’ কাজলের মা জানান।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক কর্মকর্তা এন্ড্রু হার্পার বলেন, ‘আমাদের পক্ষে এত এত শরণার্থীকে (সংখ্যায় ৫ লাখেরও বেশি) সাহায্য করার মতো ক্ষমতা নেই। শরণার্থীদের অধিকাংশ শিশু ও নারী। তাদের বেশিরভাগই বাড়ির বাইরে কাজ করতে অভ্যস্ত নয়। কাজেই টিকে থাকার জন্য সেক্স তাদের অপরিহার্য হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘সাহায্য করতে যারা আসছে তাদের লক্ষই হল কম বয়সী নারীরা। এর চেয়ে বিরক্তিকর আর কীইবা হতে পারে! আপনি এটাকে ধর্ষণ বলতে পারবেন না। এটাকে বেশ্যাবৃত্তিও বলতে পারবেন না। আপনি যা ইচ্ছা বলতে পারেন। এটা হল অতি দুর্বলের ওপর করুণা করার এক আশ্চর্য নমুনা!’
যুদ্ধ শুরু হওযার আগে কাজল নামের এক নারী ভালবাসতো তার প্রতিবেশী এক ছেলেকে। কাজল জানায়, ‘তার বয়স ছিল ২০, এবং আমরা বিয়ে করে সংসার পাতার স্বপ্ন দেখতাম। আমি কখনও ভাবতে পারি নি যে আমাকে এমন কাউকে বিয়ে করতে হবে যাকে আমি ভালোবাসি না। কিন্তু আমি এবং আমার পরিবার আমানে আসার পর থেকেই কঠিন এক সময় পার করছি।’
কাজলের বয়স ১৮। তার সবে তালাক হয়েছে। ৫০ বছর বয়স্ক এক সৌদি তার পরিবারকে ৩,১০০ ডলার দিয়ে বিয়ে করে।
‘আমি স্বামীর সঙ্গে আমানে ছিলাম। সে আমার সাথে দাসীর মতো ব্যবহার করতো। আমি খুশি যে আমাকে তালাক দেওয়া হয়েছে।’ এসব কথা যখন কাজল বলছিলেন তখন তার নীল চোখ জলে ছলছল করছিল।
‘আমি পরিবারের স্বার্থে বিয়েতে রাজি হয়েছি। আমি আর টাকার জন্য বিয়ে করতে চাই না। এখন আমি সমবয়সী কোনও সিরিয়ার ছেলেকে বিয়ে করতে চাই।’
কাজলের মা জানান, ‘জীবন এখানে খুবই কঠিন। আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি না। আমাদের এক শিশু আছে যার জন্য প্রতিদিন দুধ কেনা দরকার। আমরা থাকার ভাড়াও দিতে পারছিলাম না। তাই কাজলকে পরিবারের জন্য উৎসর্গ করা হয়েছে।’
তিনি জানান যে বিবাহের যাবতীয় ব্যবস্থা করে আমানের কিতাবুল সু্ন্নাহ নামের এক এনজিও।
‘যখন আমি এনজিওটির কাছে গেলাম, তারা আমার মেয়েকে দেখতে চাইল। তারা বলল যে তার বিয়ের ব্যবস্থা করে দেবে।’ কাজলের মা জানান।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক কর্মকর্তা এন্ড্রু হার্পার বলেন, ‘আমাদের পক্ষে এত এত শরণার্থীকে (সংখ্যায় ৫ লাখেরও বেশি) সাহায্য করার মতো ক্ষমতা নেই। শরণার্থীদের অধিকাংশ শিশু ও নারী। তাদের বেশিরভাগই বাড়ির বাইরে কাজ করতে অভ্যস্ত নয়। কাজেই টিকে থাকার জন্য সেক্স তাদের অপরিহার্য হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘সাহায্য করতে যারা আসছে তাদের লক্ষই হল কম বয়সী নারীরা। এর চেয়ে বিরক্তিকর আর কীইবা হতে পারে! আপনি এটাকে ধর্ষণ বলতে পারবেন না। এটাকে বেশ্যাবৃত্তিও বলতে পারবেন না। আপনি যা ইচ্ছা বলতে পারেন। এটা হল অতি দুর্বলের ওপর করুণা করার এক আশ্চর্য নমুনা!’
Labels:
BD TOP NEWS,
সারা বিশ্ব
Friday, May 17, 2013
আজীবন নিষেধাজ্ঞার পক্ষে গাঙ্গুলী
দোষী সাব্যস্ত হলে স্পট ফিক্সিংয়ের দায়ে আটক হওয়া তিন ক্রিকেটারের আজীবন
নিষেধাজ্ঞার পক্ষে বললেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বুধবার
মধ্যরাতে মুম্বাই থেকে গ্রেফতার করা হয় রাজস্থান রয়্যালসের শ্রীশান্ত, অজিত
চান্দিলা ও অঙ্কিত চৌহানকে।
স্পট ফিক্সিংয়ের এই ঘটনা আইপিএলকে সঙ্কটের মধ্যে ফেলবে মনে করেন গাঙ্গুলী। পুনে ওয়ারিয়র্স ও কলকাতা নাইট রাইডার্সের সাবেক এই তারকা ক্ষোভ প্রকাশ করলেন,‘আমি হতাশ। যা ঘটেছে তার জন্য ক্রুদ্ধ। দোষ প্রমাণ হলে তাদের আজীবন নিষিদ্ধ করা উচিত।’
এই কাজে শ্রীশান্তের জড়িত থাকায় মর্মাহত ভারতের সাবেক অধিনায়ক,‘শ্রীশান্ত জড়িত থাকায় আমি চমকে গেছি। একজন প্রতিভাকে হারাল দেশের ক্রিকেট। রাহুল দ্রাবিড়ের জন্য আমি সত্যিই দুঃখিত।’
নিজ প্রদেশের কেউ এমন কাজে জড়িত নয় বলে স্বস্তি প্রকাশ করলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। বিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট বললেন,‘ভালো লাগছে, বাংলার কোনো ক্রিকেটার এর সঙ্গে জড়িত না। কিন্তু লজ্জার কথা হলো, এই ঘটনা ক্রিকেটে কালিমা ফেলল। চূড়ান্ত রিপোর্ট শেষে আমি এনিয়ে কথা বলব। এই বিপথগামীদের বিরুদ্ধে পুলিশ কঠিন পদক্ষেপ নিবে বলেই আমি জানি।’
স্পট ফিক্সিংয়ের এই ঘটনা আইপিএলকে সঙ্কটের মধ্যে ফেলবে মনে করেন গাঙ্গুলী। পুনে ওয়ারিয়র্স ও কলকাতা নাইট রাইডার্সের সাবেক এই তারকা ক্ষোভ প্রকাশ করলেন,‘আমি হতাশ। যা ঘটেছে তার জন্য ক্রুদ্ধ। দোষ প্রমাণ হলে তাদের আজীবন নিষিদ্ধ করা উচিত।’
এই কাজে শ্রীশান্তের জড়িত থাকায় মর্মাহত ভারতের সাবেক অধিনায়ক,‘শ্রীশান্ত জড়িত থাকায় আমি চমকে গেছি। একজন প্রতিভাকে হারাল দেশের ক্রিকেট। রাহুল দ্রাবিড়ের জন্য আমি সত্যিই দুঃখিত।’
নিজ প্রদেশের কেউ এমন কাজে জড়িত নয় বলে স্বস্তি প্রকাশ করলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। বিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট বললেন,‘ভালো লাগছে, বাংলার কোনো ক্রিকেটার এর সঙ্গে জড়িত না। কিন্তু লজ্জার কথা হলো, এই ঘটনা ক্রিকেটে কালিমা ফেলল। চূড়ান্ত রিপোর্ট শেষে আমি এনিয়ে কথা বলব। এই বিপথগামীদের বিরুদ্ধে পুলিশ কঠিন পদক্ষেপ নিবে বলেই আমি জানি।’
বিরক্তিকর ইংলিশ ব্যাটিং
১৬০ রান করতে ৮০ ওভার লাগালো ইংল্যান্ড। লর্ডসে এমন ব্যাটিং সত্যিই বিরক্তিকর। একেবারে শম্ভুকের ন্যায় খোলসবন্দী হয়ে খেলেছে।
নিউজিল্যান্ড বোলারদের তোপ সামলাতে না পেরে স্লো ব্যাটিং কৌশল বেছে নেয় ইংলিশ শিবির। এরপরেও চার উইকেট তুলে নিয়েছে সফরকারী দল।
এলিস্টার কুক ৩২, নিক কম্পটন ১৬, জোনাথন ট্রট ৩৯ ও ইয়ান বেল ৩১ রানে সাজঘরে ফেরেন। দুই অপরাজিত ব্যাটসম্যান জো রুট ২৫ ও জনি বিয়ারস্ট্রো ৩ রান করেছেন।
নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট দুটি, ওয়াগনার ও মার্টিন একটি করে উইকেট নেন।
নিউজিল্যান্ড বোলারদের তোপ সামলাতে না পেরে স্লো ব্যাটিং কৌশল বেছে নেয় ইংলিশ শিবির। এরপরেও চার উইকেট তুলে নিয়েছে সফরকারী দল।
এলিস্টার কুক ৩২, নিক কম্পটন ১৬, জোনাথন ট্রট ৩৯ ও ইয়ান বেল ৩১ রানে সাজঘরে ফেরেন। দুই অপরাজিত ব্যাটসম্যান জো রুট ২৫ ও জনি বিয়ারস্ট্রো ৩ রান করেছেন।
নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট দুটি, ওয়াগনার ও মার্টিন একটি করে উইকেট নেন।
Thursday, May 16, 2013
টেকনাফে শিশুসহ ২১ জনের লাশ উদ্ধার
টেকনাফ সদর ইউনিয়নের চর গাছছড়া, রাজারছড়া ও লম্বরি এলাকায় সাগরে ভেসে
আসা ২১ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৩ জন শিশু।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে স্থানীয় জেলেরা তাদের লাশ দেখতে পান। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) দিদারুল ফেরদৌস জানান, শিশুদের বয়স দুই থেকে পাঁচ বছরের মধ্যে। তিনি আরও জানান, যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তাদের পকেট থেকে মিয়ানমারের মুদ্রা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা মিয়ানমারের নাগরিক। তারা রোহিঙ্গা হতে পারে বলেও তিনি জানান।
দিদারুল ফেরদৌস আরও জানান, ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর কবলে পড়ে নৌকা ডুবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। সৈকতের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানান তিনি।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে স্থানীয় জেলেরা তাদের লাশ দেখতে পান। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) দিদারুল ফেরদৌস জানান, শিশুদের বয়স দুই থেকে পাঁচ বছরের মধ্যে। তিনি আরও জানান, যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তাদের পকেট থেকে মিয়ানমারের মুদ্রা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা মিয়ানমারের নাগরিক। তারা রোহিঙ্গা হতে পারে বলেও তিনি জানান।
দিদারুল ফেরদৌস আরও জানান, ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর কবলে পড়ে নৌকা ডুবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। সৈকতের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানান তিনি।
আদালতে আত্মসমর্পণ করলেন সঞ্জয় দত্ত
জনপ্রিয় বলিউড তারকা সঞ্জয় দত্ত মুম্বাইয়ের একটি আদালতে আত্মসমর্পণ করেছেন।
এসময় তিনি সাদা কুর্তা, জিন্স পরেছিলেন। কপালে ছিল লাল তিলক।
বৃহস্পতিবার বিকেলে আত্মসমর্পণের সময় শত শত লোক আদালতের বাইরে ছিল। এই ভিড় ঠেলে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে তাকে বেশ বেগ পেতে হয়েছে।
এদিন বিকেলে সঞ্জয় বান্দ্রার বাড়ি বের হন। সঙ্গে ছিলেন স্ত্রী মান্যতা, পরিচালক মহেশ ভাটসহ পারিবারিক বন্ধুরা। পথে তিনি সিদ্ধিবিনায়ক মন্দির ঘুরে আসেন।
সকাল থেকেই সঞ্জয়ের বাড়িতে চলচ্চিত্র শিল্পের অনেকেই তার সঙ্গে দেখা করেন।
১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় বেআইনিভাবে অস্ত্র রাখার দায়ে ভারতীয় আদালত ৫৩ বছর বয়সী তারকাকে পাঁচ বছর কারাদণ্ড দেন। এরই মধ্যে তিনি দেড় বছর কারাভোগ করেছেন। বাকি সাড়ে তিন বছর কারাদণ্ড ভোগ করতে আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে আত্মসমর্পণের সময় শত শত লোক আদালতের বাইরে ছিল। এই ভিড় ঠেলে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে তাকে বেশ বেগ পেতে হয়েছে।
এদিন বিকেলে সঞ্জয় বান্দ্রার বাড়ি বের হন। সঙ্গে ছিলেন স্ত্রী মান্যতা, পরিচালক মহেশ ভাটসহ পারিবারিক বন্ধুরা। পথে তিনি সিদ্ধিবিনায়ক মন্দির ঘুরে আসেন।
সকাল থেকেই সঞ্জয়ের বাড়িতে চলচ্চিত্র শিল্পের অনেকেই তার সঙ্গে দেখা করেন।
১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় বেআইনিভাবে অস্ত্র রাখার দায়ে ভারতীয় আদালত ৫৩ বছর বয়সী তারকাকে পাঁচ বছর কারাদণ্ড দেন। এরই মধ্যে তিনি দেড় বছর কারাভোগ করেছেন। বাকি সাড়ে তিন বছর কারাদণ্ড ভোগ করতে আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
