স্বীকারোক্তি

কলেজজীবনে গাঁজা সেবন করতেন বলে স্বীকারোক্তি দিয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান। এমন কি সিনেমা হলে গিয়ে ছবি দেখার সময়ও তিনি গাঁজা খেয়ে ঢুকতেন। তবে এখন তিনি গাঁজা স্পর্শও করেন না। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, 'খুব দ্রুতই আমি বদভ্যাসটি ছেড়ে দিয়েছিলাম। কয়েক বছরের মধ্যে আমি গাঁজা স্পর্শও করিনি। কারণ আমি মনে করি, এখন আমার অনেক বয়স হয়েছে। রাত ১০টার মধ্যেই ঘুমাতে যাই। আগের মতো বুনো জীবনযাপন আর করতে পারি না।'

Post a Comment

0 Comments