Monday, March 11, 2013

ইতিহাস গড়লেন মুশফিকুর

ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির অনন্য রেকর্ডটি নিজের করে নিলেন তিনি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটিও এখন তাঁর দখলে।
কাল দিনের খেলা শেষে ১৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। আজ সকালে খুব দ্রুত আশরাফুলের বিদায়ও তাঁকে বিচলিত করতে পারেনি। নাসির হোসেনের দুর্দান্ত সঙ্গকে শক্তিতে পরিণত করে নিজের স্বাভাবিক খেলাটা খেলে যান মুশফিকুর। আর তাতেই পেয়ে গেলেন পুরস্কারটি। ২০০ পূরণ করেই কুলাসেকেরার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন বাংলাদেশ অধিনায়ক।
গল টেস্টের তৃতীয় দিনেই শতক পূর্ণ করেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু গতকাল সবার নজর ছিল মোহাম্মদ আশরাফুলের দিকে। ১৮৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করা আশরাফুলই বাংলাদেশের পক্ষে প্রথম দ্বিশতকের ইনিংসটি খেলবেন বলে আশা করেছিলেন অনেকেই। কিন্তু আজ আশরাফুল সাজঘরে ফেরেন ব্যক্তিগত সংগ্রহে মাত্র ১ রান যোগ করার পরই। তবে বাংলাদেশের ইতিহাস গড়ার স্বপ্নটা বৃথা যেতে দেননি মুশফিকুর রহিম। দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করে পূর্ণ করেছেন বাংলাদেশের পক্ষে প্রথম দ্বিশতক।
২০০ রানের ইতিহাস গড়া ইনিংস খেলার পথে ৩২১টি বল মোকাবিলা করেছেন মুশফিক। এতে ছিল ২২ চার ও ১টি ছয়ের মার। দুর্দান্ত এই ইনিংসটি খেলে নিজের ব্যাটিং প্রতিভার প্রমাণও বেশ ভালোমতোই দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কান বোলারদের নাজেহাল করে দিয়ে মাঠের চারদিকেই শট খেলেছেন মুশফিক। তাঁর ২০০ রানের মধ্যে ১০৩ রান এসেছে অফসাইড থেকে। বাকি ৯৭ রান লেগ সাইড থেকে। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়, সবদিকেই শট খেলতে সমানভাবে পারদর্শী বাংলাদেশের এই তরুণ অধিনায়ক।
আজ মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুলের হাত ধরে বাংলাদেশের টেস্ট ক্রিকেট এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশের উঠতি ক্রিকেটাররাও যে এই পারফরম্যান্স দ্বারা অনুপ্রাণিত হবেন, নিজেদের সক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন—এ কথা নিঃসন্দেহেই বলা যায়।

পারলেন না আশরাফুল

পারলেন না আশরাফুল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরির হাতছানিকে বাস্তবে রূপান্তরিত করতে পারলেন না। ব্যক্তিগত ১৯০ রানে রঙ্গনা হেরাথের বলে ফিরে গেলেন প্যাভিলিয়নে। মাত্র ১০টি রানের ব্যবধান ইতিহাসের সাক্ষী হতে দিল না এ দেশের ক্রিকেটপ্রেমী মানুষকে।
দিনের প্রথম বলেই আশরাফুলের বিরুদ্ধে তারস্বরে আবেদন করেছিলেন তিলকরত্নে দিলশান। কিন্তু আম্পায়ার দিলশানের ওই আবেদনে সাড়া দেওয়ার কোনো কারণ খুঁজে পাননি। কিন্তু ওই আবেদনটি আশরাফুলের আত্মবিশ্বাসকে কী একটু চিড় ধরিয়ে দিয়ে যায়নি! হেরাথের বলটি মিডল স্টাম্পে পিচ করে বেরিয়ে যাচ্ছিল। সেই বল ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়েই নিজের বিপর্যয় ডেকে আনেন আশরাফুল।

