Friday, February 15, 2013

মোবাইলে চার্জ দেওয়ার নতুন পদ্ধতি

গরম কফি আর ঠান্ডা বিয়ার এ দুই রকমের পানীয় ব্যবহার করে মোবাইল ফোনে চার্জ দেওয়া যাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইপিফানি ল্যাবস নামের একটি প্রতিষ্ঠান এমন একটি যন্ত্র উদ্ভাবন করেছে যা কফি কাপের উষ্ণতা আর বিয়ার মগের শীতলতা কাজে লাগিয়ে বিদ্যুত্ উত্পন্ন করতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগের একটি প্রতিবেদন অনুযায়ী, ‘ইপিফানি ওয়ান পাক’ নামের এ যন্ত্রটি জরুরি চার্জের প্রয়োজনে ব্যবহার করা যাবে। যন্ত্রটিতে ব্যবহার করা হয়েছে স্টার্লিং ইঞ্জিন যা তাপের তারতম্যে বিদ্যুত্ উত্পাদন করতে পারে।
সহজে স্থানান্তরযোগ্য ইপিফানি ওয়ান পাক যন্ত্রটির দুটি অংশ রয়েছে যার একদিকে গরম কফি আর অন্যদিকে ঠান্ডা পানীয় রাখা যায়। যন্ত্রটির সঙ্গে রয়েছে ইউএসবি পোর্ট। ইউএসবি নির্ভর পণ্যগুলোতে সহজেই এ যন্ত্রটির সাহায্যে চার্জ দেয়া যায়।
ইপিফানি ল্যাবসের গবেষকেদের দাবি, কফি যথেষ্ট গরম থাকলে আইফোন বা অ্যান্ড্রয়েডের মতো স্মার্টফোন চার্জ হতেও খুব বেশি সময় লাগে না।
সহজে স্থানান্তরযোগ্য ও জরুরি কাজে ব্যবহূত এ যন্ত্র বাজারে আনার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি। বর্তমানে যন্ত্রটি তৈরির জন্য অর্থ সংগ্রহ করছে ইপিফানি ল্যাবস।

Tuesday, February 12, 2013

রূপগঞ্জে হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেঘনা গ্রুপের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নিমেরটেক বিলের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মাটি থেকে প্রায় ৩০০ ফুট ওপরে থাকতেই হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। এতে হেলিকপ্টারটির (এনডি ৬০০এন) সামনের ও পিছনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের মদ্যে মধ্যে রয়েছেন জিএম সাফায়েত হোসেন, প্রকল্প পরিচালক আসিফ ইকবাল, পরিচালক তানজিল মোস্তফা, ডা. আবুল কালাম, ওই হেলিপ্টারের স্কোয়াড্রন লিডার গুলজার হোসেন ও পাইলট মেজর (অব.) শফিকুল আলম। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে একজন পরিচালক ডা. আবুল কালাম জানান, সকাল সাড়ে ১০টায় তারা ঢাকায় মেঘনা গ্রুপের নিজস্ব হেলিকপ্টারে করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা ঘাট এলাকায় মেঘনা গ্রুপে আসে। সেখানে তারা বৈঠক ও কারখানা পরিদর্শন করেন। বিকেল সাড়ে ৩টায় হেলিকপ্টারটি মেঘনা ঘাট থেকে আবারো ঢাকার উদ্দেশে রওনা দেয়।

কালাম বলেন, পথের মধ্যে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তখন পাইলট হেলিকপ্টারটি জরুরি অবতরণের চেষ্টা করে। এক পর্যায়ে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নিমেরটেক বিলের পাশে অবতরণের সময়ে এক পর্যায়ে সেটি বেশ উঁচু থেকে মাটিতে আছড়ে পড়ে। তিনি আরো জানান, প্রায় ৩০০ ফুট ওপর থেকে হেলিকপ্টারটি নিচে আছড়ে পড়ে যায়।

