Tuesday, May 14, 2013

Angelina Jolie undergoes double mastectomy

Actress Angelina Jolie announced in a New York Times op-ed article on Tuesday that she underwent a preventive double mastectomy after learning she carries a mutation of the BRCA1 gene, which sharply increases her risk of developing breast cancer and ovarian cancer.
"My doctors estimated that I had an 87 percent risk of breast cancer and a 50 percent risk of ovarian cancer, although the risk is different in the case of each woman," Jolie wrote. "Once I knew that this was my reality, I decided to be proactive and to minimize the risk as much I could. I made a decision to have a preventive double mastectomy."
Jolie's mother, actress and producer Marcheline Bertrand, died of ovarian cancer in 2007 at the age of 56. Jolie is 37 years old.
In the Times op-ed, titled "My Medical Choice," Jolie said she finished three months of medical procedures at the Pink Lotus Breast Center in California on April 27 that included the mastectomies and reconstruction.
"I wanted to write this to tell other women that the decision to have a mastectomy was not easy. But it is one I am very happy that I made," Jolie wrote. "My chances of developing breast cancer have dropped from 87 percent to under 5 percent."
BRCA stands for breast cancer susceptibility genes -- a class of genes known as tumor suppressors, according to the National Cancer Institute.
Mutation of the BRCA1 and BRCA2 genes has been linked to hereditary breast and ovarian cancer. A blood test can determine if a woman is "highly susceptible" to the cancers.

Oscar-winning film star
Jolie may be best known for title role in the "Laura Croft" series of films, but also won an Academy Award as best supporting actress in "Girl, Interrupted." She also received a Golden Globe Award and SAG Award for the same role.
Jolie serves as a special envoy for the United Nations High Commissioner for Refugees and has visited refugee camps around the world.
The actress has been in a relationship with actor Brad Pitt since the mid 2000s and they are engaged. The couple has three biological and three adopted children.
In telling her story, Jolie acknowledged that surgery might not be the right choice for every woman.
"For any woman reading this, I hope it helps you to know you have options," Jolie wrote. "I want to encourage every woman, especially if you have a family history of breast or ovarian cancer, to seek out the information and medical experts who can help you through this aspect of your life, and to make your own informed choices."
But for Jolie, the decision ultimately came down to her kids.
"I can tell my children that they don't need to fear they will lose me to breast cancer," she said.
It's a pain Jolie knows all too well from losing her mother to the disease.



