২৭ মে ঢাকার ওয়েস্টিন হোটেলে শুরু হচ্ছে 'ঢাকা ফ্যাশন উইক'। চলবে ৪ জুন পর্যন্ত। প্রতিবারই বাইরের দেশের কোনো না কোনো তারকা মডেল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় এবার আসবেন ২০১০ সালের মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত। আয়োজক সূত্রে জানা গেছে, ৩ জুন ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠেয় র্যাম্পে হাঁটবেন এ বাঙালি সুন্দরী। ফাইনালের দিন প্রতিষ্ঠিত সব ডিজাইনারের পোশাক পরেও তিনি র্যাম্পে অংশ নেবেন। বাংলাদেশ ও ভারতের ৩৭ ডিজাইনার এবারের আসরে অংশগ্রহণ করবেন। আসর শুরুর আগেই উষসী ঢাকায় এসে পেঁৗছবেন। কলকাতার মেয়ে উষসী বর্তমানে মুম্বাইয়ে থাকেন। তবে তাঁর পূর্বপুরুষের ঠিকানা নাকি বাংলাদেশেই, জানালেন ফ্যাশন উইকের নির্বাহী পরিচালক ফাখরুল ইসলাম চৌধুরী।
মিস ইন্ডিয়া হওয়ার আগে কলকাতার কেভি বালিগঞ্জ থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সেন্ট জেভিয়ের কলেজ থেকে মানবিক শাখায়ও তাঁর ব্যাচেলর ডিগ্রি রয়েছে।
মিস ইন্ডিয়া হওয়ার আগে কলকাতার কেভি বালিগঞ্জ থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সেন্ট জেভিয়ের কলেজ থেকে মানবিক শাখায়ও তাঁর ব্যাচেলর ডিগ্রি রয়েছে।
No comments:
Post a Comment