ভারতের দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত
প্রধান অভিযুক্ত আসামি রাম সিং আত্মহত্যা করেছেন। নয়াদিল্লির তিহার
কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় আজ সোমবার ভোর পাঁচটার দিকে তিনি
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো
হয়।
খবরে বলা হয়, তিহারের ৩ নম্বর কারাগারে আত্মহত্যা করেছেন রাম সিং।
ময়নাতদন্তের জন্য তাঁর লাশ দিল্লির দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে নেওয়া
হয়েছে।
গত বছরের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে ২৩ বছর বয়সী এক মেডিকেলছাত্রী
গণধর্ষণের শিকার হন। ঘটনার ১৩ দিন পর ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট
এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু হয়। রাম সিং
বাসটির চালক ছিলেন। ঘটনার কয়েক ঘণ্টা পর রাম সিংসহ অভিযুক্ত ছয়জনকে আটক
করে পুলিশ।
Monday, March 11, 2013
দিল্লিতে গণধর্ষণ: প্রধান আসামি রাম সিংয়ের আত্মহত্যা
টেস্ট দলে হঠাৎই রাজ্জাক
মাঠে মোহাম্মদ আশরাফুল-মুশফিকুর রহিমের সেঞ্চুরি। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ
‘চমক’ উপহার দিচ্ছে মাঠের বাইরেও। চোট-আঘাতের কারণে আজ এই খেলোয়াড় দলে
ঢুকলেন তো কাল হুট করে আরেকজন। সর্বশেষ গতকাল বিসিবি জানাল আবদুর রাজ্জাককে
টেস্ট দলে অন্তর্ভুক্তির খবর। আজই গলে উড়ে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা
অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারের।
প্রথম টেস্টের মাঝপথে হঠাৎ রাজ্জাককে দলে নেওয়ার ব্যাখ্যা দিয়ে প্রধান নির্বাচক আকরাম খান কাল টেলিফোনে বলেছেন, ‘টিম ম্যানেজমেন্ট একজন বাড়তি বাঁহাতি স্পিনার চেয়েছে। তাদের চাহিদার ভিত্তিতে রাজ্জাককে দলে নেওয়া হয়েছে।’
কিন্তু টেস্ট সিরিজের মাঝপথে কেন হঠাৎ রাজ্জাককে চেয়ে পাঠাল টিম ম্যানেজমেন্ট? আকরামের ‘অনুমান’, ‘হয়তো প্রথম টেস্টের প্রথম ইনিংসের বোলিং দেখে ইলিয়াস সানির ওপর আস্থা রাখতে পারছে না তারা।’ ১৬ মার্চ কলম্বোর প্রেমাদাসায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার আগে রাজ্জাককে নিয়ে টেস্ট দলের খেলোয়াড় হলো ১৬ জন।
শ্রীলঙ্কা সফরের দল নিয়ে শুরু থেকেই নানা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে নির্বাচক কমিটি। কিছু বিতর্কের সৃষ্টি করেছে নির্বাচকদের বক্তব্যও। টেস্ট দল ঘোষণার সময় তাঁরা বলেছিলেন, এনামুল হক জুনিয়রকে দলে নেওয়া হলেও তাঁর সঙ্গে নাকি তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মোশাররফ হোসেন ও সাকলাইন সজীবের। অথচ চোটের কারণে এনামুল বাইরে চলে গেলে মোশাররফ-সাকলাইনকে না নিয়ে নির্বাচকেরা নিলেন সানিকে। অন্য কাউকে নিলে নাকি বোলিং আক্রমণে অভিজ্ঞতার ঘাটতি দেখা দেবে। সেই অভিজ্ঞ সানিও যখন আস্থার প্রতিদান দিতে পারলেন না, ডাক পড়ল আরও অভিজ্ঞ রাজ্জাকের।
প্রধান নির্বাচক অবশ্য বলেছেন রাজ্জাককে পাঠানোর অনুরোধ নাকি কোচ-অধিনায়কেরই, ‘রাজ্জাকের কথা আলাদা করেই বলেছেন কোচ ও অধিনায়ক। গত জাতীয় লিগে ও ৫ ম্যাচে ৪৩ উইকেট নিয়েছে। বিবেচনায় নেওয়া হয়েছে এই ফর্মটাও।’ তা ছাড়া টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজে রাজ্জাক তো আছেনই। দ্বিতীয় টেস্টের আগে টিম ম্যানজমেন্টের চিন্তাভাবনার সুযোগ বাড়িয়ে দিয়ে না হয় একটু আগেই গেলেন শ্রীলঙ্কায়।
