Saturday, March 23, 2013

৫ হাজার ১১৪ কোটি টাকা আত্মসাৎ

ডেসটিনি গ্রুপের পরিচালকেরা গ্রাহকদের পাঁচ হাজার ১১৩ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। নগদ ও চেকের মাধ্যমে এ অর্থ গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে সরিয়ে নিয়েছেন তাঁরা। তবে এ অর্থ কোন কোন খাতে ব্যয় করা হয়েছে, তার হদিস পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ) বিস্তারিত অনুসন্ধান করেও ডেসটিনির শীর্ষস্থানীয় ব্যক্তিরা অর্থ কোথায় ব্যয় করেছেন বা পাচার করেছেন, তা উদ্ধার করতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংকের অনুসন্ধানে কিছু অর্থে জমি, প্লট ও ফ্ল্যাট কেনার হিসাব পাওয়া গেলেও অধিকাংশ অর্থের কোনো খোঁজ নেই। তবে ডেসটিনি গ্রুপের প্রধান ব্যক্তি চেয়ারম্যান রফিকুল আমীনের বিদেশি ব্যাংকে লেনদেন ও বিদেশে ব্যবসা রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে সম্প্রতি ডেসটিনির অর্থ আত্মসাৎ নিয়ে চূড়ান্ত এ প্রতিবেদন পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কাছ থেকে সংগৃহীত অর্থের উৎস গোপন করতে গ্রুপের পরিচালকেরা বিপুল পরিমাণ ওই অর্থ আত্মসাৎ করেছেন। ডেসটিনির মূল তিনটি প্রতিষ্ঠান হচ্ছে ডেসটিনি ২০০০ লিমিটেড, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (ডিএমসিএসএল) ও ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন। এ তিন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকের মোট ২৮২টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ রফিকুল আমীনের হংকংয়ের ব্যবসাপ্রতিষ্ঠান সফটক অনলাইন (এইচকে) লিমিটেডের মাধ্যমে ৫২ কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে। সফটকের ৫০ শতাংশ মালিক হচ্ছেন হংকংয়ের নাগরিক নোয়েল জি ক্যারি।
ডেসটিনি গ্রুপের সব রপ্তানি সম্পন্ন হয়েছে হংকংভিত্তিক প্রতিষ্ঠানটির মাধ্যমে। এ ছাড়া সিঙ্গাপুরে রফিকুল আমীনের নামে একটি ব্যাংক হিসাব পরিচালনার তথ্যও পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ডেসটিনি ২০০০ লিমিটেডের ৬৫টি ব্যাংক হিসাবে জমা হওয়া দুই হাজার ৮১৩ কোটি ৩৫ লাখ টাকা থেকে তুলে নেওয়া হয়েছে দুই হাজার ৮০০ কোটি ২৭ লাখ টাকা। ডেসটিনি ট্রি প্ল্যান্টেশনের নামে করা ১৩৩টি ব্যাংক হিসাবের ৮৩৫ কোটি ১৭ লাখ টাকা থেকে তুলে নেওয়া হয়েছে ৮৩০ কোটি চার লাখ টাকা। একইভাবে ডেসটিনি কো-অপারেটিভের নামে করা ৮৪টি ব্যাংক হিসাবে জমা রাখা এক হাজার ৪৮৪ কোটি সাত লাখ টাকা থেকে তুলে নেওয়া হয়েছে এক হাজার ৪৮৩ কোটি ৫১ লাখ টাকা।
দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে এ বিষয়ে বলেন, ডেসটিনি নিয়ে তদন্ত কার্যক্রম চলছে। ইতিমধ্যে এ ক্ষেত্রে অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ মিলেছে। পরিচালকদের বিষয়-সম্পত্তি সব ক্রোক করার নির্দেশও পাওয়া গেছে। সম্পূর্ণ ঘটনা জানতে হলে আরও কিছুদিন পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। কবে নাগাদ তদন্ত শেষ হবে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, আরও মাস খানেক সময় লাগতে পারে। তবে এ বিষয়টি সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের ওপর ছেড়ে দেওয়া ভালো হবে।