বুধবার আঘাত হানার আশঙ্কা ‘মহাসেন’র

গভীর সমুদ্রে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মহাসেন’ উপকূলের দিকে ধাবিত হচ্ছে। সমুদ্র উপকূল থেকে এক হাজার ১৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে এটি। আরও ঘণীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। বুধবার ‘মহাসেন’ এর উপকূলে আঘাত হানার আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।
ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র বন্দরগুলোকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. শাহ আলম বলেন, “রোববার পর্যন্ত গভীর সাগরে অবস্থানরত ঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। সোমবার সকাল থেকে তা উত্তর দিকে অগ্রসর হচ্ছে।”
শনিবার উপকূল থেকে ১৮০০ কিমি দূরে নিম্নচাপ সৃষ্টির পর একশ’ কিমি এগিয়ে তা ঘূর্ণিঝড় মহাসেনে রূপ নেয়।
সোমবার রাতে আবহাওয়ার বিশেষ বুলেটিনে (ক্রমিক নম্বর-১৩) বলা হয়, দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মহাসেন’ সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। সোমবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক হাজার ২৮৫ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিম, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে এক হাজার ২১০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিম এবং মংলা সমুদ্র বন্দর থেকে এক হাজার ১৯৫ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিমি’র মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে।
মো. শাহ আলম বলেন, “ঝড়ের গতিপ্রকৃতি পর্যবেক্ষণে মনে হচ্ছে, এটি বুধবার বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। এখন ধীরে ধীরে গতি বাড়ছে। উপকূলের ৪/৫শ’ কিলোমিটার কাছাকাছি এসে তা আরো তীব্র হতে পারে।”
তবে এ সময়ের মধ্যে ঝড় ভেঙে যেতে পারে বা আবার বাড়তেও পারে জানিয়ে তিনি বলেন, “মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঝড়ের কেন্দ্রে বাতাসের গতি ও ঝড়ের তীব্রতার ওপর এটা নির্ভর করে।”
মহাসেনের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দর সমূহকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সমুদ্র বন্দরে চার নম্বর সতর্কতা সংকেত জারি করায় চট্টগ্রাম ও মংলা বন্দরে এলার্ট-২ জারি করেছে কর্তৃপক্ষ। সমুদ্র বন্দরে ৪ নম্বর সতর্কতা সংকেত জারি করলে বন্দরে এলার্ট-২ জারি করা হয়।
আবহাওয়ার বিশেষ বুলেটিনে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার এবং সমুদ্রগামী জাহাজসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা  হয়েছে, যাতে স্বল্প সময়ের মধ্যে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারে।
এদিকে মহাসেন মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জানিয়ে সোমবার সচিবালয়ে দুর্যোগ ও ত্রাণ সচিব মেছবা-উল আলম বলেন, “উপকূলীয় এলাকায় মাঠে রয়েছে পঞ্চাশ হাজার স্বেচ্ছাসেবক। দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয়ের জন্য জাতীয় দুর্যোগ সমন্বয় সেলসহ (এনডিআরসিসি) বিভিন্ন দফতর ২৪ ঘণ্টা খোলা রাখা হয়েছে।
এছাড়াও প্রত্যেক জেলা ও উপজেলায় সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।”
এছাড়াও সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনী ও সেচ্ছাসেবী সংস্থা নানা প্রস্তুতি নিয়ে রেখেছে। সরকার সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে।

ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার প্রায়র

টেস্ট ক্রিকেটে সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যানের তালিকাতে রাখা যায় ইংল্যান্ড তারকা ম্যাট প্রায়রকে। প্রথম কোনো উইকেটরক্ষক হিসেবে বর্ষসেরা ইংলিশ ক্রিকেটার নির্বাচিত হয়ে তা আরও পাকাপোক্ত করলেন তিনি।

এ মৌসুমে নিউজিল্যান্ডের মাটিতে হার এড়ানো অপরাজিত সেঞ্চুরি করেছেন প্রায়র, সাতটি টেস্ট ফিফটিও রয়েছে। ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক ও জেমস এন্ডারসনকে টপকে সহজেই বর্ষসেরা হলেন এই ৩১ বছর বয়সী।

গত মার্চে হার না মানা ১১০ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। শেষ উইকেটে মন্টে পানেসারকে নিয়ে শেষ পাঁচ বল প্রতিরোধ গড়ে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার থেকে দলকে রক্ষা করেন।

মঙ্গলবার লর্ডসে নিউজিল্যান্ডকে স্বাগত জানাচ্ছে ইংল্যান্ড। দলে জায়গাও পেয়েছেন এই বর্ষসেরা।

এদিন ইংল্যান্ডের নারী বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বোলার ক্যাথেরিন ব্রান্ট। বিশ্বকাপে ১২ উইকেট নিয়ে তৃতীয়বারের মতো এ পুরস্কার জিতলেন তিনি।

নাজমুলের চিকিৎসা হবে তবে..

বোর্ড মিটিং বাতিল হয়ে গিয়েও শেষপর্যন্ত সেটা হলো। দ্রুত কয়েকটি সিদ্ধান্ত দিয়ে সভা মূলতবি করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। তড়িৎ নেওয়া সিদ্ধান্তগুলোর একটি চোটাক্রান্ত পেসার নাজমুল হোসেনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাবে বিসিবি।

নাজমুলকে কবে চিকিৎসার জন্য বিদেশে যাবেন তা চূড়ান্ত হয়নি। তাকে কোথায় চিকিৎসার জন্য পাঠানো হবে সেটাও পুনরায় ঠিক করতে বলা হয়েছে বিসিবি মেডিক্যাল কমিটিকে। দুটো দেশ অস্ট্রেলিয়া এবং ভারত, যেকোনো একটিতে চিকিৎসা হবে নাজমুলের এটা নিশ্চিত।

