Friday, July 29, 2011

নতুন বন্ড গার্ল

জেমস বন্ড সিরিজের অভিনয় করা এখনো যে কোনো অভিনয়শিল্পীর জন্যই স্বপ্নের ব্যাপার। রাশিয়ান অভিনেত্রী মার্গারিটা লেভিয়েভেরও স্বপ্ন ছিল জেমস বন্ড সিরিজে অভিনয় করবেন, বন্ড গার্ল হবেন। স্বপ্ন পূরণের জন্য তিনি অনেক চেষ্টা চালিয়েছেন। নিয়মিত যোগাযোগ করেছেন এই সিরিজের কর্তৃপক্ষের সঙ্গে। যোগাযোগের ফল তিনি এবার পেতে যাচ্ছেন। তার স্বপ্ন পূরণ হচ্ছে। লেভিয়েভই নতুন বন্ড গার্ল নির্বাচিত হয়েছেন। বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগের বিপরীতে অভিনয় করবেন তিনি।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'স্প্রেড' ছবিতে অ্যাস্টন কুচারের বিপরীতে অভিনয় করেছিলেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। এবার জেমস বন্ড সিরিজের ২৩তম ছবিতে ক্রেইগের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে তাকে নেওয়ার পরিকল্পনা করেছেন ছবিটির প্রযোজক প্যানেল।
এ প্রসঙ্গে ছবি সংশ্লিষ্ট একজন বলেছেন, বন্ড গার্ল হওয়ার জন্য সুন্দরী, আত্মবিশ্বাসী এবং রহস্যময়ী হতে হয়। এর সব গুণই রয়েছে মার্গারিটার ভেতর। আসছে অক্টোবরে ছবিটির কাজ শুরু হবে

লৌহ মানব

জার্মানির বন শহরের কয়েক মাইল পশ্চিম আছে একটি আশ্চর্য লৌহস্তম্ভ। সেখানকার লোকেরা বলে লৌহমানব। স্তম্বটি মাটির উপর জেগে আছে চার ফুট দশ ইঞ্চি। মাটির গভীরে আছে নব্বই ফুট। এই লৌহস্তম্বটিতে এখনো কোনো মরচে পড়েনি। এই স্তম্বের প্রথমে উল্লেখ পাওয়ার যায় চর্তুদশ শতাব্দীর একটি দলিলে। তাতে লেখা আছে, স্তম্বটি ছিল একটি গ্রামের সীমানাচিহ্ন। এই স্তম্ভের কাছেই রয়েছে বাঁধানো একটি পাথরের রাস্তা। চারকোণা এই স্তম্ভটি যে কি প্রয়োজনে আসত তা এখনো রহস্যের আঁধারে ঢাকা।

এয়ারটেল চালু করল ব্ল্যাকবেরি সার্ভিস

অন্যতম মোবাইল অপারেটর এয়ারটেল গ্রাহকদের জন্য চালু করল ব্ল্যাকবেরি সার্ভিস। চারটি আকর্ষণীয় ব্ল্যাকবেরি স্মার্টফোনে এই সার্ভিস দেওয়া হবে। এর মাধ্যমে গ্রাহকরা ই-মেইল পাঠাতে এবং গ্রহণসহ ওয়েব ব্রাউজিং, ডাউনলোড ও চ্যাট করতে পারবেন। এছাড়া করপোরেট গ্রাহকরা ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিস পাবেন। এর মাধ্যমে তারা পাবেন করপোরেট মেইল ইন্টিগ্রেশন, সিকিউরড অ্যাডমিনিস্ট্রেশন, সর্বোৎকৃষ্ট ওয়্যারলেস ডিভাইস, ডেস্কটপ টুলসসহ অনেক কিছু। এছাড়া এয়ারটেলের গ্রাহকরা ব্ল্যাকবেরি সার্ভিসটি তাদের আগের আনলক করা ব্ল্যাকবেরি ফোনেও চালু করতে পারবেন।

গতকাল রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে এ সার্ভিসের উদ্বোধন করেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিইও এবং এমডি ক্রিস টবিট। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মডেল তারকা নোবেল।