২০১১ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে নিজের সর্বশেষ টেস্টটা খেলেছেন রাজ্জাক। এখন পর্যন্ত ৯ টেস্ট খেলে পেয়েছেন ১৮ উইকেট। দ্বিতীয় টেস্টের দলে সুযোগ পেলে শ্রীলঙ্কায় তাঁর টেস্ট ক্যারিয়ারের পুনরুজ্জীবনই আশা করবেন সবাই।
প্রথম টেস্টের মাঝপথে হঠাৎ রাজ্জাককে দলে নেওয়ার ব্যাখ্যা দিয়ে প্রধান নির্বাচক আকরাম খান কাল টেলিফোনে বলেছেন, ‘টিম ম্যানেজমেন্ট একজন বাড়তি বাঁহাতি স্পিনার চেয়েছে। তাদের চাহিদার ভিত্তিতে রাজ্জাককে দলে নেওয়া হয়েছে।’
কিন্তু টেস্ট সিরিজের মাঝপথে কেন হঠাৎ রাজ্জাককে চেয়ে পাঠাল টিম ম্যানেজমেন্ট? আকরামের ‘অনুমান’, ‘হয়তো প্রথম টেস্টের প্রথম ইনিংসের বোলিং দেখে ইলিয়াস সানির ওপর আস্থা রাখতে পারছে না তারা।’ ১৬ মার্চ কলম্বোর প্রেমাদাসায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার আগে রাজ্জাককে নিয়ে টেস্ট দলের খেলোয়াড় হলো ১৬ জন।
শ্রীলঙ্কা সফরের দল নিয়ে শুরু থেকেই নানা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে নির্বাচক কমিটি। কিছু বিতর্কের সৃষ্টি করেছে নির্বাচকদের বক্তব্যও। টেস্ট দল ঘোষণার সময় তাঁরা বলেছিলেন, এনামুল হক জুনিয়রকে দলে নেওয়া হলেও তাঁর সঙ্গে নাকি তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মোশাররফ হোসেন ও সাকলাইন সজীবের। অথচ চোটের কারণে এনামুল বাইরে চলে গেলে মোশাররফ-সাকলাইনকে না নিয়ে নির্বাচকেরা নিলেন সানিকে। অন্য কাউকে নিলে নাকি বোলিং আক্রমণে অভিজ্ঞতার ঘাটতি দেখা দেবে। সেই অভিজ্ঞ সানিও যখন আস্থার প্রতিদান দিতে পারলেন না, ডাক পড়ল আরও অভিজ্ঞ রাজ্জাকের।
প্রধান নির্বাচক অবশ্য বলেছেন রাজ্জাককে পাঠানোর অনুরোধ নাকি কোচ-অধিনায়কেরই, ‘রাজ্জাকের কথা আলাদা করেই বলেছেন কোচ ও অধিনায়ক। গত জাতীয় লিগে ও ৫ ম্যাচে ৪৩ উইকেট নিয়েছে। বিবেচনায় নেওয়া হয়েছে এই ফর্মটাও।’ তা ছাড়া টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজে রাজ্জাক তো আছেনই। দ্বিতীয় টেস্টের আগে টিম ম্যানজমেন্টের চিন্তাভাবনার সুযোগ বাড়িয়ে দিয়ে না হয় একটু আগেই গেলেন শ্রীলঙ্কায়।
২০১১ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে নিজের সর্বশেষ টেস্টটা খেলেছেন রাজ্জাক। এখন পর্যন্ত ৯ টেস্ট খেলে পেয়েছেন ১৮ উইকেট। দ্বিতীয় টেস্টের দলে সুযোগ পেলে শ্রীলঙ্কায় তাঁর টেস্ট ক্যারিয়ারের পুনরুজ্জীবনই আশা করবেন সবাই।
ইতিহাস গড়লেন মুশফিকুর
ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে
ডাবল সেঞ্চুরির অনন্য রেকর্ডটি নিজের করে নিলেন তিনি। টেস্ট ক্রিকেটে
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটিও এখন তাঁর দখলে।
কাল দিনের খেলা শেষে ১৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। আজ সকালে খুব দ্রুত আশরাফুলের বিদায়ও তাঁকে বিচলিত করতে পারেনি। নাসির হোসেনের দুর্দান্ত সঙ্গকে শক্তিতে পরিণত করে নিজের স্বাভাবিক খেলাটা খেলে যান মুশফিকুর। আর তাতেই পেয়ে গেলেন পুরস্কারটি। ২০০ পূরণ করেই কুলাসেকেরার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন বাংলাদেশ অধিনায়ক।
