Wednesday, February 27, 2013
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৬৬
সহকারী অধ্যাপক, ঢাকা স্টেট কলেজ, ঢাকা
Right Form of Verbs
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ইংরেজি ২য় পত্রের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ Right Form of Verbs নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে মোট ৫টি শূন্যস্থান সংবলিত একটি Passage (with clue/ without clue) দেওয়া থাকবে এবং নম্বর থাকবে ৫। উত্তর লেখার সময় passage-টি তোলার কোনো প্রয়োজন নেই। শুধু উত্তর লিখলেই চলবে। আগে তোমরা নিজে চেষ্টা করবে। তারপর উত্তরের সঙ্গে তা মিলিয়ে নেবে।
Set-4
Complete the passage with suitable verbs from the list. Put them in the correct tense. Use the negative where necessary: 5
Be—reach—work—come—confine —dominate—succeed
Today women play an important role in all spheres of life. Once they were (a)—by men. They (b)—no longer (c)—within the four walls. They have (d)—out of kitchens and are (e)—hand in hand with man.
Set-4. Ans. try yourself
Set-5
Complete the passage with suitable verbs from the list. Put them in the correct tenses. Use the negatives where necessary. 5
result—add—enjoy—take—be— fall—reduce
Since the people of Bangladesh do not possess knowledge of health and (a)—much health care, malnutrition (b)—to the sufferings of the people. Most of the children of Bangladesh (c)—deprived of enough calories from the food (d)—by them. Lack of vitamin A (e)—in the eye-sight of many children.
Set-5: Ans. (a) do not take (b) adds (c) are (d) enjoyed (e) results
Set-6
Complete the passage with suitable verbs from the list. Put them in the correct tense. Use the negative where necessary: 5
Dare—desire—attain—be—may—
should—assist
Everyone (a)—success in life but very few can (b)—it. One of the main reasons for his failure is that many people (c)—take risks. We must remember that life (d)—not a bed of roses. It is full of troubles and problems. We (e)—face them with courage.
Set-6. Ans. Try Yourself
Set-7
Complete the passage with suitable verbs from the list. Put them in the correct tenses. Use the negatives where necessary. 5
read—think—weep—say— torture—pray—go
One day while I (a)—newspaper sitting in my room, a woman with her little baby in her lap came to me (b)—I could not recognize her first, and she introduced herself and complained against her husband (c)—that she severely (d)—by him. I heard everything and advised her (e)—to the court.
Set-7: Ans. (a) was reading (b) weeping (c) saying (d) had been tortured (e) to go.
Right Form of Verbs
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ইংরেজি ২য় পত্রের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ Right Form of Verbs নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে মোট ৫টি শূন্যস্থান সংবলিত একটি Passage (with clue/ without clue) দেওয়া থাকবে এবং নম্বর থাকবে ৫। উত্তর লেখার সময় passage-টি তোলার কোনো প্রয়োজন নেই। শুধু উত্তর লিখলেই চলবে। আগে তোমরা নিজে চেষ্টা করবে। তারপর উত্তরের সঙ্গে তা মিলিয়ে নেবে।
Set-4
Complete the passage with suitable verbs from the list. Put them in the correct tense. Use the negative where necessary: 5
Be—reach—work—come—confine —dominate—succeed
Today women play an important role in all spheres of life. Once they were (a)—by men. They (b)—no longer (c)—within the four walls. They have (d)—out of kitchens and are (e)—hand in hand with man.
Set-4. Ans. try yourself
Set-5
Complete the passage with suitable verbs from the list. Put them in the correct tenses. Use the negatives where necessary. 5
result—add—enjoy—take—be— fall—reduce
Since the people of Bangladesh do not possess knowledge of health and (a)—much health care, malnutrition (b)—to the sufferings of the people. Most of the children of Bangladesh (c)—deprived of enough calories from the food (d)—by them. Lack of vitamin A (e)—in the eye-sight of many children.
Set-5: Ans. (a) do not take (b) adds (c) are (d) enjoyed (e) results
Set-6
Complete the passage with suitable verbs from the list. Put them in the correct tense. Use the negative where necessary: 5
Dare—desire—attain—be—may—
should—assist
Everyone (a)—success in life but very few can (b)—it. One of the main reasons for his failure is that many people (c)—take risks. We must remember that life (d)—not a bed of roses. It is full of troubles and problems. We (e)—face them with courage.