প্রায় সেরে উঠেছেন মাশরাফি
অনেকদিন পর হাসি-খুশি দেখাল মাশরাফি বিন মুর্তজাকে। বোঝাই যায় পায়ের
গোড়ালির সেই ব্যথা কমে গেছে। পুরোপুরি না সারলেও ৯০ ভাগ সেরেছে। আর কিছুদিন
বিশ্রাম করলে বাকি সমস্যাটুকু কাটিয়ে উঠবেন, চিকিৎসকরা তাই মনে করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানালেন, অনেকদিন পর বুধবার মাশরাফিকে দেখেছেন তারা। ব্যথা এখন যে পর্যায়ে রয়েছে তাতে করে বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন নেই। ব্যথা না কমলে ইনজেকশন দেওয়া হতো।
এই মুহূর্তে খেলা না থাকায় বোলিং করার প্রয়োজনও নেই। এছাড়া রানিংয়ে না থাকায় ফিটনেসও হারিয়েছেন নড়াইল এক্সপ্রেস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানালেন, অনেকদিন পর বুধবার মাশরাফিকে দেখেছেন তারা। ব্যথা এখন যে পর্যায়ে রয়েছে তাতে করে বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন নেই। ব্যথা না কমলে ইনজেকশন দেওয়া হতো।
এই মুহূর্তে খেলা না থাকায় বোলিং করার প্রয়োজনও নেই। এছাড়া রানিংয়ে না থাকায় ফিটনেসও হারিয়েছেন নড়াইল এক্সপ্রেস।
স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার শ্রীশান্থ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার করা
হয়েছে ভারতীয় জাতীয় দলের সাবেক পেসার ও রাজস্থান রয়্যালসের ক্রিকেটার
শ্রীশান্থকে।
ভারতে চলছে আইপিএল ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর। টুর্নামেন্ট চলা অবস্থায় রাজস্থান রয়্যালসের পেসার শ্রীশান্থ ছাড়াও দলের অঙ্কিত চৌহান ও অজিত চাণ্ডিলিয়া নামে আরও দু’জন গ্রেফতার হয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্র জানিয়েছে, তিনজনকেই দিল্লি পুলিশের স্পেশাল টিম গ্রেফতার করেছে। স্থানীয় পুলিশের সহায়তায় বুধবার গভীর রাতে মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে তাদের নিয়ে যাওয়া হয়েছে দিল্লি। অভিযুক্তদের বিরুদ্ধে ৪২০ ও ১২০ বি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। দিল্লি থেকে গ্রেফতার হয়েছেন সাত জুয়াড়িও। আরও দুই জুয়াড়ির খোঁজে চলছে তল্লাশি।
চলতি আইপিএলে দুরন্ত ছন্দে থাকা রাজস্থান রয়্যালসের খেলায় ছন্দপতনের শঙ্কায় এখন অনেকে।
এক সময় ভারতের জাতীয় ক্রিকেট দলের সদস্য শ্রীশান্থের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও এ ধরনের অভিযোগ তার বিরুদ্ধে এবারই প্রথম। মুম্বাই ও মোহালিতে দু’টি ম্যাচে স্পট ফিক্সিং চালানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। জুয়াড়িদের ফোন আড়ি পেতেই পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে পিটিআই।
অন্যদিকে, রাজস্থান রয়্যালসের পক্ষে দলটির মালিকদের একজন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী জানান, তারা কখনই এ ধরনের ঘটনা বরদাস্ত করবে না।
শিল্পা বলেন, “আমরা আশ্চর্য হয়েছি। ঘটনার তদন্তের বিষয়ে আমরা কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করতে চাই।”
দলের নৈপুণ্য ধরে রাখতে এ ধরনের ঘটনাকে মোটেও গ্রাহ্য করা হবে না বলেও জানান শিল্পা।
ভারতীয় জাতীয় দলের হয়ে ৫৩টি একদিনের ও ২৭টি টেস্ট ম্যাচ খেলেছেন পেসার শ্রীশান্থ।
ভারতে চলছে আইপিএল ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর। টুর্নামেন্ট চলা অবস্থায় রাজস্থান রয়্যালসের পেসার শ্রীশান্থ ছাড়াও দলের অঙ্কিত চৌহান ও অজিত চাণ্ডিলিয়া নামে আরও দু’জন গ্রেফতার হয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্র জানিয়েছে, তিনজনকেই দিল্লি পুলিশের স্পেশাল টিম গ্রেফতার করেছে। স্থানীয় পুলিশের সহায়তায় বুধবার গভীর রাতে মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে তাদের নিয়ে যাওয়া হয়েছে দিল্লি। অভিযুক্তদের বিরুদ্ধে ৪২০ ও ১২০ বি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। দিল্লি থেকে গ্রেফতার হয়েছেন সাত জুয়াড়িও। আরও দুই জুয়াড়ির খোঁজে চলছে তল্লাশি।
চলতি আইপিএলে দুরন্ত ছন্দে থাকা রাজস্থান রয়্যালসের খেলায় ছন্দপতনের শঙ্কায় এখন অনেকে।
এক সময় ভারতের জাতীয় ক্রিকেট দলের সদস্য শ্রীশান্থের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও এ ধরনের অভিযোগ তার বিরুদ্ধে এবারই প্রথম। মুম্বাই ও মোহালিতে দু’টি ম্যাচে স্পট ফিক্সিং চালানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। জুয়াড়িদের ফোন আড়ি পেতেই পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে পিটিআই।
অন্যদিকে, রাজস্থান রয়্যালসের পক্ষে দলটির মালিকদের একজন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী জানান, তারা কখনই এ ধরনের ঘটনা বরদাস্ত করবে না।
শিল্পা বলেন, “আমরা আশ্চর্য হয়েছি। ঘটনার তদন্তের বিষয়ে আমরা কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করতে চাই।”
দলের নৈপুণ্য ধরে রাখতে এ ধরনের ঘটনাকে মোটেও গ্রাহ্য করা হবে না বলেও জানান শিল্পা।
ভারতীয় জাতীয় দলের হয়ে ৫৩টি একদিনের ও ২৭টি টেস্ট ম্যাচ খেলেছেন পেসার শ্রীশান্থ।
ফেন্সিডিল সহ পুলিশ কনস্টেবল আটক
৫০ বোতল ফেন্সিডিলসহ জাহিদুল ইসলাম (৩২) নামে এক পুলিশ কনস্টেবল আটক হয়েছেন খুলনার ডুমুরিয়া থানা পুলিশের হাতে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জাহিদুল খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদের গাড়ি চালক বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, গুটুদিয়া সড়কের টহল পুলিশ মোটর সাইকেলে (বাগেরহাট ল ১১-০৩৯৫) ৫০ বোতল ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় জাহিদুলকে আটক করে। তিনি ডুমুরিয়া থেকে খুলনার দিকে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা নং-১৬।
জাহিদুল সদর থানা পুলিশের গাড়ি চালক, তবে ওসির কিনা তা নিশ্চিত করতে পারেননি ওসি মশিউর।
আটক পুলিশ সদস্য জাহিদুল বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাউথখালী গ্রামের আলী আজগরের পুত্র।
এদিকে ফেন্সিডিল আটকের খবর যেন গণমাধ্যমে প্রচার না হয় সেজন্য পুলিশ প্রশাসনের একটি পক্ষ তৎপর থাকায় সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকদের ভোগান্তিতে পড়তে হয়।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জাহিদুল খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদের গাড়ি চালক বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, গুটুদিয়া সড়কের টহল পুলিশ মোটর সাইকেলে (বাগেরহাট ল ১১-০৩৯৫) ৫০ বোতল ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় জাহিদুলকে আটক করে। তিনি ডুমুরিয়া থেকে খুলনার দিকে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা নং-১৬।
জাহিদুল সদর থানা পুলিশের গাড়ি চালক, তবে ওসির কিনা তা নিশ্চিত করতে পারেননি ওসি মশিউর।
আটক পুলিশ সদস্য জাহিদুল বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাউথখালী গ্রামের আলী আজগরের পুত্র।
এদিকে ফেন্সিডিল আটকের খবর যেন গণমাধ্যমে প্রচার না হয় সেজন্য পুলিশ প্রশাসনের একটি পক্ষ তৎপর থাকায় সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকদের ভোগান্তিতে পড়তে হয়।
৫ ঘণ্টার মধ্যে নোয়াখালী অতিক্রম করবে মহাসেন
উত্তর বঙ্গপোসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মহাসেন দ্রুত উপকূল ঘেঁষে
উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী তিন থেকে পাঁচ ঘণ্টার মধ্যে মেঘনা
মোহনার কাছ দিয়ে চট্টগ্রাম-নোয়াখালী উপকূল অতিক্রম করতে পারে।
বেলা সাড়ে ১১টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ৩৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহাসেন বেলা ১১টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৫০ কিমি দক্ষিণ-পশ্চিম দিকে, কক্সবাজার ১৪০ কিমি পশ্চিম এবং মংলা সমুদ্রবন্দর ১৪০ দক্ষিণ-পূর্বে অবস্থান করেছিল (২১.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৬ ডিগ্রি পূর্ব দ্রাঘমাংশ)।
উত্তর বঙ্গপোসাগরে অবস্থানরত ঝড় দ্রুত উপকূল ঘেঁষে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী তিন থেকে পাঁচ ঘণ্টার মধ্যে মেঘনা মোহনার কাছ দিয়ে চট্টগ্রাম-নোয়াখালী উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় অতিক্রমকালে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরগুনা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চর সমূহে ভারি বর্ষণসহ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পাশাপাশি উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর লক্ষ্মীপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চর সমূহের নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলাগুলোতে ভারি থেকে অতি ভারি বর্ষণ এবং ৮০ থেকে ৯০ কিমি গতিবেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টি অতিক্রমকালে ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ৭ নম্বর বিপদ সংকেত এবং মংলায় ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বঙ্গপোসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা-ট্রলার এবং সমুদ্রগামী জাহাজ গুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
বেলা সাড়ে ১১টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ৩৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহাসেন বেলা ১১টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৫০ কিমি দক্ষিণ-পশ্চিম দিকে, কক্সবাজার ১৪০ কিমি পশ্চিম এবং মংলা সমুদ্রবন্দর ১৪০ দক্ষিণ-পূর্বে অবস্থান করেছিল (২১.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৬ ডিগ্রি পূর্ব দ্রাঘমাংশ)।
