রাজশাহীর পুঠিয়ায় গতকাল শুক্রবার সকালে ভুট্টাখেত থেকে আট বছরের এক শিশুর
লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় শিশুটির গায়ে কাদামাটি মাখানো ছিল। শরীরে কোনো
কাপড় ছিল না।
পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শিশুটির নাম রাজিয়া
খাতুন। বাবার নাম আবদুর রাজ্জাক। বাড়ি উপজেলার সাধনপুর গ্রামে। রাজিয়া
সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ত। তার বাবা দরিদ্র
কৃষক।
রাজিয়ার মামা তায়েজ উদ্দিন বলেন, স্কুল থেকে গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি
ফিরে খাওয়াদাওয়া করে রাজিয়া বাড়ির পাশে খেলতে যায়। এ সময় তার খালি গা ও
পরনে হাফপ্যান্ট ছিল। বিকেলের দিকে সে বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু
হয়। তাকে কোথাও না পেয়ে মাইকিং করা হয়। সকালে তিনি খুঁজতে খুঁজতে বাড়ি থেকে
প্রায় ৫০০ গজ দূরে ভুট্টাখেতে গিয়ে রাজিয়ার লাশ দেখতে পান।
তিনি আরও বলেন, কারও সঙ্গে তাঁদের শত্রুতা নেই। কেউ শত্রুতা করে হত্যা করতে
পারে—এটা তাঁরা ভাবতে পারছেন না। ধর্ষণের পর ঘটনা জানাজানি হাওয়ার ভয়ে
তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তাঁরা। খবর পেয়ে পুঠিয়া থানার
পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর সুরতহাল
করেন।
তিনি বলেন, শিশুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মুখ দিয়ে রক্ত বের হয়েছে।
তিনি আরও বলেন, ভুট্টাখেতের পাশেই একটি পুকুর রয়েছে। তাকে হত্যার আগে বা
পরে পুকুরের পানিতে ডুবিয়ে কাদামাটিসহ লাশ এনে খেতে ফেলে রাখা হয়েছে।
Saturday, March 9, 2013
আজ রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জন্মদিন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমান ১৯২৯ সালের এই দিনে কিশোরগঞ্জের
ভৈরব থানার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২
সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ছয়
দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানসহ প্রতিটি গণ-আন্দোলনে সক্রিয় অংশ
নিয়েছেন। তিনি ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং ২০০৮
সালে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি বাংলাদেশের
১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
জিল্লুর রহমান পারিবারিক জীবনে এক ছেলে ও দুই মেয়ের জনক। ২০০৪ সালের ২১
আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের নেত্রী আইভী
রহমান তাঁর স্ত্রী।
মিসবাহ-হাফিজের বিবাদ !
বিবাদে জড়িয়েছেন মিসবাহ-উল-হক ও মোহাম্মদ হাফিজ! গণমাধ্যমে এমন গুঞ্জনই
চলছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দাবি, গুঞ্জনটা সত্যি নয়।
গণমাধ্যমের খবর, ওয়ানডে সিরিজ সামনে রেখে অনুশীলন করার সময় সম্প্রতি দল
নির্বাচন নিয়ে কথা-কাটাকাটি হয় মিসবাহ ও হাফিজের মধ্যে। তবে ব্যাপারটা বেশি
দূর এগোনোর আগেই দলের খেলোয়াড়েরা তাঁদের থামিয়ে দেন।বার্তা সংস্থা পিটিআইয়ের খবর, ওয়ানডে অধিনায়ক মিসবাহ নাকি স্পষ্ট জানিয়ে দেন, ব্যাটিং অর্ডারে তিন নম্বরে খেলতে হবে হাফিজকে। তবে তাতে রাজি না হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতে চান হাফিজ। এ ছাড়া দলের দুই সিনিয়র অলরাউন্ডার শোয়েব মালিক ও শহীদ আফ্রিদিকে একসঙ্গে খেলাতে চেয়েছিলেন মিসবাহ। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে তিন থেকে চারজন ফাস্ট বোলার খেলানোর পক্ষে যুক্তি দেন হাফিজ।