Sunday, March 10, 2013

ডাবল সেঞ্চুরির অপেক্ষা

আবারও অপেক্ষায় মোহাম্মদ আশরাফুল। গতকাল অপেক্ষায় ছিলেন সেঞ্চুরির। আজ অপেক্ষায় ডাবলের।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেতে আশরাফুলের প্রয়োজন মাত্র ১১ রান। গল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক অপরাজিত আছেন ১৮৯ রানে।
এত দিন বাংলাদেশের হয়েছে সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংসটি ছিল আশরাফুলের। নয় বছর পর আজ সেই রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি নিজেই। পুরো বাংলাদেশ এখন অপেক্ষায় তাঁর ডাবল সেঞ্চুরির।
৬৫ রান নিয়ে আজ মাঠে নামেন আশরাফুল। আগের দিনের মতোই দেখেশুনে খেলতে থাকেন তিনি। আশরাফুল শত রানে পৌঁছান ১৮১ বল খেলে। এতে ছিল ১০টি চার ও একটি ছয়ের মার। এটি তাঁর ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি।
মাঠের পারফরম্যান্স প্রমাণ করে, আশরাফুলের প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ছয়টি টেস্ট সেঞ্চুরির পাঁচটিই তিনি করেছেন লঙ্কানদের বিপক্ষে। ২০০১ সালে অভিষেকে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে তাঁর টেস্ট সেঞ্চুরিটিও ছিল এই শ্রীলঙ্কার বিপক্ষেই।

যুক্তরাষ্ট্রের সাহসিকতা পুরস্কার পেলেন দিল্লির সেই ছাত্রী

< > বিশ্ব নারী দিবস উপলক্ষে সাহসিকতার জন্য গত শুক্রবার যুক্তরাষ্ট্র যে নয়জন নারীকে পুরস্কৃত করেছে, তাঁদের মধ্যে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের শিকার হওয়া নারীও রয়েছেন। ওই নারীর মর্মান্তিক মৃত্যু গোটা ভারতসহ বিশ্বের জন্য ছিল এক শোকাবহ ঘটনা।
মেডিকেলের ওই ছাত্রী (২৩) গণধর্ষণের শিকার হওয়ার পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। তিনি পরে ‘নির্ভয়া’ হিসেবে পরিচিতি পান।
‘ইউএস ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নির্ভয়া সম্পর্কে বলেন, তাঁর সাহস মানুষকে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করেছে। অনুষ্ঠানে জন কেরি মেয়েটির বাবা-মায়ের পাঠানো একটি বার্তা পড়ে শোনান। সেখানে তাঁরা বলেছেন, ‘যে কেবলই আমাদের কন্যা ছিল, সে একদিন পুরো পৃথিবীর হয়ে উঠবে, তা আমরা কখন কল্পনাও করিনি।’
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত আরও তিন নারী অনুপস্থিত ছিলেন। এঁরা হলেন তিব্বতের কবি
সারিং ওয়েসার। তাঁকে চীনা কর্তৃপক্ষ পাসপোর্ট দেয়নি। বাকি দুজন হলেন বর্তমানে গৃহ অন্তরীণ ভিয়েতনামের ব্লগার তা পঙ তান এবং সিরিয়ার মানবাধিকারবিষয়ক আইনজীবী রাজান জেইতুনাহ। জেইতুনাহ বর্তমানে নিরাপত্তার স্বার্থে আত্মগোপনে আছেন। পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন
আফগান নারী মালালাই বাহাদুরি। তিনি আফগান ন্যাশনাল ইন্টারডিকশন ইউনিটের প্রথম মহিলা সদস্য। আইন প্রয়োগকারী সংস্থায় নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টাকালে চাচা তাঁর নাক ভেঙে দেন। এ ছাড়া রয়েছেন রুশ সাংবাদিক এলেনা মিলাশিনা, নাইজেরিয়ার গণতান্ত্রিক কর্মী জোশেপিন অবিয়াজুলু অদুমাকিন, সোমালিয়ার অ্যাকটিভিস্ট ফারতুন আদান এবং হন্ডুরাসের জুলিয়েটা ক্যাসেলানোস