উত্তর বঙ্গপোসাগরে অবস্থানরত ঝড় দ্রুত উপকূল ঘেঁষে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী তিন থেকে পাঁচ ঘণ্টার মধ্যে মেঘনা মোহনার কাছ দিয়ে চট্টগ্রাম-নোয়াখালী উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় অতিক্রমকালে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরগুনা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চর সমূহে ভারি বর্ষণসহ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পাশাপাশি উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর লক্ষ্মীপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চর সমূহের নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলাগুলোতে ভারি থেকে অতি ভারি বর্ষণ এবং ৮০ থেকে ৯০ কিমি গতিবেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টি অতিক্রমকালে ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ৭ নম্বর বিপদ সংকেত এবং মংলায় ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বঙ্গপোসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা-ট্রলার এবং সমুদ্রগামী জাহাজ গুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
পটুয়াখালীর নিম্নাঞ্চল ৫ ফুট পানির নিচে
ঘূর্ণিঝড় ‘মহাসেন’র তাণ্ডবে পটুয়াখালী জেলার নিম্নাঞ্চল চার থেকে পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে।
এছাড়া বৃহস্পতিবার সকালে ঝড়ের কবলে পড়ে মো. সিরাজ আকন্দ (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আওলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠি গ্রামে।
ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম শরীফ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাইক্লোন শেল্টার সেন্টারে যাওয়ার পথে ঝড়ের তাণ্ডবে রাস্তার পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, পটুয়াখালীতে বুধবার বিকেল থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে থেমে গেছে। দুপুর সাড়ে ১২টা থেকে আকাশ পরিষ্কার রয়েছে।
কিন্তু, বুধবার রাত থেকে পুরো জেলায় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মোবাইল ফোন ও ইন্টারনেট নেটওয়ার্ক এখনও স্বাভাবিক হয়নি।
জানা গেছে, এ সময়ের মধ্যে জেলার রাঙ্গাবালি উপজেলার চরবাংলা, চরআন্ডার ও চরমোন্তাজ, বাউফল উপজেলার চরবেরেট, চরমিনজান, দশমিনা, চরবাঁশবাড়িয়া ও সোনারচর, কলাপাড়া উপজেলার নিশান বাড়িয়া ও লালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম চার থেকে পাঁচ ফুট পানির নিচে ডুবে গেছে।
এতে বাদাম, মরিচ, ডালসহ বিভিন্ন রবি শস্য পানির নিচে তলিয়ে গেছে।
রাঙ্গাবালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রচণ্ড ঝড়ে উপকূলবর্তী উপজেলা রাঙ্গাবালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আধাঘণ্টার ঝড়ে তিন থেকে সাড়ে তিন হাজার বিভিন্ন ছোট-বড় গাছ উপড়ে গেছে। ভেঙে গেছে ৩০/৩৫টি কাঁচা ঘরবাড়ি।
কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, ঝড়ের আঘাতে কয়েক হাজার কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। তবে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।
তিনি জানান, কলাপাড়ার আলিপুরা বাজারের ২০/২২টি দোকান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
কুয়াকাটার লতাচাপলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা জানান, বৃষ্টিতে ঘরের মেঝে পর্যন্ত পানি জমেছে। তবে সাগরে জলোচ্ছ্বাসের কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।
এছাড়া বৃহস্পতিবার সকালে ঝড়ের কবলে পড়ে মো. সিরাজ আকন্দ (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আওলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠি গ্রামে।
ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম শরীফ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাইক্লোন শেল্টার সেন্টারে যাওয়ার পথে ঝড়ের তাণ্ডবে রাস্তার পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, পটুয়াখালীতে বুধবার বিকেল থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে থেমে গেছে। দুপুর সাড়ে ১২টা থেকে আকাশ পরিষ্কার রয়েছে।
কিন্তু, বুধবার রাত থেকে পুরো জেলায় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মোবাইল ফোন ও ইন্টারনেট নেটওয়ার্ক এখনও স্বাভাবিক হয়নি।
জানা গেছে, এ সময়ের মধ্যে জেলার রাঙ্গাবালি উপজেলার চরবাংলা, চরআন্ডার ও চরমোন্তাজ, বাউফল উপজেলার চরবেরেট, চরমিনজান, দশমিনা, চরবাঁশবাড়িয়া ও সোনারচর, কলাপাড়া উপজেলার নিশান বাড়িয়া ও লালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম চার থেকে পাঁচ ফুট পানির নিচে ডুবে গেছে।
এতে বাদাম, মরিচ, ডালসহ বিভিন্ন রবি শস্য পানির নিচে তলিয়ে গেছে।
রাঙ্গাবালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রচণ্ড ঝড়ে উপকূলবর্তী উপজেলা রাঙ্গাবালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আধাঘণ্টার ঝড়ে তিন থেকে সাড়ে তিন হাজার বিভিন্ন ছোট-বড় গাছ উপড়ে গেছে। ভেঙে গেছে ৩০/৩৫টি কাঁচা ঘরবাড়ি।
কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, ঝড়ের আঘাতে কয়েক হাজার কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। তবে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।
তিনি জানান, কলাপাড়ার আলিপুরা বাজারের ২০/২২টি দোকান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
কুয়াকাটার লতাচাপলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা জানান, বৃষ্টিতে ঘরের মেঝে পর্যন্ত পানি জমেছে। তবে সাগরে জলোচ্ছ্বাসের কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।
‘কক্সবাজার বিপদমুক্ত’
ঘূর্ণিঝড় ‘মহাসেন’ নোয়াখালী চট্টগ্রাম উপকূলীয় এলাকা
পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এ ঘুর্ণিঝড়টি
উপকূলীয় এলাকা পার হওয়ার সময় ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। ফলে উপকূলীয় জেলা
কক্সবাজারে এ ঘূণিঝড়েরর প্রভাব তেমন পড়েনি।
তবে সকালের দিকে ঘূর্ণিঝড় বর্ধিতাংশের প্রভাবে জেলার বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বাংলানিউজকে বলেন,‘ঘূর্ণিঝড় ‘মহাসেন’ নোয়াখালী চট্টগ্রাম উপকূলীয় এলাকা পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। জেলায় ঘূর্ণিঝড় ‘মহাসেন’র যে প্রভাব পড়ার কথা থাকলেও খানিকটা দুর্বল হয়ে যাওয়ায় সেটা পড়েনি।তাই এ এলাকায় বড় আকারের আঘাত হানার আশঙ্কা কেটে গেছে।’
তিনি বলেন,‘মহাসেনের প্রভাব থেকে কক্সবাজার এখন বিপদমুক্ত।’
তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে পরবর্তীতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে তিনি জানান।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বাংলানিউজকে বলেন,‘ঘূর্ণিঝড় দুর্বল হয়ে ত্রিপুরার দিকে চলে যাওয়ার কোন তথ্য আমরা এখনও পাইনি। আবহাওয়া অধিদপ্তরের জারি করা ৭ নম্বর সংকেত পরবর্তী ঘোষণা না পর্যন্ত বহাল থাকবে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বাংলানিউজকে বলেন,‘ঘূর্ণিঝড় ‘মহাসেন’ নোয়াখালী চট্টগ্রাম উপকূলীয় এলাকা পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। জেলায় ঘূর্ণিঝড় ‘মহাসেন’র যে প্রভাব পড়ার কথা থাকলেও খানিকটা দুর্বল হয়ে যাওয়ায় সেটা পড়েনি।তাই এ এলাকায় বড় আকারের আঘাত হানার আশঙ্কা কেটে গেছে।’
তিনি বলেন,‘মহাসেনের প্রভাব থেকে কক্সবাজার এখন বিপদমুক্ত।’
তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে পরবর্তীতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে তিনি জানান।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বাংলানিউজকে বলেন,‘ঘূর্ণিঝড় দুর্বল হয়ে ত্রিপুরার দিকে চলে যাওয়ার কোন তথ্য আমরা এখনও পাইনি। আবহাওয়া অধিদপ্তরের জারি করা ৭ নম্বর সংকেত পরবর্তী ঘোষণা না পর্যন্ত বহাল থাকবে।
ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে উপকূলীয় জেলা
কক্সবাজারের মহেশখালী ও টেকনাফের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া
গেছে। এসব এলাকা জোয়ারের পানিতে তলিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ের
প্রভাবে বৃহস্পতিবার সকালে মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের সাতটি গ্রাম ও
টেকনাফের নিম্নাঞ্চল প্লাবিত হয়।
কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমিন বাংলানিউজের কাছে জেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়
‘মহাসেনে’র বর্ধিতাংশের প্রভাবে কক্সবাজার শহরসহ আশপাশের এলাকায় ধমকা হাওয়া
বইতে শুরু করেছে। একই সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাতও চলছে।
এদিকে বুধবার রাতে আশ্রয়কেন্দ্রে আশ্রয়
নেয়া লোকজনদের মধ্যে কিছু লোক বাড়িতে চলে গেছে। তারা বলেছেন, তাদের বাড়িতে
নজরদারি না থাকায় চুরির ঘটনা ঘটছে। এছাড়া আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত
খাবারের ব্যবস্থা নেই। তাই তারা আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি চলে যাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, এসব আশ্রয়কেন্দ্রে প্রশাসনের নজরদারী নেই। এ সুযোগে লোকজন রাতেই বাড়ি চলে যান।
তবে জেলা প্রশাসক জানান, জেলা সদরের
আশ্রয়কেন্দ্রগুলোতে বৃহস্পতিবার সকালেই শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া উপজেলাগুলোতে দুপুরের খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে।
জেলার ৪১২টি আশ্রয়কেন্দ্রে প্রায় দুই লাখ লোক আশ্রয় নিয়েছেন।
Wednesday, May 15, 2013
Akshay Kumar, Shilpa Shetty's 'Dhadkan' to return
The makers of Akshay Kumar-Shilpa Shetty starrer Dhadkan are planning a sequel to the romantic blockbuster.
