Monday, April 11, 2011

ঢাকা ফ্যাশন উইকে মিস ইন্ডিয়া উষসী

২৭ মে ঢাকার ওয়েস্টিন হোটেলে শুরু হচ্ছে 'ঢাকা ফ্যাশন উইক'। চলবে ৪ জুন পর্যন্ত। প্রতিবারই বাইরের দেশের কোনো না কোনো তারকা মডেল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় এবার আসবেন ২০১০ সালের মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত। আয়োজক সূত্রে জানা গেছে, ৩ জুন ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠেয় র‌্যাম্পে হাঁটবেন এ বাঙালি সুন্দরী। ফাইনালের দিন প্রতিষ্ঠিত সব ডিজাইনারের পোশাক পরেও তিনি র‌্যাম্পে অংশ নেবেন। বাংলাদেশ ও ভারতের ৩৭ ডিজাইনার এবারের আসরে অংশগ্রহণ করবেন। আসর শুরুর আগেই উষসী ঢাকায় এসে পেঁৗছবেন। কলকাতার মেয়ে উষসী বর্তমানে মুম্বাইয়ে থাকেন। তবে তাঁর পূর্বপুরুষের ঠিকানা নাকি বাংলাদেশেই, জানালেন ফ্যাশন উইকের নির্বাহী পরিচালক ফাখরুল ইসলাম চৌধুরী।
মিস ইন্ডিয়া হওয়ার আগে কলকাতার কেভি বালিগঞ্জ থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সেন্ট জেভিয়ের কলেজ থেকে মানবিক শাখায়ও তাঁর ব্যাচেলর ডিগ্রি রয়েছে।

স্বীকারোক্তি

কলেজজীবনে গাঁজা সেবন করতেন বলে স্বীকারোক্তি দিয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান। এমন কি সিনেমা হলে গিয়ে ছবি দেখার সময়ও তিনি গাঁজা খেয়ে ঢুকতেন। তবে এখন তিনি গাঁজা স্পর্শও করেন না। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, 'খুব দ্রুতই আমি বদভ্যাসটি ছেড়ে দিয়েছিলাম। কয়েক বছরের মধ্যে আমি গাঁজা স্পর্শও করিনি। কারণ আমি মনে করি, এখন আমার অনেক বয়স হয়েছে। রাত ১০টার মধ্যেই ঘুমাতে যাই। আগের মতো বুনো জীবনযাপন আর করতে পারি না।'

ডিজিটাল ঘটকালি

আধুনিক জীবনে ব্যস্ততার দরুন ছকে বাঁধা জীবন থেকে বেরিয়ে বিয়ের জন্য পাত্র-পাত্রী খোঁজার সময় হয়ে উঠা কঠিন। তাই বিয়ের কাজে সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন ম্যারেজ মিডিয়া সেন্টার। ম্যারেজ মিডিয়াগুলো বন্ধু ও অভিভাবক হয়ে পাত্র-পাত্রী খোঁজার কাজে সহযোগিতা করে যাচ্ছে হরহামেশা। ম্যারেজ মিডিয়াগুলোকে আমরা সহজ বাংলায় ঘটকালির অফিস বলে থাকি। আর এর কর্তাব্যক্তি ঘটক, গ্রাম-বাংলায় ঘটকরা খুবই সম্মানের পাত্র। আধুনিক নগর জীবনেও নতুন পেশা হিসেবে ঘটকালি অন্য দশটা পেশার মতো স্থান করে নিয়েছে। ঢাকাসহ সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য ম্যারেজ মিডিয়া সেন্টার। তারা লিখিত (সবাই নয়) চুক্তির মাধ্যমে বিবাহের দায়িত্ব নেয়। সেখানে টাকার কথাও উল্লেখ করা থাকে। এ দেশে ঘটকালি পেশার পথিকৃৎ পুরুষ হলেন 'ঘটক পাখি ভাই'। তিনি দীর্ঘ ৩৯ বছর যাবৎ এ পেশায় আছেন। তবে এ ম্যারেজ মিডিয়াগুলোতে পাত্র-পাত্রীর ছবি ও বায়োডাটা দেখতে হলে আগে তাদের সেন্টারের সদস্য হতে হয় নির্দিষ্ট ফি দিয়ে। এরপর ছবি দেখা-দেখি ও কথা চালাচালি। অবশ্য এর জন্য গুণতে হয় টাকা। যা-ই হোক, আধুনিক নগর জীবনে ম্যারেজ মিডিয়া সেন্টার এক গুরুত্বপূর্ণ সংযোজন। এর যেমন রয়েছে সুবিধা, ঠিক তেমনি রয়েছে নানাবিধ অসুবিধা। অভিযোগ রয়েছে, এসব ম্যারেজ মিডিয়াগুলোতে মানুষজন নানাভাবে প্রতারিত হচ্ছে অহরহ। এক্ষেত্রে সাবধানতা অবলম্বন জরুরি। পত্রিকাগুলোতেও শ্রেণীভুক্ত বিজ্ঞাপনের ক্ষেত্রে পাত্র-পাত্রীর বিজ্ঞাপন বেশ জায়গাজুড়ে থাকে। তা থেকে সহজেই এ বাস্তবতা উপলব্ধি করা যায়।

