Tuesday, May 14, 2013

গোপালগঞ্জে স্কুলের টিফিন খেয়ে শতাধিক ছাত্রী অসুস্থ

গোপালগঞ্জ সরকারি বীণাপানি উচ্চ বালিকা বিদ্যালয়ে টিফিন খেয়ে শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় স্কুলে দেওয়া টিফিন খেয়ে এসব ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থদের সরকারি-বেসরকারি অ্যাম্বুলেন্স ও ডিসি পুলের গাড়িতে করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে অসুস্থ ছাত্রীদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অসুস্থ ছাত্রীরা সবাই ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

হেফাজত নিষিদ্ধ না হলে ২৩ মে ঢাকা অবরোধ

২০ মে’র মধ্যে হেফাজতে ইসলামকে নিষিদ্ধ না করা হলে ২৩ মে ঢাকা অবরোধের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ইমাম-ওলামা সমন্বয় ঐক্য পরিষদ নামের একটি সংগঠন

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘হেফাজত ইসলাম কর্তৃক পবিত্র কোরআন ও হাদিস জ্বালিয়ে মুসলিম উম্মার ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হানার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটামের ঘোষণা দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন-৫ মে মতিঝিল শাপলা চত্বর এলাকায় শান্তিপূর্ণ অবস্থানের অনুমতি নিয়ে হেফাজতে ইসলাম বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেট, পুরানা পল্টন, গোলাপ শাহ মাজার, বঙ্গবন্ধু এ্যভিনিউতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিলো।

ঐ এলাকার ফুটপাতে থাকা গরীব হকারদের দোকানপাট-ভ্যানগাড়ি ও বাসে আগুন দিয়ে এবং আইল্যান্ড ভেঙে নিজেদের দানবীয় শক্তির প্রমাণ দিয়েছে তারা। তাদের তাণ্ডব থেকে রেহাই ‍পায়নি সরকারি-বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসহ সামাজিক-রাজনৈতিক স্থাপনাও।

একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলাম যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে তা দেশের সংবিধান পরিপন্থী।

বক্তারা অভিযোগ করে বলেন, এ ধরণের অপরাধ সংগঠিত করার জন্য হেফাজতে ইসলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির, হরকাতুল জিহাদ, জামায়াত-শিবির এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একত্রিত করে ঢাকায় এনেছিলো।

এসব সংগঠনের সন্ত্রাসীদের দিয়েই হেফাজতে ইসলাম মধ্যযুগীয় তাণ্ডব চালিয়েছে। পাশাপাশি তারা সুপরিকল্পিতভাবে কোরআন শরীফে আগুন দিয়ে বাংলাদেশসহ গোটা বিশ্বের মুসলিম উম্মার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

তাই হেফাজতে ইসলামের সব কার্যক্রম বন্ধ এবং জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে সরকারের এখনই পদক্ষেপ নেয়া উচিৎ।

সরকারকে আল্টিমেটাম জানিয়ে তারা বলেন, আগামী ২০ মে’র মধ্যে হেফাজতে ইসলামকে নিষিদ্ধ না করা হলে, ২১ মে সারাদেশের সকল মসজিদে দোয়া, ২২ মে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ এবং ২৩ মে ঢাকা অবরোধ করা হবে।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব শাহ মো ওমর ফারুক, সদস্য নুর মোহাম্মদ, আহাদ আলী নিলফামারী, আরিফ উদ্দিন সোহরওয়ার্দী, ডা. আল ইমরান প্রমুখ।

‘রানা প্লাজা’র বেসমেন্ট থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

সাভারে যুবলীগ নেতা সোহেল রানার ধসে পড়া ‘রানা প্লাজা’র বেসমেন্ট থেকে অস্ত্র, মাদক ও শিকল উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে বেসমেন্টে রানার অফিস সংলগ্ন স্টোর রুমের কংক্রিট সরানোর সময় এসব মালামাল পায় বলে র‌্যাব জানায়।

র‌্যাব-৪ এর সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর কে এম আরিফুল ইসলাম বলেন, বেসমেন্ট থেকে ১৫ ক্যান বিদেশি বিয়ার, ১৮ বোতল ফেন্সিডিল, তিনটি বড় রাম দা, চারটি চাপাতি এবং ১৩ ফুট লম্বা একটি শিকল উদ্ধার করা হয়েছে।