গল টেস্টের তৃতীয় দিনেই শতক পূর্ণ করেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু গতকাল সবার নজর ছিল মোহাম্মদ আশরাফুলের দিকে। ১৮৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করা আশরাফুলই বাংলাদেশের পক্ষে প্রথম দ্বিশতকের ইনিংসটি খেলবেন বলে আশা করেছিলেন অনেকেই। কিন্তু আজ আশরাফুল সাজঘরে ফেরেন ব্যক্তিগত সংগ্রহে মাত্র ১ রান যোগ করার পরই। তবে বাংলাদেশের ইতিহাস গড়ার স্বপ্নটা বৃথা যেতে দেননি মুশফিকুর রহিম। দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করে পূর্ণ করেছেন বাংলাদেশের পক্ষে প্রথম দ্বিশতক।
২০০ রানের ইতিহাস গড়া ইনিংস খেলার পথে ৩২১টি বল মোকাবিলা করেছেন মুশফিক। এতে ছিল ২২ চার ও ১টি ছয়ের মার। দুর্দান্ত এই ইনিংসটি খেলে নিজের ব্যাটিং প্রতিভার প্রমাণও বেশ ভালোমতোই দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কান বোলারদের নাজেহাল করে দিয়ে মাঠের চারদিকেই শট খেলেছেন মুশফিক। তাঁর ২০০ রানের মধ্যে ১০৩ রান এসেছে অফসাইড থেকে। বাকি ৯৭ রান লেগ সাইড থেকে। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়, সবদিকেই শট খেলতে সমানভাবে পারদর্শী বাংলাদেশের এই তরুণ অধিনায়ক।
আজ মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুলের হাত ধরে বাংলাদেশের টেস্ট ক্রিকেট এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশের উঠতি ক্রিকেটাররাও যে এই পারফরম্যান্স দ্বারা অনুপ্রাণিত হবেন, নিজেদের সক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন—এ কথা নিঃসন্দেহেই বলা যায়।
কাল দিনের খেলা শেষে ১৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। আজ সকালে খুব দ্রুত আশরাফুলের বিদায়ও তাঁকে বিচলিত করতে পারেনি। নাসির হোসেনের দুর্দান্ত সঙ্গকে শক্তিতে পরিণত করে নিজের স্বাভাবিক খেলাটা খেলে যান মুশফিকুর। আর তাতেই পেয়ে গেলেন পুরস্কারটি। ২০০ পূরণ করেই কুলাসেকেরার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন বাংলাদেশ অধিনায়ক।
গল টেস্টের তৃতীয় দিনেই শতক পূর্ণ করেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু গতকাল সবার নজর ছিল মোহাম্মদ আশরাফুলের দিকে। ১৮৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করা আশরাফুলই বাংলাদেশের পক্ষে প্রথম দ্বিশতকের ইনিংসটি খেলবেন বলে আশা করেছিলেন অনেকেই। কিন্তু আজ আশরাফুল সাজঘরে ফেরেন ব্যক্তিগত সংগ্রহে মাত্র ১ রান যোগ করার পরই। তবে বাংলাদেশের ইতিহাস গড়ার স্বপ্নটা বৃথা যেতে দেননি মুশফিকুর রহিম। দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করে পূর্ণ করেছেন বাংলাদেশের পক্ষে প্রথম দ্বিশতক।
২০০ রানের ইতিহাস গড়া ইনিংস খেলার পথে ৩২১টি বল মোকাবিলা করেছেন মুশফিক। এতে ছিল ২২ চার ও ১টি ছয়ের মার। দুর্দান্ত এই ইনিংসটি খেলে নিজের ব্যাটিং প্রতিভার প্রমাণও বেশ ভালোমতোই দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কান বোলারদের নাজেহাল করে দিয়ে মাঠের চারদিকেই শট খেলেছেন মুশফিক। তাঁর ২০০ রানের মধ্যে ১০৩ রান এসেছে অফসাইড থেকে। বাকি ৯৭ রান লেগ সাইড থেকে। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়, সবদিকেই শট খেলতে সমানভাবে পারদর্শী বাংলাদেশের এই তরুণ অধিনায়ক।
