বিশ্বকাপ থেকেই নিজেকে ফিরে পেয়েছেন যুবরাজ সিং। আর চলতি আইপিএলে যুবরাজের তাণ্ডব দেখ তো অবাক ক্রিকেটবিশ্বই। গত রবিবার তার দল পুনে ওয়ারিয়র্স শেবাগের দিলি্ল ডেয়ার ডেভিলসের কাছে হারলেও ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম দেখিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন। তা দেখে অভিভূত সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, 'যুবরাজ তো টি-২০ ক্রিকেট সব সময় ভয়ের কারণ। এত বিপজ্জনক ক্রিকেট আমি খুব কমই দেখেছি। দিনে দিনে ও নিজেকে আরও ধারালো করে তুলছে। আইপিএল সবে তো শুরু হয়েছে, কিন্তু এখনই সে সবার কাছে সতর্ক বার্তা পাঠিয়ে দিয়েছে। আমি মনে করি যুবরাজ এই মুহূর্তে অন্য দলগুলোর কাছে বিশাল এক ফ্যাক্টর।'
বিশ্বকাপে যুবরাজের দুর্দান্ত পারফরম্যান্সই তো ভারতের শিরোপা জয় অনেকটা সহজ করে দিয়েছে। তাছাড়া তার পারফরম্যান্সের ধারাবাহিকতাও অসাধারণ। গাঙ্গুলী বলেন, 'ফর্ম ধরে রাখা যে কোনো ক্রিকেটারের কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু যুবরাজ এই কাজটি কত অনায়াসেই না করছে।' দাদা আরও বলেন, 'মাঝের সময়টা খুব বাজে গেছে ঠিকই, তবে সেটা ব্যাপার না। উত্থান-পতন তো থাকবেই। টেস্টে হয়তো তেমন ভালো কিছু করতে পারেনি ও। তবে টি-২০ সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে যুবরাজ। বিশ্বকাপই ওকে আবার আগের চেহেরায় নিয়ে গেছে।'
বিশ্বকাপে যুবরাজের দুর্দান্ত পারফরম্যান্সই তো ভারতের শিরোপা জয় অনেকটা সহজ করে দিয়েছে। তাছাড়া তার পারফরম্যান্সের ধারাবাহিকতাও অসাধারণ। গাঙ্গুলী বলেন, 'ফর্ম ধরে রাখা যে কোনো ক্রিকেটারের কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু যুবরাজ এই কাজটি কত অনায়াসেই না করছে।' দাদা আরও বলেন, 'মাঝের সময়টা খুব বাজে গেছে ঠিকই, তবে সেটা ব্যাপার না। উত্থান-পতন তো থাকবেই। টেস্টে হয়তো তেমন ভালো কিছু করতে পারেনি ও। তবে টি-২০ সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে যুবরাজ। বিশ্বকাপই ওকে আবার আগের চেহেরায় নিয়ে গেছে।'
No comments:
Post a Comment