<
>
বিশ্ব নারী দিবস উপলক্ষে সাহসিকতার জন্য গত শুক্রবার যুক্তরাষ্ট্র যে নয়জন
নারীকে পুরস্কৃত করেছে, তাঁদের মধ্যে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের শিকার
হওয়া নারীও রয়েছেন। ওই নারীর মর্মান্তিক মৃত্যু গোটা ভারতসহ বিশ্বের জন্য
ছিল এক শোকাবহ ঘটনা।
মেডিকেলের ওই ছাত্রী (২৩) গণধর্ষণের শিকার হওয়ার পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। তিনি পরে ‘নির্ভয়া’ হিসেবে পরিচিতি পান।
‘ইউএস ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে মার্কিন
পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নির্ভয়া সম্পর্কে বলেন, তাঁর সাহস মানুষকে
ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করেছে। অনুষ্ঠানে জন কেরি মেয়েটির বাবা-মায়ের পাঠানো
একটি বার্তা পড়ে শোনান। সেখানে তাঁরা বলেছেন, ‘যে কেবলই আমাদের কন্যা ছিল,
সে একদিন পুরো পৃথিবীর হয়ে উঠবে, তা আমরা কখন কল্পনাও করিনি।’
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত আরও তিন নারী অনুপস্থিত ছিলেন। এঁরা হলেন তিব্বতের কবি
সারিং ওয়েসার। তাঁকে চীনা কর্তৃপক্ষ পাসপোর্ট দেয়নি। বাকি দুজন হলেন
বর্তমানে গৃহ অন্তরীণ ভিয়েতনামের ব্লগার তা পঙ তান এবং সিরিয়ার
মানবাধিকারবিষয়ক আইনজীবী রাজান জেইতুনাহ। জেইতুনাহ বর্তমানে নিরাপত্তার
স্বার্থে আত্মগোপনে আছেন। পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন
আফগান নারী মালালাই বাহাদুরি। তিনি আফগান ন্যাশনাল ইন্টারডিকশন ইউনিটের
প্রথম মহিলা সদস্য। আইন প্রয়োগকারী সংস্থায় নিজের ক্যারিয়ার গড়ার
চেষ্টাকালে চাচা তাঁর নাক ভেঙে দেন। এ ছাড়া রয়েছেন রুশ সাংবাদিক এলেনা
মিলাশিনা, নাইজেরিয়ার গণতান্ত্রিক কর্মী জোশেপিন অবিয়াজুলু অদুমাকিন,
সোমালিয়ার অ্যাকটিভিস্ট ফারতুন আদান এবং হন্ডুরাসের জুলিয়েটা ক্যাসেলানোস