নিজস্ব হিসাবের অর্থ: বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে আরও জানা গেছে, অধিকাংশ অর্থ রফিকুল আমীন ছাড়াও ডেসটিনি গ্রুপের পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নিজের বা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, গ্রুপের প্রেসিডেন্ট লে. জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের নামে ব্যক্তি হিসাবে ১৯ কোটি ৮৩ লাখ টাকা, রফিকুল আমীন ও তাঁর স্ত্রী ফারাহ দীবার হিসাবে ৮১ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া অপর পরিচালক মোহাম্মদ হোসেনের ব্যক্তি হিসাবে এক কোটি ৯১ লাখ টাকা, মোহাম্মদ গোফরানুল হকের ব্যক্তি হিসাব ও তাঁর নিজস্ব প্রতিষ্ঠানের হিসাবে লেনদেন হয়েছে ৮৫ কোটি ৫৫ লাখ টাকা, মো. সাইদুর রহমান ও তাঁর স্ত্রী জাকিয়া রহমান এবং তাঁর নিজস্ব প্রতিষ্ঠানের হিসাবে লেনদেন করা হয়েছে ১৭৩ কোটি ৭৪ লাখ টাকা।
এ ছাড়া মো. মেসবাহউদ্দিনের নিজস্ব হিসাবে লেনদেন হয়েছে ৭৭ কোটি ৮৫ লাখ টাকা, শেখ তৈয়বুর রহমান ও তাঁর স্ত্রী সেলিনা রহমানের হিসাবে ৩৭ কোটি ৬৩ লাখ টাকা, সৈয়দ সাজ্জাদ হোসেনের ব্যক্তি হিসাবে ১৬ কোটি ৫৮ লাখ টাকা এবং মো. ইরফান আহমেদের ব্যক্তি হিসাবে এক কোটি আট লাখ টাকার লেনদেন হয়েছে। আবার নেপাল চন্দ্র বিশ্বাস ও তাঁর স্ত্রী মিতু রানী বিশ্বাসের ব্যক্তি হিসাবে লেনদেন ৩৪ কোটি এক লাখ টাকা, জামসেদ আরা চৌধুরীর ব্যক্তি হিসাবে ২১ কোটি ৯৫ লাখ টাকা এবং মো. ফরিদ আকতারের ব্যক্তি হিসাবে সাত কোটি ১৫ লাখ টাকা লেনদেন হয়েছে। কিন্তু বর্তমানে এসব ব্যাংক হিসাবের কোনোটাতেই ১৫ হাজার টাকার বেশি স্থিতি নেই। অর্থাৎ সব অর্থ সরিয়ে ফেলা হয়েছে।
দেউলিয়ার পথে কো-অপারেটিভ সোসাইটি: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, কমিশন বা লভ্যাংশ দেওয়ার মাধ্যমে আমানত সংগ্রহ এবং এর উল্লেখযোগ্য অংশ অন্য প্রতিষ্ঠানে জমা করার বিধান বিদ্যমান সমবায় সমিতি আইন, বিধি এবং ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নিবন্ধিত উপ-আইনে নেই। অথচ ডেসটিনি মাল্টিপারপাস ও ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য একই হওয়ায় তাঁরা মাল্টিপারপাসের নামে জনগণের কাছ থেকে সংগ্রহ করা অর্থের মাধ্যমে সুবিধা নিয়েছেন। গ্রুপের পরিচালকেরা আইন ও বিধি লঙ্ঘন করে ‘কমিশনের আবরণে’ নতুন উপায়ে এ বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিচালকদের কারণেই ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ৯৫৬ কোটি ৩৪ লাখ টাকা ক্ষতির সম্মুখীন, যার দায় গিয়ে পড়ে প্রতিষ্ঠানের নয় লাখ শেয়ারহোল্ডারের ঘাড়ে। এ ছাড়া সম্পত্তি কেনার জন্য আগাম পরিশোধ করা অর্থের বিপরীতে সম্পত্তির নিবন্ধন না হওয়ার কারণেও সমিতি বড় ধরনের ঝুঁকির সম্মুখীন। যেমন প্রচ্ছায়া লিমিটেডকে ৭৮ কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু সে অর্থের বিপরীতে কোনো সম্পত্তি সোসাইটির নামে নেই।
সবশেষে বলা হয়েছে, সমিতির দায়ভার অবশ্যই সমিতিকে পরিশোধ করতে হয়। কিন্তু সংগ্রহ করা অর্থের ৪৩ শতাংশ কমিশন সংগ্রহ করার সময়েই পরিচালকদের বেতন-ভাতা বা কমিশন হিসেবে উঠিয়ে নেওয়া হয়েছে। বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে। এর ফলে সমিতি যেকোনো সময় বিনিয়োগকারী বা আমানতকারীদের দায়দেনা পরিশোধে ব্যর্থ হয়ে দেউলিয়া হতে পারে।