আজ মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুলের হাত ধরে বাংলাদেশের টেস্ট ক্রিকেট এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশের উঠতি ক্রিকেটাররাও যে এই পারফরম্যান্স দ্বারা অনুপ্রাণিত হবেন, নিজেদের সক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন—এ কথা নিঃসন্দেহেই বলা যায়।
পারলেন না আশরাফুল
পারলেন না আশরাফুল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরির
হাতছানিকে বাস্তবে রূপান্তরিত করতে পারলেন না। ব্যক্তিগত ১৯০ রানে রঙ্গনা
হেরাথের বলে ফিরে গেলেন প্যাভিলিয়নে। মাত্র ১০টি রানের ব্যবধান ইতিহাসের
সাক্ষী হতে দিল না এ দেশের ক্রিকেটপ্রেমী মানুষকে।
দিনের প্রথম বলেই আশরাফুলের বিরুদ্ধে তারস্বরে আবেদন করেছিলেন তিলকরত্নে দিলশান। কিন্তু আম্পায়ার দিলশানের ওই আবেদনে সাড়া দেওয়ার কোনো কারণ খুঁজে পাননি। কিন্তু ওই আবেদনটি আশরাফুলের আত্মবিশ্বাসকে কী একটু চিড় ধরিয়ে দিয়ে যায়নি! হেরাথের বলটি মিডল স্টাম্পে পিচ করে বেরিয়ে যাচ্ছিল। সেই বল ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়েই নিজের বিপর্যয় ডেকে আনেন আশরাফুল।
দিনের প্রথম বলেই আশরাফুলের বিরুদ্ধে তারস্বরে আবেদন করেছিলেন তিলকরত্নে দিলশান। কিন্তু আম্পায়ার দিলশানের ওই আবেদনে সাড়া দেওয়ার কোনো কারণ খুঁজে পাননি। কিন্তু ওই আবেদনটি আশরাফুলের আত্মবিশ্বাসকে কী একটু চিড় ধরিয়ে দিয়ে যায়নি! হেরাথের বলটি মিডল স্টাম্পে পিচ করে বেরিয়ে যাচ্ছিল। সেই বল ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়েই নিজের বিপর্যয় ডেকে আনেন আশরাফুল।
Sunday, March 10, 2013
ডাবল সেঞ্চুরির অপেক্ষা
আবারও অপেক্ষায় মোহাম্মদ আশরাফুল। গতকাল অপেক্ষায় ছিলেন সেঞ্চুরির। আজ অপেক্ষায় ডাবলের।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেতে আশরাফুলের প্রয়োজন মাত্র ১১ রান। গল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক অপরাজিত আছেন ১৮৯ রানে।
এত দিন বাংলাদেশের হয়েছে সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংসটি ছিল আশরাফুলের। নয় বছর পর আজ সেই রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি নিজেই। পুরো বাংলাদেশ এখন অপেক্ষায় তাঁর ডাবল সেঞ্চুরির।
৬৫ রান নিয়ে আজ মাঠে নামেন আশরাফুল। আগের দিনের মতোই দেখেশুনে খেলতে থাকেন তিনি। আশরাফুল শত রানে পৌঁছান ১৮১ বল খেলে। এতে ছিল ১০টি চার ও একটি ছয়ের মার। এটি তাঁর ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি।
মাঠের পারফরম্যান্স প্রমাণ করে, আশরাফুলের প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ছয়টি টেস্ট সেঞ্চুরির পাঁচটিই তিনি করেছেন লঙ্কানদের বিপক্ষে। ২০০১ সালে অভিষেকে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে তাঁর টেস্ট সেঞ্চুরিটিও ছিল এই শ্রীলঙ্কার বিপক্ষেই।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেতে আশরাফুলের প্রয়োজন মাত্র ১১ রান। গল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক অপরাজিত আছেন ১৮৯ রানে।
এত দিন বাংলাদেশের হয়েছে সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংসটি ছিল আশরাফুলের। নয় বছর পর আজ সেই রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি নিজেই। পুরো বাংলাদেশ এখন অপেক্ষায় তাঁর ডাবল সেঞ্চুরির।