সিগারেট ও বিড়ির শুল্কে সমতা আসছে

এবার সিগারেট এবং বিড়ির কর বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিড়ির সঙ্গে সিগারেটের দামের খুব একটা তফাৎ না হওয়ায় সাধারণ মানুষ বিড়ি খাওয়া কমিয়ে দিয়ে কম দামে সিগারেট পান করছে। ফলে বিড়ির চাহিদা কমে গেছে। এ খাত থেকে সরকারের রাজস্ব আদায় বাড়লেও সিগারেটে শুল্ক কমানোয় সিগারেট থেকে রাজস্ব আয় কমছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র জানায়, আগামী বাজেটে এ বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র জানায়, বিড়ির চাহিদা কমে যাওয়ায় এ শিল্প এখন ধ্বংসের পথে। ইতোমধ্যেই শতাধিক বিড়ি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে গেছে প্রায় ২৫ লাখ শ্রমিক। এদের জন্য বিকল্প কোনো কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হচ্ছে না। তাই শহরমুখী জনস্রোত বাড়ছে।
সূত্র মতে, চলতি অর্থ বছরের বাজেটে (২০১০-১১) চার ধাপে সিগারেটের শুল্কায়ন করা হয়েছে। সর্বোচ্চ ধাপের জন্য ৫৮ শতাংশ, তৃতীয় ধাপের জন্য ৫৬ শতাংশ, দ্বিতীয় ধাপের জন্য ৫০ শতাংশ এবং প্রথম ধাপের জন্য ৩৩ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করা হয়। সর্বোচ্চ ধাপের সঙ্গে তার পরের ধাপের ব্যবধান ২ শতাংশ, দ্বিতীয় ও তৃতীয় ধাপের ব্যবধান ৩ শতাংশ আর দ্বিতীয় ধাপের তুলনায় প্রথম ধাপের জন্য ব্যবধান ২০ শতাংশ। সেখানে বিড়িতে শুল্কায়ন করা হয় ১৫-১৮ শতাংশ। চতুর্থ ধাপের সিগারেটের শুল্কায়ন কম করায় বিড়ির বাজার দখল করেছে সিগারেট। ফলে ১২ বছর আগে যেখানে প্রতিবছর দেশে গড়ে ১ হাজার ২০০ কোটি শলাকা বিড়ি বিক্রি হতো এবং সিগারেট বিক্রি হতো ১৫০ কোটি শলাকা, সেখানে সর্বশেষ হিসাবে প্রতি বছর বিড়ি বিক্রি হচ্ছে ৪৮০ কোটি শলাকা। অথচ সিগারেটের বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ৭০০ কোটিতে।

৯ এইচএসসি পরীক্ষার্থী আহত, হাসপাতালে শুয়ে পরীক্ষা

নাটোরের লালপুরে গতকাল রবিবার ভটভটিতে (অবৈধ যান) চেপে এইচএসসি (বিএম) পরীক্ষা দিতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় ৯ পরীক্ষার্থী আহত হয়। তাদের দ্রুত লালপুর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার পর বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়। লালপুর-গোপালপুর সড়কের শিমুলতলায় ওই দুর্ঘটনা ঘটে।
লালপুর হাসপাতাল ও পরীক্ষাকেন্দ্র সূত্র জানায়, দুপুর ২টায় অনুষ্ঠেয় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ বিষয়ে পরীক্ষা দিতে দেড়টার দিকে গোপালপুর পৌর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থীরা লালপুর পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল। লালপুর-গোপালপুর সড়কের শিমুলতলায় ফায়ার সার্ভিসের গাড়ি ভটভটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ভটভটি উল্টে গিয়ে ইঞ্জিনের গরম পানিতে ৯ পরীক্ষার্থীর শরীর ঝলসে যায়। তারা হলো_আরজিনা খাতুন, পাপ্পু হাসান, ফারজানা খাতুন, শাহিনা খাতুন, জান্নাতুল মোস্তারি, সাবিনা ইয়াসমিন, রঙ্গিলা খাতুন, শারমিন সুলতানা ও অধরা চৌধুরী।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আবদুর রাজ্জাক জানান, আহত পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে সিটে বসে পরীক্ষায় অংশগ্রহণের পরিস্থিতি না থাকায় হাসপাতালের বেডে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম জানান, পরীক্ষার্থীদের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শক্রমে তিনি তাদের হাসপাতালের বেডে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করার নির্দেশ দেন। পরীক্ষাকেন্দ্র সচিব ও মঞ্জিলপুকুর কৃষি, কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম জানান, হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আহতদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়েছে।
লালপুর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে পুলিশ সার্বিক সহযোগিতা করেছে। লালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিনকে মোবাইলে পাওয়া যায়নি।