তামিম-নাসিরের দ্যুতিতে বাংলাদেশ ২৫৯

১৩৬ বলে ১১২ রান—১০ চার, এক ছয়। তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে ২৫৯ রান করেছে বাংলাদেশ। তামিমের সেঞ্চুরির সঙ্গে নাসিরের অপরাজিত ৭৩। সব মিলিয়ে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে ‘অপ্রত্যাশিত’ এক লক্ষ্যের মুখোমুখি শ্রীলঙ্কা।
তামিমের সেঞ্চুরি তো আছেই। দলের এই ‘চ্যালেঞ্জিং’ সংগ্রহে নাসিরের অবদানও দুর্দান্ত। ৫৯ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে তিনিই বাংলাদেশের সংগ্রহকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়।
তামিমের সেঞ্চুরিটা ছিল অসাধারণ। ৬৩ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ধৈর্যের প্রতিমূর্তি হয়ে একদিক আগলে রেখে তিনি গড়েছেন তাঁর অসাধারণ ইনিংসটি। এই সেঞ্চুরির মাধ্যমে শ্রীলঙ্কার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে তিন অঙ্ক ছোঁয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। আর তাঁর ১১২ রানের ইনিংসটি শ্রীলঙ্কার মাটিতে তো বটেই, লঙ্কানদের বিপক্ষেই ওয়ানডেতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা একেবারে মন্দ ছিল না। এনামুল হককে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন তামিম। তবে দলীয় ৪৪ রানে এনামুলের বিদায়ের পর দ্রুত দুটি উইকেট হারায় বাংলাদেশ। একপর্যায়ে সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে ৬৩ রান।
এ পর্যায়ে মাহমুদউল্লাহকে সঙ্গী করে এগোতে থাকেন তামিম। তাঁদের চতুর্থ উইকেট জুটিতে আসে ৬৬ রান। ২৯ রান করে মাহমুদউল্লাহ বিদায় নিলে তামিমকে যথার্থ সঙ্গ দেন নাসির হোসেন। তাঁদের পঞ্চম উইকেট জুটিতে আসে ৭৫ রান। দলীয় ২০৪ রানে রানআউট হন তামিম। নাসিরকে অবশ্য ফেরাতে পারেননি লঙ্কান বোলাররা। ইনিংসের শেষ পর্যন্ত এক প্রান্ত আগলে রাখেন তিনি।
শ্রীলঙ্কার পক্ষে লাসিথ মালিঙ্গা ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট গেছে নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা ও সচিত্র সেনানায়েকের ঝুলিতে।

রাশিয়ায় ৫০০০ ক্যারেটের পান্না!

