সম্প্রতি একটি ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করতে গিয়ে প্রেমিক সাইফ আলী  খানকে যথেষ্ট সময় দিতে পারছেন না কারিনা কাপুর। কাজের ফাঁকেও দেখা করার  সুযোগ হচ্ছে না বলিউডের এই আলোচিত প্রেমিকযুগলের। এমনকি শুটিং স্পটেও  সাইফকে এড়িয়ে চলছেন কারিনা। সাইফ নয় বর্তমানে আমিরের প্রতি অতিরিক্ত আগ্রহ  দেখাচ্ছেন তিনি। অনেকের মতে, কারিনার প্রেমের দ্বিতীয় ইনিংসে এই নতুন খানকে  দেখা যেতে পারে।    

 
No comments:
Post a Comment