Tuesday, March 12, 2013

মাদকাসক্ত স্বামীর নির্যাতনে প্রধান শিক্ষিকা খুন

‘মা-বাবা দুজনেই খুব ভালো ছিলেন। দুজন দুজনকে খুব ভালোবাসতেন। বাবা এমনিতে খুব ভালো, শুধু মাদক সেবন করলে পাগলের মতো হয়ে যেতেন। তখন মাকে মারধর করতেন। মা নেই—ভাবতে কষ্ট লাগছে। ছোট ভাইটি শুধু মাকে খুঁজছে। এখন বাবাও পলাতক। আমি কাউকে হারাতে চাই না, মা-বাবা দুজনকেই চাই।’ দুই বছর বয়সী ছোট ভাই থোয়াইচিং মারমাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল মাংসুচিং মারমা (১০)। তার বাবার নির্যাতনে মা ক্রাঞোরী মারমা (৩০) গত রোববার রাতে মারা যান।
ক্রাঞোরী মারমা খাগড়াছড়ির মাটিরাঙা হারুন হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি মাটিরাঙা পৌরসভার বাবুপাড়া এলাকার বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে জুয়া খেলায় হেরে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্বামী লাব্রাচাই মারমা (৩৬) টাকার জন্য ক্রাঞোরীর ওপর নির্যাতন শুরু করেন। নির্যাতনের একপর্যায়ে ক্রাঞোরী অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ১১টার দিকে তাঁকে মাটিরাঙা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। রোববার ভোরে তাঁকে মাটিরাঙা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ওই দিন রাতে তিনি মারা যান। হাসপাতাল থেকে লাব্রাচাই মারমা কৌশলে পালিয়ে যান।
ক্রাঞোরী মারমা হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রোববার সেঁতু মারমা (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ক্রাঞোরীর ভাই মংচাথোয়াই মারমা বাদী হয়ে লাব্রাচাই মারমাসহ দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে লাব্রাচাই মারমা পলাতক। হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার মিছিল ও সমাবেশ করেছে প্রাথমিক শিক্ষক সমিতি ও একটি নারী সংগঠন।
হারুন হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌস আরা বেগম ও আয়শা আক্তার জানান, ক্রাঞোরী মারমা প্রায়ই আমাদের কাছে তাঁর স্বামীর নির্যাতনের ঘটনাগুলো বলতেন। ৭ মার্চ বিদ্যালয়ে এসে ক্রাঞোরী তাঁর শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন দেখিয়ে বলেন, ‘প্রতি মাসে বেতনের ছয় হাজার টাকা স্বামী নিয়ে নেন। জুয়া খেলে আমার গয়নাগুলো শেষ করেছে। এক নারীর সঙ্গে তাঁর পরকীয়ার সম্পর্ক আছে বলে জানতে পেরেছি। এসব নিয়ে প্রতিবাদ করলে আমাকে প্রতিনিয়ত নির্যাতন করে।’
ক্রাঞোরীর শ্বশুর সুইচা মারমা বলেন, ‘মাঝে মাঝে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। ছেলে একটু নেশা করত। তবে ছেলের বউ ভালো ছিল। ওই দিন কী হয়েছে আমি জানি না।’
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ মিঞা জানান, ক্রাঞোরী মারমা হত্যার ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে দুজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। ক্রাঞোরীর স্বামী লাব্রেচাই মারমাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Monday, March 11, 2013