রাশিয়ার উরাল এলাকায় রাষ্ট্রীয় মালিকানাধীন একটি খনিতে পাঁচ হাজার ক্যারেটের বিরল এক পান্না পাওয়া গেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তবে এখনো পান্নাটির মূল্য নির্ধারণ করা হয়নি। আজ শনিবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।
কালিনিনগ্রাদ আম্বার ফ্যাক্টরির মুখপাত্র সিথলানা কালিনিনা বলেন, এটি দারুণ সুন্দর একটি পান্না।
গাঢ় সবুজ রঙের খানিকটা স্বচ্ছ রত্নটির ওজন এক কিলোগ্রাম। তবে এর মূল্য কত হবে, তা রাষ্ট্রীয় মূল্যবান ধাতব ও রত্নভান্ডার কর্তৃপক্ষের বিশেষজ্ঞরা এখনো নির্ধারণ করেননি।
রাশিয়ার উরাল এলাকায় পাওয়া পান্না প্রক্রিয়াজাত করার পর গুণগত মান ও রং প্রায় অক্ষত থাকে। এ জন্য এ ধরনের পান্নার চাহিদাও অনেক বেশি।
মালিশেভস্কয়ি খনিতে এর আগে গত বছর তিন হাজার ১৮৭ ক্যারেটের পান্না পাওয়া গিয়েছিল।
কালিনিনগ্রাদ আম্বার ফ্যাক্টরি এ বছর প্রথমবারের মতো পান্না নিলামে তোলে। ৫০ কেজি ওজনের নানা ধরনের পান্না প্রায় ১০ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, প্রতিবছর পান্নার মূল্য ১০ শতাংশ হারে বাড়ে। খনি থেকে আহরিত পান্না সংগ্রহের আগ্রহ ইউরোপ, চীন ও যুক্তরাষ্ট্রের সংগ্রাহকদের মধ্যে বেশি দেখা যায়।
বিশ্বের সবচেয়ে বেশি পান্না হয় কলম্বিয়ায়। পৃথিবীর মোট চাহিদার ৫০ থেকে ৯৫ শতাংশ পান্নার জোগান দেয় দেশটি।

চট্টগ্রামে ২৫ মার্চ জামায়াতের হরতাল

চট্টগ্রাম জেলায় ২৫ মার্চ সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের প্যারেড কর্নারে মইন উদ্দিনের জানাজা শেষে জামায়াতের সাংসদ ও মহানগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।
একটি ভবন থেকে পালাতে গিয়ে লাফ দিয়ে আহত হওয়া জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর ভাগনে মইন উদ্দিনের চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুর প্রতিবাদে এই হরতালের ডাক দেওয়া হয়।
পুলিশের ভাষ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা পাঁচ দিন সারা দেশের সঙ্গে কক্সবাজার এবং বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখেন জামায়াত-শিবিরের কর্মীরা। জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী নেতা-কর্মীদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে এই ঘটনা ঘটিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এই অভিযোগের ভিত্তিতে ১৭ মার্চ ভোরে নগরের বাকুলিয়া থানাধীন একটি ভবনে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ। সে সময় ওই ভবনে থাকা তাঁর ভাগনে মইন উদ্দিন ভবন থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে নিচে পড়ে যান। আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুর প্রতিবাদে আগামী সোমবার হরতালের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। শাহজাহান চৌধুরীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তামিমের ব্যাটে লড়ছে বাংলাদেশ

