Monday, August 30, 2010
যন্ত্রাংশের দাম কমেছে
প্রসেসর: ইন্টেল কোর আই ৭ (২.৮ গি.হা.) ২৪৫০০ টাকা, ইন্টেল কোর আই ৫ (২.৬৬ গি.হা.) ১৬০০০ টাকা, ইন্টেল কিউ ৯৫০৫ (২.৮৩ গি.হা.) ১৭০০০ টাকা, ইন্টেল সেলেরন ১.৮ গি.হা. ২৯০০ টাকা। ইন্টেল কোর আই ৩ ২.৯৩ গি.হা. ৯২০০ টাকা কোর আইথ্রি ৩.০৬ গি.হা. ৯৮০০ টাকা। পেন্টিয়াম ডুয়েল কোর ২.৭ ৫২০০ টাকা। ইন্টেল কোর টু কোয়াড ৮৮০০-১৩৩০০ টাকা; ২.৬৬ গি.হা. ১২৫০০ টাকা। ইন্টেল কোর টু ডুয়ো কেরাজ ই ৭৫০০ ২.৯৩ গি.হা. ৮৭০০ টাকা। মাদারবোর্ড: ইন্টেল ডিপি ৫৫ ডব্লিউবি (ডিডিআরএ) ৯৫০০ টাকা, ইন্টেল ডিএইচ ৫৫ এইচসি ৯৭০০ টাকা। গিগাবাইট এইচ ৫৫-এমএইচটুএইচ (ডিডিআর ৩) ৭৭০০ টাকা। ইন্টেল ডিজি৪৫ এসজি ১০৭০০ টাকা, ইন্টেল ডিজি ৪৫আইডি ৮১০০ টাকা। ডিজি৪১আরকিউ ৪৬০০ টাকা। ৪১টিওয়াই ৫৬০০ টাকা। ইন্টেল ৪৩জিটি ৬৬৫০ টাকা। গিগাবাইট জি ৪১ ইন্টেল টিপসেট ৪৩০০ টাকা। আসুস জি৪১ ৪৩০০ টাকা। ফক্সকন জি৩১ এমভি ৩২৫০ টাকা, এইচ৫৫ এমএক্সভি ৫৮০০ টাকা। র্যাম: ২ গি.বা. ডিডিআর-২ ৩৪০০ টাকা। ১ গি.বা. ডিডিআর টু ১৭৫০ টাকা; ২ গি.বা. ডিডিআর ৩ ৪৫০০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ১৬০ গি.বা. (৭২০০ আরপিএম) ২৭৫০ টাকা। ৩২০ গি.বা. ৩৩০০ টাকা। ৫০০ গি.বা. ৩৭০০ টাকা। ১ টেরাবাইট ৬২০০ টাকা। পেনড্রাইভ: ২ গি.বা. ৫০০ টাকা; ৪ গি.বা. ৭০০ টাকা; ৮ গি.বা. ১৩০০ টাকা। এলসিডি মনিটর: স্যামসাং ১৫.৬'' ৭৮০০ টাকা। ফিলিপস ১৮.৫'' ৮৮০০ টাকা; ডেল ১৮.৫'' ৮৬০০ টাকা। স্যামসাং ১৮.৫'' ৯২০০ টাকা। এলজি ১৮.৫'' ৮৭০০ টাকা। এইচপি ১৮.৫'' ৯৫০০ টাকা। স্যামসাং ২১.৫'' ১২৮০০ টাকা। গ্রাফিকস কার্ড: গিগাবাইট জিভি ১ গি.বা. ৯৫০০ জিটি ৪৭০০ টাকা। গিগাবাইট পিসিআই এক্সপ্রেস ১ গি.বা. ৯৫০০ জিটি ৪৫০০ টাকা। স্যাফায়ার (এইচডি ৪৩৫০) ১ গি.বা. ৪,১০০, এইচডি ৩৪৫০ ৫১২ মে.বা. ৩২০০ টাকা। পিসিআই এক্সপ্রেস ৪৫৫০ এইচডি ৫১২ মে.বা. ৪৬০০ টাকা, এক্সএফএস এক্সপ্রেস ১ গি.বা জিএফ ৯৪০০ জিটি ৪৩০০ টাকা। ফক্সকন জিফোর্স পিসিআই ১০,৫০০ টাকা। ডিভিডি রাইটার/রি-রাইটার: সামসাং ৫২x২৪x৫২এক্স ১৭৫০ টাকা এবং আসুস ৫২x৩২x৫২এক্স ২১০০ টাকা, সনি ডিভিডি-আরডব্লিউ ১৯০০ টাকা। ডিভিডি-রম ড্রাইভ: আসুস ১৮এক্স ১৪৫০ টাকা, ১৩৫০ টাকা এবং বেনকিউ ১৬ এক্স ১৩৫০ টাকা। কেসিং: ১৫০০ থেকে ৩০০০ টাকা। মাউস: ১৫০ থেকে ৯০০ টাকা। কিবোর্ড: সাধারণ ২৫০ থেকে ৩৫০ টাকা। মাল্টিমিডিয়া ৬০০ টাকা। স্পিকার: ক্রিয়েটিভ ইনস্পায়ার (৫: ১) ৫৩০০ টাকা, (৭: ১) ৯৮০০ টাকা, (৪: ১) ৪৫০০ টাকা, (২: ১) ২৭০০ টাকা। মাইক্রোল্যাব (২: ১) ১৩৫০ থেকে ২৪০০। মাইক্রোল্যাব (২: ১) ১৭০০ থেকে ১৮০০ টাকা, (৫: ১) ৪৫০০ টাকা, ক্রিয়েটিভ এসবিএস (এ৩০০) ২৫০০ টাকা, ডিলাক্স (২:১) ১৭০০। গোল্ডেন ব্রিজ এফটি ৮১৬ (২: ১) ১৩০০। গোল্ডেন ব্রিজ এফটি ৮১২ (২: ১) ১৩০০। গোল্ডেন ব্রিজ এফটি ৮০৫ (২: ১) ১৩০০। জিপিআরএস মডেম: আসুস ইউএসবিটি ৭১০০ টাকা, মোবিডাটা ২৮০০-৪২০০ টাকা (ইউএসবি)। টিভিকার্ড: এভারমিডিয়া এক্সটারনাল (ইউএসবি) ৪৫০০ টাকা ও ইন্টারনাল ৩২০০ টাকা, গেডমি (ইউএসবি) টিভিকার্ড ২১০০, রিয়ালভিউ এক্সটারনাল (এলসিডি) ২০৫০ টাকা ও গেড মি (এলসিডি) ২০০০ টাকা। কে-ওয়ার্ল্ড ২৭০০ টাকা। প্রিন্টার: ক্যানন পিক্সমা আইপি ২৭৭০ ৩১০০ টাকা, এইচপি ১৬৬০ ডেস্কজেট ২৮৫০ টাকা, এপসন সি ৫৯ ৩৫০০ টাকা, এইচপিসি পি (লেজার) ১০০৫, ৯৫০০ টাকা; ব্রাদার এইচএল ২১৪০-৭৫০০ টাকা। এমএফসি ৭৩৪০ থেকে ২৩৫০০ স্যামসাং এমএল ১৬৪০ (লেজার) ৬০০০। ডিজিটাল ফটোফ্রেম: ট্রানসেন্ড ৮৫০০, জিনিয়াস ৭৫০০ টাকা। পোর্টেবল হার্ডডিস্ক: ট্রানসেন্ড (২৫০ গি.হা) ৫১০০ টাকা, (৩২০ গি.হা) ৫৬০০ টাকা, (৫০০ গি.হা) ৭৫০০ টাকা, (১ টি বি) ১৯৫০০ টাকা। ইউপিএস: ৬৫০ ভিএ ২৬০০ টাকা, ৮০০ ভিএ ৩০০০ টাকা, ১২০০ ভিএ ৫২০০ টাকা, ২ কেভিএ ১০৫০০ টাকা। রেডফক্স ৬৫০ভিএ ২৮০০ টাকা। অ্যান্টি ভাইরাস: নরটন সিঙ্গেল ইউজার ১১০০ টাকা। ক্যাসপারস্কি সিঙ্গেল ১০৯৯ টাকা। থ্রি ২১৯৯ টাকা।
এখানে শুধু যন্ত্রাংশের দাম দেওয়া হয়েছে। পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে যন্ত্রাংশ সংযোজন খরচ ও সার্ভিস চার্জ যুক্ত হবে।
নতুন প্রজেক্টর বাজারে
জিমেইলে যোগ হলো ফোন করার সুবিধা
ফোন করার এ সেবাটি চালুর প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ১০ লাখেরও বেশি কল করা হয়েছে। শুরুতে দুটি দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার গ্রাহকেরা এ সেবার মাধ্যমে বিনা মূল্যে ফোন করার সুবিধা পাচ্ছে। এ ছাড়া অন্য সব দেশের জিমেইল ব্যবহারকারীদের জন্য কম খরচে কথা বলার সুযোগ থাকছে।
জিমেইলে থেকে সরাসরি ফোন করার এ সেবাটি অনেকটা ইন্টারনেট ফোন করার সফটওয়্যার স্কাইপের মতো। ব্যবহারকারীদের সুবিধার্থে জিমেইল ইনবক্সের বাঁ দিকের চ্যাট অপশনের নিচে যুক্ত হয়েছে ‘কল ফোন’ নামের অপশন। যেখানে ক্লিক করলেই একটি নম্বর প্যাড আসে, যেখান থেকে কাঙ্ক্ষিত নম্বর দিয়ে কল করা যাবে সহজে।download this software
Download link: Call phone
Saturday, August 28, 2010
পরীক্ষা ছাড়া বাজারে গরু জবাই না করার নির্দেশ
আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ‘পর্যাপ্ত পরিমাণ টিকা মজুদ আছে। অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সঠিক চিকিত্সাতে এ রোগ সম্পূর্ণ ভাল হয়ে যায়।’
আব্দুল লতিফ বিশ্বাস বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রাণী সম্পদের বিকল্প নেই। তাই সরকার এই সম্পদ রক্ষায় সব পদক্ষেপ গ্রহণ করেছে।
এদিকে আজ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে মিল্কভিটার আওতাধীন নুকালী গ্রামের ইব্রাহীম হোসেনের দুটি গরু অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে মারা গেছে। ক্ষুদ্ধ এলাকাবাসী বলেছে, মিল্কভিটা কর্তৃপক্ষ সময়মতো সঠিকভাবে টিকা দেওয়া হলে গরুদুটি মারা যেতো না।
শাহজাদপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন জানান, মৃত গরু দুটোর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিরাজগঞ্জ আঞ্চলিক প্রাণী গবেষণাগারে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরু দুটি অ্যানথ্রাক্স (তড়কা) আক্রান্ত হয়ে মারা গেছে। পশুদুটোকে মাটি চাপা দেওয়া হয়েছে।
এ বিষয়ে মিল্কভিটার ব্যবস্থাপক (সমিতি) এএফএম ইদ্রিছ আলী বলেন, মৃত দুই গরুর মধ্যে বকনা বাছুরটি পাঁচ মাস আগে হাট থেকে কেনা ছিলো। তাকে কোনো প্রতিষেধক দেওয়া হয়নি। তবে ষাঁড়টিকে চারদিন আগে প্রতিষেধক দেওয়া হয়েছিলো। এদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পরীক্ষা করা দরকার।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান এ জন্য মিল্কভিটাকে দায়ী করেন। তিনি বলেন, ‘মিল্কভিটার চিকিত্সকদের গাফিলতির কারণেই গরু দুটির মৃত্যু হয়েছে এটা নিশ্চিত। যদি মিল্কভিটার চিকিত্সকরা ঠিক সময়ে প্রতিষেধক দিতেন তাহলে গরু দুটোর মৃত্যু হতো না।’
সাপ্তাহিক বাজারদর (১৯.০৮.২০১০)
বাবুবাজারের চালের দাম (পাইকারি)
| ১৯ আগস্টের দাম (কেজিপ্রতি) | ১২ আগস্টের দাম (কেজিপ্রতি) |
মিনিকেট | ৩৬.১৭-৩৭.৫১ টাকা | ৩৬.১৭-৩৭.৫১ টাকা |
নাজিরশাইল | ৩৭.৫১-৪৩.৪১ টাকা | ৩৪.৮৩-৪২.৮৭ টাকা |
লতা (বিআর ২৮) | ৩২.১৫-৩৪.৩০ টাকা | ৩২.৬৯-৪২.৮৭ টাকা |
পারিজা | ৩২.৯৬-৩৩.৭৬ টাকা | ৩২.১৫-৩৩.৪৯ টাকা |
গুটি স্বর্ণা | ৩১.৬২-৩১.৮৭ টাকা | ৩১.৬১-৩২.১৫ টাকা |
রহমতগঞ্জের বাজারদর (পাইকারি)
| ১৯ আগস্টের দাম (কেজিপ্রতি) | ১২ আগস্টের দাম (কেজিপ্রতি) |
মসুর ডাল | ৮৮-৯২.৫০ টাকা | ৮৮-৯২ টাকা |
বোল্ডার (মোটা) | ৬৫.৫০-৭০ টাকা | ৬৮-৭০ টাকা |
মুগ ডাল | ৮৫-৯০ টাকা | ৯০-১০৫ টাকা |
খেসারি | ৩৮ টাকা | ৩৮ টাকা |
ডাবলি ডাল | ২৪.৫০ টাকা | ২৩.৫০ টাকা |
অ্যাংকর ডাল | ২৪.৫০ টাকা | ২৪.৫০ টাকা |
ছোলা | ৩৮-৩৯ টাকা | ৩৮-৩৯ টাকা |
মটর ডাল | ৭৫ টাকা | ৮০ টাকা |
মৌলভীবাজারের বাজারদর (পাইকারি)
| ১৯ আগস্টের দাম (কেজিপ্রতি) | ১২ আগস্টের দাম (কেজিপ্রতি) |
সয়াবিন তেল | ৭৮ টাকা ৫১ পয়সা | ৭৭ টাকা ৪৪ পয়সা |
সুপার পাম | ৭৫ টাকা ৫৬ পয়সা | ৭৩ টাকা ৬৯ পয়সা |
পাম | ৭৩ টাকা ৮৭ পয়সা | ৭২ টাকা ৩৫ পয়সা |
চিনি | ৪৫ টাকা ০২ পয়সা | ৪৫ টাকা ০১ পয়সা |
আটা | ২৪ টাকা | ২৩ টাকা ৮০ পয়সা |
ময়দা | ২৯ টাকা ৪০ পয়সা | ২৯ টাকা ৪০ পয়সা |
শ্যামবাজারের বাজারদর (পাইকারি)
| ১৯ আগস্টের দাম (কেজিপ্রতি) | ১২ আগস্টের দাম (কেজিপ্রতি) |
আলু | ১০-১০.৫০ টাকা | ১১-১২ টাকা |
পেঁয়াজ (দেশি) | ১৬-১৮ টাকা | ১৯-২১ টাকা |
পেঁয়াজ (ভারতীয়) | ১৩-১৪ টাকা | ১৬-১৭ টাকা |
রসুন (দেশি) | ১৩০-১৩৬ টাকা | ১২৬-১২৭ টাকা |
রসুন (চীন) | ১৪৫-১৫০ টাকা | ১৪৪-১৪৬ টাকা |
আদা (চীন) | ১০০ টাকা | ৯৭-১০০ টাকা |
খাতুনগঞ্জের বাজারদর (পাইকারি )
| ১৯ আগস্টের দাম (কেজিপ্রতি) | ১২ আগস্টের দাম (কেজিপ্রতি) |
চিনি | ৪৩ টাকা ৯৪ পয়সা | ৪৪ টাকা ৭৪ পয়সা |
