Tuesday, April 19, 2011

ঘর বাঁধতে যাচ্ছেন কিম

পাঁচ মাস প্রেম করার পর প্রেমিক বাস্কেটবল খেলোয়াড় ক্রিসকেই বিয়ে করতে যাচ্ছেন
কিম কার্দাশিংয়ার। এর প্রস্তুতি হিসেবে ইতোমধ্যেই তিনি বিয়ের পোশাক তৈরি করতে দিয়েছেন। এমনকি বাগদান অনুষ্ঠানের জন্য তার বন্ধু লরেন শোয়ার্টজের নকশা করা ১০ ক্যারেট ওজনের ডায়মন্ডের আংটিও বানাতে দিয়েছেন। কিমের এসব প্রস্তুতি দেখে সবাই মন্তব্য করেছেন, শিগগিরই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। এ প্রসঙ্গে কিম এক সংবাদ সম্মেলনে জানান, আমার আর ক্রিসের মধ্যে পাঁচ মাসের সম্পর্ক। আর আমি মনে করি এ পাঁচ মাসে আমাদের মধ্যে যে সম্পর্ক হয়েছে তা বিয়ের জন্য যথেষ্ট। আর এখন প্রতীক্ষায় আছি শুভ দিনটির।
কিমের এক বন্ধু জানিয়েছেন, নিজের বিয়েকে কেন্দ্র করে বিস্তর প্রস্তুতি নিয়েছেন পাত্রী। অন্যান্য বিয়ের থেকে নিজের বিয়েকে কিভাবে আলাদা করা যায় এ নিয়ে ভাবছেন কিম।

সালমান-রনবীরের দ্বন্দ্ব

বেশ জটিল আকার ধারণ করেছে বলিউড অভিনেতা সালমান খান আর রনবীর কাপুরের মধ্যকার সম্পর্কের। আর রনবীর-সালমানের সাম্প্রতিক এই দ্বন্দ্বের পেছনে রয়েছেন ক্যাটরিনা কাইফ। ক্যাট সম্পর্কে রনবীরের মন্তব্যের কারণে প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন সালমান। একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রনবীর বলেছেন, তিনি নাকি ক্যাটের সঙ্গে কখনোই ডেটিং করেননি। রনবীরের এহেন মিথ্যাচার হজম করতে পারেননি সালমান। কারণ প্রাক্তন প্রেমিকা ক্যাটের প্রতি তিনি সম্ভবত এখনো দুর্বল। আর তিনি চান না, ক্যাট কোনো কারণে কষ্টে থাকুক।
রনবীরের প্রতি সালমানের এই ক্ষোভ প্রকাশ পেয়েছে যখন তিনি তার বন্ধুস্থানীয় কয়েকজন প্রযোজককে অনুরোধ করেছেন রনবীরকে তাদের ছবিতে না নেওয়ার জন্য। প্রযোজকরা তখন সালমানকে আশ্বস্ত করেছেন।

ফের বারবারা মোরি

কাইটস ছবির মাধ্যমে বলিউডে পা রেখে ছিলেন ম্যাক্সিকান অভিনেত্রী বারবারা মোরি। ছবিটি ব্যবসাসফল না হলেও আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। নিজ দেশে ফিরে গেলেও ভুলতে পারেননি ভারতীয় সংস্কৃতি ও আতিথেয়তা। তাই তো প্রযোজক রাজীব খান্ডারওয়ালের ছবিতে অভিনয়ের প্রস্তাবটি সানন্দে গ্রহণ করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই বলিউডে প্রত্যাবর্তন করবেন বারবারা। এখন দেখার পালা এ ছবিতে দর্শকরা তাকে কীভাবে গ্রহণ করেন।