অস্ত্র ও মাদক উদ্ধারের এ ঘটনায় সাভার থানায় একটি মামলা হবে বলেও তিনি জানান।

এর আগে গত ২ মে রাতে ধ্বংসস্তূপের সামনের অংশে একটি পিস্তল ও পাঁচটি গুলি পাওয়া যায়।

প্রসঙ্গত, ধসে পড়া রানার প্লাজা’য় ভবনের মালিক সাভার পৌরসভা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানার রাজনৈতিক কার্যালয় ছিল। সেখানে একটি টর্চার সেল ছিল বলেও অনেকে অভিযোগ করেছে।

হস্তান্তরের অপেক্ষায় ধ্বংসস্তূপ

রানা প্লাজার ধ্বংসস্তূপ বুঝে নিতে প্রস্তুত স্থানীয় প্রশাসন। কাঁটাতারে ঘিরে ‍রাখা সংরক্ষিত এলাকাটিকে ঘিরে অপেক্ষা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার সকাল ছ’টায় জেলা প্রশাসনকে এই ধ্বংসস্তূপ বুঝিয়ে দেওয়ার কথা ছিলো সেনাবানিহীর।

সকাল দশটাতেও অপেক্ষায় দেখা গেল তাদের। সোমবার রাতে সাঙ্গ হয়েছে উদ্ধার কাজ। শেষ হয়েছে টানা তিন সপ্তাহের লাশ টানার বিভীষিকা।

এরই মধ্যে উদ্ধার কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। ভাঙা ইট-পলেস্তারা সরিয়ে প্রস্তুত করা হচ্ছে আহত-নিহত ও ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া-মাহফিলের স্থান। ধ্বংসস্তূপ হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে দুপুর নাগাদ মিলাদ হবে এখানে।

ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, “বাংলাদেশ পুলিশের প্রাথমিক দায়িত্ব হলো আইন-শৃঙ্খলা রক্ষ‍া করা। এরই অংশ হিসেবে আমরা ধ্বংসস্তূপের সামনে-পেছনেসহ চারদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। যতদিন ধ্বংসস্তূপের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হবে ততদিন পর্যন্ত আমরা নিরাপত্তা দিয়ে যাবো।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা বলেন, “মঙ্গলবার সকাল ৬টায় সেনাবাহিনীর পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসনকে ধ্বংসস্তূপের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা ছিল। এরই অংশ হিসেবে আমরা ইতোমধ্যে পুরো এলাকাটি কাঁটাতার দিয়ে ঘেরাও করে সংরক্ষিত এলাকা হিসেবে সর্বসাধারণের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। পরবর্তীতে সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে আমাদের দায়িত্ব বুঝিয়ে দিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।”

সোনার মুদ্রায় শচীন

ক্রিকেট জগতের ‘লিটল মাস্টার’ শচীন টেনডুলকার এবার জায়গা পেলেন সোনার মুদ্রায়। মুদ্রার এক পাশে রয়েছে শচীনের মুখের প্রতিচ্ছবি ও অন্য পাশে তার স্বাক্ষর।
২৪ ক্যারেট সোনার মুদ্রা যে কেউ কিনতে পারবে। তবে আগ্রহী ব্যক্তিতে গাঁট থেকে খসাতে হবে ৩৪ হাজার রুপি।
হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র দিন ‘অক্ষয় তৃতীয়া’ উপলক্ষে সোমবার মুদ্রার মোড়ক উন্মোচন করেন শচীন নিজেই।
সীমিত সংখ্যক এসব সোনার মুদ্রা সরকারিভাবে তৈরি করা হয়নি। ভ্যালুমার্টগোল্ড নামের একটি জুয়েলারি কোম্পানির সঙ্গে চলতি বছর থেকে তিন বছরের জন্য ব্র্যান্ড দূত হিসেবে চুক্তি করেছেন শচীন। সেই চুক্তির আওতায় কোম্পানিটি তৈরি করেছে এসব মুদ্রা।
মুদ্রার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শচীন বলেন, “মাঠে আমার অনেক সোনালি মুহূর্ত রয়েছে। কিছু স্মৃতি খুবই চমৎকার কিন্তু এটি আসলেই ভিন্ন।”
অক্ষয় তৃতীয়ায় সবার মঙ্গল কামনা করে তিনি বলেন, “হিন্দুদের পঞ্জিকায় এটি একটি গুরুত্বপূর্ণ দিন।”
হিন্দুদের বিশ্বাস মতে, এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হিসেবে জন্ম গ্রহণ করেন পরশুরাম। এদিনেই বেদ ব্যাস ও গণেশ মহাভারত রচনা শুরু করেন।

ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন সুরকার ইমন

ধর্ষণের অভিযোগে বান্ধবী জিনাত কবিরের দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন সুরকার শওকত আলী ইমন।

আদালতের একটি নির্ভরযোগ্য সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সকালে শুনানি শেষে বিকাল সাড়ে ৩টায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম রেজানুর রহমান এ মামলায় দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ইমনকে অব্যাহতি দেন।

এ সময় তিনি জিনাতের নারাজির আবেদন খারিজ করে দেন বলেও তিনি জানান।

শুনানির সময় জিনাত ও ইমন আদালতে উপস্থিত ছিলেন।

গত ২৩ এপ্রিল জিনাত চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি প্রদান করেন।

জিনাতের আইনজীবী নুর ইসলাম বাংলানিউজকে জানান, ইমনকে অব্যাহতির বিষয়টি তিনি শুনেছেন। মঙ্গলবার আদালতে গিয়ে মামলার নথিপত্র দেখে পরবর্তী ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, গত বছরের ৫ ডিসেম্বর ধর্ষণের অভিযোগ এনে রমনা থানায় মামলাটি করেছিলেন ইমনের বান্ধবী জিনাত কবির।

এরপর ৬ ডিসেম্বর রমনা থানায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় জিনাতকে বিয়ে করেন ইমন।

এ মামলায় ১১ ডিসেম্বর ইমন জামিন পান। জিনাতের আইনজীবী নুর ইসলাম খান ইমনের জামিনে আপত্তি নাই মর্মে ওইদিন আদালতকে জানিয়েছিলেন।

কিন্তু ইমন জামিনে বের হওয়ার কিছুদিন পরেই বিয়ে অস্বীকার করেন। এরপর তিনি এ বিয়ে বাতিলের জন্য মামলা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে।

রমনা থানায় ইমনের বিরুদ্ধে করা মামলায় পুলিশ জিনাতের করা অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে পুলিশ উল্লেখ করা হয়, ইমন ও জিনাত দুজনেই সস্কৃতিকর্মী। বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের দেখা ও বন্ধুত্ব হয়। এক পর্যায়ে জিনাত ইমনকে বিয়ের প্রস্তাব দিলে সে বিয়েতে রাজি না হওয়ায় জিনাত মনঃক্ষুণ্ণ হয়ে এ মামলা দায়ের করেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মামলা প্রমাণের মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি।

কিন্তু জিনাত নারাজি প্রতিবেদনে উল্লেখ করেন যে, তার পক্ষের সাক্ষীদের জিজ্ঞাসাই করেনি পুলিশ। এছাড়া মামলার পর বাদীনির মেডিকেল পরীক্ষাও করা হয়নি।

নারাজিতে অভিযোগ করা হয়, পুলিশ ইমনের দ্বারা প্রভাবিত হয়ে এ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে।

উল্লেখ্য, জিনাতের অভিযোগের প্রেক্ষিতে রমনা থানার ওসি শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ গত বছর ৫ ডিসেম্বর ইমনকে গ্রেফতার করে।

Monday, May 13, 2013

‘মহাসেন’ মোকাবিলায় সরকারের প্রস্তুতি

ঘূর্ণিঝড় ‘মহাসেন’ আঘাত হানলে তা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সরকার। উপকূলীয় এলাকায় মাঠে রয়েছে পঞ্চাশ হাজার স্বেচ্ছাসেবক। দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয়ের জন্য জাতীয় দুর্যোগ সমন্বয় সেলসহ (এনডিআরসিসি) বিভিন্ন দপ্তর রাখা হয়েছে ২৪ ঘণ্টা খোলা।