৬৫ রান নিয়ে আজ মাঠে নামেন আশরাফুল। আগের দিনের মতোই দেখেশুনে খেলতে থাকেন তিনি। আশরাফুল শত রানে পৌঁছান ১৮১ বল খেলে। এতে ছিল ১০টি চার ও একটি ছয়ের মার। এটি তাঁর ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি।
মাঠের পারফরম্যান্স প্রমাণ করে, আশরাফুলের প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ছয়টি টেস্ট সেঞ্চুরির পাঁচটিই তিনি করেছেন লঙ্কানদের বিপক্ষে। ২০০১ সালে অভিষেকে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে তাঁর টেস্ট সেঞ্চুরিটিও ছিল এই শ্রীলঙ্কার বিপক্ষেই।
যুক্তরাষ্ট্রের সাহসিকতা পুরস্কার পেলেন দিল্লির সেই ছাত্রী
<
>
বিশ্ব নারী দিবস উপলক্ষে সাহসিকতার জন্য গত শুক্রবার যুক্তরাষ্ট্র যে নয়জন
নারীকে পুরস্কৃত করেছে, তাঁদের মধ্যে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের শিকার
হওয়া নারীও রয়েছেন। ওই নারীর মর্মান্তিক মৃত্যু গোটা ভারতসহ বিশ্বের জন্য
ছিল এক শোকাবহ ঘটনা।
মেডিকেলের ওই ছাত্রী (২৩) গণধর্ষণের শিকার হওয়ার পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। তিনি পরে ‘নির্ভয়া’ হিসেবে পরিচিতি পান।
‘ইউএস ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে মার্কিন
পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নির্ভয়া সম্পর্কে বলেন, তাঁর সাহস মানুষকে
ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করেছে। অনুষ্ঠানে জন কেরি মেয়েটির বাবা-মায়ের পাঠানো
একটি বার্তা পড়ে শোনান। সেখানে তাঁরা বলেছেন, ‘যে কেবলই আমাদের কন্যা ছিল,
সে একদিন পুরো পৃথিবীর হয়ে উঠবে, তা আমরা কখন কল্পনাও করিনি।’
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত আরও তিন নারী অনুপস্থিত ছিলেন। এঁরা হলেন তিব্বতের কবি
সারিং ওয়েসার। তাঁকে চীনা কর্তৃপক্ষ পাসপোর্ট দেয়নি। বাকি দুজন হলেন
বর্তমানে গৃহ অন্তরীণ ভিয়েতনামের ব্লগার তা পঙ তান এবং সিরিয়ার
মানবাধিকারবিষয়ক আইনজীবী রাজান জেইতুনাহ। জেইতুনাহ বর্তমানে নিরাপত্তার
স্বার্থে আত্মগোপনে আছেন। পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন
আফগান নারী মালালাই বাহাদুরি। তিনি আফগান ন্যাশনাল ইন্টারডিকশন ইউনিটের
প্রথম মহিলা সদস্য। আইন প্রয়োগকারী সংস্থায় নিজের ক্যারিয়ার গড়ার
চেষ্টাকালে চাচা তাঁর নাক ভেঙে দেন। এ ছাড়া রয়েছেন রুশ সাংবাদিক এলেনা
মিলাশিনা, নাইজেরিয়ার গণতান্ত্রিক কর্মী জোশেপিন অবিয়াজুলু অদুমাকিন,
সোমালিয়ার অ্যাকটিভিস্ট ফারতুন আদান এবং হন্ডুরাসের জুলিয়েটা ক্যাসেলানোস
নির্দোষ দাবি করলেন আবু ঘাইথ
ওসামা বিন লাদেনের জামাতা ও আল-কায়েদার একসময়ের মুখপাত্র সুলাইমান আবু ঘাইথ
যুক্তরাষ্ট্রের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। গত শুক্রবার তাঁকে
নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল কোর্টে যুক্তরাষ্ট্রের নাগরিক হত্যার
পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হাজির করা হয়।