সৌরভের মুখে যুবরাজের প্রশংসা

বিশ্বকাপ থেকেই নিজেকে ফিরে পেয়েছেন যুবরাজ সিং। আর চলতি আইপিএলে যুবরাজের তাণ্ডব দেখ তো অবাক ক্রিকেটবিশ্বই। গত রবিবার তার দল পুনে ওয়ারিয়র্স শেবাগের দিলি্ল ডেয়ার ডেভিলসের কাছে হারলেও ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম দেখিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন। তা দেখে অভিভূত সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, 'যুবরাজ তো টি-২০ ক্রিকেট সব সময় ভয়ের কারণ। এত বিপজ্জনক ক্রিকেট আমি খুব কমই দেখেছি। দিনে দিনে ও নিজেকে আরও ধারালো করে তুলছে। আইপিএল সবে তো শুরু হয়েছে, কিন্তু এখনই সে সবার কাছে সতর্ক বার্তা পাঠিয়ে দিয়েছে। আমি মনে করি যুবরাজ এই মুহূর্তে অন্য দলগুলোর কাছে বিশাল এক ফ্যাক্টর।'
বিশ্বকাপে যুবরাজের দুর্দান্ত পারফরম্যান্সই তো ভারতের শিরোপা জয় অনেকটা সহজ করে দিয়েছে। তাছাড়া তার পারফরম্যান্সের ধারাবাহিকতাও অসাধারণ। গাঙ্গুলী বলেন, 'ফর্ম ধরে রাখা যে কোনো ক্রিকেটারের কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু যুবরাজ এই কাজটি কত অনায়াসেই না করছে।' দাদা আরও বলেন, 'মাঝের সময়টা খুব বাজে গেছে ঠিকই, তবে সেটা ব্যাপার না। উত্থান-পতন তো থাকবেই। টেস্টে হয়তো তেমন ভালো কিছু করতে পারেনি ও। তবে টি-২০ সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে যুবরাজ। বিশ্বকাপই ওকে আবার আগের চেহেরায় নিয়ে গেছে।'

‘সৌরভই ভারতের সেরা অধিনায়ক’

আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে বেশ কিছুদিন আগেই বিদায় নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এবারের আইপিএলের আসরেও তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনো দলই। এমনকি কলকাতা নাইট রাইডার্সও গঠিত হয়েছে ‘প্রিন্স অব কলকাতা’কে ছাড়া। অন্যদিকে ভারতের বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আছেন ক্যারিয়ারের সর্বোচ্চ উচ্চতায়। কয়েক দিন আগেই ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে তুলে ধরেছেন বিশ্বকাপ শিরোপা। ব্যাট হাতেও মোটামুটি ধারাবাহিক ভালো পারফরমেন্স দেখিয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। কপিল দেবের পর ভারতের সফল অধিনায়কের কথা বলতে গেলে ধোনির কথাই হয়তো বলবেন অনেকে। কিন্তু ভারতের আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন কিন্তু ভারতের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলির কথাই বলেছেন।
ভারতীয় ক্রিকেটের কিছুটা টলমল অবস্থার মধ্যে সৌরভ বেশ শক্ত হাতে হাল ধরেছিলেন বলে মনে করেন আজহারউদ্দিন। ধোনি যে এবার বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ নিতে পারল, তার পাটাতনটা ‘দাদা’ই তৈরি করে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আজহার। তিনি বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটের খারাপ সময়ে সৌরভ অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে একটা উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল। বর্তমান অধিনায়ক ধোনির হাত ধরে সেটার আরও উন্নতি হয়েছে।’