সয়াবিন | ৭৫ টাকা ৫৬ পয়সা | ৭১ টাকা ৫৪ পয়সা |
পাম | ৭০ টাকা ৭৩ পয়সা | ৬৯ টাকা ৬৬ পয়সা |
মসুর ডাল (দেশি) | ৮৮ টাকা | ৮৮ টাকা |
মসুর ডাল (নেপাল) | ৯৩ টাকা | ৯৫ টাকা |
মুগ ডাল (ভালোমানের) | ১০২ টাকা | ৯৭ টাকা |
মটর ডাল | ২৩ টাকা ৫০ পয়সা | ২৩ টাকা ২০ পয়সা |
পাহাড়তলীর চালের বাজারদর (পাইকারি)
| ১২ আগস্টের দাম (কেজিপ্রতি) | ১২ আগস্টের দাম (কেজিপ্রতি) |
মিনিকেট (সিদ্ধ) | ৩৩.৪৯ -৩৪.৮৩ টাকা | ৩৩.৪৯-৩৪.৮৩ টাকা |
মিনিকেট (আতপ) | ৩২.৮২-৩৩.৪৯ টাকা | ৩২.৮২-৩৩.৪৯ টাকা |
জিরাশাইল | ৩৯ টাকা | ৩৯ টাকা |
পারিজা | ৩২.৮২-৩৪.১৬ টাকা | ৩২.৮২-৩৪.১৬ টাকা |
স্বর্ণা (আতপ) | ৩৫ টাকা ৫০ পয়সা | ৩৫ টাকা ৫০ পয়সা |
পাকিস্তানি আতপ | ২৬ টাকা ১২ পয়সা | ২৭ টাকা ৫০ পয়সা |
মোটা সিদ্ধ | ২৭ টাকা | ২৭ টাকা |
ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি।
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: চূড়ান্ত মডেল টেস্ট-৩:বাংলা ২য় পত্র
১. পত্র লেখার প্রকৃত উদ্দেশ্য কী?
ক. ভাষার শিক্ষা গ্রহণ খ. নিজের পরিচয় প্রকাশ
গ. মনের ব্যথা দূর করা
ঘ. মনের ভাব অপরকে জানানো
২. ‘আমরণ’ শব্দটি কোন সমাস?
ক. কর্মধারায় খ. বহুব্রীহি গ. অব্যয়ীভাব ঘ. তত্পুরুষ
৩. বাংলা ভাষার সবচেয়ে বড় গুণ কী?
ক. এই ভাষার সব ধ্বনি উচ্চারণের জন্য ১টি করে বর্ণ আছে খ. এই ভাষায় সহজ শব্দ আছে
গ. এই ভাষা উচ্চারণ খুবই সহজ
ঘ. এই ভাষা বলা সহজ
৪. ‘সমুদ্র’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. নিচয় খ. শবরী গ. জলদ ঘ. জলধি
৫. কোন ধরনের অনুবাদে অনেক সময় মূল বক্তব্য থেকে অনুবাদের সঙ্গতি রক্ষা হয় না?
ক. আক্ষরিক অনুবাদে খ. ভাবগত অনুবাদে
গ. আক্ষরিক ও ভাবগত অনুবাদে
ঘ. বিষয়গত অনুবাদে
৬. ভ্রমণ কাহিনী কোন ধরনের রচনা?
ক. চিন্তামূলক খ. বিবৃতিমূলক বা বর্ণনামূলক
গ. ঘটনামূলক ঘ. কাহিনীমূলক
৭. প্রবন্ধ কথাটির প্রত্যয়গত অর্থ কী?
ক. রচনা খ. কোনো বিষয় সম্পর্কে দেখা
গ. প্রকৃষ্ট বন্ধন ঘ. কোনো কিছুর অবতারণা করা
৮. ‘আলস্য’ কোন প্রকারের বিশেষ্য?
ক. জাতিবাচক খ. সমষ্টিবাচক
গ. ব্যক্তিবাচক ঘ. গুণবাচক
৯. কোনটি তদ্ধিত প্রত্যয়ের শ্রেণীবিভাগ?
ক. তত্সম, বাংলা ও বিদেশি খ. তত্সম ও বাংলা
গ. তত্সম, তদ্ভব ও দেশি
ঘ. তদ্ভব, অর্ধতত্সম ও বিদেশি
১০. কোনটি সমীভবনের উদাহরণ?
ক. রিকশা>রিস্কা খ. লাবু>লাউ
গ. সুবর্ণ>স্বর্ণ ঘ. জন্ম>জম্ম
১১. ভাব সম্প্রসারণ অর্থ—
ক. ভাবের বিস্তৃতি খ. ভাবের সংক্ষেপণ
গ. ভাবের বিমুক্তি ঘ. ভাবের উদ্ধৃতি
১২. ‘পাঞ্জাবি’ শব্দটি অর্থের দিক থেকে কোন শ্রেণীর?
ক. রূঢ়ি শব্দ খ. যোগরূঢ় শব্দ
গ. সাধিত শব্দ ঘ. মৌলিক শব্দ
১৩. Example is better than precept-এর সঠিক অনুবাদ কোনটি?
ক. গরু মেরে জুতো দান খ. উদাহরণ বেশ ভালো
গ. উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত শ্রেয়
ঘ. উপদেশ উদাহরণের চেয়ে ভালো
১৪. ‘তবক’ শব্দের অর্থ কী?