নীরব প্রতিবাদে সমগ্র জাতির সংহতি প্রকাশ

কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধী-মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে প্রজন্ম চত্বরের আন্দোলনকারীদের সাথে তিন মিনিট দাঁড়িয়ে সমগ্র জাতি সংহতি প্রকাশ করলো।

প্রজন্ম চত্বরের কাউন্ট ডাউনের মাধ্যমে ঠিক ৪টায় সমগ্র জাতি দাঁড়িয়ে যান। অভূতপূর্ব সাড়া দিয়ে শাহবাগের আন্দোলনকারীদের ডাকে তিন মিনিটের স্তব্ধতা কর্মসূচি পালন করেছে সারাদেশ। আজ মঙ্গলবার বিকাল ঠিক ৪টায় এই কর্মসূচি শুরু হয়, তা চলে ৪টা তিন পর্যন্ত। আন্দোলনের কেন্দ্র শাহবাগে এই কর্মসূচিতে অংশ নিয়েছে লাখো মানুষ।

মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ের সামনে এবং সংসদ সদস্যরা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের এই কর্মসূচিতে সাড়া দেন। বিকাল ৪টা বাজার ঠিক আগ মুহূর্তে রাজধানীর সড়কে সব যানবাহন দাঁড়িয়ে পড়ে, একটি কর্মসূচিতে এই ধরনের সাড়া আগে কখনো দেখা যায়নি।

বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজের সামনের রাস্তায় কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান এবং বাংলানিউজের সকল কর্মকর্তা ও সাংবাদিকসহ সংবাদকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করেন।

ব্যাংক, বীমা, সরকারি অফিস, আদালত, পোশাক কারখানাসহ ঘরে বাইরে যে যেখানে অবস্থান করছিলেন সেখানেই যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দাঁড়িয়ে যান। যারা রাস্তায় ছিলেন, তারা সেখানেই পথ চলা থামিয়ে দাঁড়িয়ে যান। আর এভাবে তিন মিনিটের জন্য স্তদ্ধ হয়ে যায় পুরো দেশ। তিন মিনিটের জন্য জেগে ওঠে দেশের কোটি কোটি মানুষ।

JOIN & GET $10

This is the best investment site in the world ,  Invest ur money & get everyday 2%. This is real & safe.If u don’t believe it , join free & get $10 , Then buy Add package & visit everyday 3 add.

Two way to earn money .
BUY AD PACKS :
  • For each Ad Pack you own you will earn up to 20₵ per day during the week.
  • For each Ad Pack you own you will earn up to 10₵ per day on weekends.
To Earn Daily Simply Visit 3 Sites Per Day!

INVITE OTHERS:
  • Receive $1 commission for every Ad Pack your Referrals purchase.
  • Receive 50₵ commission for every Ad Pack your referrals' referrals purchase.
We Offer Generous Referral Bonuses on 2 Levels!