ওই বিচারকাজের সঙ্গে যুক্ত সরকারপক্ষের সহকারী আইনজীবী জন পি ক্রোনান জানান, গত ২৮ ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর থেকে আবু ঘাইথ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যেসব কথা বলেছেন, তার ২২ পৃষ্ঠার একটি রেকর্ড আদালতে পড়ে শোনানো হয়। তবে ওই রেকর্ডটির বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি। অপরদিকে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতা ও তাঁর গ্রেপ্তারের বিষয়টি এখনো ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের অন্যান্য কয়েদির মতোই নীল পোশাক পরিহিত আবু ঘাইথ বিচারপতির প্রশ্নের অল্প কথায় উত্তর দেন।
বিচারপতির নির্দেশে আবু ঘাইথের পক্ষে তিনজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। তাঁদেরই একজন ফিলিপ এল ওয়েনস্টেন তাঁকে নির্দোষ দাবি করেন। আবু ঘাইথকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ও তাঁর অধিকার সম্পর্কে জানান বিচারপতি কাপলান। পুরো প্রক্রিয়াটিই আরবিতে অনুবাদ করে জানানো হয়। তিনি হেডফোনে পুরো প্রক্রিয়াটি শোনেন। ওই শুনানির স্থায়িত্ব ছিল মাত্র ২০ মিনিট।
আইনজীবী ক্রোনান জানান, এই বিচারকাজ শুরু হবে তিন সপ্তাহ পর, তবে কোনো দিন ঠিক করা হয়নি।
উল্লেখ্য, বিচার বিভাগীয় কর্মকর্তা ও আইনজীবীদের মধ্যে আবু ঘাইথের আল-কায়েদায় অবস্থান নিয়ে মতভেদ আছে। কিছু কর্মকর্তার মতে, আল-কায়েদায় তাঁর অবস্থান ততটা শক্তিশালী ছিল না। অপরদিকে কিছু কর্মকর্তা মনে করেন, তিনি ১১ সেপ্টেম্বরের হামলার পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী দায়িত্ব পালন করতেন।
ওই বিচারকাজের সঙ্গে যুক্ত সরকারপক্ষের সহকারী আইনজীবী জন পি ক্রোনান জানান, গত ২৮ ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর থেকে আবু ঘাইথ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যেসব কথা বলেছেন, তার ২২ পৃষ্ঠার একটি রেকর্ড আদালতে পড়ে শোনানো হয়। তবে ওই রেকর্ডটির বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি। অপরদিকে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতা ও তাঁর গ্রেপ্তারের বিষয়টি এখনো ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের অন্যান্য কয়েদির মতোই নীল পোশাক পরিহিত আবু ঘাইথ বিচারপতির প্রশ্নের অল্প কথায় উত্তর দেন।
বিচারপতির নির্দেশে আবু ঘাইথের পক্ষে তিনজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। তাঁদেরই একজন ফিলিপ এল ওয়েনস্টেন তাঁকে নির্দোষ দাবি করেন। আবু ঘাইথকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ও তাঁর অধিকার সম্পর্কে জানান বিচারপতি কাপলান। পুরো প্রক্রিয়াটিই আরবিতে অনুবাদ করে জানানো হয়। তিনি হেডফোনে পুরো প্রক্রিয়াটি শোনেন। ওই শুনানির স্থায়িত্ব ছিল মাত্র ২০ মিনিট।
আইনজীবী ক্রোনান জানান, এই বিচারকাজ শুরু হবে তিন সপ্তাহ পর, তবে কোনো দিন ঠিক করা হয়নি।
উল্লেখ্য, বিচার বিভাগীয় কর্মকর্তা ও আইনজীবীদের মধ্যে আবু ঘাইথের আল-কায়েদায় অবস্থান নিয়ে মতভেদ আছে। কিছু কর্মকর্তার মতে, আল-কায়েদায় তাঁর অবস্থান ততটা শক্তিশালী ছিল না। অপরদিকে কিছু কর্মকর্তা মনে করেন, তিনি ১১ সেপ্টেম্বরের হামলার পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী দায়িত্ব পালন করতেন।
পুকুরে বোমা বিস্ফোরণ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় একটি পুকুরে গতকাল বিকেলে বোমা বিস্ফোরণের