গণমাধ্যমের খবর ‘মিথ্যা’ দাবি করে এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, গণমাধ্যমের খবরকে গুরুত্ব সহকারে নিয়ে ব্যাপারটা অনুসন্ধান করেছে পিসিবি। কিন্তু এর কোনো সত্যতা পাওয়া যায়নি। দলের ম্যানেজমেন্ট দক্ষিণ আফ্রিকায় যোগাযোগ করে জেনেছে, দল নির্বাচন নিয়ে মিসবাহ ও হাফিজের মধ্যে কোনো ধরনের বিবাদ হয়নি।
নারায়ণগঞ্জে মেধাবী কিশোর খুন
‘ওর কোনো শত্রু ছিল না। শত্রু সব আমার। আমার কাজে যারা ক্ষুব্ধ, তারাই আমার
ছেলেকে খুন করেছে।’ সন্তানের মৃতদেহের সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে বলতে
অঝোরে কাঁদছিলেন নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা, সাংস্কৃতিক
ব্যক্তিত্ব রফিউর রাব্বি। যে প্রতিবাদী মানুষটিকে কেউ কখনো কাঁদতে দেখেনি,
আজ তাঁর চোখে পানি দেখে চোখ ভিজে আসে সবার।
রফিউর রাব্বির বড় ছেলে তানভীর মুহাম্মদ ত্বকিকে খুন করা হয়েছে। দুই দিন
নিখোঁজ থাকার পর গতকাল শুক্রবার সকালে ১৭ বছরের এই কিশোরের মৃতদেহ পাওয়া
যায় নারায়ণগঞ্জের চারারগোপে শীতলক্ষ্যার নদীর নৌযান নোঙর করার খালের
(হারবার) কাঁদা পানিতে। তানভীর এ বছর ‘এ’ লেভেল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে
উত্তীর্ণ হয়েছে। ফল বেরিয়েছে নিখোঁজ হওয়ার এক দিন পর গতকাল। ফল আর জেনে
যেতে পারেনি সে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছেলেটিকে
পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার মুখে, ডান চোখে ও গলায় আঘাতের চিহ্ন আছে।
তবে খুনের কারণ এবং খুনিদের শনাক্ত করা যায় এমন কোনো সূত্র এখনো মেলেনি।
নিরপরাধ কিশোরের এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে
নারায়ণগঞ্জের মানুষ। গতকাল দুপুরে জুমার নামাজের পর সর্বস্তরের মানুষ কালো
পতাকা নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে। সন্ধ্যার পর মশাল মিছিল করেছে জেলা
সাংস্কৃতিক জোট। আজ সেখানে সকাল-সন্ধ্যা হরতালও ডেকেছে জোট। হরতালে সমর্থন
দিয়েছে সিপিবি, বাসদ, ন্যাপ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল ও গণসংহতি
আন্দোলন।
রফিউর রাব্বি দুই ছেলে আর স্ত্রীকে নিয়ে থাকেন শায়েস্তা খান সড়কের পুরাতন
কোর্ট রোডের বাসায়। দুই ভাইয়ের মধ্যে তানভীর বড়। ইংরেজি মাধ্যমের
শিক্ষাপ্রতিষ্ঠান এবিসি ইন্টারন্যাশনাল স্কুল থেকে সে এবার ‘এ’ লেভেলে পাস
করল। তার বন্ধুরা জানাল, সে খুব চুপচাপ স্বভাবের, পড়াশোনার বাইরে আর কিছুই
করত না। বন্ধুও তেমন ছিল না। মা ছিল তার সবচেয়ে কাছের বন্ধু।
এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার সাহা প্রথম
আলোকে বলেন, নিখোঁজ হওয়ার পরদিন বৃহস্পতিবার তার পরীক্ষার ফল বের হয়।
পদার্থবিজ্ঞানে ৩০০ নম্বরের মধ্যে ২৯৭ পেয়েছে সে। এটা দেশের সর্বোচ্চ
নম্বর। ‘ও’ লেভেল পরীক্ষায়ও সে পদার্থবিজ্ঞান ও রসায়নে সর্বোচ্চ নম্বর
পেয়েছিল।
বাবা রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, গত বুধবার বিকেলে বাসা থেকে বের হওয়ার
পর আর ফেরেনি তাঁর ছেলে। তিনি বিষয়টি লিখিতভাবে র্যাব ও পুলিশকে জানান।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউদ্দৌলা বলেন, গতকাল বেলা পৌনে ১১টার দিকে শহরের
চারারগোপ শীতলক্ষ্যা নদীতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর
দেয়। পরে ওর বাবা মৃতদেহ শনাক্ত করেন। তার ব্যবহূত মুঠোফোনটি প্যান্টের
পকেটেই ছিল।
মৃতদেহ নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে দুপুরের পর
মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মর্গে ছুটে আসেন
নারায়ণগঞ্জের রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী মহলের লোকজন।
হাসপাতালে তানভীরের চাচা কবি ওয়াহিদ রেজা বলেন, ওর কোনো শত্রু ছিল না। এ রকম একটি ছেলেকে কারা খুন করল?