Set-6. Ans. Try Yourself
Set-7
Complete the passage with suitable verbs from the list. Put them in the correct tenses. Use the negatives where necessary. 5
read—think—weep—say— torture—pray—go
One day while I (a)—newspaper sitting in my room, a woman with her little baby in her lap came to me (b)—I could not recognize her first, and she introduced herself and complained against her husband (c)—that she severely (d)—by him. I heard everything and advised her (e)—to the court.
Set-7: Ans. (a) was reading (b) weeping (c) saying (d) had been tortured (e) to go.
নাম পাল্টাচ্ছে হেরাল্ড ট্রিবিউন
বিখ্যাত ইংরেজি দৈনিক পত্রিকা ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন-এর নাম
ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস-এ পরিবর্তিত হচ্ছে। পত্রিকাটির মালিক
প্রতিষ্ঠান নিউইয়র্ক টাইমস এই সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাষ্ট্রে এই শরতেই পত্রিকাটির নামের ওই পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাইরের পাঠকদের কাছে ৪০ বছর ধরে এটি আইএইচটি নামে ব্যাপকভাবে পরিচিত হয়ে আসছে।
নিজ ভাবমূর্তি সুসংহত করতে নিউইয়র্ক টাইমস-এর গ্রহণ করা বিভিন্ন পরিকল্পনার ধারাবাহিকতায় ওই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব পরিকল্পনার অধীন চলতি মাসে বোস্টন গ্লোব পত্রিকা বিক্রি করে দেওয়ার ঘোষণা দেয় নিউইয়র্ক টাইমস ।
নিউইয়র্ক টাইমস-এর প্রধান নির্বাহী মার্ক থম্পসন বলেছেন, পত্রিকাটিতে আরও নতুন সংবাদকর্মী নিয়োগ দেওয়া হবে। বিদেশে এর পাঠক জনপ্রিয়তা বাড়ানো তাঁদের লক্ষ্য।
বিবিসির সাবেক মহাপরিচালক থম্পসন গত বছরের নভেম্বরে নিউইয়র্ক টাইমস-এ যোগ দেন।
২০০৩ সালে আইএইচটির পূর্ণাঙ্গ মালিকানা লাভ করে নিউইয়র্ক টাইমস। ইতিপূর্বে পত্রিকাটির ৫০ শতাংশ মালিকানার অধিকারী ছিল প্রতিদ্বন্দ্বী ওয়াশিংটন পোস্ট পত্রিকা। আন্তর্জাতিক পত্রিকা আইএইচটি তার ১২৫ বছরের ইতিহাসে আরও কয়েকবার নাম পরিবর্তনের সম্মুখীন হয়। পত্রিকাটি ১৮৮৭ সালে যাত্রা শুরু করে। বিবিসি।
যুক্তরাষ্ট্রে এই শরতেই পত্রিকাটির নামের ওই পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাইরের পাঠকদের কাছে ৪০ বছর ধরে এটি আইএইচটি নামে ব্যাপকভাবে পরিচিত হয়ে আসছে।
নিজ ভাবমূর্তি সুসংহত করতে নিউইয়র্ক টাইমস-এর গ্রহণ করা বিভিন্ন পরিকল্পনার ধারাবাহিকতায় ওই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব পরিকল্পনার অধীন চলতি মাসে বোস্টন গ্লোব পত্রিকা বিক্রি করে দেওয়ার ঘোষণা দেয় নিউইয়র্ক টাইমস ।
নিউইয়র্ক টাইমস-এর প্রধান নির্বাহী মার্ক থম্পসন বলেছেন, পত্রিকাটিতে আরও নতুন সংবাদকর্মী নিয়োগ দেওয়া হবে। বিদেশে এর পাঠক জনপ্রিয়তা বাড়ানো তাঁদের লক্ষ্য।
বিবিসির সাবেক মহাপরিচালক থম্পসন গত বছরের নভেম্বরে নিউইয়র্ক টাইমস-এ যোগ দেন।
২০০৩ সালে আইএইচটির পূর্ণাঙ্গ মালিকানা লাভ করে নিউইয়র্ক টাইমস। ইতিপূর্বে পত্রিকাটির ৫০ শতাংশ মালিকানার অধিকারী ছিল প্রতিদ্বন্দ্বী ওয়াশিংটন পোস্ট পত্রিকা। আন্তর্জাতিক পত্রিকা আইএইচটি তার ১২৫ বছরের ইতিহাসে আরও কয়েকবার নাম পরিবর্তনের সম্মুখীন হয়। পত্রিকাটি ১৮৮৭ সালে যাত্রা শুরু করে। বিবিসি।
বিচার চাইতে গিয়ে ধর্ষণের শিকার
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যের কাছে
বিচার চাইতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এই অভিযোগে গত সোমবার