The 2000 romantic drama, directed by Dharmesh Darshan dealt with the love triangle between Akshay, Shilpa and Sunil Shetty. The film was produced by Ratan Jain of Venus.
"A lot of people have been constantly asking me about our plans of making 'Dhadkan 2'. I am happy to announce that we plan to go on-floors this year. The essence of the film will remain same however, the new age sensibilities will be kept in mind," Ratan Jain said in a statement.
The makers are looking to release the film sometime next year.
"I feel humbled and honoured. To follow-up what is considered a classic is challenging," Darshan said.
The 2000 romantic drama, directed by Dharmesh Darshan dealt with the love triangle between Akshay, Shilpa and Sunil Shetty. The film was produced by Ratan Jain of Venus.
"A lot of people have been constantly asking me about our plans of making 'Dhadkan 2'. I am happy to announce that we plan to go on-floors this year. The essence of the film will remain same however, the new age sensibilities will be kept in mind," Ratan Jain said in a statement.
The makers are looking to release the film sometime next year.
"I feel humbled and honoured. To follow-up what is considered a classic is challenging," Darshan said.
Labels:
BD TOP NEWS,
Bollywood,
বিনোদন
Priyanka Chopra has not thrown any tantrums: Arjun Kapoor
For the last few weeks gone by, there have been rumours floating around Priyanka Chopra throwing her weight around on the sets of Gunday. It was also being said that she was making her co-stars (Arjun Kapoor and Ranveer Kapoor) hear it loud and clear that she is the one who was the experienced lot around.
Well, as it always happens in instances like these, the ones who were said to be the disgruntled ones have a different story to tell.
"This is all coming out of thin air and nothing like that actually took place on location and in such sinister manner during the shoot of Gunday," says a source, "Whenever there is a much hyped film in the making with good stakes involved, rumours of all kinds start floating around. This is just one of them. Priyanka is too dignified an actor to be actually throwing tantrums or have starry airs around her."
While one waits to hear what Ranveer has to say about the alleged incidents (or the lack of them), Arjun comes out in open. "I am glad someone has asked me to at least clarify this, otherwise such loose talk is simply weird," says Arjun, "Nothing like that ever happened with Priyanka. Honestly, I don't even know what I should say for such matters. She has been a star for so many years and no tantrums have ever come into picture. She is too big to be indulging in such behaviour."
He in fact turns nostalgic when quizzed further around the so-called episodes. "I actually know her from even before the time when I had started off as an actor. I was an assistant on Salaam-e-Ishq and used to call her by saying - Madam, shot ready hai. Till date I tell her that Madam aap aaiye naa. The only difference is that earlier only she was in front of the camera and today both of us are. I am very fond of her and love her as an actor. She has not changed at all and that is the hallmark of a true star and an actor."
Well, as it always happens in instances like these, the ones who were said to be the disgruntled ones have a different story to tell.
"This is all coming out of thin air and nothing like that actually took place on location and in such sinister manner during the shoot of Gunday," says a source, "Whenever there is a much hyped film in the making with good stakes involved, rumours of all kinds start floating around. This is just one of them. Priyanka is too dignified an actor to be actually throwing tantrums or have starry airs around her."
While one waits to hear what Ranveer has to say about the alleged incidents (or the lack of them), Arjun comes out in open. "I am glad someone has asked me to at least clarify this, otherwise such loose talk is simply weird," says Arjun, "Nothing like that ever happened with Priyanka. Honestly, I don't even know what I should say for such matters. She has been a star for so many years and no tantrums have ever come into picture. She is too big to be indulging in such behaviour."
He in fact turns nostalgic when quizzed further around the so-called episodes. "I actually know her from even before the time when I had started off as an actor. I was an assistant on Salaam-e-Ishq and used to call her by saying - Madam, shot ready hai. Till date I tell her that Madam aap aaiye naa. The only difference is that earlier only she was in front of the camera and today both of us are. I am very fond of her and love her as an actor. She has not changed at all and that is the hallmark of a true star and an actor."
Labels:
BD TOP NEWS,
Bollywood,
বিনোদন
Arjun Rampal, Shruti Haasan get intimate in 'D-Day'
Nikhil Advani's upcoming action drama D-Day is all set to release this July. The film's teaser promo was recently released, followed by Rishi Kapoor's look in the film.
In the film, Shruti Haasan will be seen playing the role of a prostitute from Karachi, Pakistan, while Arjun Rampal will be seen playing Rudra Pratap Singh.
Interestingly, Arjun's character infiltrates Karachi where he manages to hole up inside a brothel while his mission preparations are in process. There he meets Shruti's character, post which they fall in love as they realise that their physical scars are matched by the emotional baggage they carry.
Speaking about the character, Nikhil says, "I was thrilled when Shruti agreed to play the role. I had seen her powerhouse performance in the Tamil film 3 and only wanted her. The role is very edgy and shocking in terms of the sacrifices that her character has to make for the man she has fallen in love with..."
D-Day which also features Rishi Kapoor, Irrfan Khan and Huma Qureshi is produced by DAR Motion Pictures and Emmay Entertainment Private Limited and is slated for release on July 19, 2013.
In the film, Shruti Haasan will be seen playing the role of a prostitute from Karachi, Pakistan, while Arjun Rampal will be seen playing Rudra Pratap Singh.
Interestingly, Arjun's character infiltrates Karachi where he manages to hole up inside a brothel while his mission preparations are in process. There he meets Shruti's character, post which they fall in love as they realise that their physical scars are matched by the emotional baggage they carry.
Speaking about the character, Nikhil says, "I was thrilled when Shruti agreed to play the role. I had seen her powerhouse performance in the Tamil film 3 and only wanted her. The role is very edgy and shocking in terms of the sacrifices that her character has to make for the man she has fallen in love with..."
D-Day which also features Rishi Kapoor, Irrfan Khan and Huma Qureshi is produced by DAR Motion Pictures and Emmay Entertainment Private Limited and is slated for release on July 19, 2013.