হাম্বানটোটায় সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৯ রান।
তামিম ইকবাল ৭৪ ও নাসির হোসেন ০ রানে অপরাজিত আছেন। দলীয় ৪৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। থিসারা পেরেরার বলে বোল্ড হন ব্যক্তিগত ১৩ রানে থাকা এনামুল হক। মোহাম্মদ আশরাফুল রানের খাতাই খুলতে পারেননি। তিনি ফেরেন মিডঅফে কুশল পেরেরার হাতে ক্যাচ দিয়ে। অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরার সময় অধিনায়ক মুশফিকুর রহিমের সংগ্রহ ছিল ৩ রান। মাহমুদউল্লাহ করেন ২৯ রান। দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, আবুল হাসান, সোহাগ গাজী, রুবেল হোসেন, আবদুর রাজ্জাক, এনামুল হক ও জিয়াউর রহমান।
শ্রীলঙ্কা দল: তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, জিভান মেন্ডিস, থিসারা পেরোরা, নুয়ান কুলাসেকারা, সচিত্র সেনানায়েকে ও লাসিথ মালিঙ্গা।

Ajinkya Rahane was hit on the head by Peter Siddle

Ajinkya Rahane was hit on the head by Peter Siddle during a hostile spell of bowling from Australia in Delhi

পিঠে ছুরির ফলা নিয়ে তিন বছর!

পিঠে খচমচে ব্যথা, মাঝেমধ্যে একটু জ্বলাপোড়া—এই অস্বস্তিকর অনুভূুতি নিয়ে তিন বছরের বেশি সময় পার করেছেন তিনি। সম্প্রতি পিঠের ওই স্থানে নখের ডগা দিয়ে টের পান ধাতব শক্ত কিছু আটকে আছে ভেতরে। আর তা ৭ দশমিক ৫ সেন্টিমিটার দীর্ঘ এক ছুরির ফলা। পরে তা অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়।
দুর্ভোগ পোহানো ওই ব্যক্তি কানাডার নর্থওয়েস্ট অঞ্চলের বাসিন্দা বিলি মেকনিলি (৩২)। ছুরির ফলা আবিষ্কারের পরই তিনি তিন বছরের বেশি সময় আগে এক সংঘর্ষে পিঠে ছুরিকাঘাত খাওয়ার বিষয়টি ধরতে পারেন।
২০১০ সালের এপ্রিলে কুস্তি খেলা দেখতে যান বিলি। সেখানে তিনি এক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় তাঁর পিঠে ছুরি দিয়ে বেশ কয়েকটি আঘাত করে প্রতিপক্ষ। চিকিত্সকের কাছে গেলে তিনি ছুরিকাঘাতের ক্ষত সেলাই করে দেন। ছুরির ফলা যে ভেতরে আটকে আছে, তা টের পাননি তিনি। বিলিও তখন কিছু মালুম করেননি।
পরে পিঠের ক্ষত শুকিয়ে গেলেও বিলির পিঠে অস্বস্তিকর অনুভূতি শুরু হয়। কিছুদিন আগে পিঠ চুলকানোর সময় নখে কিছু একটা শক্ত ও ধারালো জিনিস অনুভব করেন বিলি। পরে তাঁর প্রেমিকা স্টেফানি সায়েন পিঠের ভেতর আটকে থাকা ছুরির ফলাটি লক্ষ করেন।
সায়েন বলেন, ‘বিলির পিঠে ছুরির ফলাটি দেখে আমি ভয় পেয়ে যাই। ওটা তখনই চিমটা দিয়ে টেনে তোলার ইচ্ছা হয়েছিল।’
পরে বিলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সক বিলির পিঠে ওই জায়গাটি কেটে ধারালো ছুরির ফলাটি বের করেন।

£1000 Earn every week

This is the right time to earn £1000 per week . LEO give u Royalty income. Next 100 week u will be get it .
                                                       what is the way ? 
1. Join in LEO with any package.
   LEO Packages name & price : 1. Lion code --- £ 10
                                                  2. Lion code + --- £ 20
                                                  3. Startup  ------ £125
                                                  4. Business------£500
                                                  5. Professional ---£1000

2. Invite ur all friends to join in LEO .
3. Sell product package to suit their needs
  ( 100% money received from the selected products sales is used to pay out for Royalty bonus during this "100 power weeks" promotion )
4. This promotion will be start in JUNE 2013 but if u want to earn £1000 per week ,this is time u grow ur team in the world .