নির্দোষ দাবি করলেন আবু ঘাইথ

ওসামা বিন লাদেনের জামাতা ও আল-কায়েদার একসময়ের মুখপাত্র সুলাইমান আবু ঘাইথ যুক্তরাষ্ট্রের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। গত শুক্রবার তাঁকে নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল কোর্টে যুক্তরাষ্ট্রের নাগরিক হত্যার পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হাজির করা হয়।
ওই বিচারকাজের সঙ্গে যুক্ত সরকারপক্ষের সহকারী আইনজীবী জন পি ক্রোনান জানান, গত ২৮ ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর থেকে আবু ঘাইথ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যেসব কথা বলেছেন, তার ২২ পৃষ্ঠার একটি রেকর্ড আদালতে পড়ে শোনানো হয়। তবে ওই রেকর্ডটির বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি। অপরদিকে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতা ও তাঁর গ্রেপ্তারের বিষয়টি এখনো ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের অন্যান্য কয়েদির মতোই নীল পোশাক পরিহিত আবু ঘাইথ বিচারপতির প্রশ্নের অল্প কথায় উত্তর দেন।
বিচারপতির নির্দেশে আবু ঘাইথের পক্ষে তিনজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। তাঁদেরই একজন ফিলিপ এল ওয়েনস্টেন তাঁকে নির্দোষ দাবি করেন। আবু ঘাইথকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ও তাঁর অধিকার সম্পর্কে জানান বিচারপতি কাপলান। পুরো প্রক্রিয়াটিই আরবিতে অনুবাদ করে জানানো হয়। তিনি হেডফোনে পুরো প্রক্রিয়াটি শোনেন। ওই শুনানির স্থায়িত্ব ছিল মাত্র ২০ মিনিট।
আইনজীবী ক্রোনান জানান, এই বিচারকাজ শুরু হবে তিন সপ্তাহ পর, তবে কোনো দিন ঠিক করা হয়নি।
উল্লেখ্য, বিচার বিভাগীয় কর্মকর্তা ও আইনজীবীদের মধ্যে আবু ঘাইথের আল-কায়েদায় অবস্থান নিয়ে মতভেদ আছে। কিছু কর্মকর্তার মতে, আল-কায়েদায় তাঁর অবস্থান ততটা শক্তিশালী ছিল না। অপরদিকে কিছু কর্মকর্তা মনে করেন, তিনি ১১ সেপ্টেম্বরের হামলার পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী দায়িত্ব পালন করতেন।

পুকুরে বোমা বিস্ফোরণ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় একটি পুকুরে গতকাল বিকেলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এক যুবককে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। আটক ওই যুবকের নাম ইকবাল হোসেন (৩০)। তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর গ্রামের আমজদ আলীর পুকুরে গতকাল শনিবার বেলা তিনটার দিকে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। ইকবাল নামের ওই যুবক বোমাটির বিস্ফোরণ ঘটান। তিনি একটি বোতলের ওপরের অংশে আগুন দিয়ে পুকুরে ছুড়ে মারলে সেটি পানিতে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। কিছুক্ষণের মধ্যেই পুকুরের মাছ মরে ভেসে ওঠে। এ সময় স্থানীয় লোকজন ইকবালকে ধরে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।

আশরাফুলের পর মুশফিকুর

গল টেস্টে জ্বলে উঠেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। মোহাম্মদ আশরাফুলের পর সেঞ্চুরি করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। এটি বাংলাদেশ দলপতির দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৮১ রান। আশরাফুল ১৬০ ও মুশফিকুর ১২৬ রান নিয়ে অপরাজিত আছেন।
মুশফিকুরের শতরানের ইনিংসটি এসেছে ১৬২ বলে। সেঞ্চুরির পথে ১২টি চার হাঁকান তিনি। আর আশরাফুল শতরানে পৌঁছান ১৮১ বল খেলে। তিনি হাঁকেন ১০টি চার ও একটি ছয়ের মার।
এর আগে ৪ উইকেটে ৫৭০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। দলীয় সর্বোচ্চ ১৫৫ রান করে অপরাজিত থাকেন লাহিরু থিরিমান্নে। দীনেশ চান্দিমাল অপরাজিত থাকেন ব্যক্তিগত ১১৬ রানে। এ ছাড়া কুমার সাঙ্গাকারা ১৪২ রান করেন।