ক. অনুভূতি খ. পীত গ. অবহেলা ঘ. বোঁটা
১৫. ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে—
ক. ভাষার শৃঙ্খলা খ. ভাষার উন্নতি
গ. ভাষার নিয়ম প্রতিষ্ঠা ঘ. ভাষার বিশ্লেষণ
১৬. বাংলা ভাষার ধ্বনি প্রধানত কয় প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
১৭. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
ক. তত্সম খ. তদ্ভব গ. অর্ধ-তত্সম ঘ. দেশি
১৮. ‘সুবন্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সুব+অন্ত খ. সুপ্+অন্ত গ. সুপ+ন্ত ঘ. সু+পন্ত
১৯. ‘কুলি’ শব্দের স্ত্রীবাচক শব্দ কী?
ক. কুলিনী খ. মেয়ে কুলী গ. মজুরনী ঘ. কামিন
২০. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ক. প্র খ. অঘা গ. পাতি ঘ. সম
২১. খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
ক. আব খ. অনু গ. অব ঘ. অতি
২২. তত্সম উপসর্গ কোনটি?
ক. অজ খ. গর গ. পরা ঘ. পাতি
২৩. ‘শান্তি’-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. শান্ত+ঈ খ. শাম+তি গ. শম্+ক্তি ঘ. শম্+ত্তি
২৪. ‘হরতাল’-কোন ভাষার শব্দ?
ক. পাঞ্জাবি খ. জাপানি গ. তুর্কি ঘ. গুজরাটি
২৫. কোনটি উপসর্গযোগে গঠিত সাধিত শব্দ?
ক. গায়ক খ. গরমিল গ. নাবিক ঘ. রাজপুত
২৬. ‘জলধি’ কোন শব্দ?
ক. রূঢ়ি খ. যৌগিক শব্দ গ. মৌলিক ঘ. যোগরূঢ়
২৭. ‘ইতর’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. ভদ্র খ. শত্রু গ. সুন্দর ঘ. চতুর
২৮. বাংলা সনের দ্বিতীয় মাস কোনটি?
ক. জ্যোষ্ঠ খ. জ্যেষ্ঠ গ. জ্যৈষ্ঠ ঘ. জেষ্ঠ
২৯. আলস্য, বিলাসিতা, পরশ্রীকাতরতা, তিক্ততা, হীনতা, মহত্ত্ব ইত্যাদি কোন ধরনের বিশেষ্য?
ক. জাতিবাচক খ. ভাববাচক
গ. গুণবাচক ঘ. সমষ্টিবাচক
৩০. মূলের ভাব সম্প্রসারণে কিসের সাহায্য নিতে হয়?
ক. যুক্তি ও বিচার বুদ্ধির খ. আবেগের
গ. ভাষাজ্ঞানের ঘ. প্রেরণার
৩১. কোনটিতে দৃষ্টান্ত অবশ্যই থাকতে হয়?
ক. সারাংশ, সারমর্ম গ. রচনা ঘ. ভাব সম্প্রসারণ
৩২. ভাব সম্প্রসারণে কোনটি আশা করা যায়?
ক. বাহুল্য কথা খ. অত্যাবশ্যকীয় দৈর্ঘ্য
গ. অনাবশ্যকীয় স্বল্পতা ঘ. অযৌক্তিক উপমা
৩৩. ‘শাবক’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. শা+বক খ. শৌ+বক গ. শৌ+অক ঘ. শা+অক
৩৪. প্রবন্ধের বিষয়বস্তু সাধারণত কয় প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. ছয় প্রকার
৩৫. ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ কোন ধরনের রচনা?
ক. চিন্তামূলক খ. তথ্যমূলক
গ. বিবৃতিমূলক ঘ. ঐতিহাসিক
৩৬. ‘Architect’-এর সঠিক বাংলা কোনটি?
ক. কারুশিল্পী খ. প্রকৌশলী গ. নির্মাতা ঘ. স্থপতি
৩৭. বাক্যে অর্থ সঙ্গতি রক্ষাকে কী বলে?
ক. আকাঙ্ক্ষা খ. উদ্দেশ্য গ. আসত্তি ঘ. যোগ্যতা
৩৮. ব্যাঞ্জনবর্ণ কতটি?
ক. ৩৭টি খ. ৩৯টি গ. ৩৮টি ঘ. ৪০টি
৩৯. ডাকযোগে পুস্তক প্রেরণের জন্য কার বরাবরে পত্র পাঠাতে হয়?
ক. পুস্তক লেখকের
খ. প্রকাশনা প্রতিষ্ঠানের মালিকের
গ. পুস্তক প্রকাশকের ঘ. পুস্তক বিক্রেতার
৪০. প্রবন্ধে কোন ভাষা রীতি অনুসরণীয়?
ক. সাধুরীতি খ. চলিত রীতি
গ. সাধু বা চলিতের যেকোনো একটি
ঘ. আঞ্চলিক রীতি
৪১. কোনগুলো পরাশ্রয়ী বর্ণ?
ক. ক, খ খ. ঙ, ঞ গ. ং, ঁঘ. হ, শ
৪২. ‘পুস্তিকা’ শব্দটি কোন অর্থে ব্যবহূত হয়?