বাফটাতেও সেরা আরগো

অস্কার কর্তৃপক্ষের সিদ্ধান্ত ভুল প্রমাণ করে একের পর এক পুরস্কার পেয়েই চলেছেন অভিনেতা-পরিচালক বেন অ্যাফ্লেক। গতকাল ব্রিটিশ একাডেমী অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস বা বাফটা অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন বেন। সেই সঙ্গে তাঁর পরিচালিত 'আরগো' সেরা ছবি ও সেরা সম্পাদনার বাফটা জয় করে নিয়েছে। সেরা পরিচালকের পুরস্কার হাতে নিয়ে বেন বলেন, 'এটা আমার জীবনের দ্বিতীয় অধ্যায়। আর তোমরা যারা আমাকে এই নতুন পথে আসতে সাহায্য করেছ, সবার প্রতি কৃতজ্ঞতা। আমার এই পুরস্কার আমি তাদের উৎসর্গ করতে চাই, যারা আমার মতো দ্বিতীয় অধ্যায় শুরু করার জন্য লড়ছ।'
'লিংকন' ছবিতে নাম ভূমিকায় অভিনয় করার জন্য সেরা অভিনেতার পুরস্কার অনেকটাই নিশ্চিত ছিল ড্যানিয়েল ডে লুইসের জন্য এবং তা-ই হয়েছে। তবে 'আমুর' ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে ফরাসি অভিনেত্রী ইমানুয়েল রিভার বাফটা জয় ছিল অপ্রত্যাশিত।
'জ্যাঙ্গো আনচেইনড' ছবির জন্য ক্রিস্টোফ ওয়াল্টজ এবং 'লা মিজারেবল' ছবির জন্য অ্যান হ্যাথওয়ে সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রীর বাফটা জয় করে নিয়েছেন। ক্রিস্টোফ তাঁর পুরস্কারটি একই ছবির জন্য সেরা চিত্রনাট্যের বাফটাজয়ী কোয়ান্টিন টারান্টিনোকে উৎসর্গ করেন। আর সেরা সংগৃহীত চিত্রনাট্যের বাফটা জিতেছেন ডেভিড ও'রাসেল তাঁর 'সিলভার লাইনিংস প্লেবুক' ছবির জন্য।
'আনা কারেনিনা', 'লা মিজারেবল', 'সেভেন সাইকোপাথ' ও 'বেস্ট এঙ্ােটিক মেরিগোল্ড হোটেল'কে পেছনে ফেলে জেমস বন্ড সিরিজের 'স্কাইফল' জিতে নিয়েছে বছরের সেরা ব্রিটিশ ছবির পুরস্কার। ১৯৬৪ সালে 'ফ্রম রাশিয়া উইথ লাভ' সেরা চিত্রগ্রহণের বাফটা জয়ের এত বছর পর কোনো বন্ড ছবি বাফটা পেল। সেই সঙ্গে সেরা সংগীতের জন্যও ছবিটি জিতেছে রাতের দ্বিতীয় বাফটা। আটটি মনোনয়নের মধ্যে চারটি বাফটা জিতে রাতের সবচেয়ে সফল ছবি 'লা মিজারেবল'। অ্যান হ্যাথওয়ে ছাড়া অন্য তিনটি বাফটা হলো সেরা শব্দ, মেকআপ ও প্রোডাকশন ডিজাইন। অ্যাং লি পরিচালিত 'লাইফ অব পাই' ৯টি মনোনয়ন পেলেও সেরা চিত্রগ্রহণ ও ভিজ্যুয়াল ইফেক্ট_মাত্র এ দুই বিভাগে বাফটা পেয়েছে। সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার পেয়েছে 'আমুর'; যদিও ছবির পরিচালক মাইকেল হানেকে কিংবা সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া ইমানুয়েল রিভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। জন রাইট পরিচালিত 'আনা কারেনিনা' সেরা পোশাকের বাফটা জয় করে নেয়, অন্যদিকে সেরা এনিমেশনের বাফটা পেয়েছে ডিজনি-পিক্সারের 'ব্রেভ'। সো প্রামাণ্যচিত্রের বাফটা জিতেছে স্যার অ্যালান পার্কার পরিচালিত 'সার্চিং ফর সুগার ম্যান'। বিবিসির চ্যানেল ফোরের প্রধান কর্তাব্যক্তি টেসা রোজকে দেওয়া হয় লাইফটাইম অ্যাচিভমেন্ট বাফটা। লন্ডনের রয়্যাল অপেরা হাউসে অনুষ্ঠিত এ বছরের বাফটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেতা স্টিফেন ফ্রাই।

