গজিনি চলচ্চিত্রখ্যাত অভিনেত্রী অসিনকে মাধুরীর সঙ্গে তুলনা করেছেন সুপার  স্টার সালমান খান। তার মতে, সমসাময়িক তারকাদের তুলনায় অসিন অনেকটাই এগিয়ে।  সালমান বলেছেন, মাধুরীর প্রতিচ্ছবি পাওয়া যায় এই উঠতি অভিনেত্রীর মধ্যে।  বিশেষ করে দুজনের অভিনয় শৈলীতে যথেষ্ট মিল রয়েছে। তাছাড়া যে কোনো কাজের  প্রতি অসিনের একাগ্রতা চোখে পড়ার মতো। এককথায় অসিন হলেন বলিউডের নতুন  মাধুরী।    

 
No comments:
Post a Comment