ক. ক্ষুদ্রার্থে খ. বৃহদার্থে গ. লিঙ্গ অর্থে ঘ. বিশেষ অর্থে
৪৩. ‘মহিমা’ শব্দটি সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. মহৎ+ইমন খ. মহি+ইমা
গ. মহিম+আ ঘ. মহা+ইমা
৪৪. ‘তিরোধান’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. বর্তমান খ. অবস্থান গ. আবির্ভাব ঘ. ধ্বংস
৪৫. ‘ফুলের গন্ধে ঘুম আসে না।’ এখানে ‘ফুলের’ শব্দটি কোন কারকে কোন বিজ্ঞপ্তি?
ক. কর্মে ষষ্ঠী খ. অপাদানে ষষ্ঠী
গ. কর্তৃকারকে ষষ্ঠী ঘ. অধিকরণে ষষ্ঠী
৪৬. অর্থবোধক ধ্বনি সমষ্টিকে কী বলে?
ক. শব্দ খ. প্রকৃতি গ. প্রত্যয় ঘ. বাক্য
৪৭. ‘As you sow, so you reap’ এর সঠিক বাংলা কোনটি?
ক. যেমন কর্ম করবে তেমন ফল পাবে
খ. যেমন চাইবে, তেমন হবে
গ. যেমন নাচবে, তেমন গাইবে
ঘ. যেমন কর্ম, তেমন ফল
৪৮. বেসরকারি ব্যবস্থাপনায় চিঠিপত্র বিলিবণ্টন করে কে?
ক. ডাক বিভাগ খ. কুরিয়ার সার্ভিস
গ. যোগাযোগ মন্ত্রণালয় ঘ. পোস্ট অফিস
৪৯. প্রাপকের নাম ও ঠিকানা কোথায় লিখতে হয়?
ক. চিঠির ডাক দিকে খ. খামের বাঁ দিকে
গ. খামের ডান দিকে গ. চিঠির বাঁ দিকে
৫০. সারাংশে কোনটি বর্জনীয়?
ক. মূলভাব খ. প্রদত্ত অনুচ্ছেদের শব্দ
গ. উপমা-অলংকার ঘ. সহজ শব্দ।
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: চূড়ান্ত মডেল টেস্ট-৪
Part A : Grammar-Marks 60
1. Fill in the blanks with suitable articles. Use a cross (×) mark where an article is not necessary : 1×5=5
Money is called (a) — fuel of life. Though money is (b) — must in our practical life, it can not ensure all happiness. Happiness lies in contentment. (c) — happy man is liked by all. Morality plays (d) — important role in this regard. We must exercise morality in every step of live for building up (e) — corruption-free nation.
2. Read the following passage and rewrite it in past tense : 1×5=5
The farmer will wake up early in the morning and will go out in quest of work. He will toil hard from dawn to dusk for his employer and will get his wages at night. Then he will go to market, purchase his daily necessaries and will return to his hut.
3. Change the following sentences into active or passive voice : 1×5=5
(a) Did she kill herself?
(b) They ought to stop torture.
(c) Perhaps you have seen a pier glass.
(d) The green mangoes did not taste sweet.
(e) I was introduced to the plays and poems.
4. Transform the following sentences as directed : 1×5=5
(a) Bangladesh is nicer than most other countries in the world. (Positive)
(b) Every rose has a thorn. (Nagative)
(c) You are a very honest man. (Exclamatory)
(d) No one will deny this. (Affirmative)
(e) Nobody will ever trust a cheat. (Interrogative)
5. Put a suitable preposition from the box in each gap. You can use a preposition more than once : 1×5=5
off to from after in of for
(a) He came again — school in the afternoon.
(b) He is certain — passing the exam.
(c) He voted — me.
(d) A sinner has to atone — his sins.
(e) We should not be callous — the sufferings of the poor.
6. Fill in the gaps with suitable conjunctions given in the box. You can use a conjunction more than once.1×5=5
though if since whether lest
(a) Five years have passed — I saw you.
(b) — you help me, I shall remain grateful to you.
(c) — he scolds me, I respect him.
(d) A teacher knows well — a student reads or not.
(e) He held my hand — I should fall.
7. Fill in the gaps with right form of verbs from the list. Put them in the correct tense. 1×5=5
leave bring thank forget lead
(a) Had you told me, I — a car.
(b) False news — a nation to ruin.
(c) I went outside the room having — him.
(d) He — the place soon.
(e) She sent a reply — me.
8. Fill in the gaps with suitable pronouns from the box. 1×5=5
anyone our who whom you both same
(a) He has two brothers — live in Canada.
(b) I would do the — again.
(c) — did you see in the fair?
(d) We haven’t seen —.
(e) All the members of —family were invited to the dinner.
9. Fill in the gaps with suitable adjectives from the box. 1×5=5
great wise well other big dark little
(a) Mr. Rahman is a — man.
(b) It was a — night. (c) Dhaka is a — city.
(d) A — learning is a dangerous thing.
(e) Take — care of your health.
10. Fill in the gaps with suitable adverbs from the box. 1×5=5
Largely repeatedly hurriedly
impatiently punctually
(a) She left the room — as he was late.
(b) Meera waited — for the result.
(c) I told you — not to play in the rain.
(d) The train arrives —.
(e) Birds fly in the sky —.
