গল টেস্টে জ্বলে উঠেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। মোহাম্মদ আশরাফুলের পর
সেঞ্চুরি করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। এটি বাংলাদেশ দলপতির দ্বিতীয় টেস্ট
সেঞ্চুরি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৮১ রান। আশরাফুল ১৬০ ও মুশফিকুর ১২৬ রান নিয়ে অপরাজিত আছেন।মুশফিকুরের শতরানের ইনিংসটি এসেছে ১৬২ বলে। সেঞ্চুরির পথে ১২টি চার হাঁকান তিনি। আর আশরাফুল শতরানে পৌঁছান ১৮১ বল খেলে। তিনি হাঁকেন ১০টি চার ও একটি ছয়ের মার।
এর আগে ৪ উইকেটে ৫৭০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। দলীয় সর্বোচ্চ ১৫৫ রান করে অপরাজিত থাকেন লাহিরু থিরিমান্নে। দীনেশ চান্দিমাল অপরাজিত থাকেন ব্যক্তিগত ১১৬ রানে। এ ছাড়া কুমার সাঙ্গাকারা ১৪২ রান করেন।