অনুষ্ঠানে বলা হয়, এয়ারটেল ব্ল্যাকবেরি সার্ভিস নূ্যনতম ৮৯৯ টাকায় ব্যবহার করা যাবে এবং এক গিগাবাইট ইন্টারনেট ব্যবহার করা যাবে বিনামূল্যে। চারটি ব্ল্যাকবেরি স্মার্টফোন পাওয়া যাবে। দাম পড়বে ২২ হাজার ২৭২ থেকে ৪৫ হাজার ৭৮২ টাকার মধ্যে। মোবাইল সেটগুলোর এক বছরের ওয়ারেন্টি দেওয়া হবে। এর মধ্যে ব্ল্যাকবেরি কার্ভ-৮৫২০ মডেলের ২২ হাজার ২৭২, ব্ল্যাকবেরি কার্ভ-৯৩২০ মডেলের ৩২ হাজার ৩২১, ব্ল্যাকবেরি পার্ল মডেলের ৩৬ হাজার ১৪৬ এবং ব্ল্যাকবেরি বোল্ড মডেলের সেটের দাম পড়বে ৪৫ হাজার ৭৮২ টাকা।

ক্রিস টবিট বলেন, মোবাইল প্রজন্মের অত্যাধুনিক সব সুবিধার প্রতিশ্রুতি নিয়ে এয়ারটেলের বাংলাদেশে যাত্রা। এর মধ্যে প্রক্রিয়াধীন রয়েছে অত্যাধুনিক তৃতীয় প্রজন্মের তথ্য আদান-প্রদানকারী ব্যবস্থা থ্রিজি টেকনোলজি এবং ওয়াইফাই। তিনি বলেন, আমরা বাংলাদেশের বৃহৎ মোবাইল ফোন ব্যবহারকারী জনগোষ্ঠীকে সারা বিশ্বে পরিচিত সব মোবাইল প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ব্ল্যাকবেরি ইন্টারনেট ও এন্টারপ্রাইজ সার্ভিস এ দেশের করপোরেট জগতে সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে এ সার্ভিসের প্রথম করপোরেট গ্রাহক হিসেবে পারটেক্স গ্রুপের সঙ্গেও একটি চুক্তি স্বাক্ষর করা হয়

শনি গ্রহের পানির উৎস এঙ্কেলেডাস

শনি গ্রহের ঊর্ধ্ব-বায়ুমণ্ডলে পানির উৎসবিষয়ক রহস্যের অবসান ঘটিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা। হার্শেল মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র তাদের সাম্প্রতিক এক আবিষ্কারে জানায়, শনি গ্রহের ষষ্ঠ বৃহত্তম উপগ্রহ এঙ্কেলেডাস গ্রহটিকে ঘিরে বিশালাকার এক জলীয়বাষ্পের বলয় রয়েছে। এ থেকেই শনি তার পানির চাহিদা পূরণ করে। পর্যবেক্ষণ কেন্দ্রটির পাওয়া সর্বশেষ ফলাফল অনুযায়ী সৌরজগতে এঙ্কেলেডাসই একমাত্র উপগ্রহ যা তার নিজ গ্রহের রাসায়নিক গঠনকে প্রভাবিত করে থাকে। তথ্যানুযায়ী এঙ্কেলেডাসের দক্ষিণ গোলার্ধের মেরু অঞ্চল 'টাইগার স্ট্রাইপস' থেকে প্রতি সেকেন্ডে ২৫০ কেজি পানি জলীয়বাষ্প আকারে নির্গত হয়। এগুলো শনির চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র পানির ফোঁটার বলয় সৃষ্টি করে। এঙ্কেলেডাসের দক্ষিণ গোলার্ধের মেরু পৃষ্ঠ বিভিন্ন প্রকারের দাগযুক্ত বলে একে 'টাইগার স্ট্রাইপস' বলে। শনিকে ঘিরে পানির ফোঁটার এ বলয়ের প্রশস্ততা গ্রহটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের ১০ গুণ বেশি বলে জানায় হার্শেল মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। তবে বলয়টির পুরুত্ব প্রায় শনির ব্যাসার্ধের সমান। এঙ্কেলেডাস শনির ব্যাসার্ধের চারগুণ দূরত্বে থেকে গ্রহটিকে ঘিরে আবর্তন করে। আবর্তনকালে শূন্য বলয়কে পুনরায় জলীয়বাষ্প দিয়ে পূর্ণ করে। বলয়টি বৃহদাকারের হলেও আগে কখনো তার অস্তিত্ব ধরা পড়েনি। কারণ, দৃশ্যমান আলোতে জলীয়বাষ্প সব সময় স্বচ্ছ আচরণ করে। ফলে তার অবস্থান বা অস্তিত্ব বোঝা যায় না।