11. Fill in the gaps with the phrases and idioms from the list. 1×5=5
by leaps fight belong green French
and bounds shy of to eye leave
(a) The book — me.
(b) We should not enjoy —.
(c) The price of rice is increasing —.
(d) He always — me.
(e) Do not be a — to your friends
success.
12. Re-write the following sentences in the reported speech. 1×5=5
(a) The boy said to the teacher, ‘I’ll attend my classes regularly in future.’
(b) Rakib said to Raju, ‘How are you today?’
(c) The manager said to the man, ‘I will tell you the process of opening a bank account.’
(d) My friend said to me, ‘Why are you sitting alone in your room at this hour?’
(e) The tourist said to the receptionist, ‘Please give a vacant room.’
Part-B : Composition- Marks 40
13. Write an application to the Headmaster of your school for a testimonial. 5
14. Read the beginning of the story and complete it in your own way and give a suitable title to it. 5
One day a man was going to Kamalapur by a taxi. He had a purse with him. It contained a good amount of money. The man was in a hurry. Before getting down from the taxi, he paid the fair. But at the time of putting the purse back to his pocket, it slipped and got into the vehicle....
15. Make a dialogue between you and Jewel about how to learn English. 5
16. Write a paragraph on anyone of the following : 10
(a) A Railway station
(b) Early rising
(c) Moon lit night
(d) Your grandmother
17. Write a composition on any one of the following : 15
(a) A Journey by train
(b) Your aim in life
(c) The proper use of time
(d) Your favourite hobby.
মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
মেডিকেলে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ একটি মডেল টেস্টের ১ম অংশ ছাপা হলো।
১। রাদারফোর্ডের পরমাণু মডেল কোনটি?
(ক) পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জবিশিষ্ট ভারী বস্তু আছে। এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে। (খ) পরমাণু বিদ্যুৎ-নিরপেক্ষ। সুতরাং নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যার সমানসংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসকে পরিবেষ্টিত করে রাখে।
(গ) পরমাণুর বহিঃস্তরে ধনাত্মক চার্জবিশিষ্ট হালকা বস্তু রয়েছে। এই হালকা বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াস ধনাত্মক চার্জবিশিষ্ট হওয়ার জন্য বহিঃস্তরের পরমাণুগুলো ছন্নছাড়া হয়ে অবস্থান করে। (ঘ) পরমাণু বিদ্যুৎ-নিরপেক্ষ নয়। তাই নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যার সমানসংখ্যক ইলেকট্রন পরমাণুকে পরিবেষ্টিত করে রাখে।
২। জৈব জ্বালানি হিসেবে রয়েছে মিথানল, প্রোপানল, ইথানলের ব্যবহার। এ তিনটির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও লাভজনক কোনটি আমাদের দেশে?
(ক) ইথিলিন, ইথিলিন পার অক্সাইড, হাইড্রোকার্বন, প্রোপানল (খ) ইথিলিন, অক্সিজেন, হাইড্রোজেন, ইথেন, মিথেন, মিথানল (গ) মিথেন, পেন্টাভ্যালেন্ট, পার অক্সিজোম, মিথানল, প্রোপানল, ইথানল (ঘ) ইথানল
৩। সম্প্রতি এশিয়া মহাদেশের সেরা দর্শনীয় স্থাপনা কোনটি? কোন সংস্থার প্রতিযোগিতায় এ ধরনের দর্শনীয় স্থানগুলোর জন্য ভোট গ্রহণ করা হয়? তাজমহলকে কোন ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়েছে?
(ক) প্যারিসের আইফেল টাওয়ার। ‘ইন্টারন্যাশনাল কমিটি ফর অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড ওয়ান্ডারফুল স্পেস’ সংস্থার প্রতিযোগিতায় ভোট গ্রহণ করা হয়। তাজমহলকে ইউনেসকো ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়েছে।
(খ) ইতালির রোমের কলোসিয়াম। ‘ইন্টারন্যাশনাল কমিটি ফর সার্চিং দি মোস্ট ওয়ান্ডারফুল ইনস্টিটিউশন’ সংস্থার প্রতিযোগিতায় দর্শনীয় স্থানগুলোর জন্য ভোট গ্রহণ করা হয়। তাজমহলকে ইউনিলিভার ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়েছে।
(গ) ভারতের আগ্রার তাজমহলকে এশিয়া মহাদেশের সেরা দর্শনীয় স্থাপনা ঘোষণা করা হয়েছে। ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড অ্যাট্রাকশন’ সংস্থা সেরা দর্শনীয় স্থানগুলোর জন্য ভোট গ্রহণ করে। তাজমহলকে ইউনেসকো ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়েছে।
(ঘ) বাংলাদেশের সুন্দরবনকে এশিয়া মহাদেশের সেরা দর্শনীয় স্থাপনা ঘোষণা করা হয়। ‘দি অ্যাসোসিয়েশন ফর হান্টিং মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস ইন এশিয়া’ সংস্থাটি সেরা দর্শনীয় স্থানগুলোর জন্য ভোট গ্রহণ করে। তাজমহলকে ইনিলিভার ও এশিয়াটিক ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়েছে।
৪। কার জন্য কত সালে তাজমহল নির্মাণ করা হয়? সম্রাট শাহজাহানের স্ত্রীর নাম কী?