৬৩৮ রানে থামল বাংলাদেশ

তিন-তিনটি সেঞ্চুরি। মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিমের পর নাসির হোসেন। গল টেস্টের প্রথম ইনিংসে অবশেষে ৬৩৮ রান করে থামল বাংলাদেশ। প্রথম ইনিংসের হিসাবে স্বাগতিক শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ এগিয়ে ৬৮ রানে।
গলে বাংলাদেশকে অনেক কিছুই উপহার দিল শ্রীলঙ্কার সমুদ্র ও দুর্গশহর গল। বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি, মোহাম্মদ আশরাফুলের অন্যরূপে ফেরা, মমিনুল-নাসিরের দুর্দান্ত ব্যাটিং, টেস্টে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর। সবকিছু ছাপিয়ে প্রথম ইনিংসে লিড। আর কী চাই! এর পর বাকি থাকে ড্র অথবা জয়। সবশেষ দুটো এখনো দূরের ব্যাপার হলেও গল টেস্টে তৃপ্তির হাসি বাংলাদেশ হাসতেই পারে।
ডাবল সেঞ্চুরির স্বপ্ন নিয়ে সকালে মাঠে নেমেছিলেন আশরাফুল-মুশফিক, দুজনেই। আশরাফুল ছিলেন ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১১ রান দূরে। কিন্তু দিনের শুরুতেই আগের দিনের সংগ্রহের সঙ্গে মাত্র এক রান যোগ করেই প্যাভিলিয়নে ফিরে যান ‘অ্যাশ’। প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিশতকের দ্বারপ্রান্তে থেকেও ইতিহাসের বরপুত্র হতে পারলেন না আশরাফুল।
আশরাফুল না পারলেও মুশফিকুর পেরেছেন। ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন তিনি অনন্য এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে। কালকের ১৫২ রানের সঙ্গে বাকি ৪৮ রান যোগ করতে একেবারেই বেগ পেতে হয়নি বাংলাদেশ অধিনায়কের। মুশফিকুর-আশরাফুলের পর আলো ছড়ান নাসির হোসেনও। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন তিনি। তবে ১০০ রান করেই আউট হন নাসির। সোহাগ গাজী করেন ২১ রান। শ্রীলঙ্কার হয়ে নুয়ান কুলাসেকেরা, শামিন্দা এরেঙ্গা, রঙ্গনা হেরাথ, অজন্তা মেন্ডিস ও তিলকরত্নে দিলশান প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

Filling gaps with adverbs
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ইংরেজি বিষয়ের Fill in the gaps with suitable adverbs নিয়ে আলোচনা করা হলো।

24. Fill in the gaps with adverbs from the list.
before—over—never—up—very—
seldom—down—noisily
One warm spring day, the duckling flew (a)—into the air. His wings felt (b)—strong. He had (c)—gone so high or so fast. He felt proud: soon he was flying (d)—a lovely garden with a pond. In the pond were those beautiful, white birds he had seen (e)—. When the ugly deckling saw them, he got that same strange feeling again.
Solution :
(a) up; (b) very; (c) never; (d) over;
(e) before .
25. Fill in the far with suitable adverb from the list.
really—fast—inside—hardly—
silently—up—down—angrily
Altaf is a great baseball player. He can run (a)—. He (b)—ever misses a catch. One Saturday when he reaches the dancing school, his friend asks him if he wants to come (c)—for a while. He doesn’t (d)—want to. They enter the class. Soon the class begins. Altaf gets chair and sits (e)—near the door to watch.
solution :
(a) fast; (b) hardly; (c) inside; (d) really; (e) silently.
28. Fill in the gap with suitable adverb from the list.
quickly—up—really—inside—slowly
—amazingly—very—fast
When Mahua’s birthday came, there was a big box waiting for her. She was afraid to look (a)—. maybe it would not be what she (b)—wanted. She (c)—opened the box. Inside was a pair of white ice skates. She was (d)—happy. She couldn’t wait to try them out. They were (e)—beautiful.
Solution :
(a) inside; (b) really; (c) slowly; (d) very; (e) amazingly.