ঘটনা ঘটে। এ ঘটনায় এক যুবককে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। আটক ওই
যুবকের নাম ইকবাল হোসেন (৩০)। তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর
গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর গ্রামের আমজদ আলীর পুকুরে গতকাল শনিবার বেলা তিনটার দিকে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। ইকবাল নামের ওই যুবক বোমাটির বিস্ফোরণ ঘটান। তিনি একটি বোতলের ওপরের অংশে আগুন দিয়ে পুকুরে ছুড়ে মারলে সেটি পানিতে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। কিছুক্ষণের মধ্যেই পুকুরের মাছ মরে ভেসে ওঠে। এ সময় স্থানীয় লোকজন ইকবালকে ধরে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর গ্রামের আমজদ আলীর পুকুরে গতকাল শনিবার বেলা তিনটার দিকে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। ইকবাল নামের ওই যুবক বোমাটির বিস্ফোরণ ঘটান। তিনি একটি বোতলের ওপরের অংশে আগুন দিয়ে পুকুরে ছুড়ে মারলে সেটি পানিতে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। কিছুক্ষণের মধ্যেই পুকুরের মাছ মরে ভেসে ওঠে। এ সময় স্থানীয় লোকজন ইকবালকে ধরে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
আশরাফুলের পর মুশফিকুর
গল টেস্টে জ্বলে উঠেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। মোহাম্মদ আশরাফুলের পর
সেঞ্চুরি করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। এটি বাংলাদেশ দলপতির দ্বিতীয় টেস্ট
সেঞ্চুরি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৮১ রান। আশরাফুল ১৬০ ও মুশফিকুর ১২৬ রান নিয়ে অপরাজিত আছেন।মুশফিকুরের শতরানের ইনিংসটি এসেছে ১৬২ বলে। সেঞ্চুরির পথে ১২টি চার হাঁকান তিনি। আর আশরাফুল শতরানে পৌঁছান ১৮১ বল খেলে। তিনি হাঁকেন ১০টি চার ও একটি ছয়ের মার।
এর আগে ৪ উইকেটে ৫৭০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। দলীয় সর্বোচ্চ ১৫৫ রান করে অপরাজিত থাকেন লাহিরু থিরিমান্নে। দীনেশ চান্দিমাল অপরাজিত থাকেন ব্যক্তিগত ১১৬ রানে। এ ছাড়া কুমার সাঙ্গাকারা ১৪২ রান করেন।
সংগীতব্যক্তিত্ব বুলবুলের ভাইয়ের লাশ উদ্ধার
বাংলাদেশের স্বনামধন্য সংগীতব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই মিরাজ
উদ্দিন আহমেদের মরদেহ গতকাল শনিবার রাতে উদ্ধার করা হয়েছে। কুড়িল
উড়ালসড়কের নিচে রেললাইনের ওপরে লাশটি পড়ে ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক সোহেল মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, মিরাজকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুলবুল মুক্তিযোদ্ধা হিসেবে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, যে জায়গায় লাশটি পাওয়া গেছে, সেটি রেলওয়ে পুলিশের আওতাভুক্ত। কুড়িল উড়ালসড়কের নিচে রেললাইনের পাশে নীল শার্ট পরা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন কমলাপুর রেলওয়ে থানায় যোগাযোগ করে। পরে রেলওয়ে পুলিশের সদস্যরা রাত সোয়া একটার দিকে ঘটনাস্থলে যান।
কমলাপুর রেলওয়ে পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থলে যাওয়ার পর মৃত ব্যক্তির পকেটে থাকা মোবাইল ফোনটি বেজে ওঠে। পুলিশ সদস্যরা ফোনের কল ধরে ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হন। জানতে পারেন, তাঁর নাম মিরাজ উদ্দিন আহমেদ। তিনি গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই।