(ক) ১৬৩০ সালে সম্রাট শাহজাহানের স্ত্রীর জন্য তাজমহল নির্মাণ করা হয়। সম্রাট শাহজাহানের স্ত্রীর নাম নূরজাহান। (খ) ১৬৩১ সালে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের জন্য তাজমহল নির্মাণ করা হয়।
(গ) ১৬৩২ সালে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের জন্য তাজমহল নির্মাণ করা হয়। ঘ. ১৬৩২ সালে সম্রাট শাহজাহানের স্ত্রী সম্রাজ্ঞী আরজুমান বানু বেগমের জন্য তাজমহল নির্মাণ করা হয়।
মডেল টেস্ট-২: অংশ-১ সঠিক উত্তর:
১। ক, খ। ২। ঘ ৩। গ ৪। গ, ঘ।
Friday, August 27, 2010
আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই নভেম্বরে
ম্যারাডোনার আর্জেন্টিনা অধ্যায় শেষ। অন্তর্বর্তীকালীন কোচ সার্জিও বাতিস্তার নেতৃত্বেই নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আগামী ১৭ নভেম্বর কাতারের দোহায় প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
ব্রাজিলের বিপক্ষে নামার আগে অবশ্য আরও লড়াই অপেক্ষা করছে লিওনেল মেসিদের জন্য। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ৮ অক্টোবর জাপানের বিপক্ষে নামবে আর্জেন্টিনা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে ভর্তি
ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু ও শেষ: আসন্ন ২০১০-২০১১ শিক্ষাবর্ষে টেলিটক মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। এসএমএসের পদ্ধতি পরবর্তী সময়ে পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ভর্তি পরীক্ষা শুরু: আগামী ৩০ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে তা চলবে ২ নভেম্বর পর্যন্ত। চার দিনব্যাপী অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় প্রতিদিন চারটি করে ক্লাস্টার বা্রগুচ্ছ পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে সকাল নয়টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে ১২টা, দুপুর একটা থেকে দুইটা ও বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা: ভর্ত্রিপরীক্ষায় অংশগ্রহণের জন্য বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে। মানবিক শাখার শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.২৫ করে মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ করে মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। এখানে শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার বছর ২০০৬, ২০০৭ ও ২০০৮ তিনটি সালের যেকোনো একটি এবং এইচএসসি বা সমমান পাসকৃত শিক্ষার্থীদের বছর ২০০৮ ও ২০১০ হতে পারবে। এ এবং ও লেভেল পরীক্ষায় পাসকৃত আবেদনকারীকে এ লেভেলে পাঁচটি বিষয়ে এবং ও লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম বি পেতে হবে।্রতবে সনাতন পদ্ধতি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাস করা আবেদনকারীরা চলতি শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি: ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনপত্রের জন্য একটি বিভাগের গুচ্ছের জন্য ১৫০ টাকা, দুটি বিভাগের গুচ্ছের জন্য ২০০ টাকা, তিনটি বিভাগের গুচ্ছের জন্য ২৫০ টাকা, চারটি বিভাগের গুচ্ছের জন্য ৩০০ টাকা ও পাঁচটি বিভাগের গুচ্ছের জন্য ৩৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।্র
নতুন ইউনিট ও ক্লাস্টার: বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের আওতায় ১৭টি ক্লাস্টার বা গুচ্ছ বিভাগে ভর্তির জন্য আবেদন করা যাবে। ইউনিটসমূহ হচ্ছে; কলা অনুষদ—ইউনিট এ : এ-১ বাংলা, এ-২ ইংরেজি, এ-৩ দর্শন, ইতিহাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এ-৪ আরবি এবং ইসলামিক স্টাডিজ, এ-৫ ভাষা (ফার্সি, উর্দু ও সংস্কৃত), এ-৬ নাট্যকলা ও সংগীত এবং চারুকলা বিভাগ। আইন অনুষদ—ইউনিট বি: আইন ও বিচার বিভাগ। বিজ্ঞান অনুষদ—ইউনিট সি: সি-১ রসায়ন, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান এবং ফার্মেসি, সি-২ পদার্থবিজ্ঞান, গণিত, ফলিত গণিত, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং পরিসংখ্যান বিভাগ। বিজনেস স্টাডিজ অনুষদ—ইউনিট ডি: হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগ। সামাজিক বিজ্ঞান অনুষদ ইউনিট ই: ই-১ অর্থনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান ও ফোকলোর বিভাগ, ই-২ রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোকপ্রশাসন এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ। জীব ও ভূবিজ্ঞান অনুষদ ইউনিট এফ: এফ-১ ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ, এফ-২ উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণিবিদ্যা বিভাগ, এফ-৩ ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ। কৃষি অনুষদ ইউনিট জি: জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ফিশারিজ, অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন, অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স এবং ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ। প্রকৌশল অনুষদ ইউনিট এইচ: অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।্র
আসন বৃদ্ধি: এবার আটটি বিভাগে ৯০টি ও আদিবাসী কোটায় ১০টিসহ মোট ১০০টি আসন বৃদ্ধি করা হয়েছে।
যোগাযোগ: বিস্তারিত তথ্যাদির জন্য ওয়েবসাইট www।ru.ac.bd।/ व्व्व.बौन्दोला.कॉम> eudocation