Thursday, July 28, 2011

ফাঁসলেন আমির

মামলায় ফাঁসলেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। ভারতের এলাহাবাদ হাইকোর্ট সমপ্রতি আমির প্রযোজিত 'ডেলহি বেলি' ছবির 'ভাগ ডিকে বোস' গানটিকে আপত্তিজনক বলে উল্লেখ করেছেন। জানা গেছে, গানটি জনসমক্ষে প্রচারের দায়ে কারণ দর্শানোরও নোটিশ জারি করা হয়েছে। বিতর্কিত গানটিকে জনসমক্ষে প্রচারের ওপর নিষেধাজ্ঞার দাবিতে কয়েক দিন আগে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের করেছিলেন আইনের শিক্ষার্থী সৌমিত্র। সমপ্রতি সেই মামলার শুনানি চলাকালেই আমিরসহ গানটির গীতিকার রাম সম্পতকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই নোটিশ দেওয়া হয়েছে সেন্সর বোর্ডকেও। দুই সপ্তাহের মধ্যে আমিরসহ অন্য অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আগামী ৯ আগস্ট মামলাটির পরবর্তী শুনানি।

কারিশমা এবার আইটেম গানে

বর্তমান প্রেক্ষাপটে আইটেম গান ছাড়া বলিউড ছবি কল্পনাও করা যায় না। সম্প্রতি অনেক অভিনেত্রী শুধু এ রকম গানের জোরেই ফিল্মপাড়ায় শক্ত অবস্থান তৈরি করেছেন। হয়তো এ কারণেই দীর্ঘ বিরতির পর কেন্দ্রীয় চরিত্র বাদ দিয়ে আইটেম গানে অভিনয় করতে রাজি হয়েছেন কারিশমা কাপুর। 'হাউসফুল' ছবির পরবর্তী সিক্যুয়েলে এ রকম একটি চরিত্রে দেখা যাবে তাকে। কারিশমার এ সিদ্ধান্তে ভক্তরা অনেকটাই মর্মাহত হয়েছেন।

Wednesday, July 27, 2011

প্রথমবারের মতো বাপ্পা

প্রথমবারের মতো কোনো অ্যালবামে রবীন্দ্রসংগীত গাইলেন বাপ্পা মজুমদার।

মাকে উৎসর্গ করে নিজের আসছে একক অ্যালবামে একটি রবীন্দ্রসংগীত গাইলেন তিনি। এ প্রসঙ্গে বাপ্পা বললেন, 'মাকে উৎসর্গ করেই গানটি করেছি আমি। তবে কোন গানটি গেয়েছি, তা এখনই বলতে চাচ্ছি না। অ্যালবাম প্রকাশ হলেই সবাই জানতে পারবেন। এটি বাপ্পার নবম একক অ্যালবাম। নাম রাখা হয়েছে 'বেঁচে থাক সবুজ'। রবীন্দ্রসংগীতটি ছাড়াও এতে ১০টি মৌলিক গান থাকবে। গানগুলো লিখেছেন শঙ্কর সাওজাল, মাসুম, স্বপ্নীল, রানা, ইন্দ্রনীল, জুলফিকার রাসেল, রাসেল ওনীল, শাহান কবন্ধ, ওয়াজিদ রাজীব ও জয় শাহরিয়ার। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই। বাপ্পা বলেন, এতদিন যা করেছি, তার বাইরে কিছু গান করেছি এই অ্যালবামে। আশা করছি ভালো লাগবে।

৫৩ বছর পর মিলল প্রেমের ঠিকানা!