খিলক্ষেত থানার ওসি ফারুক আহমেদ জানান, মিরাজের মরদেহ উদ্ধার করে রাত চারটার দিকে খিলক্ষেত থানায় নেওয়া হয়। কেউ তাঁকে মেরে এখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি, গোলাম আযমের বিরুদ্ধে করা মামলায় নিহতের ভাই সাক্ষী ছিলেন। এ কারণে তাঁকে খুন করা হতে পারে বলে তাঁরা মনে করছেন। মিরাজ গাড়ির ব্যবসা করতেন। অবিবাহিত মিরাজ মিরপুরে বোনের বাসায় থাকতেন।
নিহত মিরাজের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার অনুরোধ জানানো হয়। তবে পুলিশ মিরাজের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক সোহেল মাহমুদ আজ দুপুর দেড়টার দিকে সাংবাদিকদের জানিয়েছেন, মিরাজের মাথার ডান পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর নাকের হাড় ভাঙা। ঠোঁট কালো ও রক্ত জমাট বাঁধা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আরও পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ভাইয়ের মৃত্যুতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক সোহেল মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, মিরাজকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুলবুল মুক্তিযোদ্ধা হিসেবে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, যে জায়গায় লাশটি পাওয়া গেছে, সেটি রেলওয়ে পুলিশের আওতাভুক্ত। কুড়িল উড়ালসড়কের নিচে রেললাইনের পাশে নীল শার্ট পরা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন কমলাপুর রেলওয়ে থানায় যোগাযোগ করে। পরে রেলওয়ে পুলিশের সদস্যরা রাত সোয়া একটার দিকে ঘটনাস্থলে যান।
কমলাপুর রেলওয়ে পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থলে যাওয়ার পর মৃত ব্যক্তির পকেটে থাকা মোবাইল ফোনটি বেজে ওঠে। পুলিশ সদস্যরা ফোনের কল ধরে ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হন। জানতে পারেন, তাঁর নাম মিরাজ উদ্দিন আহমেদ। তিনি গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই।
খিলক্ষেত থানার ওসি ফারুক আহমেদ জানান, মিরাজের মরদেহ উদ্ধার করে রাত চারটার দিকে খিলক্ষেত থানায় নেওয়া হয়। কেউ তাঁকে মেরে এখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি, গোলাম আযমের বিরুদ্ধে করা মামলায় নিহতের ভাই সাক্ষী ছিলেন। এ কারণে তাঁকে খুন করা হতে পারে বলে তাঁরা মনে করছেন। মিরাজ গাড়ির ব্যবসা করতেন। অবিবাহিত মিরাজ মিরপুরে বোনের বাসায় থাকতেন।
নিহত মিরাজের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার অনুরোধ জানানো হয়। তবে পুলিশ মিরাজের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক সোহেল মাহমুদ আজ দুপুর দেড়টার দিকে সাংবাদিকদের জানিয়েছেন, মিরাজের মাথার ডান পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর নাকের হাড় ভাঙা। ঠোঁট কালো ও রক্ত জমাট বাঁধা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আরও পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ভাইয়ের মৃত্যুতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
Subscribe to:
Posts (Atom)