Saturday, March 2, 2013

সিলেট ও মৌলভীবাজারে ভূকম্পন

সিলেট ও মৌলভীবাজারে আজ শনিবার সকাল সাতটা ৪৩ মিনিটে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উত্পত্তিস্থল ঢাকা থেকে ১৯৫ কিলোমিটার উত্তর-পূর্বে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ভারতের আসামে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪।
আমাদের জুড়ি (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, উপজেলায় আজ সকালে ভূমিকম্পের কারণে আতঙ্কিত হয়ে অনেকে রাস্তায় নেমে আসে। স্থানীয় লোকজনের ভাষ্য, ভূমিকম্পটি তিন সেকেন্ড স্থায়ী ছিল।