ওয়াসিমের বন্দনায় বালাজি

অনেকদিন ধরেই ফর্ম ভালো যাচ্ছিল না বালাজির। ফলে ভারতের বিশ্বকাপ দলেও তার ঠাঁই হয়নি। আইপিএলে তার দল চেন্নাই সুপার কিংসও তাই তাকে ধরে রাখেনি। শেষ পর্যন্ত জায়গা হয়েছে শাহরুখ খানের দল কোলকাতা নাইট রাইডার্সে। আর এখানেই এসে বদলে গেলেন ভারতের এক সময়ের জাতীয় দলের সেরা ফাস্ট বোলার লক্ষীপতি বালাজি। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে চার ওভার বল করে ১৫ রানে তুলে নিলেন ৩টি উইকেট। কি সেই পরশ পাথর যা তাকে হঠাৎ এমন করে বদলে দিল? বালাজি নিজের মুখের সেই পরশপাথরের নাম উল্লেখ করলেন_ ওয়াসিম আকরাম।
আকরামের কাছ থেকে শিখেই ভালো বল করছেন বলে জানান বালাজি। তাই আকরামের বন্দনায় মত্ত হতে ভুল করলেন না তিনি। বালাজি বলেন, 'আমরা সকলেই অবগত আছি আকরামের সামর্থ্য সম্পর্কে। দলের প্রত্যেকের জন্য আদর্শ তিনি। তার থেকে আমরা প্রতিনিয়ত শিখছি। যেমন ধরুন প্রতিপক্ষের বিপক্ষে কিভাবে আক্রমণ করতে হবে, কি পরিস্থিতিতে কিভাবে বল করতে হবে। একজন বোলার হিসেবে প্রতিটি বিষয় জানা খুবই জরুরী। আর আকরাম আমাদের সবকিছুই শিখান। পরবর্তী প্রজন্মও তার কাছ থেকে অনেক কিছু শিখবে।'
বালাজির দল কোলকাতা নাইট রাইডার্স এ মুহুর্তে টেবিলের শীর্ষে অবস্থান করছে। তবে তাতে গা ভাসিয়ে দিতে ইচ্ছুক নন বালাজি। তিনি বলেন, 'এখনো অনেক খেলা বাকি। পরবর্তী দশটি ম্যাচে যে কোন কিছু ঘটতে পারে। ভালো খেলেই পরবর্তী পর্বে যেতে চাই আমরা।'