ঢাকায় শুরু হচ্ছে রিকশা উৎসব

রিকশার নান্দনিক সৌন্দর্যে আমরা অনেকেই মুগ্ধ হই। তবে যাঁরা এই দ্বিচক্রযানটি চালান, সৌন্দর্য থেকে পেটের দায় তাঁদের কাছে মুখ্য বিষয়। রিকশা, রিকশাচালকদের জন্য কিছু একটা করতে হবে। এই চিন্তা থেকে নগরে হবে রিকশা রেসসহ অন্যান্য আয়োজন।
গতকাল রোববার ‘ঢাকা রিকশা ফেস্টা উইক ২০১৩’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রিকশা নিয়ে এভাবেই নিজের স্বপ্নের কথা জানালেন ঢাকা রিকশা উদ্যোক্তা সেসিলিয়া আমি কিতাজিমা। সেসিলিয়ার জন্ম আর্জেন্টিনায়। তবে তাঁর বাবা ও মা দুজনই জাপানের নাগরিক। সেসিলিয়া একজন চলচ্চিত্র পরিচালক। আর এ উৎসবে সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগী প্রতিষ্ঠান জাইকা এবং জেওসিভি। এই প্রতিষ্ঠান দুটি বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতার ৪০তম বার্ষিকী পালন উপলক্ষে রিকশা উৎসবে সহায়তা করছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাইকা বাংলাদেশের প্রধান তাকাও তোদা বলেন, এ ধরনের উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে মৈত্রীর বন্ধন আরও দৃঢ় হবে। তিনি বলেন, ‘বাংলাদেশের গ্রামীণ এলাকায় রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে রাজধানীতে রিকশা বর্তমানে যানবাহনের তালিকায় একেবারেই অপরিহার্য। অন্যদিকে বাংলাদেশের রিকশাচালকেরা এ কাজ করতে গিয়ে কতটুকু কষ্ট স্বীকার করছেন, সে বোধটুকু জাপানের তরুণদের উৎসাহিত করবে।’
সপ্তাহব্যাপী উৎসবে ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা গ্যালারিতে অনুষ্ঠিত হবে রিকশা আর্ট প্রদর্শনী। এটি হবে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। ১৫ মার্চ সকাল নয়টায় জাতীয় সংসদের সামনে থেকে শুরু করে পুরান ঢাকা হয়ে আবার জাতীয় সংসদ পর্যন্ত রিকশা রেস অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় ২১টি রিকশা এবং ৮৪ জন রিকশাচালক অংশ নেবেন। প্রথম বিজয়ী পাবেন এক লাখ টাকা। অন্য বিজয়ীরাও পর্যায়ক্রমে পুরস্কার পাবেন। আর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব রিকশাচালকই দুই হাজার করে টাকা পাবেন।
সংবাদ সম্মেলনে ছিলেন পুরান ঢাকার আগামাসি লেনের রিকশাচালক আপেল। মানিকগঞ্জে তাঁর বাড়ি। রাজধানীতে রিকশা চালাচ্ছেন ১৪ থেকে ১৫ বছর ধরে। তিনি রিকশা রেসের একজন প্রতিযোগী। প্রথম আলোর এক প্রশ্নের উত্তরে আপেল জানালেন, প্রতিযোগিতায় প্রথম হতে পারলে পুরস্কারের এক লাখ টাকা দিয়ে বর্তমানের কষ্টকর পেশার পরিবর্তন ঘটাবেন।
গতকাল সংবাদ সম্মেলনে এ উৎসবের উপদেষ্টা শাহ খালেদ রেজা বলেন, যাঁরা বড় অঙ্কের টাকার পুরস্কার পাবেন, তাঁরা পরবর্তী সময়ে এ কষ্টকর পেশা পরিবর্তন করে অন্য পেশা যাতে বেছে নিতে পারেন, এটিও এ উৎসবের একটি লক্ষ্য।