সত্যি! ভালোবাসা বাধ মানে না। একটি প্রেমপত্র ৫৩ বছর পরও ঠিকানা খুঁজে পেল। ১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রের কলেজপড়ুয়া এক যুবককে তার বান্ধবী প্রেমপত্র লিখেছিল। গত ৭ জুলাই ২০১১ চিঠিটি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার পত্র কক্ষে পেঁৗছে। চিঠিটি ১৯৫৮ সালের ২০ ফেব্রুয়ারি পোস্ট করা হয়। প্রেমিকা ভনি চিঠিতে লিখেছিলেন, 'ভালোবাসা চিরকালের'। প্রেমিকের নাম ক্লার্ক সি মুর। তবে নাম পরিবর্তনের কারণে বর্তমানে তিনি মুহাম্মদ সিদ্দিক নামে পরিচিত। আর এ কারণেই প্রেমের এমন ভোগান্তি। মজার বিষয় হলো, সিদ্দিক-ভনি বিয়ে করেন, তাদের চার ছেলেমেয়ে রয়েছে; তবে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছে। এক বন্ধু টিভিতে এ চিঠির খবর পেয়ে সিদ্দিককে জানান। ৭৪ বছর বয়সী সিদ্দিক এ খবর জানতে পেরে উল্লসিত হন এবং চিঠি পড়ার প্রবল ইচ্ছা প্রকাশ করেন। পরে ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করেন। সিদ্দিক বলেন, তখন আবেগ ছিল; চিঠি লেনদেনের মজাই ছিল আলাদা। তবে এখনকার ই-মেইলের মতো নয় বলে মন্তব্য করেন তিনি।

আত্মপরিচয়ের খোঁজে!

নিজের পরিবারের সঠিক ইতিহাস জানতে ডিএনএ পরীক্ষার তী্রব্র আগ্রহ প্রকাশ করেছেন স্লামডগ মিলিয়নেয়ার তারকা ফ্রিদা পিন্টো। বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণে গিয়ে প্রায়ই তাকে নিজের শেকড় নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। নিজের ডিএনএ পরীক্ষার মধ্য দিয়ে তিনি এসব প্রশ্নের সঠিক উত্তর পেতে চান। তিনি তার প্রকৃত উত্তরসূরিদের খুঁজে পাওয়ার জন্য প্রচণ্ড আগ্রহী বলেই জানা গেছে। এ প্রসঙ্গে ফ্রিদা বলেছেন, পর্তুগালের অধিবাসীরা আমাকে তাদের নিজেদের মানুষ বলেই দাবি করেছেন। কিন্তু আমি সেটা পছন্দ করিনি। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।

আম্মু এখন কথা বলছে (সাক্ষাৎকার : দিঘী)