Labels:
BD TOP NEWS,
Bollywood,
বিনোদন
মহাসেন: বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা পেছালো
ঘূর্ণিঝড় মহাসেনের কারণে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে।
বুধবার বিকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম জানান, আগামী ২৫ মে (শনিবার) এই পরীক্ষা হবে।
বুধবার বিকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম জানান, আগামী ২৫ মে (শনিবার) এই পরীক্ষা হবে।
জিপিএ’র ভিত্তিতে একাদশে ভর্তি ১৮ মে থেকে
গতবারের মতো এবারও দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে একাদশ শ্রেণিতে
জিপিএ’র ভিত্তিতে ভর্তি করা হবে। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে
ভর্তির জন্য আগামী ১৮ মে থেকে আবেদন পত্র গ্রহণ করা হবে। চলবে ৬ জুন
পর্যন্ত। শিক্ষার্থী ভর্তি শেষে ক্লাশ শুরু হবে ১ জুলাই।
টেলিটক মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। তবে সনাতন
পদ্ধতিতেও আবেদন জমা দেওয়া যাবে। এবার ভর্তি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে
১২০ টাকা।
মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থেকে এ সব তথ্য জানান।
সভায় শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ফল পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তারা ১০ জুন পযর্ন্ত আবেদন করতে পারবেন। ১৬ জুন ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ভর্তি ও টাকা জমা দেওয়া যাবে ৩০ জুন পযর্ন্ত। ১৫ জুলাই বিলম্ব ফি ছাড়া ভর্তি হওয়া শিক্ষার্থীদের তালিকা ও নিবন্ধন ফি বোর্ডে জমা দিতে হবে। তবে বিলম্ব ফিসহ ভর্তি ও টাকা জমা দেওয়া যাবে ১১ জুলাই পযর্ন্ত।
বিলম্ব ফিসহ ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা ও নিবন্ধন ফি আগামী ২২ জুলাই পর্যন্ত বোর্ডে জমা দেওয়া যাবে। ব্যবহারিক ক্লাস শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে। ১২ সেপ্টেম্বরের মধ্যে শাখা/বিষয় পরিবর্তনকারী শিক্ষার্থীর ডিডিসহ তালিকা বোর্ডে পাঠানো যাবে।
ভর্তির নীতিমালা
কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করে বিলম্ব ফিসহ অন্য কলেজে ভর্তি হতে চাইলে তাকে অভিভাবকের সম্মতিসহ সংশ্লিষ্ট কলেজে আবেদন করতে হবে। এক্ষেত্রে ভর্তির সময় নেওয়া অর্থের ৫০ শতাংশ ফেরত দেবে কলেজ কর্তৃপক্ষ।
আটটি সাধারণ বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি এবং বোর্ডের পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-২০১৩ সালে এসএসসি পাসকৃত শিক্ষার্থীরা এবার একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে।
বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণরা যে কোনো বিভাগে ভর্তি হতে পারবে। মানবিক শাখা থেকে উত্তীর্ণরা মানবিকের পাশাপাশি ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হতে পারবে। আর ব্যবসায় শিক্ষায় শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি হতে পারবে।
আসন সংরক্ষণ
সাতটি বিভাগীয় সদরের কলেজে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের ৯০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। অবশিষ্ট ১০ শতাংশ আসনের মধ্যে ৩ শতাংশ সংশ্লিষ্ট বিভাগীয় সদরের বাইরের এলাকার শিক্ষার্থীদের জন্য, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীনস্ত দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সদস্যদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।
বিভাগীয় শহর ছাড়া অন্য জেলা শহরের কলেজের ৯০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকী ৩ শতাংশ সংশ্লিষ্ট বিভাগীয় সদরের বাইরের এলাকার শিক্ষার্থীদের জন্য, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীনস্ত দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচালনা পর্দের সদস্যদের সন্তানদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
জিপিএ-৫, ৪৩ গ্রেড
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে সব বিষয়ের উপর সর্বোচ্চ ৪৩ গ্রেড পয়েন্ট ধরে জিপিএর ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করতে হবে।
বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে সমান জিপিএ প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত, উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞানে প্রাপ্ত জিপিএ বিবেচনায় আনা হবে।
আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে সমান জিপিএ প্রাপ্তদের ভর্তির ক্ষেত্রে পর্ায়েক্রমে ইংরেজি, গণিত ও বাংলায় অর্জিত গ্রেড পয়েন্ট বিবেচনা করা হবে।
অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি
স্কুল ও কলেজ সংযুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অগ্রাধিকারভিত্তিতে নিজ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে। তিনশ’র বেশি শিক্ষার্থী ভর্তি করানোর অনুমতি আছে এমন প্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। তবে পাঁচশ’র বেশি শিক্ষার্থী হলে অবশ্যই অনলাইনে ভর্তি করাতে হবে।
অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
কোনো শিক্ষার্থীর কাছ থেকে অনুমোদিত ফির বেশি নেওয়া যাবে না উল্লেখ করে নীতিমালায় বলা হয়েছে, অতিরিক্ত ফি নিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, আশা করি প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে সজাগ থাকবে।
নটরডেমে ভর্তি পরীক্ষা
সকল কলেজে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী করা হলেও গত বছর রাজধানীর নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়।
এবারো প্রতিষ্ঠানটি ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে আবেদন করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা বিষয়টি বিবেচনায় নিতে পারি।
অন্য শিক্ষা প্রতিষ্ঠানও ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে আবেদন করলে কি করবেন- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠানতো আর এক না। নটরডেম কলেজে অল্প টাকায় দরিদ্র মেধাবীদের শিক্ষা দিচ্ছে। তাদের বিষয়টি তো বিবেচনা করা যেতেই পারে।
সভায় শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম উপস্থিত ছিলেন।
গত ৯ মে দশ বোর্ডের (আটটি সাধারণ বোর্ড, কারিগরি ও মাদ্রাসা) অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ৮৯ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে ৯১ হাজার ২২৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাস ও জিপিএ- প্রাপ্তির দিক থেকে রেকর্ড সৃষ্টি করে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা।
গত ৩ ফ্রেবুয়ারি থেকে অনুষ্ঠিত এই পরীক্ষায় ১২ লাখ ৯৭ হাজার ৩৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করে ১১ লাখ ৫৪ হাজার ৭৭৮ জন।
উচ্চ মাধ্যমিক ও সমমানের শ্রেণিতে ভর্তির পরও এ বছর এক লাখের ওপরে আসন খালি থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী।
মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থেকে এ সব তথ্য জানান।
সভায় শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ফল পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তারা ১০ জুন পযর্ন্ত আবেদন করতে পারবেন। ১৬ জুন ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ভর্তি ও টাকা জমা দেওয়া যাবে ৩০ জুন পযর্ন্ত। ১৫ জুলাই বিলম্ব ফি ছাড়া ভর্তি হওয়া শিক্ষার্থীদের তালিকা ও নিবন্ধন ফি বোর্ডে জমা দিতে হবে। তবে বিলম্ব ফিসহ ভর্তি ও টাকা জমা দেওয়া যাবে ১১ জুলাই পযর্ন্ত।
বিলম্ব ফিসহ ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা ও নিবন্ধন ফি আগামী ২২ জুলাই পর্যন্ত বোর্ডে জমা দেওয়া যাবে। ব্যবহারিক ক্লাস শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে। ১২ সেপ্টেম্বরের মধ্যে শাখা/বিষয় পরিবর্তনকারী শিক্ষার্থীর ডিডিসহ তালিকা বোর্ডে পাঠানো যাবে।
ভর্তির নীতিমালা
কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করে বিলম্ব ফিসহ অন্য কলেজে ভর্তি হতে চাইলে তাকে অভিভাবকের সম্মতিসহ সংশ্লিষ্ট কলেজে আবেদন করতে হবে। এক্ষেত্রে ভর্তির সময় নেওয়া অর্থের ৫০ শতাংশ ফেরত দেবে কলেজ কর্তৃপক্ষ।
আটটি সাধারণ বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি এবং বোর্ডের পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-২০১৩ সালে এসএসসি পাসকৃত শিক্ষার্থীরা এবার একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে।
বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণরা যে কোনো বিভাগে ভর্তি হতে পারবে। মানবিক শাখা থেকে উত্তীর্ণরা মানবিকের পাশাপাশি ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হতে পারবে। আর ব্যবসায় শিক্ষায় শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি হতে পারবে।
আসন সংরক্ষণ
সাতটি বিভাগীয় সদরের কলেজে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের ৯০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। অবশিষ্ট ১০ শতাংশ আসনের মধ্যে ৩ শতাংশ সংশ্লিষ্ট বিভাগীয় সদরের বাইরের এলাকার শিক্ষার্থীদের জন্য, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীনস্ত দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সদস্যদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।
বিভাগীয় শহর ছাড়া অন্য জেলা শহরের কলেজের ৯০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকী ৩ শতাংশ সংশ্লিষ্ট বিভাগীয় সদরের বাইরের এলাকার শিক্ষার্থীদের জন্য, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীনস্ত দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচালনা পর্দের সদস্যদের সন্তানদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
জিপিএ-৫, ৪৩ গ্রেড
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে সব বিষয়ের উপর সর্বোচ্চ ৪৩ গ্রেড পয়েন্ট ধরে জিপিএর ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করতে হবে।
বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে সমান জিপিএ প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত, উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞানে প্রাপ্ত জিপিএ বিবেচনায় আনা হবে।
আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে সমান জিপিএ প্রাপ্তদের ভর্তির ক্ষেত্রে পর্ায়েক্রমে ইংরেজি, গণিত ও বাংলায় অর্জিত গ্রেড পয়েন্ট বিবেচনা করা হবে।
অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি
স্কুল ও কলেজ সংযুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অগ্রাধিকারভিত্তিতে নিজ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে। তিনশ’র বেশি শিক্ষার্থী ভর্তি করানোর অনুমতি আছে এমন প্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। তবে পাঁচশ’র বেশি শিক্ষার্থী হলে অবশ্যই অনলাইনে ভর্তি করাতে হবে।
অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
কোনো শিক্ষার্থীর কাছ থেকে অনুমোদিত ফির বেশি নেওয়া যাবে না উল্লেখ করে নীতিমালায় বলা হয়েছে, অতিরিক্ত ফি নিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, আশা করি প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে সজাগ থাকবে।
নটরডেমে ভর্তি পরীক্ষা
সকল কলেজে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী করা হলেও গত বছর রাজধানীর নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়।
এবারো প্রতিষ্ঠানটি ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে আবেদন করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা বিষয়টি বিবেচনায় নিতে পারি।
অন্য শিক্ষা প্রতিষ্ঠানও ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে আবেদন করলে কি করবেন- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠানতো আর এক না। নটরডেম কলেজে অল্প টাকায় দরিদ্র মেধাবীদের শিক্ষা দিচ্ছে। তাদের বিষয়টি তো বিবেচনা করা যেতেই পারে।
সভায় শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম উপস্থিত ছিলেন।
গত ৯ মে দশ বোর্ডের (আটটি সাধারণ বোর্ড, কারিগরি ও মাদ্রাসা) অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ৮৯ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে ৯১ হাজার ২২৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাস ও জিপিএ- প্রাপ্তির দিক থেকে রেকর্ড সৃষ্টি করে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা।
গত ৩ ফ্রেবুয়ারি থেকে অনুষ্ঠিত এই পরীক্ষায় ১২ লাখ ৯৭ হাজার ৩৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করে ১১ লাখ ৫৪ হাজার ৭৭৮ জন।
উচ্চ মাধ্যমিক ও সমমানের শ্রেণিতে ভর্তির পরও এ বছর এক লাখের ওপরে আসন খালি থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী।
Tuesday, May 14, 2013
Why the Syrian quagmire threatens Turkey
Turkey's tragic loss of at least 47 people in the car bombings in the border town of Reyhanli illustrates vividly that Turkey is not immune to the raging violence next door.
Turkey has suffered
similar, though far less deadly events in the past year, including Syria
downing a Turkish jet, the killing of five Turks in cross-border
artillery fire and a car bomb blast at a Turkey-Syria border crossing in
February killing more than a dozen people.