টানা ম্যাচে ক্লান্ত ক্রিকেটাররা

খেলোয়াড়দের কাজই খেলা নিয়ে ব্যস্ত সময় কাটানো। তাদের ধ্যান-ধারণা, চিন্তা-চেতনা সব কিছুই থাকে খেলাধুলাকে ঘিরেই। যাপিত জীবনের পুরোটাই যেন তাদের ক্রীড়াকেন্দ্রিক। কিন্তু তারপরও পরম সত্যটি হচ্ছে, তারা মানুষ। মেশিন তো নয় যে, দিনরাত ক্লান্তিহীনভাবে কাজ করে যাবে। টানা কাজ করার পর অবসাদ আসবেই। তবে সম্প্রতি আইসিসি সূচি যেন ক্রিকেটারদের মেশিন বানিয়ে দিয়েছে। একের পর এক সিরিজ খেলে ক্রিকেটাররা যেন ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে পড়েছে। যেন তাদের হাতে দম ফেলানোর ফুরসতটুকুও নেই।
প্রথমে বাংলাদেশের ক্রিকেটারদের কথা চিন্তা করুন, নিউজিল্যান্ডের পর জিম্বাবুয়ে সিরিজ। তারপর বিশ্বকাপের টানা দেড় মাস। এরপরই অস্ট্রেলিয়া সিরিজ। ক্রিকেটারদের ক্লান্ত করে দিয়েছে। মনে হতে পারে যে, বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ায় তারা অস্ট্রেলিয়া সিরিজের আগে বেশ কয়েক দিন সময় পেয়েছে। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের অবস্থা চিন্তা করলে তো তাদের বোরট ছাড়া অন্য কিছু ভাবাই কঠিন। কেননা ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ ও সাত ওয়ানডের রেশ কাটতে না কাটতেই বিশ্বকাপ। তার পরপরই বাংলাদেশ সফর। এরপর আবার আইপিএলে দুই মাস টানা খেলতে হবে।
টানা একের পর এক সিরিজ থাকার কারণেই আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের শীর্ষ পাঁচ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার চিন্তা করা হচ্ছে। শোনা যাচ্ছে ওই সিরিজে শচীন টেন্ডুলকার, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরেন্দর শেবাগ, হরভজন সিং ও জহির খানের খেলার সম্ভাবনা কম। তাহলে বলা যায় যে, ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের দ্বিতীয় সারির দলই যাচ্ছে। এতে ক্রিকেট যে তার আসল রূপ হারাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।
ক্লান্ত লঙ্কান ক্রিকেটাররাও। তারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে সিরিজের পরই শুরু করেছিল বিশ্বকাপ মিশন। জুলাইয়ের ২ তারিখ বিশ্বকাপ শেষ হওয়ার পরই আবার ক্রিকেটাররা আইপিএল নিয়ে মহাব্যস্ত। আবার আইপিএল শেষ হওয়ার আগেই ইংল্যান্ড সফর। একই সমস্যায় নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ক্রিকেটাররাও।
দেড় মাসের লম্বা বিশ্বকাপ আসরের পরই দুই মাস দীর্ঘ টুর্নামেন্ট আইপিএল যেন ক্রিকেটারদের ক্লান্ত করে দিচ্ছে। যদিও বিশ্বকাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট আর আইপিএল ভারতের ঘরোয়া লিগ। কিন্তু খেলেন তো একই ক্রিকেটাররা। তাছাড়া বর্তমানে আইপিএল আইসিসির অনুমতি প্রাপ্ত পৃথিবীর সবচেয়ে বড় ঘরোয়া আসর। এই দুটি আসরের সময় সাড়ে তিন মাস। এ ছাড়া আগে পিছে বিভিন্ন দেশের দু-একটি সিরিজ তো রয়েছেই। তাই একটানা এই দীর্ঘ সময় মাঠে থেকে ফিটনেস ধরে রাখা কঠিন সাধ্যই বটে। আর এই দীর্ঘ সময় খেলার কারণেই ইতোমধ্যেই অনেক তারকা ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন ও স্টুয়াড ব্রড, আহমেদ শেহজাদ ইনজুরিতে পড়ার কারণ হিসেবে টানা ম্যাচ খেলাকেই দায়ী করেছেন চিকিৎসকরা। এই কারণে ইনজুরিতে পড়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, নিউজিল্যান্ডের অলরাউন্ডার জ্যাকব ওরাম, ভারতের পেস বোলার প্রভিন কুমার, আশিষ নেহরা, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। এ ছাড়া তারকা ক্রিকেটারদের অনেকেই হালকা ইনজুরি নিয়েও খেলছেন। তাই ক্রিকেট বিশ্লেষকদের আশঙ্কা আইসিসির লম্বা সূচির কারণে ক্রিকেট আকর্ষণই হারিয়ে ফেলে কিনা! চলমান আইপিএলে ক্রিকেটারদের ক্লান্ত মুখোচ্ছবিই তা বলে দেয়। এক্ষেত্রে আইসিসি কর্মকর্তাদের দূরদর্শিতার অভাবকেই দায়ী করছেন অনেকে। কেননা তারা যখন সূচি তৈরি করেন তখন কী খেয়াল থাকে না যে, লম্বা সূচিতে ক্লান্ত হয়ে পড়তে পারেন ক্রিকেটাররা! মাঠে ক্রিকেটারদের পরিশ্রান্ত চেহরা তো ক্রিকেটের বিবর্ণ রূপকেই নির্দেশ করে।