সংগীতব্যক্তিত্ব বুলবুলের ভাইয়ের লাশ উদ্ধার

বাংলাদেশের স্বনামধন্য সংগীতব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই মিরাজ উদ্দিন আহমেদের মরদেহ গতকাল শনিবার রাতে উদ্ধার করা হয়েছে। কুড়িল উড়ালসড়কের নিচে রেললাইনের ওপরে লাশটি পড়ে ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক সোহেল মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, মিরাজকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুলবুল মুক্তিযোদ্ধা হিসেবে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, যে জায়গায় লাশটি পাওয়া গেছে, সেটি রেলওয়ে পুলিশের আওতাভুক্ত। কুড়িল উড়ালসড়কের নিচে রেললাইনের পাশে নীল শার্ট পরা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন কমলাপুর রেলওয়ে থানায় যোগাযোগ করে। পরে রেলওয়ে পুলিশের সদস্যরা রাত সোয়া একটার দিকে ঘটনাস্থলে যান।
কমলাপুর রেলওয়ে পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থলে যাওয়ার পর মৃত ব্যক্তির পকেটে থাকা মোবাইল ফোনটি বেজে ওঠে। পুলিশ সদস্যরা ফোনের কল ধরে ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হন। জানতে পারেন, তাঁর নাম মিরাজ উদ্দিন আহমেদ। তিনি গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই।
খিলক্ষেত থানার ওসি ফারুক আহমেদ জানান, মিরাজের মরদেহ উদ্ধার করে রাত চারটার দিকে খিলক্ষেত থানায় নেওয়া হয়। কেউ তাঁকে মেরে এখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি, গোলাম আযমের বিরুদ্ধে করা মামলায় নিহতের ভাই সাক্ষী ছিলেন। এ কারণে তাঁকে খুন করা হতে পারে বলে তাঁরা মনে করছেন। মিরাজ গাড়ির ব্যবসা করতেন। অবিবাহিত মিরাজ মিরপুরে বোনের বাসায় থাকতেন।
নিহত মিরাজের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার অনুরোধ জানানো হয়। তবে পুলিশ মিরাজের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক সোহেল মাহমুদ আজ দুপুর দেড়টার দিকে সাংবাদিকদের জানিয়েছেন, মিরাজের মাথার ডান পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর নাকের হাড় ভাঙা। ঠোঁট কালো ও রক্ত জমাট বাঁধা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আরও পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ভাইয়ের মৃত্যুতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

দারুণ সেঞ্চুরিতে আশরাফুলের জবাব

শ্রীলঙ্কা সফরের দলে প্রথমে সুযোগই পাননি মোহাম্মদ আশরাফুল। শাহরিয়ার নাফীসের চোট দলে জায়গা করে দিয়েছিল তাঁকে। শেষ মুহূর্তে পাওয়া সুযোগটির সদ্ব্যবহার করতে একদমই সময় নিলেন না আশরাফুল। প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টেই দিয়ে দিলেন নির্বাচকদের উপেক্ষার জবাবটা। হ্যাঁ, জবাবই। লঙ্কানদের বিপক্ষে পঞ্চম ও ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটি পূর্ণ করার পর তাঁর অভিব্যক্তি জুড়ে থাকল অমন কিছুই। গল টেস্টের তৃতীয় দিনে আশরাফুল অপরাজিত আছেন 155 রানে। কাল বিকেল থেকে এখন পর্যন্ত আশরাফুলের ব্যাটিংটা যেন ঠিক তেমনই—যেমনটা তাঁর কাছে প্রত্যাশিত।
ফলোঅন এড়াতে আরও 10 রান দরকার বাংলাদেশের। শ্রীলঙ্কার ৫৭০ রানের পাহাড়ে চড়তে এখনো করতে হবে ২৭০ রান। এমন একটি কঠিন পরিস্থিতিতেও যেন আশরাফুলের ব্যাটিং জুগিয়ে যাচ্ছে নির্ভরতা। বাকি সবকিছু বাদ, তিনি উইকেটে আরও দীর্ঘক্ষণ থাকুন। এটাই এই মুহূর্তের প্রার্থনা। ফলোঅন-টলোঅন অনেক পরের ব্যাপার।
আশরাফুলের সঙ্গে কাল বিকেল থেকেই দারুণ এক জুটি গড়েছিলেন মমিনুল। অভিষিক্ত এই তরুণ নিজের জাতটি পুরোমাত্রায় চিনিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার মাটিতে। ধীরস্থির ব্যাটিংয়ের অনুপম প্রদর্শনীতে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৫ রান। অভিষেকে পাওয়া তাঁর এই ফিফটিটি আরও বড় হতে পারত, যদি নুয়ান কুলাসেকেরার আউট সুইঙ্গারটি আর এক মুহূর্ত আগে বুঝতে পারতেন। অফস্টাম্পের বাইরে বেরিয়ে যেতে থাকা বলটিতে মমিনুল খোঁচা না দিলে হয়তো স্বপ্নের পরিধিটা আরও বড় হতে পারত।
মমিনুলের বিদায়ের পর উইকেটে আসা মাহমুদউল্লাহ বেশিক্ষণ টিকতে পারেননি। রঙ্গনা হেরাথের বলে বাইরে বেরিয়ে এসে মারতে গিয়ে নিজের বিপদ তো ডেকেছেনই, দলকেও ফেলে গেছেন বিপদের মধ্যে।
এই মুহূর্তে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে জুটি বেঁধেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। অধিনায়ক অপরাজিত আছেন 105 রান নিয়ে। ১২২ রানের অবিচ্ছিন্ন জুটিটিও স্বপ্ন দেখাতে শুরু করেছে।
এই দুজন স্বপ্নের পরিধিকে কত বিস্তৃত করেন—এখন এটাই দেখার বিষয়।