অস্ট্রেলিয়ায় মাশরাফি বিন মুর্তজার চিকিৎসক ডেভিড ইয়াংয়ের কাছে নাজমুলকে পাঠানোর ব্যাপারে সুপারিশ ছিল বিসিবি মেডিক্যাল টিমের। কিন্তু বোর্ড হয়তো খরচ কমাতে নাজমুলকে ভারতে পাঠাতে আগ্রহী। সেজন্যই অস্ট্রেলিয়ার পাশাপাশি ভারতের কথাও উঠেছে বৈঠকে।

চিকিৎসা যেখানেই হোক, এনিয়ে আপত্তি নেই নাজমুলের। চিকিৎসার পর খেলতে পারলেই তিনি খুশি,‘ভারতে হলেও কোনো সমস্যা নেই। ওখানে ভালো চিকিৎসা হলেই ভালো। চিকিৎসা নিয়ে আমি যাতে খেলতে পারি সেটাই আসল।’

অস্ট্রেলিয়ার ভিসাও নিয়ে রেখেছেন নাজমুল। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ থেকেই ভিসা করিয়েছে। এখন হয়তো ভারতের ভিসা নিতে হবে জাতীয় দলের এই পেসারকে।

পেসার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবালের চিকিৎসা হয়েছে অস্ট্রেলিয়া। রুবেল হোসেনের কাঁধে অস্ত্রোপচার হয়েছে দক্ষিণ আফ্রিকায়। নাসির হোসনে এবং শফিউল ইসলাম দক্ষিণ আফ্রিকা থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরবেন। আবুল হাসান রাজু একটি বিশেষ ক্লাবে খেলার সুবাদে জাতীয় দলের ক্রিকেটার না হয়েও অস্ট্রেলিয়ায় চিকিৎসার সুযোগ পেয়েছিলেন। কিন্তু নাজমুল জাতীয় দলে এত বছর খেলার পরও বোর্ডের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেননি!
 
জাতীয় দলের এই পেসার শ্রীলঙ্কা সফরে নেটে বোলিং করার সময় বাঁ হাঁটুতে চোট পান। তরুনাস্থি এবং পারশিয়ার টিআর ক্ষতিগ্রস্ত হওয়ায় তার হাঁটুতে অস্ত্রোপচার লাগবে বলে জানিয়েছেন, অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াং।

বাগেরহাটে নববধূকে হত্যা, স্বামীর আত্মসমর্পণ

বাগেরহাটের মোল্লাহাটে নববধূ শরীফাকে (২০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে করে হত্যা করেছে পাষণ্ড স্বামী। পরে স্বামী নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছে।

মঙ্গলবার ভোরে মোল্লারহাট উপজেলার উদয়পুর দৈবকান্তি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘাতক স্বামী মাহমুদ সিকদার নিজেই পুলিশের কাছে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বাংলানিউজকে জানান, উদয় পুর গ্রামের আবু দাউদ সেখের মেয়ে শরীফার সঙ্গে মাহমুদ শিকদারের তিন দিন আগে বিয়ে হয়।

সোমবার রাতে শরীফার সঙ্গে তার ফুফাতো ভাই সজীবের মোবাইল  ফোনে কথা হয়। এনিয়ে মাহমুদ পরকীয়া সর্ম্পকের আখ্যা দিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে ধারালো দা দিয়ে শরীফাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে মাহমুদ।

হত্যাকাণ্ডের পর মাহামুদ শিকদার নিজে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তিনি  নিজেই পুলিশের হাতে ধরা দেন। তাকে মোল্লাহাট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গৃহবধূ শরীফা বেগমের লাশ পুলিশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে ওসি জানান।

গণজাগরণ মঞ্চে ফের ককটেল বিস্ফোরণ

ফের শাহবাগ গণজাগরন মঞ্চের পাশে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