খুনের কারণ নিয়ে ভাবনা: নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ
বলেন, গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি
নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। নারায়ণগঞ্জে
বাসভাড়া বৃদ্ধিসহ বিভিন্ন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সব সময় তিনি সোচ্চার।
মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘বাসভাড়া কমানোর দাবিতে আন্দোলনের নেতৃত্ব
দেওয়ায় একটি মহল রাব্বির প্রতি ক্ষুব্ধ। রাব্বি সিটি করপোরেশন নির্বাচনের
সময় আমার পাশে থেকে আমাকে সাহস জুগিয়েছেন। তা ছাড়া সব ধরনের অন্যায়ের
বিরুদ্ধে আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। এ কারণে স্থানীয় একটি প্রভাবশালী মহল
তাঁর ওপর ক্ষুব্ধ। এই মহলটিই এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।’ মেয়র বলেন, এর আগে
আশিক ও চঞ্চল নামের দুই যুবককেও একই কায়দায় খুন করা হয়। তিনজনের লাশই
শীতলক্ষ্যা থেকে উদ্ধার করা হয়েছে।
খুনের কারণ সম্পর্কে জানতে চাইলে স্থানীয় লোকজন বলেন, রফিউর রাব্বির
সামাজিক কর্মকাণ্ড নিয়ে জামায়াত-শিবির যেমন ক্ষুব্ধ, তেমনি ক্ষুব্ধ
নারায়ণগঞ্জের একটি প্রভাবশালী মহলও। এ খুনের পেছনে এ দুই গোষ্ঠীর যেকোনো
একটির হাত থাকতে পারে।
হরতালে সমর্থন: নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাপাদলীয় সাংসদ নাসিম ওসমান
গতকাল এক বিবৃতিতে তানভীর হত্যাকারীদের বিচারের দাবি করেন। তাঁর মেজো ভাই
নারায়ণগঞ্জ চেম্বার ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান বিকেলে শহীদ মিনার
প্রাঙ্গণে লাশ দেখতে গিয়ে আজকের হরতালের প্রতি সমর্থন জানিয়ে দোকানপাট বন্ধ
রাখার আহ্বান জানান। চেম্বারের ব্যানারে আজ চাষাঢ়া এলাকায় প্রতিবাদ সমাবেশ
ডেকেছেন সেলিম ওসমান।
পুলিশ যা বলছে: জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন,
তানভীরের বাবা রাব্বির প্রতি ক্ষুব্ধ কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে কি
না, পুলিশ তা খতিয়ে দেখছে। তিনি জানান, নিহত কিশোর নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত
তার মোবাইল ব্যবহার করে চলতি মাসে মাত্র তিনটি কল করেছে। দুবার কথা বলেছে
মায়ের সঙ্গে। তবে তার ফেসবুক, ই-মেইল ও মোবাইলের খুদে বার্তা পরীক্ষা করে
দেখা হচ্ছে, নিখোঁজ হওয়ার আগে বাসা থেকে কেউ তাকে ডেকে নিয়েছিল কি না।
মিছিল: ময়নাতদন্ত শেষে দুপুরে লাশ ও কালো পতাকা নিয়ে মিছিল করে সাংস্কৃতিক
জোট। মিছিলে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন
ইউসুফসহ অন্য নেতারা। মিছিলে স্লোগান ছিল, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব
চাই’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’। মরদেহ বাসায় নেওয়া হলে
সমাজের বিভিন্ন স্তরের শত শত মানুষ ভিড় জমায়। বিকেলে শহরের চাষাঢ়া
কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বাদ মাগরিব শহরের
আমলাপাড়া জামে মসজিদে জানাজা শেষে বন্দরে সিরাজ শাহ্র আস্তানায় পারিবারিক
কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হয়।
১৮ মার্চ রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
আগামী ১৮ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে বড় আকারে
বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ। এ ছাড়া জামায়াত-শিবিরের সহিংসতায়
ক্ষতিগ্রস্ত এলাকা এবং যেসব এলাকায় সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে, সেসব
এলাকাও পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য এলাকাভিত্তিক কয়েকটি
দল গঠন করা হয়েছে। পাশাপাশি সারা দেশের মসজিদগুলোর ইমামদের সঙ্গেও বৈঠক
করবেন দলীয় নেতারা।
আজ শনিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে ঢাকার পাশের জেলাগুলোর নেতাদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বৈঠকে এসব কর্মসূচি নেওয়া হয়। বৈঠক শেষে দলীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সংবাদ ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা করেন।
বৈঠকে আলোচ্য বিষয়
বৈঠক সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সম্প্রতি বেশ কয়েকটি জেলায় বিএনপি-জামায়াত জোটের হাতে একরকম অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে। ক্ষমতাসীন দল হলেও এসব এলাকায় দলীয় নেতা-কর্মীরা আতঙ্কগ্রস্ত এবং কোথাও কোথাও বাড়ি-ঘর ছাড়া। এ অবস্থায় দলীয় অবস্থান সুসংহত করা এবং নেতা-কর্মীদের মনোবল চাঙা করতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কাদের নেতৃত্বে প্রতিনিধিদল
সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে প্রতিনিধিদলগুলো গঠন করা হয়েছে। প্রতিনিধিদলগুলোর মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর নেতৃত্বে বগুড়া, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের নেতৃত্বে জয়পুরহাট, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রামের সাতকানিয়া, উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের নেতৃত্বে কক্সবাজার, সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের নেতৃত্বে নোয়াখালী, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে রংপুর, শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে সাতক্ষীরা-খুলনা, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নেতৃত্বে রাজশাহী, আবুল মাল আবদুল মুহিত ও সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে সিলেটের ক্ষতিগ্রস্ত এলাকা সফর করবে এসব প্রতিনিধিদল।
প্রতিনিধি দলের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা
সফর প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, সফর শেষে আওয়ামী লীগের এসব প্রতিনিধিদলের দেওয়া প্রতিবেদন অনুযায়ী ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসন এবং অপরাধীদের শাস্তির আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইমামদের সঙ্গে বৈঠক
মসজিদের ইমামদের সঙ্গে বৈঠক সম্পর্কে মাহবুব উল আলম হানিফ বলেন, ইসলামকে ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করার জন্য প্রতিটি মসজিদের ইমামের সঙ্গে বৈঠক করা হবে। ইসলামের মান মর্যাদা রক্ষায় এ বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শাহবাগে ককটেল বিস্ফোরণের জন্য বিএনপি-জামায়াত দায়ী
মাহবুব উল আলম হানিফ বলেন, ইসলামের সঙ্গে স্বাধীনতাবিরোধীদের কোনো সম্পর্ক নেই। তারা ধর্মকে ব্যবহার করে বারবার রাজনৈতিক ফায়দা নেওয়া চেষ্টা করেছে। শাহবাগের নারী জাগরণ সমাবেশে ককটেল বিস্ফোরণের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে তিনি বলেন, শাহবাগের বোমা হামলার জন্য বিএনপি ও জামায়াত দায়ী বলে মানুষ মনে করে। শাহবাগের তরুণ প্রজন্ম স্বাধীন বিচার বিভাগকে খাটো করছে বলে বক্তব্য দিয়ে বিএনপি অজ্ঞতার পরিচয় দিয়েছে। কারণ, শাহবাগ যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি করেছে, ফাঁসির রায় ঘোষণা করেনি।
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী। জেলা নেতাদের মধ্যে ঢাকার মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জের আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াত্ আইভী, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খানসহ মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
আজ শনিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে ঢাকার পাশের জেলাগুলোর নেতাদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বৈঠকে এসব কর্মসূচি নেওয়া হয়। বৈঠক শেষে দলীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সংবাদ ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা করেন।
বৈঠকে আলোচ্য বিষয়
বৈঠক সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সম্প্রতি বেশ কয়েকটি জেলায় বিএনপি-জামায়াত জোটের হাতে একরকম অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে। ক্ষমতাসীন দল হলেও এসব এলাকায় দলীয় নেতা-কর্মীরা আতঙ্কগ্রস্ত এবং কোথাও কোথাও বাড়ি-ঘর ছাড়া। এ অবস্থায় দলীয় অবস্থান সুসংহত করা এবং নেতা-কর্মীদের মনোবল চাঙা করতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কাদের নেতৃত্বে প্রতিনিধিদল
সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে প্রতিনিধিদলগুলো গঠন করা হয়েছে। প্রতিনিধিদলগুলোর মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর নেতৃত্বে বগুড়া, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের নেতৃত্বে জয়পুরহাট, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রামের সাতকানিয়া, উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের নেতৃত্বে কক্সবাজার, সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের নেতৃত্বে নোয়াখালী, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে রংপুর, শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে সাতক্ষীরা-খুলনা, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নেতৃত্বে রাজশাহী, আবুল মাল আবদুল মুহিত ও সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে সিলেটের ক্ষতিগ্রস্ত এলাকা সফর করবে এসব প্রতিনিধিদল।
প্রতিনিধি দলের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা
সফর প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, সফর শেষে আওয়ামী লীগের এসব প্রতিনিধিদলের দেওয়া প্রতিবেদন অনুযায়ী ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসন এবং অপরাধীদের শাস্তির আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইমামদের সঙ্গে বৈঠক
মসজিদের ইমামদের সঙ্গে বৈঠক সম্পর্কে মাহবুব উল আলম হানিফ বলেন, ইসলামকে ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করার জন্য প্রতিটি মসজিদের ইমামের সঙ্গে বৈঠক করা হবে। ইসলামের মান মর্যাদা রক্ষায় এ বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শাহবাগে ককটেল বিস্ফোরণের জন্য বিএনপি-জামায়াত দায়ী
মাহবুব উল আলম হানিফ বলেন, ইসলামের সঙ্গে স্বাধীনতাবিরোধীদের কোনো সম্পর্ক নেই। তারা ধর্মকে ব্যবহার করে বারবার রাজনৈতিক ফায়দা নেওয়া চেষ্টা করেছে। শাহবাগের নারী জাগরণ সমাবেশে ককটেল বিস্ফোরণের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে তিনি বলেন, শাহবাগের বোমা হামলার জন্য বিএনপি ও জামায়াত দায়ী বলে মানুষ মনে করে। শাহবাগের তরুণ প্রজন্ম স্বাধীন বিচার বিভাগকে খাটো করছে বলে বক্তব্য দিয়ে বিএনপি অজ্ঞতার পরিচয় দিয়েছে। কারণ, শাহবাগ যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি করেছে, ফাঁসির রায় ঘোষণা করেনি।
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী। জেলা নেতাদের মধ্যে ঢাকার মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জের আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াত্ আইভী, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খানসহ মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে পাচারের সময় ভারতে বিপুল অস্ত্র ও গুলি আটক
মিয়ানমার থেকে ভারতের ওপর দিয়ে বাংলাদেশে পাচারের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও
গুলি আটক এবং তিন বাংলাদেশিকে গ্রেপ্তারের দাবি করেছে ভারতের পুলিশ।
দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসপি জোসেফ লালছুয়ানার বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় গত দুই দিনে ভারতের মিজোরাম বিমানবন্দরের কাছ থেকে ৩১টি একে-৪৭ রাইফেল, একটি একটি ব্রাউনিং স্বয়ংক্রিয় রাইফেল ও একটি হালকা মেশিনগান আটক করা হয়েছে। এ ছাড়া একে-৪৭ রাইফেলের ৮৬টি, এলএমজির ২৪টি এবং ব্রাউনিং স্বয়ংক্রিয় রাইফেলের ৬৯৯টি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনি ত্রিপুরা, রবি চাকমা ও সবুজ চাকমা নামের তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসপি জোসেফ লালছুয়ানার বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় গত দুই দিনে ভারতের মিজোরাম বিমানবন্দরের কাছ থেকে ৩১টি একে-৪৭ রাইফেল, একটি একটি ব্রাউনিং স্বয়ংক্রিয় রাইফেল ও একটি হালকা মেশিনগান আটক করা হয়েছে। এ ছাড়া একে-৪৭ রাইফেলের ৮৬টি, এলএমজির ২৪টি এবং ব্রাউনিং স্বয়ংক্রিয় রাইফেলের ৬৯৯টি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনি ত্রিপুরা, রবি চাকমা ও সবুজ চাকমা নামের তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
Friday, March 8, 2013
মঞ্চের কাছে ককটেল বিস্ফোরণ, র্যাব সদস্য আহত
শাহবাগের প্রজন্ম চত্বরের নারী জাগরণী সমাবেশস্থলের কাছেই আজ শুক্রবার বিকেল পাঁচটা ৫০ মিনিটে পর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
এ ঘটনায় সেখানে দায়িত্বরত র্যাব সদস্য ডিএডি জালাল উদ্দিন আহত হয়েছেন। তাঁকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে গণজাগরণ মঞ্চ থেকে জানানো হয়েছে।
ককটেল বিস্ফোরণের পর প্রজন্ম চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
ঘটনার প্রতিবাদে তাত্ক্ষণিকভাবে সেখানে উপস্থিত নারীরা প্রতিবাদ মিছিল বের করেন। পরে পুরুষেরাও মিছিলে যোগ দেন। নারী-পুরুষের সম্মিলিত লাঠি মিছিল বারবার সমাবেশের চারদিক প্রদক্ষিণ করছেন। আর গণজাগরণ মঞ্চে চলছে নারী জাগরণী সমাবেশ।
মঞ্চ থেকে এ ঘটনার নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে সেখানে উপস্থিত নারীরা দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের হামলা বা ভয় দেখিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ ছয় দফার আন্দোলন নত্সাত করা যাবে না।
সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত দুই সপ্তাহ ধরে সারা দেশে যেসব অরাজকতা চলছে, এটা তারই অংশ। মুষ্টিমেয় কিছু লোক এই কাজগুলো করছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করব।
এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বোমা বিশেষজ্ঞ একটি দল ককটেল বিস্ফোরণের স্থান ঘিরে পরীক্ষা-নিরীক্ষা করছে।
আন্তর্জাতিক নারী দিবসে শাহবাগের প্রজন্ম চত্বরে পূর্বঘোষিত এই সমাবেশ নারীরাই পরিচালনা করছেন। তবে সেখানে সব শ্রেণী-পেশার নারীর পাশাপাশি পুরুষেরাও উপস্থিত হয়েছেন।
এ ঘটনায় সেখানে দায়িত্বরত র্যাব সদস্য ডিএডি জালাল উদ্দিন আহত হয়েছেন। তাঁকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে গণজাগরণ মঞ্চ থেকে জানানো হয়েছে।
ককটেল বিস্ফোরণের পর প্রজন্ম চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
ঘটনার প্রতিবাদে তাত্ক্ষণিকভাবে সেখানে উপস্থিত নারীরা প্রতিবাদ মিছিল বের করেন। পরে পুরুষেরাও মিছিলে যোগ দেন। নারী-পুরুষের সম্মিলিত লাঠি মিছিল বারবার সমাবেশের চারদিক প্রদক্ষিণ করছেন। আর গণজাগরণ মঞ্চে চলছে নারী জাগরণী সমাবেশ।
মঞ্চ থেকে এ ঘটনার নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে সেখানে উপস্থিত নারীরা দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের হামলা বা ভয় দেখিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ ছয় দফার আন্দোলন নত্সাত করা যাবে না।
সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত দুই সপ্তাহ ধরে সারা দেশে যেসব অরাজকতা চলছে, এটা তারই অংশ। মুষ্টিমেয় কিছু লোক এই কাজগুলো করছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করব।
এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বোমা বিশেষজ্ঞ একটি দল ককটেল বিস্ফোরণের স্থান ঘিরে পরীক্ষা-নিরীক্ষা করছে।
আন্তর্জাতিক নারী দিবসে শাহবাগের প্রজন্ম চত্বরে পূর্বঘোষিত এই সমাবেশ নারীরাই পরিচালনা করছেন। তবে সেখানে সব শ্রেণী-পেশার নারীর পাশাপাশি পুরুষেরাও উপস্থিত হয়েছেন।
জামায়াত নেতা সেলিমসহ দুজন গ্রেপ্তার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম
উদ্দিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২-এর
একটি দল। গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে রাজধানীর কারওয়ান বাজারের একটি
বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অপরজন হলেন উত্তরা থানা জামায়াতের নায়েবে আমির মাহমুদুর রহমান। র্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আনিস প্রথম আলো ডটকমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করছেন।
সেলিম উদ্দিন ও মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের পর র্যাব-২-এর আগারগাঁও কার্যালয়ে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
তিন দফা সময় নিয়েও আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে সশরীরে হাজির না হওয়ায় ৬ মার্চ সেলিম উদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁদের ২১ মার্চের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। বাকি দুই জামায়াত নেতা হলেন: দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগর শাখার নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদ।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গত ৪ ফেব্রুয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিন এক জনসভায় বলেন, ‘দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাতে হলে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়ার সুযোগ নেই।’ হামিদুর রহমান আযাদ বলেন, ‘...এ ট্রাইব্যুনাল আর এক মুহূর্তও চলতে পারে না।’ রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, ‘...ট্রাইব্যুনালের “প্রতিহিংসাপরায়ণ রায়কে” প্রতিহত করতে মানুষ রক্তও ঢেলে দেবে।’
ট্রাইব্যুনাল-২ এসব বক্তব্য আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে গত ৭ ফেব্রুয়ারি ওই তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে নোটিশ দেন। ওই দিন আদেশে বলা হয়, ২০ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে জবাব দিতে হবে। নির্ধারিত দিনে তাঁরা হাজির না হয়ে সময়ের আবেদন জানালে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়। সেদিনও তাঁরা হাজির না হওয়ায় ৬ মার্চ হাজিরের শেষ সুযোগ দেওয়া হয়। কিন্তু সেদিনও তাঁরা হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
সাঙ্গাকারার সেঞ্চুরি, দিনশেষে শ্রীলঙ্কা ৩৬১/৩
ইনজুরির সমস্যা ছিল। সংশয় ছিল—বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে বোধ হয় খেলতেই
পারবেন না কুমার সাঙ্গাকারা। কিন্তু সংশয় দূর করে মাঠে নামলেন তারকা এই
ব্যাটসম্যান। নেমেই করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
সাঙ্গাকারা করেন ১৪২ রান। তাঁর ২২৬ বলের ইনিংসটিতে ছিল ১৬টি চার ও তিনটি
ছয়ের মার। সেঞ্চুরির পথে এগিয়ে চলেছেন লাহিরু থিরিমান্নেও। সব মিলিয়ে গলে
বেশ বড় সংগ্রহ গড়তে চলেছে স্বাগতিক শ্রীলঙ্কা। আজ শুক্রবার টেস্টের প্রথম দিনের খেলা শেষে লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেটে ৩৬১ রান। বৃষ্টি দিনের শেষের কয়েকটি ওভার কেড়ে না নিলে সংগ্রহটা আরও বড় হতো স্বাগতিকদের। থিরিমান্নে ৭৪ ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ২৫ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার পতন ঘটা তিনটি উইকেটই শিকার করেন অফস্পিনার সোহাগ গাজী।
ব্যাটিং-সহায়ক উইকেটে সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থকেন উদ্বোধনী দুই ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে ও তিলকরত্নে দিলশান। ইনিংসের নবম ওভারে শাহাদাত হোসেনের বলে কনুইয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন করুণারত্নে। তাঁর পরিবর্তে উইকেটে আসেন কুমার সাঙ্গাকারা।
দলীয় ১১৪ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৫৪ রানে থাকা দিলশান। এ পর্যায়ে চোট কাটিয়ে আবার উইকেটে ফেরেন করুণারত্নে। তবে বেশিদূর যেতে পারেননি তিনি। আউট হন ব্যক্তিগত ৪১ রানে।
শ্রীলঙ্কা সফররত দলে আগে থেকেই ছিলেন না সাকিব আল হাসান ও মাশরাফি বিন মোর্তজা। ইনজুরি সমস্যার কারণে দলের অন্যতম প্রধান ব্যাটিং ভরসা তামিম ইকবালও মাঠে নামতে পারেননি। মাশরাফির অনুপস্থিতিতে বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন শাহাদাত হোসেন ও আবুল হাসান। এই টেস্ট দিয়ে টেস্ট অভিষেক হয়েছে তরুণ ব্যাটসম্যান এনামুল হক ও মমিনুল হকের।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩৬১/৩
(প্রথম দিনের খেলা শেষে)
সাঙ্গাকারা ১৪২, থিরিমান্নে ৭৪*, দিলশান ৫৪, করুণারত্নে ৪১
সোহাগ গাজী ৩/১০১
টস: শ্রীলঙ্কা
মল্লিকাদের মা হওয়ার ঝক্কিতে থাইল্যান্ড
থাইল্যান্ডের ব্যাংককে একটি স্কুলে পড়ত ১৭ বছরের তরুণী মল্লিকা। একদিন
বাবা-মাকে জানাল, সে মা হতে যাচ্ছে। অপরিণত বয়সে মেয়ে সন্তানসম্ভবা হওয়ার
বিষয়টি বেশ দুশ্চিন্তায় ফেলে দেয় মল্লিকার বাবা-মাকে। লজ্জায় তাঁরা
মল্লিকার স্কুল যাওয়া বন্ধ করে দেন। মল্লিকাকে তাঁরা এই অনাগত সন্তানের
বাবাকে বিয়ে করতে বলেন। কিন্তু দুজনই অপ্রাপ্তবয়স্ক বলে ওই ছেলের পরিবার এই
বিয়েতে রাজি নয়। তাঁরা মল্লিকার মুখ বন্ধ করতে অর্থ দিতে চেয়েছিলেন। তাকে
তাঁদের কাছ থেকে অনেক দূরে চলে যেতে পরামর্শও দেন। শেষে বাবা-মায়ের কাছেই
ফিরে আসে মল্লিকা।
এ ঘটনা শুধু মল্লিকার একার জীবনের নয়। থাইল্যান্ডের বেশির ভাগ
কিশোরী-তরুণীর জীবনের ঘটনা এটি। কারণ, সম্প্রতি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এশিয়ার
মধ্যে থাইল্যান্ডে কিশোরী-তরুণীদের সন্তানসম্ভবা হওয়ার হার অসম্ভব বেড়েছে।
প্রতিবেশী দেশ লাওসের পরই এখন থাইল্যান্ডের অবস্থান বলে দেশটির
গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজনন স্বাস্থ্য ব্যুরোর তথ্যে জানা গেছে।
রয়টার্সের এক খবরে জানানো হয়, থাইল্যান্ডে কম বয়সী মেয়েদের গর্ভবতী হওয়ার
হার দিন দিন বেড়ে চলেছে। জন্ম নেওয়া প্রতি এক হাজার জীবিত শিশুর মধ্যে
৫৪টির মা কিশোরী-তরুণী, যাদের বয়স ১৫ থেকে ১৯ বছরের মধ্যে। তাদের মা হওয়ার
এই হার যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি এবং সিঙ্গাপুরের চেয়ে তা প্রায় ১০ গুণ
বেশি।
থাইল্যান্ডের বার্ষিক গণস্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ থেকে ২০১১
সাল পর্যন্ত থাইল্যান্ডে কিশোরী-তরুণীদের অন্তঃসত্ত্বা হওয়ার হার ৪৩ শতাংশ
বেড়ে গেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এর পেছনে বিভিন্ন কারণের কথা বলছেন। সামাজিক ও
সাংস্কৃতিক লোকাচারের কারণেই এমনটি ঘটছে। এসব বিষয়ে খোলাখুলি আলাপ-আলোচনা
না হওয়ায়ও একটি কারণ।
থাই ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের (এনএইচআরসি) কমিশনার ভিসা
বেঞ্জামানো বলেন, ‘নারীদের কৌমার্য রক্ষা করার কথা বলা হয়, কিন্তু যাঁরা
বিভিন্ন ধরনের যৌনাচারে লিপ্ত, এ ব্যাপারে তাঁদের কোনো ভাবনা নেই।’ তিনি
আরও বলেন, ‘নারীরা তাঁদের যৌন স্বাস্থ্য নিয়ে অন্যের সঙ্গে কথা বলতে এখনো
লজ্জা পান। থাইল্যান্ডে স্কুলের পাঠ্যবইয়ে যৌন শিক্ষার একটি অংশ থাকলেও তা
অপর্যাপ্ত। বছরে এ বিষয়ে মাত্র আট ঘণ্টা পাঠ দেওয়ার নির্দেশনা দিয়েছে
শিক্ষা মন্ত্রণালয়।
ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) ও থাইল্যান্ডের ন্যাশনাল
অ্যান্ড ইকনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বোর্ডের (এনইএসডিবি) ২০১১
সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শুধু গর্ভপাত ঘটানোর জন্যই অনেক নারী
হাসপাতালে আসেন। এই হার ১৯৯৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ১৬ শতাংশ বেড়েছে। আর
২০০৯ সালেই ৬০ হাজার নারী গর্ভপাত ঘটিয়েছেন। যদিও দেশটিতে গর্ভপাত ঘটানো
অবৈধ, তবে অনূর্ধ্ব ১৫ বছর বয়সী কিশোরীদের ক্ষেত্রে ধর্ষণ ও নিকট আত্মীয়ের
মাধ্যমে সন্তানসম্ভবা হলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা ভেবে গর্ভপাতে
অনুমতি মেলে। এ ছাড়া গর্ভপাত ঘটালে তা অবৈধ এবং এর শাস্তি হিসেবে পাঁচ
বছরের কারাদণ্ড বা ৩৪০ মার্কিন ডলার জরিমানা হতে পারে। এমন আইন থাকার পরও
থাইল্যান্ডের অলিগলিতে গর্ভপাত ঘটানোর জন্য অবৈধ হাসপাতাল ও ক্লিনিক এখনো
গড়ে উঠছে।
অধিক হারে বেড়ে যাওয়া কিশোরীদের সন্তানসম্ভবা হওয়া রোধে থাইল্যান্ড বেশ
কিছু পদক্ষেপ নেওয়া শুরু করেছে। দেশটির সরকার গর্ভনিরোধক জন্মনিয়ন্ত্রক
সামগ্রী ও কনডম খুব সহজলভ্য করে মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার চেষ্টা
করছে। তবে এ ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা আছে। যেমন—যখন কোনো কিশোরী মেয়ে
ওইসব গর্ভনিরোধক সামগ্রী কিনতে আসে, তখন আশপাশের মানুষ তাদের দিকে ভিন্ন
দৃষ্টিতে তাকায়। আর ওই কিশোরী এতে লজ্জা পেয়ে তা না কিনেই ফিরে যায়।
Subscribe to:
Posts (Atom)