অস্ট্রেলিয়ার শক্তি শেষ হয়ে যায়নি : ক্লার্ক

মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়েছেন পতনের যুগে। সেখান থেকে তিনি কতটা তুলে আনতে পারবেন নিজেদেরকে তা কেবল ভবিষ্যতই বলতে পারে। স্টিভ ওয়াহ পরবর্তী যুগে অস্ট্রেলিয়াকে বিশ্ব ক্রিকেট দেখেছে অপ্রতিরোধ্য শক্তি হিসেবে। রিকি পন্টিংয়ের সত্যিকারের শক্তি ছিলেন শেন ওয়ার্ন-ম্যাকগ্রা-হেইডেনরা। তাদের যুগ শেষ হয়ে যাওয়ার পর বিশ্ব ক্রিকেট দেখলো রিকি পন্টিংয়ের ঝুলিতে কোনো জাদু ছিল না। বরং তার জাদু ছিলেন তার সতীর্থরাই। অস্ট্রেলিয়া ক্রিকেট বক্সের জাদু যারা ছিলেন তাদের সবাই অবসরে। রিকি পন্টিংই কেবল এখনো টিকে আছেন। তবে আর কতদিন? এই প্রশ্ন বোধ হয় এখন করাই যায়। বিশ্বকাপ শেষে রিকি পন্টিংয়ের অবসরের পর ক্লার্ক যুগের সূচনা। প্রথমেই বাংলাদেশের মত দেশ পেয়ে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব পেয়েছে তার দল। কিন্তু সত্যিকারের ক্রিকেট শক্তির বিপরীতে মাঠে নামলেই বুঝা যাবে মাইকেল ক্লার্কের আধিপত্য। ক্লার্ক অবশ্য বলছেন একটি নতুন যুগের সূচনা করার জন্যই তিনি এসেছেন। তিনি রান করতে চান নিজের ব্যাট দিয়ে। সেই সঙ্গে দলকে অনেক বিজয় উপহার দিতে চান। মাইকেল ক্লার্কের অস্ত্র নেই রিকির মতো।
গ্ল্যান ম্যাকগ্রাদের জন্ম এতটা তাড়াতাড়ি হয় না। তবে কি নিয়ে লড়বেন ক্লার্ক? অস্ট্রেলিয়ার আত্মাভিমান? এই শক্তি নিয়ে মাঠের লড়াইয়ে অন্তত জয় পাওয়া সহজ হবে না অসি অধিনায়কের জন্য। মাইকেল ক্লার্কের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। তাকে খুঁজে বের করতে হবে দাবার ঘুঁটি। ওয়াটসন হতে পারেন সেই ঘুঁটি। কিন্তু এক ওয়াটসনের উপর কতটা ভরসা রাখতে পারবেন ক্লার্ক? এতসব হতাশার পরও ক্লার্ক অবশ্য আশা করছেন অস্ট্রেলিয়া নিজেদের শক্তি ঠিকই প্রদর্শন করবে মাঠে। তিনি বলছেন, 'অধিনায়ক এবং একজন ক্রিকেটারের মাঝে পার্থক্য রয়েছে। আমি অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। কিন্তু অধিনায়ক হিসেবে আমার খেলা হবে আলাদা। মাঠে ভালো কিছু করতে হবে এবং সেই সঙ্গে দলকে উপহার দিতে হবে বিজয়।' মাইকেল ক্লার্ক কতটা ভালো অধিনায়ক হিসেবে নিজের পরিচিতি দাঁড় করাতে পারবেন তা কেবল ভবিষ্যতই বলতে পারে। তবে তিনি যে সহজেই নিজেদের স্থান থেকে সরে দাঁড়াবেন না তা বিশ্ব ক্রিকেটকে এখনই বুঝে নিতে হবে।

আকরাম খান প্রধান নির্বাচক!

বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক পদে আসছে পরিবর্তন। বর্তমান নির্বাচন কমিটির মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই। এর মধ্যেই গঠন করা হবে নতুন নির্বাচক কমিটি। আজ বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী (সিইও) মঞ্জুর আহমেদ। জানা গেছে, প্রধান নির্বাচক রফিকুল আলম ছাড়া বাকি দুই নির্বাচক আকরাম খান ও জাহিদ রাজ্জাক মাসুমকে রাখা হবে নতুন কমিটিতে। তাছাড়া নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে হাবিবুল বাশার সুমন অথবা খালেদ মাসুদ পাইলটকে। তবে এ দুজনের ব্যাপারে বোর্ড কর্মকর্তাদের আপত্তি থাকলে তখন খুঁজে নেওয়া হবে অন্য কোনো সাবেক ক্রিকেটারকে। তবে রফিকুল আলমের উত্তরসূরি হিসেবে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হতে পারে আকরাম খানকেই। এ ছাড়া আজকের সভায় আলোচনা হবে বিশ্বকাপে সাফল্য-ব্যর্থতা নিয়েও। বিশ্বকাপে আয়-ব্যয়ের প্রাথমিক হিসাবও উপস্থাপন করা হবে। আজকের সভায় আলোচনা হবে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠনের বিষয়টিও।
আজ শেরেবাংলা স্টেডিয়ামে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে কোচ জেমি সিডন্সকে।

মাশরাফির অভিমান

ঘরোয়া লিগে বিকেএসপির বিপক্ষে আবাহনীর হয়ে ব্যাটিং করার সময় রান নিতে গিয়ে পড়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল মাশরাফি বিন মর্তুজার। বিশ্বকাপে খেলার আশায় অস্ট্রেলিয়া গিয়েও তখন অস্ত্রোপচার করেননি তিনি। কারণ লিগামেন্ট ছিঁড়ে গেলেও কিছুদিনের জন্য তিনি ক্রিকেট খেলতে পারবেন বলে ডাক্তাররা তাকে আশ্বস্ত করেছিলেন। তবে শেষমেশ বিশ্বকাপ আর খেলা হয়নি তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে খেললেও সমস্যায় ভুগেছেন। তাই দীর্ঘমেয়াদে ক্রিকেট খেলে যেতে চাইলে তাকে এখনই অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ত্রোপচার করা প্রয়োজন। জুলাইয়ের আগে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচও নেই। তাই এখনই উত্তম সময় অস্ট্রেলিয়ায় গিয়ে চিকিৎসা করানোর। ছয় মাসের জন্য ভিসাও করা আছে তার। যাওয়ার আগে শুধু চিকিৎসক ডেভিড ইয়াংয়ের কাছ থেকে সময় চেয়ে নিতে হবে। তবে সেটি চাইলেই যে পাওয়া যাবে তা মাশরাফির নিজেরও জানা। তারপরও অস্ত্রোপচার করার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন না মাশরাফি। কারণ আর কিছুই নয়, বিসিবির সঙ্গে মান-অভিমান।
মাশরাফি অভিমানের সুরে বললেন, 'যেতে তো চাই এ মাসেই। টাকার জন্য বসে আছি। চিকিৎসা খরচ না পেলে অস্ট্রেলিয়া গিয়ে কি লাভ?' মাশরাফি অভিমান করে বসে আছেন যে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তাকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বলা হচ্ছে না। তিনি বলেন, 'সবাই তো জানে আমার হাঁটুতে অস্ত্রোপচার করা দরকার। আলাদা করে বোর্ডের কাছে বলার প্রয়োজন কী আছে।'
তবে বোর্ডের মতামত ভিন্ন। তারা চায় মাশরাফি আগে বোর্ডের কাছে আবেদন করুক। বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন বলেন, 'মাশরাফি কবে যেতে চায় সেটা তো আমাদের আগে জানাতে হবে। নিয়ম হলো, সে আগে আবেদন করবে। আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ড তার অস্ট্রেলিয়া যাওয়ার ব্যবস্থা করবে।' তবে বোর্ডের সঙ্গে এ মান-অভিমান পালায় মাশরাফির চিকিৎসাই শুধু বিলম্বিত হচ্ছে। আর এ অভিমানই না শেষ পর্যন্ত তার ক্রিকেট ক্যারিয়ারের জন্য কাল হয়ে দাঁড়ায়_ এমন দুশ্চিন্তা মাশরাফি ভক্তদের।