কাপাসিয়া থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের একটি গ্রামের এক গৃহবধূ তাঁর স্বামীর বিরুদ্ধে বিচার চাইতে যান সনমানিয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মাইন উদ্দিনের কাছে। তিনি অভিযোগ শোনার কথা বলে ওই গৃহবধূকে স্থানীয় আড়াল বাজারে নিজের দোকানের পেছনের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এরপর ধর্ষণের কথা কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেন।
ওই গৃহবধূ প্রথমে ঘটনাটি কাউকে না জানালেও পরে স্বামীকে খুলে বলেন। তাঁর স্বামী পরে ইউপি চেয়ারম্যান, সদস্য ও নারী সদস্যদের কাছে গিয়ে বিচার চান। কিন্তু বিচার না পেয়ে সোমবার ওই গৃহবধূ মাইন উদ্দিনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন ।
গৃহবধূর স্বামী বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে বিভিন্ন বিষয় নিয়ে একটু ঝগড়াবিবাদ হতো। তারই পরিপ্রেক্ষিতে আমার স্ত্রী মাইন উদ্দিন মেম্বারের কাছে বিচার চাইতে যান। কিন্তু মেম্বার আমার স্ত্রীকে ধর্ষণ করেন।’
এ ব্যাপারে বক্তব্য জানতে মাইন উদ্দিনের মুঠোফোনে কল করলেও তা বন্ধ পাওয়া গেছে।
ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ধর্ষণের ঘটনাটি শুনেছি। মাইন উদ্দিন মেম্বার ঘটনাটি আপস করে দিতে বলেছেন। আমি বলেছি, এসব বিষয়ে কোনো আপস করা যায় না। আইনগতভাবে যা হয়, তাই করা উচিত।’
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন বলেন, আসামি মাইন উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহার থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের একটি গ্রামের এক গৃহবধূ তাঁর স্বামীর বিরুদ্ধে বিচার চাইতে যান সনমানিয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মাইন উদ্দিনের কাছে। তিনি অভিযোগ শোনার কথা বলে ওই গৃহবধূকে স্থানীয় আড়াল বাজারে নিজের দোকানের পেছনের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এরপর ধর্ষণের কথা কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেন।
ওই গৃহবধূ প্রথমে ঘটনাটি কাউকে না জানালেও পরে স্বামীকে খুলে বলেন। তাঁর স্বামী পরে ইউপি চেয়ারম্যান, সদস্য ও নারী সদস্যদের কাছে গিয়ে বিচার চান। কিন্তু বিচার না পেয়ে সোমবার ওই গৃহবধূ মাইন উদ্দিনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন ।
গৃহবধূর স্বামী বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে বিভিন্ন বিষয় নিয়ে একটু ঝগড়াবিবাদ হতো। তারই পরিপ্রেক্ষিতে আমার স্ত্রী মাইন উদ্দিন মেম্বারের কাছে বিচার চাইতে যান। কিন্তু মেম্বার আমার স্ত্রীকে ধর্ষণ করেন।’
এ ব্যাপারে বক্তব্য জানতে মাইন উদ্দিনের মুঠোফোনে কল করলেও তা বন্ধ পাওয়া গেছে।
ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ধর্ষণের ঘটনাটি শুনেছি। মাইন উদ্দিন মেম্বার ঘটনাটি আপস করে দিতে বলেছেন। আমি বলেছি, এসব বিষয়ে কোনো আপস করা যায় না। আইনগতভাবে যা হয়, তাই করা উচিত।’
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন বলেন, আসামি মাইন উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কলেজছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক কলেজছাত্রী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। এ
ব্যাপারে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বপন কর্মকার (২৩)
নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বপনের বাড়ি উপজেলার শিলুয়া চা-বাগানের ৮ নম্বর লাইন এলাকায়। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়েন। কলেজে আসা-যাওয়ার পথে স্বপন তাঁকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। ৮ ফেব্রুয়ারি দুপুরের দিকে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী। পথে একা পেয়ে স্বপন তাঁর মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলেন এবং পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মুঠোফোনের ক্যামেরায় ছাত্রীটির আপত্তিকর ছবি তোলেন স্বপন। পরে তিনি ছাত্রীটিকে সেখানে ফেলে রেখে সটকে পড়েন।
ওই ছাত্রী গত রোববার স্বপনকে আসামি করে মামলা করেন। পুলিশ ওই দিনই স্বপনকে গ্রেপ্তার করে। ওই ছাত্রীর বাবা জানান, ঘটনার পর তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। লজ্জায় প্রথমে মুখ খোলেনি সে (ছাত্রী)। পরে সে ঘটনাটি জানায়। তাই মামলা করতে দেরি হয়েছে।
স্বপনের বাড়ি উপজেলার শিলুয়া চা-বাগানের ৮ নম্বর লাইন এলাকায়। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়েন। কলেজে আসা-যাওয়ার পথে স্বপন তাঁকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। ৮ ফেব্রুয়ারি দুপুরের দিকে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী। পথে একা পেয়ে স্বপন তাঁর মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলেন এবং পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মুঠোফোনের ক্যামেরায় ছাত্রীটির আপত্তিকর ছবি তোলেন স্বপন। পরে তিনি ছাত্রীটিকে সেখানে ফেলে রেখে সটকে পড়েন।
ওই ছাত্রী গত রোববার স্বপনকে আসামি করে মামলা করেন। পুলিশ ওই দিনই স্বপনকে গ্রেপ্তার করে। ওই ছাত্রীর বাবা জানান, ঘটনার পর তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। লজ্জায় প্রথমে মুখ খোলেনি সে (ছাত্রী)। পরে সে ঘটনাটি জানায়। তাই মামলা করতে দেরি হয়েছে।
রাজশাহীতে শিশুছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি
তৃতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাজশাহী নগরের একটি
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গতকাল মঙ্গলবার পিটুনি দিয়েছে স্থানীয় লোকজন।
পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, বেলা দেড়টার দিকে হঠাৎ একদল লোক এসে সহকারী শিক্ষক মাসুম বিল্লাহকে (২৭) মারধর শুরু করেন। তাঁদের কয়েকজন বিদ্যালয়ের অন্য শিক্ষকদের কাছে অভিযোগ করেন, মাসুম তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন। ওই ছাত্রী বাড়ি গিয়ে তার মায়ের কাছে এ অভিযোগ করে। বিষয়টি গ্রামে জানাজানি হলে ক্ষুব্ধ লোকজন বিদ্যালয়ে এসে মাসুমের ওপর হামলা চালান।
মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ জনতা মাসুম বিল্লাহকে তাঁদের কাছে সোপর্দ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, বেলা দেড়টার দিকে হঠাৎ একদল লোক এসে সহকারী শিক্ষক মাসুম বিল্লাহকে (২৭) মারধর শুরু করেন। তাঁদের কয়েকজন বিদ্যালয়ের অন্য শিক্ষকদের কাছে অভিযোগ করেন, মাসুম তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন। ওই ছাত্রী বাড়ি গিয়ে তার মায়ের কাছে এ অভিযোগ করে। বিষয়টি গ্রামে জানাজানি হলে ক্ষুব্ধ লোকজন বিদ্যালয়ে এসে মাসুমের ওপর হামলা চালান।
মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ জনতা মাসুম বিল্লাহকে তাঁদের কাছে সোপর্দ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সরকার আগুন নিয়ে খেলছে
ব্লগে আল্লাহ, মহানবী (সা.) ও ধর্মীয় অনুশাসনকে কটাক্ষ করার অভিযোগ তুলে এ
নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সরকার আগুন নিয়ে খেলছে।’
গতকাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। ‘পুলিশ-র্যাব ও ক্ষমতাসীন দলের সশস্ত্র সন্ত্রাসীদের ভয়াবহ নৈরাজ্য ও নির্বিচারে মানুষ হত্যার’ প্রতিবাদে বিএনপি এ সমাবেশের আয়োজন করে। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ঐক্যজোটের এক আলোচনা সভায়ও একই কথা বলেন তিনি।
ফখরুল বলেন, ‘আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। বাংলাদেশের ৯৫ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করে।’ তিনি বলেন, সরকার আগুন নিয়ে খেলছে। বিষয়টি এত ভয়াবহ যে জাতীয় নিরাপত্তা পর্যন্ত হুমকির সম্মুখীন হয়ে গেছে। তারা যে বিষয়গুলো উসকে দিচ্ছে, তাতে দেশের বিভাজন সৃষ্টি করবে।
সরকারের উদ্দেশে ফখরুল বলেন, কার স্বার্থে এই বিভাজন করছেন। কার স্বার্থে ব্যাংক-বিমা, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করার ইঙ্গিত দিচ্ছেন? এই ভয়াবহ খেলা থেকে সরে আসুন। জনগণকে জনগণের বিরুদ্ধে লাগিয়ে দেবেন না। এখনো সময় আছে। রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করুন।
ফখরুল বলেন, ‘দেশের মানুষ বিভাজনের রাজনীতি চায় না, শান্তি চায়। তাই তরুণসমাজকে বলতে চাই, প্রতিহিংসা, ফাঁসি আর জবাই করার রাজনীতি নয়। আমরা ভালোবাসা, সৌহার্দ্যের রাজনীতি চাই। জবাই করে, ফাঁসি দিয়ে সুন্দর বাংলাদেশ গড়া যাবে না।’
ফখরুল অভিযোগ করেন, সরকারের হুকুমে পুলিশ গত ১০ দিনে ৩০ জন সাধারণ মানুষকে বন্যপশুর মতো গুলি করে মেরেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পক্ষের-বিপক্ষের শক্তিতে এবং ইসলামের পক্ষের-বিপক্ষের শক্তিতে বিভক্ত করছে।
গতকাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। ‘পুলিশ-র্যাব ও ক্ষমতাসীন দলের সশস্ত্র সন্ত্রাসীদের ভয়াবহ নৈরাজ্য ও নির্বিচারে মানুষ হত্যার’ প্রতিবাদে বিএনপি এ সমাবেশের আয়োজন করে। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ঐক্যজোটের এক আলোচনা সভায়ও একই কথা বলেন তিনি।
ফখরুল বলেন, ‘আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। বাংলাদেশের ৯৫ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করে।’ তিনি বলেন, সরকার আগুন নিয়ে খেলছে। বিষয়টি এত ভয়াবহ যে জাতীয় নিরাপত্তা পর্যন্ত হুমকির সম্মুখীন হয়ে গেছে। তারা যে বিষয়গুলো উসকে দিচ্ছে, তাতে দেশের বিভাজন সৃষ্টি করবে।
সরকারের উদ্দেশে ফখরুল বলেন, কার স্বার্থে এই বিভাজন করছেন। কার স্বার্থে ব্যাংক-বিমা, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করার ইঙ্গিত দিচ্ছেন? এই ভয়াবহ খেলা থেকে সরে আসুন। জনগণকে জনগণের বিরুদ্ধে লাগিয়ে দেবেন না। এখনো সময় আছে। রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করুন।
ফখরুল বলেন, ‘দেশের মানুষ বিভাজনের রাজনীতি চায় না, শান্তি চায়। তাই তরুণসমাজকে বলতে চাই, প্রতিহিংসা, ফাঁসি আর জবাই করার রাজনীতি নয়। আমরা ভালোবাসা, সৌহার্দ্যের রাজনীতি চাই। জবাই করে, ফাঁসি দিয়ে সুন্দর বাংলাদেশ গড়া যাবে না।’
ফখরুল অভিযোগ করেন, সরকারের হুকুমে পুলিশ গত ১০ দিনে ৩০ জন সাধারণ মানুষকে বন্যপশুর মতো গুলি করে মেরেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পক্ষের-বিপক্ষের শক্তিতে এবং ইসলামের পক্ষের-বিপক্ষের শক্তিতে বিভক্ত করছে।
পুলিশের এসআই পদে নিয়োগের পরীক্ষার সময়সূচি পরিবর্তন
বাংলাদেশ পুলিশ বাহিনীতে বহিরাগত ক্যাডেট এসআই (নি.) পুরুষ/মহিলা পদে