ছোট্ট দিঘী বড় হয়ে ডাক্তার হতে চায়। অভিনয়ে এসেই দু'দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে। অভিনয়, লেখাপড়া ও আম্মুকে ঘিরে বলা কথা নিয়ে আজ তার সাক্ষাৎকার_
এখন কী করছ?
এইতো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, নাস্তা করলাম। শরীরটা খুব খারাপ। কাশি হয়েছে। কাশির জন্য রাতে ভালো ঘুমুতে পারিনি। তাই আজ ঘুম থেকে উঠতে একটু দেরী হয়ে গেল। এখন পড়তে বসব। পরীক্ষা চলছে।
পরীক্ষা চলছে?
হ্যাঁ, কালও পরীক্ষা আছে।
তুমি কোথায়, কোন ক্লাসে পড়াশোনা করছ?
স্কলার স্কুল অ্যান্ড কলেজে স্টান্ডার্ড-টুতে পড়ছি।
পরীক্ষা কেমন হচ্ছে?
খুব ভালো হচ্ছে।
চলচ্চিত্রে কাজ করতে গিয়ে পড়াশোনার অসুবিধা হয় না?
না, হয় না, পরীক্ষার সময় শুটিং করি না। এ সময় যদি শুটিং করতেই হয় তাহলে সঙ্গে বইপত্র নিয়ে যাই। শুটিংয়ের ফাঁকে ফাঁকে পড়াশোনা করি, শুধু পরীক্ষার সময়ই নয়। সব সময়ই শুটিংয়ের মধ্যেও আমি লেখাপড়া করি।
বড় হয়ে কী হতে চাও?
ডাক্তার হতে চাই।
কেন?
ছোটবেলা থেকেই মাকে বলতাম, বড় হয়ে ডাক্তার হবো। কারণ মা প্রায়ই অসুস্থ থাকতেন। তাই মাকে বলতাম ডাক্তার হয়ে তোমার চিকিৎসা করব, তোমাকে সুস্থ করে তুলব। আমি অনেক বড় ডাক্তার হতে চাই। আম্মুকে একদম সুস্থ করে তুলতে চাই।
আম্মু এখন কেমন আছেন?
আম্মু এখন অনেক ভালো আছেন। কথা বলতে পারছেন। সকালে আমি যখন খুব কাশছিলাম। আম্মু তখন কাজের বুয়াকে বললেন, আমাকে ডেকে দিতে। আমি আম্মুর কাছে গেলে তিনি আমাকে বললেন, তুমি আমার পাশে থাক। আমার একা একা একদম ভালো লাগে না। সত্যি আম্মু এখন কথা বলতে পারছেন।
এখন কোন কোন চলচ্চিত্রে কাজ করছ?
স্বামীর ভাগ্য, ছোট্ট সংসার, এলিয়েন এখন বাংলাদেশে, দ্য স্পিড, ভাবী আমার মা এবং শীঘ্রই কাজ শুরু করব অশিক্ষিত ছেলে চলচ্চিত্রে। গত সপ্তাহে মুক্তি পেয়েছে 'তোর কারণে বেঁচে আছি' চলচ্চিত্রটি।
এগুলোর মধ্যে কোনটিতে কাজ করতে খুব ভালো লাগছে?
'ছোট সংসার' চলচ্চিত্রে কাজ করতে খুবই ভালো লাগছে। কারণ এখানে প্রাচুর্য আমার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করছে। এটি ওর প্রথম কাজ। শুটিংয়ের অবসরে আমরা দু'জন মিলে খুব খেলাধুলা করি। আমার তো কোনো ছোটভাই নেই। ছোট্ট সংসারেও আমার ছোট ভাইয়ের অভিনয় করছেন। শুটিংয়ের ফাঁকেও ছোট ভাইয়ের মতোই আমার সঙ্গে খেলাধুলা করে। খেলার পাশাপাশি রেসি আন্টিসহ আমরা তিনজন মিলে নাচানাচি করি। ডিপজল আঙ্কেলও আমাদের সঙ্গে খুবই মজা করে।
বেড়াতে যেতে কেমন লাগে?
খুব ভালো লাগে। অবসর পেলেই কল্যাণপুরে খালামনির বাসায় চলে যাই। খালামনি গল্প বলেন, খালাতো ভাইয়ের ল্যাপটপে ইন্টারনেটে গেম খেলি। কমপক্ষে তিন চারদিন কাটিয়ে আসি।
ভক্তরা তোমার কাছে অটোগ্রাফ চায় না?
হ্যাঁ, অটোগ্রাফ চায়। একসঙ্গে ছবিও তুলতে চায়। গতকাল চাচির সঙ্গে নিউমার্কেটে শপিং করতে গিয়েছিলাম। হঠাৎ এক মহিলা এসে বললেন 'তুমি দিঘী না? আমি আমিরিকায় থাকি। ওখানে বসে তোমার সব ছবি দেখি। তোমার অভিনয় আমার খুব ভালো লাগে। তোমার অসুস্থ আম্মুর জন্যও অনেক দোয়া করি।' শুনে আমার খুব ভালো লাগল।
ঈদে কি তোমার কোন ছবি মুক্তি পাচ্ছে?
হ্যাঁ, এফআই মানিক চাচ্চু পরিচালিত 'ছোট্ট সংসার' চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে।