মিয়ানমার থেকে ভারতের ওপর দিয়ে বাংলাদেশে পাচারের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও
গুলি আটক এবং তিন বাংলাদেশিকে গ্রেপ্তারের দাবি করেছে ভারতের পুলিশ।
দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসপি জোসেফ লালছুয়ানার বরাত
দিয়ে বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে গতকাল শুক্রবার এ তথ্য
জানানো হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় গত দুই
দিনে ভারতের মিজোরাম বিমানবন্দরের কাছ থেকে ৩১টি একে-৪৭ রাইফেল, একটি একটি
ব্রাউনিং স্বয়ংক্রিয় রাইফেল ও একটি হালকা মেশিনগান আটক করা হয়েছে। এ ছাড়া
একে-৪৭ রাইফেলের ৮৬টি, এলএমজির ২৪টি এবং ব্রাউনিং স্বয়ংক্রিয় রাইফেলের
৬৯৯টি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনি ত্রিপুরা,
রবি চাকমা ও সবুজ চাকমা নামের তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।