Saturday, March 9, 2013

ভরসা সেই আশরাফুল

নিছক ভাগ্যের জোরে টেস্ট দলে জায়গা পেয়েছিলেন। ত বে মোহাম্মদ আশরাফুলই এই মুহূর্তে বাংলাদেশ দলের ভরসা। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন। গল টেস্টেও আশরাফুল খেলছেন দুর্দান্ত।
টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৩৫ রান। আশরাফুল অপরাজিত আছেন ৬৫ রানে। তাঁর সঙ্গে ৩৫ রান নিয়ে অপরাজিত আছেন প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পাওয়া মমিনুল হক। এর আগে ৪ উইকেটে ৫৭০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক শ্রীলঙ্কা।
দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। শামিন্দা এরাঙ্গার বলে উইকেটরক্ষক দীনেশ চান্দিমালের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ২০ রানে থাকা জহুরুল ইসলাম। এ পর্যায়ে উইকেটে আসেন আশরাফুল। এক প্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রাখেন তিনি।
এনামুল হকের টেস্ট অভিষেকটা সুখকর হয়নি। মাত্র ১৩ রানে সাজঘরে ফেরেন তিনি। তখন দলীয় সংগ্রহ ৬৫ রান। এত দ্রুত দুই উইকেট পড়ে যাওয়াটা বাংলাদেশের জন্য বেশ অস্বস্তির ছিল। তবে সেই অস্বস্তি কাটে আশরাফুল ও মমিনুল হকের অবিচ্ছিন্ন ৭০ রানের জুটিতে।
সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের ২৫ সদস্যের প্রাথমিক দলে ছিলেন না মোহাম্মদ আশরাফুল। এনামুল হক জুনিয়র ও নাঈম ইসলাম চোটের কারণে সিরিজ থেকে ছিটকে পড়ার পরও নেওয়া হয়নি তাঁকে। অবশেষে আশরাফুল ডাক পান শাহরিয়ার নাফীস শ্রীলঙ্কায় না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির পর আজকের হার না মানা ইনিংস—এটাকে নির্বাচকদের প্রতি আশরাফুলের জবাব বললেও বোধ হয় ভুল হবে না।
এ টেস্টে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কার তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। দলের পক্ষে সর্বোচ্চ ১৫৫ রান করে অপরাজিত থাকেন লাহিরু থিরিমান্নে। দীনেশ চান্দিমাল অপরাজিত থাকেন ব্যক্তিগত ১১৬ রানে। গতকাল ১৪২ রান করে আউট হন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার উদ্বোধনী দুই ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে ও তিলকরত্নে দিলশানের সংগ্রহ যথাক্রমে ৪১ ও ৫৪ রান। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস করেন ২৭ রান। বাংলাদেশের হয়ে সোহাগ গাজী তিনটি ও আবুল হাসান একটি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫৭০/৪, ঘোষণা
থিরিমান্নে ১৫৫*, সাঙ্গাকারা ১৪২, চান্দিমাল ১১৬*
সোহাগ গাজী ৩/১৬৪, আবুল ১/১১২
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৩৫/২
(দ্বিতীয় দিনের খেলা শেষে)
আশরাফুল ৬৫*, মমিনুল ৩৫*, জহুরুল ২০
এরাঙ্গা ১/২৫, মেন্ডিস ১/২৮
টস: শ্রীলঙ্কা