টপ অব দ্য ডে

বিশ্বকাপের ফাইনালে টেন্ডুলকার-শেবাগের দুটো মূল্যবান উইকেট পেলেও শ্রীলঙ্কাকে জয় এনে দিতে পারেননি লাসিথ মালিঙ্গা। আইপিএলে সেই ক্ষোভ মেটালেন মুম্বাই ইন্ডিয়ানসের প্রথম ম্যাচেই। এবার তিনি টেন্ডুলকারের দলের জয়ের নায়ক আর শেবাগের দলের ঘাতক। মাত্র ১৩ রানে ৫ উইকেট নেওয়া মালিঙ্গার জন্যই দিলি্ল ডেয়াডেভিলস বিধ্বস্ত।

এবার নেহা ধুপিয়া

যুবরাজ সিংয়ের প্রেমিকার তালিকায় যুক্ত হলেন বলিউডের অন্যতম আইটেম গার্ল নেহা ধুপিয়া। আমিশা প্যাটেলের সঙ্গে যুবরাজের গোপন সম্পর্কের রেশ কাটতে না কাটতেই জড়িয়ে গেলেন নেহা। সম্প্রতি একটি পার্টিতে দুজনকেই অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। ক্যামেরাবন্দী হয়েছে তাদের ঘনিষ্ঠ মুহূর্তগুলো। কিন্তু খবরটি ভিত্তিহীন বলে দাবি করেছেন যুবরাজ ও নেহা। সম্পর্কের বিষয়টি তারা অস্বীকার করলেও পার্টির প্রকাশিত ছবিগুলো তুলে ধরছে সত্যতা।

প্রভার মেডিটেশন

নিজের জীবনে ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনার মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে মেডিটেশন করছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি মেডিটেশনের ওপর কোর্স করছেন। প্রভা জানিয়েছেন, মেডিটেশন করার পর তিনি প্রাণবন্ত হয়ে উঠছেন। নিজের ওপর আত্মবিশ্বাস বাড়ছে। ক্ষমাশীলও হয়েছেন। তাই তার সঙ্গে যারা অন্যায় করেছেন, তাদের ক্ষমা করে দিয়েছেন। প্রভা এখন ফ্যাশন ডিজাইনিংয়ে চতুর্থ বর্ষের পড়াশোনা নিয়ে ব্যস্ত।

Sunday, April 10, 2011

কেনাকাটায় আয়ু বাড়ে

দীর্ঘদিন বেঁচে থাকার উপায় খুঁজে বের করতে মানুষের চেষ্টার কোনো শেষ নেই। দীর্ঘায়ু লাভের পেছনে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, নিরুদ্বিগ্ন জীবনযাপন, ব্যায়াম ইত্যাদি প্রক্রিয়ার কথা আমরা এতদিন জেনেছি।
কিন্তু সম্প্রতি তাইওয়ানের একদল গবেষক জানাচ্ছেন অন্য কথা। তাদের দাবি, নিয়মিত কেনাকাটা যারা করেন তারা তুলনামূলকভাবে বেশিদিন বাঁচেন। গবেষকরা বলেন, শারীরিক ও মানসিক দুর্বলতার মতো বিষয়ের সঙ্গে মানিয়ে চলার পরও দেখা যায়, যারা সপ্তাহে এক বা তার চেয়ে কম কেনাকাটা করেন তাদের চেয়ে দৈনিক কেনাকাটা করেন এমন নারী-পুরুষ বেশিদিন বাঁচেন। তাইওয়ানের ইনস্টিটিউট অব পপুলেশন হেলথ সায়েন্সেসের য়ু-হুং চ্যাংয়ের নেতৃত্বে একদল গবেষক এ গবেষণা করেন বলে বিবিসি অনলাইন জানায়। জার্নাল অব এপিডেমিওলজি অ্যান্ড কমিউনিটি হেলথে প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, সঙ্গ, ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলার সুযোগ প্রদান করতে পারে কেনাকাটা। তাইওয়ানে নিজেদের বাড়িতে বসবাসকারী ৬৫ বছরের ১ হাজার ৮৫০ জন নারী-পুরুষের ওপর ১৯৯৯-২০০০ সালে এ গবেষণা চালানো হয়। এতে দেখা যায়, যারা অনিয়মিত কেনাকাটা করেন তাদের চেয়ে নিয়মিত কেনাকাটা করেন যারা তাদের দ্রুত মৃত্যুর সম্ভাবনা ২৭ শতাংশ কম।