গণজাগরণ মঞ্চের সংগঠক শাকিল আহমেদ অরণ্য বাংলানিউজকে জানান, “আগের মতো নাশকতার উদ্দেশ্যে গণজাগরন মঞ্চের পাশে দু’টি ককটেল ছোঁড়ে দুর্বৃত্তরা। এসময় ১টি ককটেল বিস্ফোরিত হয় এবং অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।”

এ ঘটনার পরপরই একটি বিক্ষোভ মিছিল বের করা হয় শাহবাগ প্রজন্ম চত্বর থেকে। পাশাপাশি পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী হরতাল বিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছে গণজাগরন মঞ্চের সংগঠক-সদস্য এবং সাধারণ মানুষ।
এ প্রসঙ্গে জানতে চাইলে শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা এমএ জলিল বাংলানিউজকে বলেন, “কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে হরতালকারীরা এই ঘটনা ঘটাতে পারে বলে আমরা আশঙ্কা করছি। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয় নি।”

এর আগেও গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ চলাকালে মঞ্চের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে

গোপালগঞ্জে স্কুলের টিফিন খেয়ে শতাধিক ছাত্রী অসুস্থ

গোপালগঞ্জ সরকারি বীণাপানি উচ্চ বালিকা বিদ্যালয়ে টিফিন খেয়ে শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় স্কুলে দেওয়া টিফিন খেয়ে এসব ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থদের সরকারি-বেসরকারি অ্যাম্বুলেন্স ও ডিসি পুলের গাড়িতে করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে অসুস্থ ছাত্রীদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অসুস্থ ছাত্রীরা সবাই ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

হেফাজত নিষিদ্ধ না হলে ২৩ মে ঢাকা অবরোধ

২০ মে’র মধ্যে হেফাজতে ইসলামকে নিষিদ্ধ না করা হলে ২৩ মে ঢাকা অবরোধের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ইমাম-ওলামা সমন্বয় ঐক্য পরিষদ নামের একটি সংগঠন

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘হেফাজত ইসলাম কর্তৃক পবিত্র কোরআন ও হাদিস জ্বালিয়ে মুসলিম উম্মার ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হানার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটামের ঘোষণা দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন-৫ মে মতিঝিল শাপলা চত্বর এলাকায় শান্তিপূর্ণ অবস্থানের অনুমতি নিয়ে হেফাজতে ইসলাম বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেট, পুরানা পল্টন, গোলাপ শাহ মাজার, বঙ্গবন্ধু এ্যভিনিউতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিলো।

ঐ এলাকার ফুটপাতে থাকা গরীব হকারদের দোকানপাট-ভ্যানগাড়ি ও বাসে আগুন দিয়ে এবং আইল্যান্ড ভেঙে নিজেদের দানবীয় শক্তির প্রমাণ দিয়েছে তারা। তাদের তাণ্ডব থেকে রেহাই ‍পায়নি সরকারি-বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসহ সামাজিক-রাজনৈতিক স্থাপনাও।

একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলাম যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে তা দেশের সংবিধান পরিপন্থী।

বক্তারা অভিযোগ করে বলেন, এ ধরণের অপরাধ সংগঠিত করার জন্য হেফাজতে ইসলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির, হরকাতুল জিহাদ, জামায়াত-শিবির এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একত্রিত করে ঢাকায় এনেছিলো।

এসব সংগঠনের সন্ত্রাসীদের দিয়েই হেফাজতে ইসলাম মধ্যযুগীয় তাণ্ডব চালিয়েছে। পাশাপাশি তারা সুপরিকল্পিতভাবে কোরআন শরীফে আগুন দিয়ে বাংলাদেশসহ গোটা বিশ্বের মুসলিম উম্মার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

তাই হেফাজতে ইসলামের সব কার্যক্রম বন্ধ এবং জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে সরকারের এখনই পদক্ষেপ নেয়া উচিৎ।