পুলিশের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নরসিংদীতে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাতে শহরের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের কর্মকর্তারা জানান, ব্র্যাকের শিক্ষা প্রকল্পের কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচির আওতায় অনূর্ধ্ব-১৬ (মেয়ে) ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট নরসিংদীর পাঁচদোনা স্যার কে জি গুপ্ত উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রতিযোগিতা শেষ হয় গত শনিবার। প্রতিযোগিতায় বৃহত্তর ময়মনসিংহ, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের ছয়টি দলের ১০৮ জন মেয়ে খেলোয়াড় অংশ নেয়। প্রতিযোগিতা চলাকালে তারা শহরের নিরালা আবাসিক হোটেলে অবস্থান করে।
একই সময় নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে সদ্য যোগ দেওয়া পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম (৫০) হোটেলের চতুর্থ তলার একটি কক্ষে অবস্থান করছিলেন। শনিবার দিবাগত রাত একটার দিকে তিনি নেশাগ্রস্ত অবস্থায় মেয়ে খেলোয়াড়দের একটি কক্ষে টোকা দেন। এ সময় ওই কক্ষে একজন মেয়ে খেলোয়াড় ছিল। টোকার শব্দে মেয়েটি দরজা খুললে শফিকুল তাকে জোর করে তাঁর কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই কিশোরীর চিৎকারে অন্য সহপাঠীরা তাকে উদ্ধার করে। পরে গতকাল সকালে পুলিশ শফিকুলকে হোটেল থেকে নিয়ে যায়।
আয়োজকদের ক্রিকেট প্রশিক্ষক মাহমুদুল আলম বলেন, ‘নিচতলার একটি কক্ষে ছিলাম। ওপরে গিয়ে আমি শফিকুলকে ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি ভুল হয়ে গেছে বলে আমার কাছে ক্ষমা চান। পরে পুলিশকে জানালে এক পুলিশ কর্মকর্তা তাঁকে থানায় নিয়ে যান।’ সদর উপজেলার ইউএনও বলেন, ‘আমরা ঘটনার শিকার মেয়েটি ও তার সহপাঠীদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছি। পুলিশের কাছে এ ধরনের অশোভন আচরণ আমাদের কাম্য নয়।’ পুলিশ কর্মকর্তা শফিকুলের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুব্রত হালদার বলেন, ‘শফিকুল ইসলাম সম্প্রতি আমাদের কার্যালয়ে যোগ দিয়েছেন। তাঁকে এখনো কোথাও দায়িত্ব দেওয়া হয়নি। তাঁকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।’

এবার নাসিরের সেঞ্চুরি

গল টেস্টে যেন সেঞ্চুরির মেলা বসেছে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন। পাল্লা দিয়ে সমান তিনটি সেঞ্চুরি করলেন বাংলাদেশি ব্যাটসম্যানরাও।
গলে সর্বশেষ সেঞ্চুরিটা এসেছে নাসির হোসেনের ব্যাট থেকে। ব্যক্তিগত ১০০ রানে আউট হয়েছেন তিনি। এর আগে টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েন অধিনায়ক মুশফিকুর রহিম। আশরাফুল আউট হন ১৯০ রান করে।
প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৫৫ রান করে অপরাজিত থাকেন লাহিরু থিরিমান্নে। দীনেশ চান্দিমাল অপরাজিত থাকেন ব্যক্তিগত ১১৬ রানে। এ ছাড়া কুমার সাঙ্গাকারা ১৪২ রান করেন।

দিল্লিতে গণধর্ষণ: প্রধান আসামি রাম সিংয়ের আত্মহত্যা

ভারতের দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান অভিযুক্ত আসামি রাম সিং আত্মহত্যা করেছেন। নয়াদিল্লির তিহার কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় আজ সোমবার ভোর পাঁচটার দিকে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, তিহারের ৩ নম্বর কারাগারে আত্মহত্যা করেছেন রাম সিং। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ দিল্লির দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে নেওয়া হয়েছে।
গত বছরের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে ২৩ বছর বয়সী এক মেডিকেলছাত্রী গণধর্ষণের শিকার হন। ঘটনার ১৩ দিন পর ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু হয়। রাম সিং বাসটির চালক ছিলেন। ঘটনার কয়েক ঘণ্টা পর রাম সিংসহ অভিযুক্ত ছয়জনকে আটক করে পুলিশ।