Labels:
BD TOP NEWS,
সারা বিশ্ব
মিয়ানমারে মহাসেন থেকে বাঁচতে গিয়ে ‘নিহত ২০০’
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে বঙ্গোপসাগরে ২০০ জন রোহিঙ্গাবাহী একটি নৌকা উল্টে
গিয়ে একজন বাদে সবাই নিহত হয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে
কাতারভিত্তিক একটি সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।
চলতি সপ্তাহে আসন্ন মহাসেন ঝড়ের আঘাত থেকে বাচাঁতে নৌকায় করে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে।
জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ইউএনওসিএইচএ) কিরস্টেন মিলড্রেন বলেন, “মঙ্গলবারের দুর্ঘটনায় মাত্র একজন জীবিত রয়েছে বলে জানা গেছে।”
ওসিএইচএ’র মিয়ানমার শাখা বারবারা মানজি সিটুই প্রধান জানান, নৌকাটি রাখাইন রাজ্যের পুকতাও থেকে যাত্রা করে এবং সোমবার রাতের দিকে দুর্ঘটনার কবলে পড়ে।
উদ্ধার তৎপরতা চলছে বলে জানান তিনি।
মায়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, গত বছর সাম্প্রদায়িক সহিংসতায় হাজার হাজার মুসলমান ঘর ছাড়া হয়। তাদেরকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছিল। তাদেরকেই নিরাপদে সরিয়ে আনা হচ্ছিল।
টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের নিচু অঞ্চলে আশ্রয় কেন্দ্রগুলো থেকে কর্তৃপক্ষ ৫ হাজার ১৫৮ জনকে নিরাপদে সরিয়ে নেয়ার পদক্ষেপ নিয়েছে।
তবে মানবাধিকার গোষ্ঠীগুলো অভিযোগ করেছে, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়ার এ প্রক্রিয়া খুবই ধীর গতিতে চলছে। এর আগে আশ্রয়চ্যুতদের আশ্রয় দেওয়ার সতর্কতা উপেক্ষা করেছিল সরকার।
জাতিসংঘ হুঁশিয়ারি দিয়েছে, মহাসেন ‘জীবন বিপন্নকারী পরিস্থিতি’ বয়ে আনতে পারে।
নাসা জানিয়েছে, ১৭ মে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে এবং মায়ানমারের উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে মহাসেন।
মঙ্গলবার বিভিন্ন আবহাওয়া সূত্র জানিয়েছে, বুধবার দুপুরের পরই কক্সবাজার উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে। এসময় এর গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১৩৪ কিমিতে উঠানামা করবে। সঙ্গে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর
চলতি সপ্তাহে আসন্ন মহাসেন ঝড়ের আঘাত থেকে বাচাঁতে নৌকায় করে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে।
জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ইউএনওসিএইচএ) কিরস্টেন মিলড্রেন বলেন, “মঙ্গলবারের দুর্ঘটনায় মাত্র একজন জীবিত রয়েছে বলে জানা গেছে।”
ওসিএইচএ’র মিয়ানমার শাখা বারবারা মানজি সিটুই প্রধান জানান, নৌকাটি রাখাইন রাজ্যের পুকতাও থেকে যাত্রা করে এবং সোমবার রাতের দিকে দুর্ঘটনার কবলে পড়ে।
উদ্ধার তৎপরতা চলছে বলে জানান তিনি।
মায়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, গত বছর সাম্প্রদায়িক সহিংসতায় হাজার হাজার মুসলমান ঘর ছাড়া হয়। তাদেরকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছিল। তাদেরকেই নিরাপদে সরিয়ে আনা হচ্ছিল।
টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের নিচু অঞ্চলে আশ্রয় কেন্দ্রগুলো থেকে কর্তৃপক্ষ ৫ হাজার ১৫৮ জনকে নিরাপদে সরিয়ে নেয়ার পদক্ষেপ নিয়েছে।
তবে মানবাধিকার গোষ্ঠীগুলো অভিযোগ করেছে, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়ার এ প্রক্রিয়া খুবই ধীর গতিতে চলছে। এর আগে আশ্রয়চ্যুতদের আশ্রয় দেওয়ার সতর্কতা উপেক্ষা করেছিল সরকার।
জাতিসংঘ হুঁশিয়ারি দিয়েছে, মহাসেন ‘জীবন বিপন্নকারী পরিস্থিতি’ বয়ে আনতে পারে।
নাসা জানিয়েছে, ১৭ মে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে এবং মায়ানমারের উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে মহাসেন।
মঙ্গলবার বিভিন্ন আবহাওয়া সূত্র জানিয়েছে, বুধবার দুপুরের পরই কক্সবাজার উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে। এসময় এর গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১৩৪ কিমিতে উঠানামা করবে। সঙ্গে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর
Labels:
BD TOP NEWS,
সারা বিশ্ব
‘নিহত হেফাজতকর্মী সোহেল’ ক্লাস করছেন
গত ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের সময় গুলিতে নিহত বলে প্রচারিত মাদ্রাসাছাত্র মো. সোহেল (১৮) বেঁচে আছেন।
সোহেল চাঁদপুরের কচুয়া উপজেলার উজানী মাদ্রাসার ছাত্র।
রোববার চাঁদপুরের স্থানীয় সাংবাদিকরা উজানী মাদ্রাসায় গিয়ে দেখতে পান অন্য
শিক্ষার্থীদের সঙ্গে সোহেল ক্লাস করছেন।
গত শনিবার (১১ মে) দৈনিক ইনকিলাব পত্রিকায় চাঁদপুর জেলা সংবাদদাতার বরাত
দিয়ে সোহেলের মৃত্যুর খবরটি ছাপা হয়।
এছাড়া আগেরদিন (১০ মে) চাঁদপুরের স্থানীয় দৈনিক ইলশেপাড় পত্রিকায়ও সংবাদটি
প্রকাশিত হয়।
ইনকিলাবের সংবাদে বলা হয়, “৫ মে দিবাগত রাতে র্যাব, পুলিশ ও বিজিবি’র
সাঁড়াশি অভিযানে কচুয়া উজানী মাদ্রাসার ছাত্র শাহাদত বরণ করে।
“হেফাজতে ইসলামের ঐ কর্মীর নাম সোহেল (২৩)। বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।”
দাউদকান্দি উপজেলার গোয়ালমারি ইউনিয়নের দক্ষিণ নর্দী গ্রামের আব্দুল আজিজ
মিয়ার ছেলে সোহেল উজানী মাদ্রাসার ছাত্র।
রোববার স্থানীয় চাঁদপুর প্রবাহের সাংবাদিক মো. মহিউদ্দিন এবং ভোরের কাগজের
জেলা সংবাদদাতা মো. রাকিবুল হাসান কথা বলেন সোহেলের সঙ্গে।
সোহেল তাদের বলেন, গত ৫ মে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশে তিনি অংশগ্রহণ করেননি।
ওইদিন তিনি উজানী মাদ্রাসাতেই ছিলেন।
প্রকাশিত সংবাদটি গুজব বলেও জানান তিনি।
উজানী মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, মাদ্রাসার
সোহেল নামের পাঁচজন ছাত্র রয়েছে। তারা সকলেই মাদ্রাসায় অধ্যায়নরত রয়েছে।
এছাড়া ওইদিনের হেফাজতের সমাবেশে তাদের মাদ্রাসার কেউ নিহত হয়নি বলেও তিনি
নিশ্চিত করেন।
সোহেলের মৃত্যু সংক্রান্ত এ সংবাদটি গুজব, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন
তিনি।
bdnews24.com
‘হিজড়া’ সম্প্রদায় পুনর্বাসনে সরকারি কর্মসূচি
তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত ‘হিজড়া’ সম্প্রদায়ের নিরাপদ আবাসন, শিক্ষা ও
স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে সমাজকল্যাণ
প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন জানিয়েছেন, ‘হিজড়া’ সম্প্রদায়কে পুনর্বাসনের
মাধ্যমে সমাজের স্বাভাবিক ধারায় অন্তর্ভুক্ত করার বিষয়টি সক্রিয় বিবেচনায়
নিয়েছে সরকার।
তিনি বলেন, “এ লক্ষ্যে ‘হিজড়া’ শিক্ষার্থীদের উপবৃত্তি ও কর্মক্ষম ‘হিজড়াদের’ আয়বর্ধক প্রশিক্ষণ দিতে কর্মসূচি নেওয়া হয়েছে। এদের জীবনমান উন্নয়নে বর্তমান অর্থবছরে বাজেট রাখা হয়েছে ৭২ লাখ টাকা।”
মঙ্গলবার সমাজসেবা অধিদফতরে ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “প্রত্যেক নাগরিককে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। আর সে কারণেই কাউকে সমাজের মূলধারা থেকে সরিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।”
মানকিন বলেন, “কর্মসূচির আওতায় ‘হিজড়া’ শিক্ষার্থীদের উপবৃত্তি ও কর্মক্ষম ‘হিজড়াদের’ আয়বর্ধক প্রশিক্ষণ দেওয়া হবে। চলতি অর্থবছরে পাইলট কার্যক্রমের আওতায় ৭টি জেলায় এ কর্মসূচি পরিচালিত হবে।”
জেলাগুলো হচ্ছে- ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, পটুয়াখালী, বগুড়া ও সিলেট। এ জন্য বর্তমান অর্থবছরে বাজেট প্রস্তাব করা হয়েছে ৭২ লাখ টাকা। আগামী অর্থবছরে আরও ১৪টি জেলাকে কর্মসূচির আওতায় আনা হবে। বর্তমান অর্থবছরে ৩০০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি ও ৩৫০ জন কর্মক্ষম ‘হিজড়া’-কে প্রশিক্ষণ দেওয়া হবে।
সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সমাজকল্যাণ সচিব সুরাইয়া বেগম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. নাজমূল আহসান। এর আগে এ উপলক্ষে রাজধানীর বেতার ভবন থেকে সমাজসেবা অধিদফতর পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের নেতৃত্বে র্যালিতে ‘হিজড়া’ সম্প্রদায়ের প্রতিনিধিরা এবং মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পরে ‘হিজড়া’ সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলানিউজটোয়েন্টিফোর
তিনি বলেন, “এ লক্ষ্যে ‘হিজড়া’ শিক্ষার্থীদের উপবৃত্তি ও কর্মক্ষম ‘হিজড়াদের’ আয়বর্ধক প্রশিক্ষণ দিতে কর্মসূচি নেওয়া হয়েছে। এদের জীবনমান উন্নয়নে বর্তমান অর্থবছরে বাজেট রাখা হয়েছে ৭২ লাখ টাকা।”
মঙ্গলবার সমাজসেবা অধিদফতরে ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “প্রত্যেক নাগরিককে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। আর সে কারণেই কাউকে সমাজের মূলধারা থেকে সরিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।”
মানকিন বলেন, “কর্মসূচির আওতায় ‘হিজড়া’ শিক্ষার্থীদের উপবৃত্তি ও কর্মক্ষম ‘হিজড়াদের’ আয়বর্ধক প্রশিক্ষণ দেওয়া হবে। চলতি অর্থবছরে পাইলট কার্যক্রমের আওতায় ৭টি জেলায় এ কর্মসূচি পরিচালিত হবে।”
জেলাগুলো হচ্ছে- ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, পটুয়াখালী, বগুড়া ও সিলেট। এ জন্য বর্তমান অর্থবছরে বাজেট প্রস্তাব করা হয়েছে ৭২ লাখ টাকা। আগামী অর্থবছরে আরও ১৪টি জেলাকে কর্মসূচির আওতায় আনা হবে। বর্তমান অর্থবছরে ৩০০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি ও ৩৫০ জন কর্মক্ষম ‘হিজড়া’-কে প্রশিক্ষণ দেওয়া হবে।
সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সমাজকল্যাণ সচিব সুরাইয়া বেগম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. নাজমূল আহসান। এর আগে এ উপলক্ষে রাজধানীর বেতার ভবন থেকে সমাজসেবা অধিদফতর পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের নেতৃত্বে র্যালিতে ‘হিজড়া’ সম্প্রদায়ের প্রতিনিধিরা এবং মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পরে ‘হিজড়া’ সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলানিউজটোয়েন্টিফোর
বাড়ছে পানি, আশ্রয়কেন্দ্র অভিমুখে উপকূলবাসী
তিনদিন ধরে ঘূর্ণিঝড় মহাসেন আতঙ্কে রয়েছেন সুন্দরবনসহ বৃহত্তর খুলনা
উপকূলের লাখ লাখ মানুষ। যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায়
নির্ঘুম রাতযাপন করছেন অনেকে। কেউ কেউ আবার আশ্রয় কেন্দ্রে প্রয়োজনীয়
মালামাল নিয়ে রেখে আসছেন।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অঞ্চলের আকাশে গুমোটভাব। মাঝে মধ্যে
কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ মাঝারি বৃষ্টি হচ্ছে। সমুদ্র ও নদীতে পানির
উচ্চতা বেড়েই চলছে। পানির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের আতঙ্কের
মাত্রা।
এ অবস্থায় ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা ও উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।ঘূর্ণিঝড় মহাসেন আঘাত আনতে পারে- এ আশঙ্কায় সমুদ্র বন্দর মংলায় এলার্ট-২ জারি রয়েছে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বঙ্গোপসাগর প্রভাবিত উপকূলীয় এলাকার জনসাধারণকে সতর্ক করে মাইকিং করা হয়েছে। গভীর সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলার ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করেছে।
মংলা সমুদ্র বন্দরের নৌ-ঘাঁটি বিএনএস মংলার সব যুদ্ধজাহাজ খুলনার তিতুমীর নৌ-ঘাঁটিতে সরিয়ে আনা হয়েছে।
সার্বিক অবস্থা মনিটরিংয়ের জন্য তিন জেলাতে ২৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর মধ্যে খুলনায় ১০, বাগেরহাটে ১০ ও সাতক্ষীরায় ৮টি। এছাড়া জেলাগুলোর সিভিল সার্জনের কার্যালয় থেকে ২৭৬ মেডিকেল টিম গঠন করা হয়েছে। এর মধ্যে খুলনায় ১১৬, বাগেরহাটে ৮২ ও সাতক্ষীরায় ৭৮।
খুলনা জেলা প্রশাসন কার্যালয় সূত্র বাংলানিউজকে জানায়, ঘুর্ণিঝড় মহাসেনে প্রাণহানি এড়াতে খুলনা জেলায় ১৬৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঝড়ের তীব্রতা বাড়লে উপকূলবাসীর পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্রে আসতে পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা সদর এবং ইউনিয়ন পর্যায়ে উদ্ধার কাজের জন্য ট্রলার প্রস্তুত রাখা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। খুলনার কয়রা থেকে দিঘলিয়া পর্যন্ত উপজেলা বাসীদের এ সম্পর্কে সতর্ক করে মাইকিং করা হচ্ছে।
খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বাংলানিউজকে জানান, দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার সাইক্লোন শেল্টারগুলো খুলে রাখা হয়েছে।
বাংলানিউজের বিশেষ অনুসন্ধানীতে জানা যায়, ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরে কেবলমাত্র খুলনা জেলায় ১৬ জন এবং ২০০৯ সালের ২৫ মে আইলায় ২৩৯ জনের প্রাণহানি হয়। সর্বশেষ চলতি মাসের কালবৈশাখীর আঘাতে এ জেলার সুন্দরবন সংলগ্ন দু’টি উপজেলায় ৫ জনের প্রাণহানি হয়।
এদিকে, ঘূর্ণিঝড় মহাসেন আতঙ্কে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন উপকূলের যেসব স্থানে আশ্রয় কেন্দ্র নেই সেখানকার মানুষ। ঘূর্ণিঝড়সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তারা মৃত্যু ঝুঁকিতে থাকেন।
বিশেষ এক পরিসংখ্যানে দেখা গেছে, উপকূলীয় এলাকায় গড়ে ৬ হাজার ২৩৩ জনের জন্য একটি মাত্র সাইক্লোন শেল্টার রয়েছে। অথচ দুর্যোগকালীন এসব এলাকায় নির্মিত প্রতিটি সাইক্লোন শেল্টারে এক হাজার থেকে সর্বোচ্চ ১২শ’ মানুষ আশ্রয় নিতে পারেন। অবশিষ্ট ৫ হাজার মানুষ ঘূর্ণিঝড়সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর ঝুঁকিতে থাকে।
সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার স্কুল শিক্ষক মো. আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, বার বার এসব উপকূলে ঘূর্ণিঝড় আঘাত আনলেও নির্মাণ করা হয়নি প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র। এ অবস্থায় ঘূর্ণিঝড় মহাসেন আঘাত আনলে আবারও উপকূলীয় এলাকা দিয়ে ব্যাপক ধ্বংসলীলা বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আমির হোসেন চৌধুরী বাংলানিউজকে জানান, ঘূর্ণিঝড় মহাসেনের খবরে সুন্দবনের সকল স্টেশন, ফাঁড়ি ও ক্যাম্পের কর্মকর্তা কর্মচারীদের সর্বোচ্চ সর্তক অবস্থায় রাখা হয়েছে। জেলে ও বনজীবীসহ পর্যটকদের নিরাপদ আশ্রায় চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। জলযানগুলোকে নিরাপদে রাখা হয়েছে।
উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী বাংলানিউজকে জানান, ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানতে পারে এ আশঙ্কায় সুন্দরবন থেকে হাজার হাজার মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে উপকূলের খুলনা, মংলা, কয়রা, দাকোপ, শরণখোলা, রায়েন্দা, বাগেরহাট কেবি বাজার, তাফালবাড়ি ও মোরেলগঞ্জে নোঙ্গর করেছে।
সিডর ও আইলা বিধ্বস্ত জেলা বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বাংলানিউজকে জানান, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় এমন খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। এ এলাকার সাইক্লোন সেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। মাইকিং করে সকলকে দুর্যোগ মোকাবেলায় সচেতন করা হচ্ছে।
কয়রার বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান এম এ মান্নান বাংলানিউজকে জানান, ইতোমধ্যে ২৪টি মসজিদ থেকে মাইকিং করে উপকূলবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। দুর্যোগকালীন সাইক্লোন সেন্টার ও ইউনিয়ন পরিষদ প্রস্তুত রাখতে বলা হয়েছে।
দাকোপ উপজেলার সুতরখালী ইউপি চেয়ারম্যান জিএম আশরাফ হোসেন বাংলানিউজকে জানান, ঘূর্ণিঝড় মহাসেন সম্পর্কে সবাইকে অবহিত করা হয়েছে।
এ অবস্থায় ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা ও উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।ঘূর্ণিঝড় মহাসেন আঘাত আনতে পারে- এ আশঙ্কায় সমুদ্র বন্দর মংলায় এলার্ট-২ জারি রয়েছে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বঙ্গোপসাগর প্রভাবিত উপকূলীয় এলাকার জনসাধারণকে সতর্ক করে মাইকিং করা হয়েছে। গভীর সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলার ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করেছে।
মংলা সমুদ্র বন্দরের নৌ-ঘাঁটি বিএনএস মংলার সব যুদ্ধজাহাজ খুলনার তিতুমীর নৌ-ঘাঁটিতে সরিয়ে আনা হয়েছে।
সার্বিক অবস্থা মনিটরিংয়ের জন্য তিন জেলাতে ২৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর মধ্যে খুলনায় ১০, বাগেরহাটে ১০ ও সাতক্ষীরায় ৮টি। এছাড়া জেলাগুলোর সিভিল সার্জনের কার্যালয় থেকে ২৭৬ মেডিকেল টিম গঠন করা হয়েছে। এর মধ্যে খুলনায় ১১৬, বাগেরহাটে ৮২ ও সাতক্ষীরায় ৭৮।
খুলনা জেলা প্রশাসন কার্যালয় সূত্র বাংলানিউজকে জানায়, ঘুর্ণিঝড় মহাসেনে প্রাণহানি এড়াতে খুলনা জেলায় ১৬৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঝড়ের তীব্রতা বাড়লে উপকূলবাসীর পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্রে আসতে পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা সদর এবং ইউনিয়ন পর্যায়ে উদ্ধার কাজের জন্য ট্রলার প্রস্তুত রাখা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। খুলনার কয়রা থেকে দিঘলিয়া পর্যন্ত উপজেলা বাসীদের এ সম্পর্কে সতর্ক করে মাইকিং করা হচ্ছে।
খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বাংলানিউজকে জানান, দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার সাইক্লোন শেল্টারগুলো খুলে রাখা হয়েছে।
বাংলানিউজের বিশেষ অনুসন্ধানীতে জানা যায়, ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরে কেবলমাত্র খুলনা জেলায় ১৬ জন এবং ২০০৯ সালের ২৫ মে আইলায় ২৩৯ জনের প্রাণহানি হয়। সর্বশেষ চলতি মাসের কালবৈশাখীর আঘাতে এ জেলার সুন্দরবন সংলগ্ন দু’টি উপজেলায় ৫ জনের প্রাণহানি হয়।
এদিকে, ঘূর্ণিঝড় মহাসেন আতঙ্কে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন উপকূলের যেসব স্থানে আশ্রয় কেন্দ্র নেই সেখানকার মানুষ। ঘূর্ণিঝড়সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তারা মৃত্যু ঝুঁকিতে থাকেন।
বিশেষ এক পরিসংখ্যানে দেখা গেছে, উপকূলীয় এলাকায় গড়ে ৬ হাজার ২৩৩ জনের জন্য একটি মাত্র সাইক্লোন শেল্টার রয়েছে। অথচ দুর্যোগকালীন এসব এলাকায় নির্মিত প্রতিটি সাইক্লোন শেল্টারে এক হাজার থেকে সর্বোচ্চ ১২শ’ মানুষ আশ্রয় নিতে পারেন। অবশিষ্ট ৫ হাজার মানুষ ঘূর্ণিঝড়সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর ঝুঁকিতে থাকে।
সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার স্কুল শিক্ষক মো. আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, বার বার এসব উপকূলে ঘূর্ণিঝড় আঘাত আনলেও নির্মাণ করা হয়নি প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র। এ অবস্থায় ঘূর্ণিঝড় মহাসেন আঘাত আনলে আবারও উপকূলীয় এলাকা দিয়ে ব্যাপক ধ্বংসলীলা বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আমির হোসেন চৌধুরী বাংলানিউজকে জানান, ঘূর্ণিঝড় মহাসেনের খবরে সুন্দবনের সকল স্টেশন, ফাঁড়ি ও ক্যাম্পের কর্মকর্তা কর্মচারীদের সর্বোচ্চ সর্তক অবস্থায় রাখা হয়েছে। জেলে ও বনজীবীসহ পর্যটকদের নিরাপদ আশ্রায় চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। জলযানগুলোকে নিরাপদে রাখা হয়েছে।
উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী বাংলানিউজকে জানান, ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানতে পারে এ আশঙ্কায় সুন্দরবন থেকে হাজার হাজার মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে উপকূলের খুলনা, মংলা, কয়রা, দাকোপ, শরণখোলা, রায়েন্দা, বাগেরহাট কেবি বাজার, তাফালবাড়ি ও মোরেলগঞ্জে নোঙ্গর করেছে।
সিডর ও আইলা বিধ্বস্ত জেলা বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বাংলানিউজকে জানান, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় এমন খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। এ এলাকার সাইক্লোন সেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। মাইকিং করে সকলকে দুর্যোগ মোকাবেলায় সচেতন করা হচ্ছে।
কয়রার বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান এম এ মান্নান বাংলানিউজকে জানান, ইতোমধ্যে ২৪টি মসজিদ থেকে মাইকিং করে উপকূলবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। দুর্যোগকালীন সাইক্লোন সেন্টার ও ইউনিয়ন পরিষদ প্রস্তুত রাখতে বলা হয়েছে।
দাকোপ উপজেলার সুতরখালী ইউপি চেয়ারম্যান জিএম আশরাফ হোসেন বাংলানিউজকে জানান, ঘূর্ণিঝড় মহাসেন সম্পর্কে সবাইকে অবহিত করা হয়েছে।
দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা
দিনাজপুরের সদর উপজেলার পল্লীতে রত্না রায় (১৮) নামে এক এইচএসসি
পরীক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে আটক
করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে তাকে হত্যা করা হয়। রত্না সদর উপজেলার পূর্ব পারগাঁও গ্রামের রঞ্জিত রায়ের মেয়ে ও দিনাজপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রত্নাকে কে বা কারা শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। সকালে বাড়ির পাশ থেকে গলায় রশি পেঁচানো লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ধারণা করছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার সকালে তাকে হত্যা করা হয়। রত্না সদর উপজেলার পূর্ব পারগাঁও গ্রামের রঞ্জিত রায়ের মেয়ে ও দিনাজপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রত্নাকে কে বা কারা শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। সকালে বাড়ির পাশ থেকে গলায় রশি পেঁচানো লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ধারণা করছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।
প্রেমিকের সঙ্গে কলহ: যশোরে কলেজছাত্রীর আত্মহত্যা
যশোরে প্রেমিকের সঙ্গে কলহের জের ধরে জেসমিন সুলতানা (২৫) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার দুপুরে শহরের স্টেডিয়ামপাড়ার তারা ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে পুলিশ ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
জেসমিন সুলতানা সরকারি এমএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের আতাউর রহমানের মেয়ে।
ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা বাংলানিউজকে জানান, জেসমিনের ঘরের অন্য সদস্যরা বাড়িতে থাকায় সোমবার রাতে একাই ওই ঘরে ছিল। রাতের পর থেকে তার ঘরের দরজা বন্ধ ছিল। মঙ্গলবার সকালে কাজের বুয়া খাবার দিতে গিয়ে ওই ঘর বন্ধ পান। এরপর পাশের ঘরে খাবার রেখে যান। পরে দুপুরের রান্না করতে এসেও তিনি ঘর বন্ধ দেখেন।
এ সময় ঘরের জানালা দিয়ে দেখা যায় সিলিং ফ্যানের সঙ্গে লাশ ঝুলছে। পরে পুলিশে খবর দেওয়া হলে জেসমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, মেয়েটির ঘর থেকে একটি ভাঙা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। ওই ডায়েরিতে প্রেমের সম্পর্কের কথা লেখা রয়েছে।
এ কারণে প্রেমের সম্পর্ক নিয়ে কলহের জের ধরে মেয়েটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে শহরের স্টেডিয়ামপাড়ার তারা ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে পুলিশ ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
জেসমিন সুলতানা সরকারি এমএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের আতাউর রহমানের মেয়ে।
ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা বাংলানিউজকে জানান, জেসমিনের ঘরের অন্য সদস্যরা বাড়িতে থাকায় সোমবার রাতে একাই ওই ঘরে ছিল। রাতের পর থেকে তার ঘরের দরজা বন্ধ ছিল। মঙ্গলবার সকালে কাজের বুয়া খাবার দিতে গিয়ে ওই ঘর বন্ধ পান। এরপর পাশের ঘরে খাবার রেখে যান। পরে দুপুরের রান্না করতে এসেও তিনি ঘর বন্ধ দেখেন।
এ সময় ঘরের জানালা দিয়ে দেখা যায় সিলিং ফ্যানের সঙ্গে লাশ ঝুলছে। পরে পুলিশে খবর দেওয়া হলে জেসমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, মেয়েটির ঘর থেকে একটি ভাঙা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। ওই ডায়েরিতে প্রেমের সম্পর্কের কথা লেখা রয়েছে।
এ কারণে প্রেমের সম্পর্ক নিয়ে কলহের জের ধরে মেয়েটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
মুন্না ভাই এর সময় শেষ!
বুধবার-ই মুক্ত পরিবেশে জীবন-যাপন সঞ্জয় দত্তের শেষ দিন। ১৬ মের মধ্যে সাড়ে
তিন বছরের জন্য শ্রীঘরে তাকে ঢুকতেই হচ্ছে। মঙ্গলবার আত্মসমর্পণের সময়
বৃদ্ধির সর্বশেষ আবেদনও খারিজ করে দিয়েছেন ভারতীয় সুপ্রীম কোর্ট।
সঞ্জয়ের চলতি অভিনীত দুটি অসম্পূর্ণ ছবির এক প্রযোজক আদালতে আবেদনটি দায়ের করেছিলেন। এছাড়াও আরো পাঁচটি ছবি রয়ে গেছে যেগুলোতে এখনো সঞ্জয়ের অংশের শুটিং বাকি।
উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরন মামলায় অভিযুক্ত আসামী সঞ্জয়কে ভারতীয় আদালত ৫ বছরের সাজা দেন।
মুন্না ভাই খ্যাত এ অভিনেতা সুপ্রীমকোর্টে রায় পুনর্বিবেচনার আপিল করলে ১০ মে শুক্রবার তা নাকচ হয়ে যায়। আগামী ১৬ মে’র মধ্যে আতœসমর্পনের নির্দেশ দেন আদালত।
আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এর আগে নি¤œ আদালত তাকে ৫ বছরের কারাদন্ড দিলেও তিনি ইতোমধ্যে আঠারো মাস জেলে কাটানোয় তাকে সাড়ে তিন বছর কারা ভোগ করতে হবে।
উল্লেখ্য,১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণে ২৫৭ জন নিহত এবং ৭১৩ জন আহত হয়েছিলেন।
সঞ্জয়ের চলতি অভিনীত দুটি অসম্পূর্ণ ছবির এক প্রযোজক আদালতে আবেদনটি দায়ের করেছিলেন। এছাড়াও আরো পাঁচটি ছবি রয়ে গেছে যেগুলোতে এখনো সঞ্জয়ের অংশের শুটিং বাকি।
উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরন মামলায় অভিযুক্ত আসামী সঞ্জয়কে ভারতীয় আদালত ৫ বছরের সাজা দেন।
মুন্না ভাই খ্যাত এ অভিনেতা সুপ্রীমকোর্টে রায় পুনর্বিবেচনার আপিল করলে ১০ মে শুক্রবার তা নাকচ হয়ে যায়। আগামী ১৬ মে’র মধ্যে আতœসমর্পনের নির্দেশ দেন আদালত।
আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এর আগে নি¤œ আদালত তাকে ৫ বছরের কারাদন্ড দিলেও তিনি ইতোমধ্যে আঠারো মাস জেলে কাটানোয় তাকে সাড়ে তিন বছর কারা ভোগ করতে হবে।
উল্লেখ্য,১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণে ২৫৭ জন নিহত এবং ৭১৩ জন আহত হয়েছিলেন।
Airbus rolls out new A350 XWB
Airbus has showed off its new A350 XWB, rolling out its first flyable plane on Monday fresh from the paintshop in company livery.
The aircraft is the first
in a family of super efficient passenger planes Airbus designed to go
head-to-head against rival Boeing's 787 Dreamliner and 777s.
"XWB" means "extra wide
body." There are three members in the A350 family: the A350-800, the
A350-900 and the A350-1000, which seat 270, 314 and 350 passengers
respectively, in three-class seating.
The largest of the three
lightweight carbon-composite aircraft, the A350-1000, is 73.88 meters
long and has a range of approximately 8,400 nautical miles, or 15,600
kilometers. The catalog price is US$320.6 million. As of March 31, there
were 110 orders for the A350-1000 among a total of 616 orders from 34
customers. Most orders, 414, have been for the A350-900.
The plane unveiled on
Monday at Airbus HQ in Toulouse, France is the latest milestone in what
has been a turbulent production history for the A350.
Critics have said the A350 program -- first launched in 2007 -- was a poorly-designed, hasty response to Boeing's 787.
Dreamliner battery fix: Behind the scenes
"The company, which was
hip-deep in sorting out A380 development, simply hadn't foreseen the
huge pent-up demand for a more efficient 250-seat airliner, and tried to
take the easy way out by offering a re-engined version of its A330,"
aviation journalist David Kaminski-Morrow, air transport editor of Flightglobal.com, told CNN in an earlier report.
Airbus reworked the design, configurations and technology to increase the plane's range and efficiency.
The unveiled plane, which Airbus have tagged "MSN001," will undergo final tests before its maiden flight expected in June.
Airbus said it took less
than a week to complete the aircraft painting. Last month, engines were
installed, ground vibration tests and flight test instrumentation
verification were completed.
Labels:
BD TOP NEWS,
সারা বিশ্ব
Subscribe to:
Posts (Atom)