সরকারকে আল্টিমেটাম জানিয়ে তারা বলেন, আগামী ২০ মে’র মধ্যে হেফাজতে ইসলামকে নিষিদ্ধ না করা হলে, ২১ মে সারাদেশের সকল মসজিদে দোয়া, ২২ মে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ এবং ২৩ মে ঢাকা অবরোধ করা হবে।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব শাহ মো ওমর ফারুক, সদস্য নুর মোহাম্মদ, আহাদ আলী নিলফামারী, আরিফ উদ্দিন সোহরওয়ার্দী, ডা. আল ইমরান প্রমুখ।

‘রানা প্লাজা’র বেসমেন্ট থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

সাভারে যুবলীগ নেতা সোহেল রানার ধসে পড়া ‘রানা প্লাজা’র বেসমেন্ট থেকে অস্ত্র, মাদক ও শিকল উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে বেসমেন্টে রানার অফিস সংলগ্ন স্টোর রুমের কংক্রিট সরানোর সময় এসব মালামাল পায় বলে র‌্যাব জানায়।

র‌্যাব-৪ এর সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর কে এম আরিফুল ইসলাম বলেন, বেসমেন্ট থেকে ১৫ ক্যান বিদেশি বিয়ার, ১৮ বোতল ফেন্সিডিল, তিনটি বড় রাম দা, চারটি চাপাতি এবং ১৩ ফুট লম্বা একটি শিকল উদ্ধার করা হয়েছে।

অস্ত্র ও মাদক উদ্ধারের এ ঘটনায় সাভার থানায় একটি মামলা হবে বলেও তিনি জানান।

এর আগে গত ২ মে রাতে ধ্বংসস্তূপের সামনের অংশে একটি পিস্তল ও পাঁচটি গুলি পাওয়া যায়।

প্রসঙ্গত, ধসে পড়া রানার প্লাজা’য় ভবনের মালিক সাভার পৌরসভা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানার রাজনৈতিক কার্যালয় ছিল। সেখানে একটি টর্চার সেল ছিল বলেও অনেকে অভিযোগ করেছে।

হস্তান্তরের অপেক্ষায় ধ্বংসস্তূপ

রানা প্লাজার ধ্বংসস্তূপ বুঝে নিতে প্রস্তুত স্থানীয় প্রশাসন। কাঁটাতারে ঘিরে ‍রাখা সংরক্ষিত এলাকাটিকে ঘিরে অপেক্ষা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার সকাল ছ’টায় জেলা প্রশাসনকে এই ধ্বংসস্তূপ বুঝিয়ে দেওয়ার কথা ছিলো সেনাবানিহীর।

সকাল দশটাতেও অপেক্ষায় দেখা গেল তাদের। সোমবার রাতে সাঙ্গ হয়েছে উদ্ধার কাজ। শেষ হয়েছে টানা তিন সপ্তাহের লাশ টানার বিভীষিকা।

এরই মধ্যে উদ্ধার কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। ভাঙা ইট-পলেস্তারা সরিয়ে প্রস্তুত করা হচ্ছে আহত-নিহত ও ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া-মাহফিলের স্থান। ধ্বংসস্তূপ হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে দুপুর নাগাদ মিলাদ হবে এখানে।

ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, “বাংলাদেশ পুলিশের প্রাথমিক দায়িত্ব হলো আইন-শৃঙ্খলা রক্ষ‍া করা। এরই অংশ হিসেবে আমরা ধ্বংসস্তূপের সামনে-পেছনেসহ চারদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। যতদিন ধ্বংসস্তূপের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হবে ততদিন পর্যন্ত আমরা নিরাপত্তা দিয়ে যাবো।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা বলেন, “মঙ্গলবার সকাল ৬টায় সেনাবাহিনীর পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসনকে ধ্বংসস্তূপের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা ছিল। এরই অংশ হিসেবে আমরা ইতোমধ্যে পুরো এলাকাটি কাঁটাতার দিয়ে ঘেরাও করে সংরক্ষিত এলাকা হিসেবে সর্বসাধারণের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। পরবর্তীতে সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে আমাদের দায়িত্ব বুঝিয়ে দিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।”