নিয়োগের মৌখিক পরীক্ষা ও অ্যাটিসিউড টেস্টের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি তারিখে পরীক্ষা হওয়ার কথা থাকলেও
তা অনিবার্য কারণবশত সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ ক্ষেত্রে ২৭ ফেব্রুয়ারি
(বুধবার) তারিখের পরীক্ষা ১২ মার্চ এবং ২৮ ফেব্রুয়ারির পরীক্ষা ১৩ মার্চ
অনুষ্ঠিত হবে।
কলকাতার শিয়ালদাহর সূর্যসেন মার্কেটে ভয়াবহ আগুন
কলকাতার
শিয়ালদাহ স্টেশন লাগোয়া এপিসি রোডে একটি চারতলা ভবনে ভয়াবহ আগুনের ঘটনায়
বহু মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত বেসরকারিভাবে
মৃতের সংখ্যা ১৯ বলে জানা গেলেও সরকারি হিসাব বিভ্রান্ত ছড়াচ্ছে।
কলকাতার পুলিশ কমিশনার এই সংখ্যা ১৩ বলে দাবি করলেও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেছেন ১৫ জনের মৃত্যুর বিষয়ে তিনি নিশ্চিত। তবে কলকাতা মেডিক্যাল কলেজের মর্গে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ জনের মৃতদেহ পৌঁছেছে। এর মধ্যে একজন মহিলা ও শিশু রয়েছে বলে মর্গ সূত্রে জানা গেছে।
আজ বুধবার ভোর পৌনে ৪টার দিকে শিয়ালদাহ স্টেশন লাগোয়া সূর্যসেন মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে দমকল বাহিনীর ২৫টি দল কাজ করেছে। সকাল সাড়ে ৮টার মধ্যেই ৩৫ নম্বর এপিসি বোস রোডের চার তলার এই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এখনও পর্যন্ত স্টোর রুম থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা গেছে।
রাজ্য সরকারের দমকল মন্ত্রী জাভেদ খান বলেছেন, কলকাতা শহরে সাত লক্ষ ভবন অবৈধভাবে নির্মিত। এসব ভবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চারতলার এই ভবনটি সূর্যসেন মার্কেট নামে পরিচিত। রাতে বহু দোকানদার এমনকি ভবঘুরেরাও মার্কেটের বারান্দায় রাত কাটান। মৃতদের পরিচয় এখনও প্রশাসন নিশ্চিত হতে পারেনি বলে জানান দমকল মন্ত্রী।
সূর্যসেন ভবনের মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, বামফ্রন্টের সময় এমন বহু অবৈধ ভবন তৈরি হয়েছে। এগুলো চিহ্নিত করা হচ্ছে। আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ১৯ জন। আহতদের এনআরএস, এসএসকেএমসহ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুরের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে। সকালে বিধানসভার বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্র সেখানে পরিদর্শনে যান। গত বছর দক্ষিণ কলকাতার আমরি হাসপাতালে ভয়াবহ আগুনের ঘটনায় ১১৩ জনের মৃত্যু হয়। এর আগে সূর্যসেন মার্কেটের পাশেই নন্দরাম মার্কেটেও ভয়াবহ আগুনের ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটে।
কলকাতার পুলিশ কমিশনার এই সংখ্যা ১৩ বলে দাবি করলেও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেছেন ১৫ জনের মৃত্যুর বিষয়ে তিনি নিশ্চিত। তবে কলকাতা মেডিক্যাল কলেজের মর্গে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ জনের মৃতদেহ পৌঁছেছে। এর মধ্যে একজন মহিলা ও শিশু রয়েছে বলে মর্গ সূত্রে জানা গেছে।
আজ বুধবার ভোর পৌনে ৪টার দিকে শিয়ালদাহ স্টেশন লাগোয়া সূর্যসেন মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে দমকল বাহিনীর ২৫টি দল কাজ করেছে। সকাল সাড়ে ৮টার মধ্যেই ৩৫ নম্বর এপিসি বোস রোডের চার তলার এই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এখনও পর্যন্ত স্টোর রুম থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা গেছে।