তবে এখনই আতঙ্কের কিছু নেই জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, মহাসেনের গতিবিধি মঙ্গলবার বিস্তারিত জানা যাবে। এখনই আতঙ্কের কিছু নেই।

সোমবার বিকেলে সচিবালয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঘূর্ণিঝড় কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের সভায় এসব তথ্য জানানো হয়।

সভা শেষে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন, “মহাসেন বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কি-না তা বোঝা যাবে মঙ্গলবার। তবে আগে থেকেই আতঙ্কের কিছু নেই।”

ঘূর্ণিঝড়টি কেন্দ্র থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে জানিয়ে শাহ আলম বলেন, “এ অবস্থায় আঘাত হানলে বাতাসের গতিবেগ থাকবে ১২০ কিলোমিটার।”

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সম্পর্কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মেছবা-উল আলম বলেন, “উপকূলীয় এলাকার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মাধ্যমে মাঠ পর্যায়ে সতর্ক করা হয়েছে। এনডিআরসিসি আজ থেকে ২৪ ঘণ্টা খোলা থাকবে। প্রত্যেক জেলা ও উপজেলায় সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “উপকূলীয় এলাকার ৩৫ উপজেলার ৩২২টি ইউনিয়নের তিন হাজার ২৯১টি ইউনিটের প্রায় পঞ্চাশ হাজার সেচ্ছাসেবক উপকূলবাসীকে সজাগ করতে মাঠে রয়েছে, যেন উপকূলবাসী খাদ্য ও পানীয় নিয়ে প্রস্তুত থাকে।”

সরকারের বিভিন্ন প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “রেডিও-টিভিতে আবহাওয়া সতর্ক বার্তা প্রচার, প্রত্যেক উপজেলায় দুর্যোগকালীন উদ্ধার তৎপরতার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংস্থা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। আশ্রয় কেন্দ্রগুলোও প্রস্তুত। প্রয়োজনে তারা স্থানান্তর করতে পারবেন।”

সভায় জানানো হয়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মেডিকেল টিম গঠনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এছাড়া দুর্যোগ পরবর্তী উদ্ধার তৎপরতার জন্য সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনী প্রস্তুতি নিয়ে রেখেছে।

দুর্যোগ পরবর্তী আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দুর্যোগের পরে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‘মহাসেন’ পর্যবেক্ষণ সাপেক্ষে মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় আরও প্রয়োজনীয় পদেক্ষেপ নেওয়া হবে বলে জানান সচিব।

সভায় মন্ত্রণালয়সহ বিভিন্ন অধিদপ্তর ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাহজালালে ছয় কেজি সোনাসহ একজন আটক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের সময় ৫৪টি সোনার বারসহ দেলোয়ার হোসেন (৪৩) নামের এক সোনা চোরাকারবারিকে গ্রেফতার করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের(এপিবিএন) সদস্যরা।

সোমবার রাতে বিমানবন্দরের গ্রিন-চ্যানেলের বাইরে ক্যানোপি থেকে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।

এপিবিএন’র সিনিয়র এএসপি এহতেশাম-উল হক বাংলানিউজকে জানান, বাহরাইন থেকে এমিরেটসের এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দরে আসেন দেলোয়ার। গ্রিন চ্যানেল পার হয়ে ক্যানোপি এলাকা দিয়ে পালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সদস্যরা তাকে আটক করেন। তার কাছে হাতব্যাগসহ শরীরের বিভিন্ন স্থানে অভিনব কায়দায় ৫৪টি সোনার বার লুকানো ছিল। তাকে তল্লাশি করে সেগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা সোনার পরিমাণ প্রায় ৬ কেজি। এর মূল্য আনুমানিক ৩ কোটি ১২ লাখ টাকা।

এ ব্যাপারে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

All Office Converter Platinum 6.5 Multilingual Incl Patch

All Office Converter Platinum 6.5 Multilingual (Reupload) | 9.39 MB

All Office Converter Platinum is an easy-to-use and professional document conversion tool. It can support

batch converting documents, web and images with high good quality for business and individual to improve

the work efficiency. With this powerful converter, you can create PDF file from versatile formats and

convert PDF file to other versatile formats with super output quality and effectively. More, you can

convert between different office document formats, web, images. It can support comprehensive formats:Word

(doc, docm, docx), Excel(xls .xlsx. xlsm),PowerPoint(ppt, pptc,

pptm),PDF,XLS,RTF,TXT,HTM/HTML,Website,JPG,BMP,GIF,TIF,WMF,EMF,TGA, RLE,PNG etc.

