নাটোরের সিংড়া উপজেলার লেংগুইন এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের ইটপাটকেলের আঘাতে সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত হাসান ও নূর আলম মারাত্মক আহত হন। ঘটনার প্রায় দুই ঘণ্টা পরে আবারও হাতকড়াসহ মাদক ব্যবসায়ী জনাব আলীকে আটক করা হয়।
সিংড়া থানার এক পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার রাত ৯টার দিকে সিংড়ার লেংগুইন এলাকার মৃত হোসেন আলীর ছেলে ও মাদক ব্যবসায়ী জনাব আলীকে (৩৫) ১৩ পুরিয়া হেরোইনসহ আটক করে দুটি মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন। এ সময় স্থানীয় বেশ কয়েকজন সন্ত্রাসী পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা আসামি জনাব আলীকে ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের ইটপাটকেলের আঘাতে মারাত্মক আহত হন এসআই সৈকত হোসেন ও নূর আলম। পরে রাত ১১টার দিকে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে লেংগুইন এলাকায় অভিযান চালিয়ে হাতকড়া পরা মাদক ব্যবসায়ী জনাব আলীকে আবারও আটক করে। নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নাসিরুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি হামলাকারীদের আটকে বিশেষ অভিযান চলছে।
সিংড়া থানার এক পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার রাত ৯টার দিকে সিংড়ার লেংগুইন এলাকার মৃত হোসেন আলীর ছেলে ও মাদক ব্যবসায়ী জনাব আলীকে (৩৫) ১৩ পুরিয়া হেরোইনসহ আটক করে দুটি মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন। এ সময় স্থানীয় বেশ কয়েকজন সন্ত্রাসী পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা আসামি জনাব আলীকে ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের ইটপাটকেলের আঘাতে মারাত্মক আহত হন এসআই সৈকত হোসেন ও নূর আলম। পরে রাত ১১টার দিকে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে লেংগুইন এলাকায় অভিযান চালিয়ে হাতকড়া পরা মাদক ব্যবসায়ী জনাব আলীকে আবারও আটক করে। নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নাসিরুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি হামলাকারীদের আটকে বিশেষ অভিযান চলছে।