রাজ্য সরকারের দমকল মন্ত্রী জাভেদ খান বলেছেন, কলকাতা শহরে সাত লক্ষ ভবন অবৈধভাবে নির্মিত। এসব ভবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চারতলার এই ভবনটি সূর্যসেন মার্কেট নামে পরিচিত। রাতে বহু দোকানদার এমনকি ভবঘুরেরাও মার্কেটের বারান্দায় রাত কাটান। মৃতদের পরিচয় এখনও প্রশাসন নিশ্চিত হতে পারেনি বলে জানান দমকল মন্ত্রী।
সূর্যসেন ভবনের মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, বামফ্রন্টের সময় এমন বহু অবৈধ ভবন তৈরি হয়েছে। এগুলো চিহ্নিত করা হচ্ছে। আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ১৯ জন। আহতদের এনআরএস, এসএসকেএমসহ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুরের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে। সকালে বিধানসভার বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্র সেখানে পরিদর্শনে যান। গত বছর দক্ষিণ কলকাতার আমরি হাসপাতালে ভয়াবহ আগুনের ঘটনায় ১১৩ জনের মৃত্যু হয়। এর আগে সূর্যসেন মার্কেটের পাশেই নন্দরাম মার্কেটেও ভয়াবহ আগুনের ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটে।
নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ মহানগর দিল্লি
ভারতে
নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ মহানগর দিল্লি। পর্যটনবিষয়ক ওয়েবসাইট ট্রিপ
অ্যাডভাইজার পরিচালিত এক জরিপে এ চিত্র ফুটে উঠেছে। জরিপের ফল গত সোমবার
প্রকাশ করা হয়েছে।
কাজের জন্য বাইরে বের হন বা অবসরে চলাফেরা করেন-এমন নারীদের ওপর এ জরিপ চালানো হয়। এতে দেখা গেছে, ৮৪ শতাংশ নারী দিলি্লতে একা চলাফেরায় নিরাপদ বোধ করেন না। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইকে সবচেয়ে নিরাপদ নগরী মনে করেন নারীরা। সর্বোচ্চ ৩৪ শতাংশ নারীর কাছে মুম্বাই সবচেয়ে নিরাপদ শহর। ১২ শতাংশ নারীর ভোট পেয়ে গুজরাটের সবচেয়ে বড় শহর আহমেদাবাদ এবং কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু যৌথভাবে দ্বিতীয় নিরাপদ নগরীর স্থান দখল করেছে।
জরিপ অনুযায়ী, কাজের সুবাদে একা চলাচল করেন_এমন ৩৭ শতাংশ নারী নিরাপত্তাহীনতায় ভোগেন। আর দেশের বাইরে চলাচলের চেয়ে ভারতের অভ্যন্তরে চলাফেরা করতে ৯৪ শতাংশ নারীই নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকলেও ৩৩ শতাংশ নারী জানান, তাঁরা নতুন কিংবা অপরিচিত কোনো শহরে গেলে আত্মরার প্রস্তুতি নিয়ে যান। আগ্নেয়াস্ত্র অথবা মরিচের স্প্রে (পিপার স্প্রে) সঙ্গে রাখেন তাঁরা। সূত্র : হিন্দুস্তান টাইমস।
কাজের জন্য বাইরে বের হন বা অবসরে চলাফেরা করেন-এমন নারীদের ওপর এ জরিপ চালানো হয়। এতে দেখা গেছে, ৮৪ শতাংশ নারী দিলি্লতে একা চলাফেরায় নিরাপদ বোধ করেন না। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইকে সবচেয়ে নিরাপদ নগরী মনে করেন নারীরা। সর্বোচ্চ ৩৪ শতাংশ নারীর কাছে মুম্বাই সবচেয়ে নিরাপদ শহর। ১২ শতাংশ নারীর ভোট পেয়ে গুজরাটের সবচেয়ে বড় শহর আহমেদাবাদ এবং কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু যৌথভাবে দ্বিতীয় নিরাপদ নগরীর স্থান দখল করেছে।
জরিপ অনুযায়ী, কাজের সুবাদে একা চলাচল করেন_এমন ৩৭ শতাংশ নারী নিরাপত্তাহীনতায় ভোগেন। আর দেশের বাইরে চলাচলের চেয়ে ভারতের অভ্যন্তরে চলাফেরা করতে ৯৪ শতাংশ নারীই নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকলেও ৩৩ শতাংশ নারী জানান, তাঁরা নতুন কিংবা অপরিচিত কোনো শহরে গেলে আত্মরার প্রস্তুতি নিয়ে যান। আগ্নেয়াস্ত্র অথবা মরিচের স্প্রে (পিপার স্প্রে) সঙ্গে রাখেন তাঁরা। সূত্র : হিন্দুস্তান টাইমস।
Subscribe to:
Posts (Atom)