হারিয়ে যাওয়া চীনা পিরামিড

পিরামিড বলতেই যে দেশটির নাম আমাদের চোখের সামনে ভেসে উঠে তার নাম মিসর। কিন্তু পিরামিড শুধু মিসরীয়রাই তৈরি করেনি। আরও অনেক দেশের মানুষ পিরামিড তৈরি করেছেন। হয়তো পৃথিবীর ইতিহাসে সেসব দেশের নাম সেভাবে লিখে রাখা হয়নি। চীন এমনই একটি দেশ_ যে দেশের প্রাচীন নাগরিকরা আজ থেকে প্রায় ২ হাজার বছর আগে তৈরি করেছিলেন অপার সৌন্দর্যের প্রতীক চীনা পিরামিড। হার্টউইক-হাউসডরফ নামক একজন গবেষক তার Chinese Roswell (১৯৯৮) নামক গ্রন্থে চীনের হারিয়ে যাওয়া পিরামিড ঐতিহ্যের কথা নিপুণভাবে বর্ণনা করেছেন। হাউসডরফ (Hausdorfs) প্রায় ৫০ বছর আগের ডকুমেন্টারি, বিভিন্ন পত্র-পত্রিকা, বই, উপন্যাস, চলচ্চিত্র ইত্যাদি গবেষণাপূর্বক গ্রন্থটি রচনা করেছেন। হাউসডরফ বলেন, প্রায় ২ হাজার বছরের এই পুরনো পিরামিড দেখতে ছিল সাদা-লালচে ও ধূসর বর্ণের। গাউসম্যানস নামক আরেক আমেরিকান গবেষক হারিয়ে যাওয়া চীনা পিরামিডগুলোর ওপর গবেষণা করেছেন প্রায় ১০ বছর। তিনি চীনা পিরামিডগুলোর নাম দেন 'The white pyramid। তিনি 'Gaussman's Story (২০০২) নামক গ্রন্থে চীনা পিরামিডের কথা বর্ণনা করেছেন। চীনা এসব পিরামিডের অবস্থান ছিল সিয়ান (Sian) পর্বতের পাদদেশে। মিসরীয় পিরামিডগুলোর মতো দেখতে এসব পিরামিডের উচ্চতা ছিল ১ হাজার ফুট প্রস্ত ১ হাজার পাঁচশ ফুট সর্বনিম্ন পিরামিডটির উচ্চতা ছিল প্রায় ৪৫০ ফুট। সে তথ্যগুলো বিভিন্ন গবেষণার প্রেক্ষিতে পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো_ চীনে যদি পিরামিড থাকতই তাহলে তার অস্তিত্ব নেই কেন? গবেষকরা এক্ষেত্রে বলেন, চীনা পিরামিডগুলো চীনের যে রাজ্যে তৈরি করা হয়েছিল তা ছিল স্থাপত্য বা স্থাপনা তৈরির সম্পূর্ণ অনুপযুক্ত জায়গা। যে কারণে পিরামিডগুলো স্থায়ী হয়নি। পিরামিডগুলোর অস্তিত্ব যেভাবে সিয়ান প্রদেশে না থাকলেও এখনও ধ্বংসাবশেষ রয়ে গেছে। যার মাধ্যমে প্রাচীন চীনা সভ্যতার অনেক নিদর্শনই খুঁজে পাওয়া যায়। প্রত্নতাত্তি্বকরা নানা গবেষণার মাধ্যমে শনাক্ত করতে সক্ষম হয়েছেন যে, চীনা পিরামিডগুলো কোনো রাজার আমলে তৈরি করা হয়েছিল। খ্রিস্টপূর্ব-১৫৭-৮৭ অব্দে সম্রাট 'Liu che' চীনা পিরামিডগুলো তৈরি করেন। তবে তৎকালীন এগুলো মন্দির হিসেবেই পরিচিত ছিল। সিয়ান পাহাড়ের পাদদেশে সম্রাট 'Liu che শত শত মন্দির তৈরি করেন। প্রাচীন এসব প্রত্নতাত্তি্বক নিদর্শনের ছবি দেখে অনুধাবন করা যায়, পিরামিডগুলো ছিল অস্বাভাবিক সুন্দর ও নিপুণ হস্তে তৈরি করা। গবেষকরা হারিয়ে যাওয়া এই পিরামিডের মাঝে খুঁজে পেয়েছেন হাজার বছরের পুরাতন কাঁসা, পিতল, লৌহ, মুদ্রাক্ষর ও নাম না জানা অনেক উপকরণ। যে উপকরণের সঙ্গে মিশে আছে হাজার হাজার বছরের পুরাতন চীনা ঐতিহ্য, কৃষ্টি ও সভ্যতা।