টেস্ট দলে হঠাৎই রাজ্জাক

মাঠে মোহাম্মদ আশরাফুল-মুশফিকুর রহিমের সেঞ্চুরি। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ ‘চমক’ উপহার দিচ্ছে মাঠের বাইরেও। চোট-আঘাতের কারণে আজ এই খেলোয়াড় দলে ঢুকলেন তো কাল হুট করে আরেকজন। সর্বশেষ গতকাল বিসিবি জানাল আবদুর রাজ্জাককে টেস্ট দলে অন্তর্ভুক্তির খবর। আজই গলে উড়ে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারের।
প্রথম টেস্টের মাঝপথে হঠাৎ রাজ্জাককে দলে নেওয়ার ব্যাখ্যা দিয়ে প্রধান নির্বাচক আকরাম খান কাল টেলিফোনে বলেছেন, ‘টিম ম্যানেজমেন্ট একজন বাড়তি বাঁহাতি স্পিনার চেয়েছে। তাদের চাহিদার ভিত্তিতে রাজ্জাককে দলে নেওয়া হয়েছে।’
কিন্তু টেস্ট সিরিজের মাঝপথে কেন হঠাৎ রাজ্জাককে চেয়ে পাঠাল টিম ম্যানেজমেন্ট? আকরামের ‘অনুমান’, ‘হয়তো প্রথম টেস্টের প্রথম ইনিংসের বোলিং দেখে ইলিয়াস সানির ওপর আস্থা রাখতে পারছে না তারা।’ ১৬ মার্চ কলম্বোর প্রেমাদাসায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার আগে রাজ্জাককে নিয়ে টেস্ট দলের খেলোয়াড় হলো ১৬ জন।
শ্রীলঙ্কা সফরের দল নিয়ে শুরু থেকেই নানা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে নির্বাচক কমিটি। কিছু বিতর্কের সৃষ্টি করেছে নির্বাচকদের বক্তব্যও। টেস্ট দল ঘোষণার সময় তাঁরা বলেছিলেন, এনামুল হক জুনিয়রকে দলে নেওয়া হলেও তাঁর সঙ্গে নাকি তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মোশাররফ হোসেন ও সাকলাইন সজীবের। অথচ চোটের কারণে এনামুল বাইরে চলে গেলে মোশাররফ-সাকলাইনকে না নিয়ে নির্বাচকেরা নিলেন সানিকে। অন্য কাউকে নিলে নাকি বোলিং আক্রমণে অভিজ্ঞতার ঘাটতি দেখা দেবে। সেই অভিজ্ঞ সানিও যখন আস্থার প্রতিদান দিতে পারলেন না, ডাক পড়ল আরও অভিজ্ঞ রাজ্জাকের।
প্রধান নির্বাচক অবশ্য বলেছেন রাজ্জাককে পাঠানোর অনুরোধ নাকি কোচ-অধিনায়কেরই, ‘রাজ্জাকের কথা আলাদা করেই বলেছেন কোচ ও অধিনায়ক। গত জাতীয় লিগে ও ৫ ম্যাচে ৪৩ উইকেট নিয়েছে। বিবেচনায় নেওয়া হয়েছে এই ফর্মটাও।’ তা ছাড়া টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজে রাজ্জাক তো আছেনই। দ্বিতীয় টেস্টের আগে টিম ম্যানজমেন্টের চিন্তাভাবনার সুযোগ বাড়িয়ে দিয়ে না হয় একটু আগেই গেলেন শ্রীলঙ্কায়।
২০১১ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে নিজের সর্বশেষ টেস্টটা খেলেছেন রাজ্জাক। এখন পর্যন্ত ৯ টেস্ট খেলে পেয়েছেন ১৮ উইকেট। দ্বিতীয় টেস্টের দলে সুযোগ পেলে শ্রীলঙ্কায় তাঁর টেস্ট ক্যারিয়ারের পুনরুজ্জীবনই আশা করবেন সবাই।

ইতিহাস গড়লেন মুশফিকুর

ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির অনন্য রেকর্ডটি নিজের করে নিলেন তিনি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটিও এখন তাঁর দখলে।
কাল দিনের খেলা শেষে ১৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। আজ সকালে খুব দ্রুত আশরাফুলের বিদায়ও তাঁকে বিচলিত করতে পারেনি। নাসির হোসেনের দুর্দান্ত সঙ্গকে শক্তিতে পরিণত করে নিজের স্বাভাবিক খেলাটা খেলে যান মুশফিকুর। আর তাতেই পেয়ে গেলেন পুরস্কারটি। ২০০ পূরণ করেই কুলাসেকেরার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন বাংলাদেশ অধিনায়ক।
গল টেস্টের তৃতীয় দিনেই শতক পূর্ণ করেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু গতকাল সবার নজর ছিল মোহাম্মদ আশরাফুলের দিকে। ১৮৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করা আশরাফুলই বাংলাদেশের পক্ষে প্রথম দ্বিশতকের ইনিংসটি খেলবেন বলে আশা করেছিলেন অনেকেই। কিন্তু আজ আশরাফুল সাজঘরে ফেরেন ব্যক্তিগত সংগ্রহে মাত্র ১ রান যোগ করার পরই। তবে বাংলাদেশের ইতিহাস গড়ার স্বপ্নটা বৃথা যেতে দেননি মুশফিকুর রহিম। দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করে পূর্ণ করেছেন বাংলাদেশের পক্ষে প্রথম দ্বিশতক।
২০০ রানের ইতিহাস গড়া ইনিংস খেলার পথে ৩২১টি বল মোকাবিলা করেছেন মুশফিক। এতে ছিল ২২ চার ও ১টি ছয়ের মার। দুর্দান্ত এই ইনিংসটি খেলে নিজের ব্যাটিং প্রতিভার প্রমাণও বেশ ভালোমতোই দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কান বোলারদের নাজেহাল করে দিয়ে মাঠের চারদিকেই শট খেলেছেন মুশফিক। তাঁর ২০০ রানের মধ্যে ১০৩ রান এসেছে অফসাইড থেকে। বাকি ৯৭ রান লেগ সাইড থেকে। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়, সবদিকেই শট খেলতে সমানভাবে পারদর্শী বাংলাদেশের এই তরুণ অধিনায়ক।
আজ মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুলের হাত ধরে বাংলাদেশের টেস্ট ক্রিকেট এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশের উঠতি ক্রিকেটাররাও যে এই পারফরম্যান্স দ্বারা অনুপ্রাণিত হবেন, নিজেদের সক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন—এ কথা নিঃসন্দেহেই বলা যায়।

পারলেন না আশরাফুল

পারলেন না আশরাফুল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরির হাতছানিকে বাস্তবে রূপান্তরিত করতে পারলেন না। ব্যক্তিগত ১৯০ রানে রঙ্গনা হেরাথের বলে ফিরে গেলেন প্যাভিলিয়নে। মাত্র ১০টি রানের ব্যবধান ইতিহাসের সাক্ষী হতে দিল না এ দেশের ক্রিকেটপ্রেমী মানুষকে।
দিনের প্রথম বলেই আশরাফুলের বিরুদ্ধে তারস্বরে আবেদন করেছিলেন তিলকরত্নে দিলশান। কিন্তু আম্পায়ার দিলশানের ওই আবেদনে সাড়া দেওয়ার কোনো কারণ খুঁজে পাননি। কিন্তু ওই আবেদনটি আশরাফুলের আত্মবিশ্বাসকে কী একটু চিড় ধরিয়ে দিয়ে যায়নি! হেরাথের বলটি মিডল স্টাম্পে পিচ করে বেরিয়ে যাচ্ছিল। সেই বল ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়েই নিজের বিপর্যয় ডেকে আনেন আশরাফুল।