দেশের প্রথম নারী ছত্রীসেনা জান্নাতুল ফেরদৌস

বাংলাদেশে প্রথম নারী ছত্রীসেনা (প্যারাট্রুপার) হিসেবে সফলভাবে অবতরণের সম্মান অর্জন করেছেন সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। আজ মঙ্গলবার বেলা ১১টা ২০মিনিটে সিলেটের জালালাবাদ সেনানিবাসের পানিছড়া এলাকায় তিনি বিমানবাহিনীর একটি বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে সফলভাবে মাটিতে অবতরণ করেন।
এক হাজার ফুট উঁচু থেকে এই অবতরণের মাধ্যমে জান্নাতুল ফেরদৌস শেষ করেন তাঁর প্রশিক্ষণ। এই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘খুব মজা। বিস্ময়কর লাগছে। মনে হচ্ছে আরেকবার জাম্প দিই।’
জান্নাতুল ফেরদৌসের মতে, এ কাজে সামরিক বাহিনীর অন্য নারীদেরও এগিয়ে আসা উচিত। তিনি বলেন, ‘এটি খুব সাহসিকতাপূর্ণ কাজ। প্রথমে ভয় করছিল। তবে প্রশিক্ষণ শেষে বিষয়টাকে সাধারণ মনে হয়েছে।’ উপস্থিত সবাই তাঁর সফলতাকে হাততালি দিয়ে স্বাগত জানান।
জান্নাতুল ফেরদৌসের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায়। ব্যবসায়ী বাবা ও গৃহিণী মায়ের চার ছেলে-মেয়ের মধ্যে জান্নাতুল তৃতীয়। বর্তমানে মিলিটারি একাডেমির কম্পিউটার প্রশিক্ষক হিসেবে কর্মরত। ২০০৭ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৫৯তম ব্যাচের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে তাঁর যাত্রা শুরু করেন। তিনি স্বপ্ন দেখেন একটি সুখী বাংলাদেশের।
ছত্রীসেনা দলের প্রধান প্রশিক্ষক লে. কর্নেল এ কে এম সাইফুল ইসলাম বলেন, ছত্রীসেনা হতে সামরিক বাহিনীতে নারীর অংশগ্রহণের পথ উন্মুক্ত রয়েছে। এ ব্যাপারে এত দিন কোনো নারী সাহস দেখাননি।

Monday, February 11, 2013

শাহবাগে লাকির উপর ছাত্রলীগের হামলা (Exclusive video)


                           (Exclusive video)
শাহবাগে ছাত্রলীগের মারধরের শিকার হলেন অগ্নিকন্যা লাকি আক্তার। গতকাল রাত ১০টার দিকে রাজনৈতিক নেতাকে বক্তব্য না দিতে দেয়ার দাবি তোলায় ছাত্রলীগ তাকে মারধর করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করতে শাহবাগ স্কয়ারে আসেন। এ সময় ছাত্রলীগ তোফায়েল আহমেদকে বক্তব্য দিতে দেয়ার জন্য মাইক্রোফোন দিতে বলেন, কিন্তু লাকি আক্তার এর প্রতিবাদ জানিয়ে বলেন, এখানে কোন রাজনৈতিক নেতার বক্তব্য শোনা হবে না। রাজনৈতিক নেতারা বক্তব্য দিতে পারবেন না। এ ঘটনার পরúরই উপস্থিত ছাত্রলীগ নেতারা লাকির দিকে তেড়ে যান এবং থাপ্পড় মারতে শুরু করেন। এরপর উপস্থিত অন্য নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাকে কেন্দ্র করে শাহবাগে উত্তেজনা বিরাজ করছে। লাকি আক্তারকে অসুস্থ অবস্থায় বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

READY FOR " DON 3 "

বলিউডের অন্যতম সিরিজ চলচ্চিত্র 'ডন' রিমেকের তৃতীয় সিক্যুয়ালের জন্য এরইমধ্যে প্রস্তুতি গ্রহণের উদ্যোগ নিয়েছেন শাহরুখ। 'ডন'-এর দুর্দান্ত সাফল্যের পর 'ডন-টু'তেও হতাশ করেননি শাহরুখ। বরং পেয়েছেন আগের চেয়ে বেশি ব্যবসা এবং প্রশংসা। তাই এর সিক্যুয়ালের জন্য মোটেও দেরি করতে চান না তিনি। আর এবারের সিক্যুয়ালটিও নির্মাণ করবেন ফারহান আখতারের সঙ্গে জুটি বেঁধেই। এরইমধ্যে শাহরুখ ও ফারহান 'ডন থ্রি' নিয়ে প্রাথমিক আলোচনাও শেষ করে ফেলেছেন। খুব শীঘ্রই তাদের প্রস্তুতি পর্বেরও সমাপ্তি ঘটবে।

এবার প্রিয়াঙ্কার বিয়ে!