Join with Us .  Ronak
                      Atique Rahman
LEO package & product website :  webshop 

Click here & download : 100 week income plan

Contact : Atique Rahman 

     Facebook: https://www.facebook.com/BOUNDOLA
    skype : boundola 
    phone : +8801917749618
    mail : boundola@ gmail.com


LEO ,LEARN EARN OWN , MYLEOBUSINESS.COM,EARN MONEY , UK , BANGLADESH , INDIA , PAKISTAN, EGYPT, USA,GOOGLE.COM,YAHOOO.COM,YOUTUBE,BING,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO, LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LE
LEO ,LEARN EARN OWN , MYLEOBUSINESS.COM,EARN MONEY , UK , BANGLADESH , INDIA , PAKISTAN, EGYPT, USA,GOOGLE.COM,YAHOOO.COM,YOUTUBE,BING,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO, LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEO,LEearn £1000 per weekO,earn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekearn £1000 per weekFACEBOOK

Thursday, March 21, 2013

পাকিস্তানের লক্ষ্য ২৩৫

এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলারের ব্যাটে প্রাথমিক বিপর্যয়ের ধাক্কাটা ভালোমতোই সামলে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষটা ভালো হয়নি তাদের। বড় কিছুর প্রত্যাশা জাগিয়েও প্রোটিয়াদের ইনিংস থেমেছে ২৩৪ রানে। ডারবানে চতুর্থ ওয়ানডে জেতার জন্য ২৩৫ রান করতে হবে পাকিস্তানকে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৭৫ রান এসেছে এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। মিলার খেলেছেন ৬৭ রানের লড়াকু এক ইনিংস। তবে পাকিস্তানের মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান ও সাঈদ আজমল ৩টি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস নাগালের বাইরে যেতে দেননি।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব বাজে হয় প্রোটিয়াদের। দুই পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান ও জুনায়েদ খানের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ১০ ওভারের মধ্যে মাত্র ৩৮ রান সংগ্রহ করতেই চারটি উইকেট হারায় স্বাগতিকরা। পঞ্চম উইকেটে ১১৫ রানের লড়াকু এক জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলার। ৩৪তম ওভারে এই জুটি ভেঙে পাকিস্তান শিবিরে স্বস্তি ফেরান সাঈদ আজমল। ৬৭ রান করে ফিরে যান মিলার। কয়েক ওভার পরে ডি ভিলিয়ার্সকেও সাজঘরমুখী করেন এই ডানহাতি অফস্পিনার। শেষপর্যায়ে পিটারসনের অপরাজিত ২৫ ও ক্লেইনভেল্টের ১৮ রানের ইনিংস দুটির সুবাদে নিজেদের স্কোরবোর্ডকে লড়িয়ে চেহারা দেয় দক্ষিণ আফ্রিকা।

তিন দিনের শোক পালন করছে বিএনপি

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে আজ থেকে তিন দিনের শোক পালন শুরু করেছে প্রধান বিরোধী দল বিএনপি। প্রয়াত রাষ্ট্রপতির প্রতি সর্বোচ্চ সম্মান দেখাতে যা যা করণীয়, তা পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
রাষ্ট্রঘোষিত তিন দিনের শোকের সময় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখছে দলটি। সারা দেশে এই নির্দেশ পাঠানো হয়েছে। শোক পালনে নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণও করছেন।
বিএনপি জানিয়েছে, রাষ্ট্রপতির মৃত্যুর কারণে বিএনপি ও দলীয় চেয়ারপারসনের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। এই তিন দিন দলের কোনো পর্যায়ে কোনো ধরনের কর্মসূচি পালিত হবে না।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে রাষ্ট্র শোক ঘোষণা করেছে। বিএনপি তা যথাযোগ্য মর্যাদায় পালন করবে। তাঁর সম্মানে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।
বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান গত বুধবার বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।