৬৬ বলে ঠিক ১০০ রানই করলেন শচীন টেন্ডুলকার। ইনিংসের শেষ বলে সেঞ্চুরি করার পরও তার দল পরাজিত হয়েছে। এর চেয়ে দুখের আর কি হতে পারে? তবে শচীনের পিছু ছাড়ছে না দুঃখ। পরাজয়ের দুখের সঙ্গে যোগ হলো এবার জরিমানাও। কোচি তুসকার কেরালার বিপক্ষে স্লো ওভার রেটের কারণে শচীনকে জরিমানা করা হয়েছে। গত পরশু রাতে কোচির বিপক্ষে প্রথমে ব্যাট করে ৬৬ বলে ৩ ছয় এবং ১২টি চারের সাহায্যে এক অসাধারণ সেঞ্চুরি করেন শচীন টেন্ডুলকার। দলকে নিয়ে যান ১৮২ রানের নিরাপদ স্থানে। কিন্তু কোচি আরও একটু বেশিই জ্বলে উঠেছিল। ম্যাককুলাম (৮১) এবং জয়াবর্ধনের (৫৬) রান দিয়ে বিজয় অর্জন করে নেয় কোচি। কোচির বিজয় রথ থামাতে গিয়ে শচীন টেন্ডুলকার বারবার বোলিং পরিবর্তন কিংবা সতীর্থদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। এই করতে গিয়ে স্লো ওভার রেটের কবলে পড়তে হলো তাকে। শচীন টেন্ডুলকারকে ২০ হাজার ইউএস ডলার জরিমানা করা হয়েছে।
একদিকে সেঞ্চুরি করার পরও পরাজয়ের দুঃখ অপরদিকে জরিমানা। তবে শচীন বৃদ্ধ বয়সে এসেও দেখিয়ে যাচ্ছেন তার ব্যাটিং কারিশমা। আইপিএলের গত আসরে শচীন টেন্ডুলকার ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। এবারেও কি ক্রিকেটের মহারাজ হতে যাচ্ছেন সর্বোচ্চ রান সংগ্রাহক? এখনো পর্যন্ত ২০১ রান করে তিনিই তো সবার ওপরে আছেন। দ্বিতীয় স্থানে থাকা জ্যাক ক্যালিসের রান ১৮৭।
একদিকে সেঞ্চুরি করার পরও পরাজয়ের দুঃখ অপরদিকে জরিমানা। তবে শচীন বৃদ্ধ বয়সে এসেও দেখিয়ে যাচ্ছেন তার ব্যাটিং কারিশমা। আইপিএলের গত আসরে শচীন টেন্ডুলকার ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। এবারেও কি ক্রিকেটের মহারাজ হতে যাচ্ছেন সর্বোচ্চ রান সংগ্রাহক? এখনো পর্যন্ত ২০১ রান করে তিনিই তো সবার ওপরে আছেন। দ্বিতীয় স্থানে থাকা জ্যাক ক্যালিসের রান ১৮৭।
No comments:
Post a Comment