সর্বশেষ বলিউডে সবচেয়ে আলোচিত বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কারিনার। এখনও কারিনার তকমায় বিয়ের অনুষ্ঠান উদযাপনের রেশটি কাটেনি। এবারের ভ্যালেন্টাইন তাদের প্রথম সাংসারিক ভ্যালেন্টাইন। আর এরইমধ্যে বলিউডে আলোচনার ঝড় তুলেছে প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে। বি-টাউনে এখন প্রিয়াঙ্কার বিয়ে নিয়েই প্রায় সবার মাথাব্যথা। যদিও এ বিষয়ে এখনও প্রিয়াঙ্কার মাথাব্যথা টের পাওয়া যায়নি। তবে প্রিয়াঙ্কার মামার বাড়ির তরফে তার জন্য এরইমধ্যে পাত্র পছন্দ করা হয়েছে। জানা গেছে, হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা মোহিত রায়নাকে প্রিয়াঙ্কার জন্য পছন্দ করা হয়েছে। মোহিত রায়না 'দেবও কে দেব মহাদেব' সিরিয়ালে অভিনয় করেন। অন্যদিকে মোহিতকে এই বিয়ের ব্যাপারে প্রশ্ন করতেই তিনি একেবারেই লজ্জায় লাল হয়ে যান। মোহিত প্রিয়াঙ্কার মাসিকে ধন্যবাদ জানান তাকে পাত্র হিসেবে বাছাই করার জন্য। অন্যদিকে শহীদ কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের সম্পর্ক ভাঙল মাত্র দেড় বছর। এর পর এ দু'জনের কেউই নতুন কোনো প্রেমে জড়াননি। এবার দেখা যাক, প্রিয়াঙ্কার পুরোনো প্রেম কতটুকু সজাগ হয়, আর হিন্দি সিরিয়ালের মোহিতকে পিগি চপসের মনে কতটুকু ধরে। আর এই দেখা-দেখির বিষয় নিয়ে বলিউড ভক্তরা প্রচণ্ড উত্সাহী হয়ে পড়েছে।

ছক্কাবৃষ্টি

ইংল্যান্ডের ১৫ ছয়, নিউজিল্যান্ডের ৮। কাল অকল্যান্ডের ইডেন পার্ক দেখল ২৩ ছক্কার টি-টোয়েন্টি ম্যাচ। ছক্কাবৃষ্টির এই ম্যাচে অল্পের জন্য ফসকে গেছে দু-দুটি বিশ্ব রেকর্ড। আর মাত্র দুটি ছয় বেশি মারতে পারলেই ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডটা ছুঁয়ে ফেলতেন ইংলিশরা। ২০০৯ সালে সেঞ্চুরিয়নে তাদের বিপক্ষেই ১৭টি ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। অকল্যান্ড ও সেঞ্চুরিয়নের মাঝে আছে শুধু একটি ইনিংসই। ২০১০ সালে ব্রিজটাউনে ভারতের বিপক্ষে ১৬টি ছক্কা ছিল অস্ট্রেলিয়ানদের। ভারতীয় ইনিংসেও ছিল ৮ ছক্কা। ২৪ ছয়, এক ম্যাচে সবচেয়ে বেশি ছয়ের তালিকায় সবার ওপরে ওই ম্যাচটিই। ২৪ ছয় দেখেছে ২০০৯ সালে ক্রাইস্টচার্চে ভারত-নিউজিল্যান্ড ম্যাচটিও। ছয়ের হিসাবে কালকের ম্যাচটির অবস্থান এরপরই