সাশ্রয়ী দামের আইফোনের একটি সংস্করণ বাজারে আনতে পারে অ্যাপল। চলতি বছরেই এ
আইফোনের দেখা মিলতে পারে। নতুন সংস্করণের এ আইফোন বাজারে আনতে কাজ শুরু
করেছে প্রতিষ্ঠানটি। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো
হয়েছে।
বাজারে অ্যাপলের পণ্য ঘিরে সব সময় উন্মাদনা থাকে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন
ওয়েবসাইটে অ্যাপলের নতুন পণ্য ঘিরে খবর প্রকাশিত হতে দেখা যায়। সম্প্রতি
আইফোনের নতুন একটি সংস্করণ আসছে বলেও খবর রটেছে। সাশ্রয়ী মডেলটি ‘আইফোন
মিনি’ হতে পারে বলেও অনেক প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাশ্রয়ী সংস্করণের আইফোন বর্তমানে
বাজারে থাকা আইফোনের মতো হতে পারে। তবে নতুন সংস্করণে ব্যবহূত হবে সাশ্রয়ী
উপাদান। ধাতব কাঠামোর পরিবর্তে ব্যবহূত হবে প্লাস্টিকের কাঠামো।
সাশ্রয়ী দামের স্মার্টফোন তৈরির বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের গবেষকেরা জানিয়েছেন,
বাজারে সাশ্রয়ী দামের স্মার্টফোনের চাহিদা রয়েছে। সাশ্রয়ী দামের
স্মার্টফোনের বাজারে আধিপত্য বিস্তার করেছে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ
কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে
চলতি বছরের শেষ প্রান্তিক অর্থাত্ অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে
সাশ্রয়ী সংস্করণের আইফোন বা ‘আইফোন মিনি’ বাজারে আনতে পারে অ্যাপল। দক্ষিণ
এশিয়ার বাজারের কথা ভেবেই এ স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল।
স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের গবেষক নেইল মাউসটন রয়টার্সকে জানিয়েছেন, চলতি
বছরে স্মার্টফোন বাজার ২৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এক্ষেত্রে দক্ষিণ
এশিয়া, উত্তর আমেরিকা, চীনে স্মার্টফোন বিক্রি হবে সবচেয়ে বেশি।
No comments:
Post a Comment