Advance Features:
• Provide the customized Command Line service for server/developer.
• It can simultaneously convert different formats to one certain format once.
• It can convert the webpage on the website or your computer.
• Easy to use. Convert with one click.
• More setting options to let you control the output file more accurately.
• Save the imported file list.
• Support encrypted PDF.
• Create PDF and Image with high good quality.
• Open *.HTM or URL as the following framework to convert.

Support Formats:
• Batch Convert Word(doc,docm,docx), Excel(xls.xlsx.xlsm), PowerPoint(ppt,pptc,pptm), RTF,TXT, HTM, HTML

,Website, JPG, BMP,GIF, TIF, WMF, EMF to PDF(as default format, as image format,
as text format).
• Batch Convert PDF to DOC,RTF,XLS,HTM,TXT, JPG, BMP, GIF, TIF, TGA, RLE, PNG, EMF, WMF.
• Batch Convert Word(doc,docm,docx) to PDF (as default format, as image format, as text

format),XLS,TXT,HTM,JPG,BMP,GIF,TIF,TGA,RLE,PNG,EM F,WMF.
• Batch Convert PDF, Excel(xls.xlsx.xlsm),TXT,HTM,HTML,JPG, BMP, GIF, TIF, EMF, WMF to DOC.
• Batch Convert PowerPoint(ppt,pptc,pptm) to JPG, BMP, GIF, TIF, TGA, RLE, PNG, EMF, WMF, DOC, XLS, RTF,

TXT, PDF(as default format,as image format, as text format).
• Batch Convert HTM ,HTML, Website to DOC, PDF(as default format, as image format, as text format),TXT, RTF,

XLS, JPG, BMP, GIF, TIF, TGA, RLE, PNG, EMF, WMF.



Patch
or
or

মা নিয়ে ফেসবুকে চিঠি লেখার প্রতিযোগিতা

পৃথিবীর মধুরতম শব্দ ‘মা’। জীবনের কেন্দ্রবিন্দু। তাই মা প্রত্যেকের জীবনের সবচেয়ে স্মৃতিময় অধ্যায়। এ মাকে নিয়ে সবার জীবনেই আছে অজস্র স্মৃতি। মায়ের বকুনি, ভালোবাসা আর খুনসুঁটি।

তবে সময়ের ব্যবধানে অনেক কথাই বলা হয়ে উঠে না মাকে। সেসব ‘না বলা’ কথামালায় প্রিয় মাকে নিয়ে ফেসবুকে চিঠি লেখার প্রতিযোগিতা শুরু করেছে দেশের অন্যতম আইসিটি পণ্য বিপণনকারী কম্পিউটার সোর্স।

‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত চিঠি লেখা যাবে প্রিয় মাকে সম্বোধন করে। সর্বোচ্চ ৫০০ শব্দের এ চিঠি বাংলা, ইংরেজি বা ফনেটিক অক্ষরেও হতে পারে। মাকে লেখা চিঠির মধ্যে লাইক ভোটে নির্বাচিত সেরা তিন জনপত্র লেখক-লেখিকা নৈশভোজ করতে পারবেন ঢাকার পাঁচ তারকা  হাটেলে।

এ প্রতিযোগিতায় অংশ নিতে অংশগ্রহনকারীকে প্রথমে কম্পিউটার সোর্সের ফেসবুক ফ্যানপেজে যেতে হবে। দু লাখ ফেসবুক বন্ধুর কম্পিউটার সোর্সের এ ফেসবুক পেজে আছে (facebook.com/CSLFanclub) ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষ্যে তৈরি বিশেষ একটি ট্যাব।

এ ট্যাবে ক্লিক করে চিঠি পোস্ট দেওয়া যাবে। অথবা সরাসরি (https://www.facebook.com/CSLFanclub/app_103822229704881) ওয়েব লিঙ্কে গিয়েও সহজেই মাকে উদ্দেশ্য করে লেখা যাবে চিঠি। যেখানে প্রকাশ করা যাবে হৃদয়ের অভিব্যক্তি।