Wednesday, April 20, 2011

প্রেম, বিয়ে, অতঃপর...

প্রেম করে বিয়ে করেও শেষ রক্ষা হলো না ভাঙ্গা উপজেলার পুলিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সবুজ মুন্সীর (১৬)। সোমবার রাত ৩টায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের দাবি, তাকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, সবুজ আত্মহত্যা করেছে। জানা গেছে, তিন মাস আগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের সবুজ মুন্সী একই গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রীকে নিয়ে প্রেমের টানে পালিয়ে যায়। কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে তারা বিয়ে করে। নিহতের পরিবার জানায়, দুই পরিবারের সমঝোতার পর সবুজ ফরিদপুরে তার দাদার বাসায় থেকে পড়াশোনা করছে। গত শনিবার থেকে স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হলে সে পরীক্ষা দিতে বাড়িতে আসে। গত সোমবার তার স্ত্রীকে ফোন দিয়ে তাদের বাড়ির পাশে আসতে বলে। তার স্ত্রী এলে তার সঙ্গে শারীরিক মেলামেশা করতে চায়। তাতে সে রাজি হয়নি। এর কিছুক্ষণ পর সে গাছের ডালে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন আলী ফকির বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না এটি হত্যা না আত্মহত্যা।

ধোনি নয়, গাঙ্গুলীই সেরা অধিনায়ক : আজহার

১৯৮৩ সালে প্রথমবারের মতো ভারতকে বিশ্বকাপ ট্রফি এনে দিয়েছিল কপিলদেব। এরপর দীর্ঘ ২৮টি বসন্ত অপেক্ষা করতে হয় ভারতকে। অতঃপর মহেন্দ্র সিং ধোনির হাত ধরে এলো দ্বিতীয় শিরোপা। তাই কপিলদেবের পর ধোনিকেই বলা হচ্ছে ভারতের সেরা অধিনায়ক। তবে ভারতের অন্যতম সেরা অধিনায়ক মুহম্মদ আজহারউদ্দিনের চোখে সৌরভ গাঙ্গুলীই সেরা অধিনায়ক। তার সময়েই লর্ডসে অভিষেক টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ভারতীয় ক্রিকেটের গতিপথ বদলে দিয়েছিলেন সৌরভ। তাই 'প্রিন্স অব কলকাতা' আজহারউদ্দিন বলেন, 'আজ ভারতীয় ক্রিকেট যে উচ্চতায় বিরাজ করছে তার কারিগরই তো ছিলেন সৌরভ।' তিনি আরও বলেন, 'ধোনির নেতৃত্বের ধরন আমার বেশ ভালো লেগেছে। সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধোনির জুড়ি নেই। অধিনায়ক হিসেবে সে সব সময় ঠাণ্ডা মাথায় ইতিবাচকভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। তারপরও ওকে এক নম্বরে রাখতে পারছি না। আমার প্রথম পছন্দ সৌরভই।' দাদা ভারতের সেরা অধিনায়ক বলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আজহার বলেন, 'ভারতীয় ক্রিকেট আজ যে শীর্ষে অবস্থান করছে, তার সূত্রপাত ঘটেছিল কিন্তু সৌরভের হাত ধরে। লক্ষ্যভ্রষ্ট ভারত রাস্তা খুঁজে দিয়েছিল সৌরভ। মূলত তখন থেকেই উত্তরণের শুরু। তাই ওকে বাদ দিয়ে আমি ধোনি বা অন্য কাউকে ভারতের এক নম্বর অধিনায়ক বলতে পারছি না।'

ব্যাটিং কোচ আতাপাত্তু

বিশ্বকাপের পর পরিবর্তনের ছোঁয়া লেগেছে শ্রীলঙ্কা দলে। এরই ধারাবাহিকতায় ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক লঙ্কান অধিনায়ক মারভান আতাপাত্তু। ক্রিকেট বোর্ডের সঙ্গে তার প্রাথমিক চুক্তি হয়েছে। আসন্ন ইংল্যান্ড সফরের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আতাপাত্তু ৯০ টেস্ট ও ২৬৮ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ২৭ সেঞ্চুরি ও ৭৬ হাফসেঞ্চুরি করেছেন।

১৩ বছরের কিশোর জয়!

অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের বয়স কম হলো না। প্রায় দেড় যুগের কাছাকাছি তিনি মিডিয়াতে রয়েছেন। এতটা বয়সে জয় এবার অভিনয় করছেন ১৩ বছরের বালক হিসেবে। এখানেই বিস্ময়ের শেষ নয়। আরও আছে। ১৩ বছরের বালক জয় আবার অভিনেত্রী নওশীনের দেবর। বিষয়টা সবার কাছেই অবিশ্বাস্য। আর এ অবিশ্বাস্য ঘটনাটিই ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প 'আপদ' অবলম্বনে নির্মিত 'আপদ' নাটকে। নাটকটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। সমপ্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকে নওশীনকে দেখা যাবে জয়ের বড় ভাই শামস সুমনের স্ত্রী হিসেবে। দুই দেবর হলেন জয় ও হিল্লোল।
অভিনয় প্রসঙ্গে জয় বলেন, নাটকটিতে অভিনয় একেবারেই অন্যরকম এক অভিজ্ঞতা। প্রথমদিকে বিষয়টি কিছুটা হাস্যকর মনে হলেও পরে খুব আনন্দ নিয়ে কাজটা করেছি। শুটিংয়ে দেবর-ভাবি নিয়ে বেশ মজা করেছি।

দীপিকার স্কার্ট নিলামে

বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের কপাল খুলে গেছে 'দম মারো দম' আইটেম গানটি গেয়ে। আর ওই গানে ব্যবহৃত স্কার্টটি এবার নিলামে উঠছে। অনলাইনে এই নিলামের আয়োজন করা হবে সালমান খানের দাতব্য সংস্থা বিয়িং হিউম্যানের সাহায্যার্থে। নিলামের এই পরিকল্পনাটি প্রথম করেন 'দম মারো দম' ছবির পরিচালক রোহান সিপ্পি। এ বিষয়ে সিপ্পি জানিয়েছেন, 'নিলামে ওঠা অর্থ দাতব্য কাজেই ব্যয় করা হবে এবং এ ব্যাপারে আমাদের প্রথম পছন্দ সালমানের বিয়িং হিউম্যান। গানটিতে দীপিকার সাজ দেখে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম। তখনই আমরা সিদ্ধান্ত নিই এই নিলাম আয়োজনের।' কিন্তু এতকিছু থাকতে দীপিকার স্কার্টই কেন? এমন প্রশ্নের জবাবে ছবির এক মুখপাত্র বলেছেন, প্রচারণার সময় আমরা দেখেছি, আইটেম গানটি সমালোচিত হলেও দীপিকার পোশাক সাড়া ফেলেছে। তাই এমন সিদ্ধান্ত

ভারতে আসছেন জেমস বন্ড

পেশাগত কারণে গোটা বিশ্ব চষে বেড়াতে হয় জেমস বন্ড'কে। এবার তিনি আসছেন ভারতে। না কোনো গোপন মিশনে নয়, সিনেমার শুটিং করতে। সব ঠিক থাকলে ড্যানিয়েল ক্রেইগকে ভারতে দেখা যাবে আগামী বছরই। তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি। জানা গেছে, জেমস বন্ড সিরিজের ২৩তম ছবির শুটিংয়ের জন্য সম্ভাব্য দুই জায়গা ভারত এবং দক্ষিণ আফ্রিকা। মুম্বাই এবং ব্যাঙ্গালোরের মাঝামাঝি কোনকান রেলপথের আশপাশের কোনো এক জায়গা হতে পারে জেমস বন্ড ছবির সম্ভাব্য শুটিং লোকেশন। ছবির নাম এখনো ঠিক হয়নি। চিত্রনাট্য তৈরির কাজ চলছে। এ ছবিতেও বন্ডের বস চরিত্রে ফিরছেন প্রখ্যাত অভিনেত্রী জুডি ডেন্চ। এবারের জেমস বন্ড ছবির পরিচালক হিসেবে থাকছেন অস্কারজয়ী 'অ্যামেরিকান বিউটি' ছবির পরিচালক স্যাম মেনডেস।

সোনমের 'গুডি বয়'!

তবে কি শেষ পর্যন্ত সুপাত্রের সন্ধান পেয়ে গেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর? অন্তত কাছের বন্ধুদের কাছে নাকি এমনটাই বলে বেড়াচ্ছেন 'আই হেট লাভ স্টোরিজ'খ্যাত এই তারকা। বলিউড চিত্রনির্মাতা পুণিত মালহোত্রার মাঝে নিজের 'মিস্টার পারফেক্ট' খুঁজে পেয়েছেন সোনম-সম্প্রতি এমন গুজবই চাউর হয়েছে বলিউড টিনসেলে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, 'আই হেট লাভ স্টোরিজ' ছবির পরিচালক পুণিতের সঙ্গে ছবিটিতে কাজ করেছেন সোনম। পুণিতের স্বভাব নাকি বিলকুলই সোনমের উল্টা এবং পুণিতের স্বভাবের এই বৈপরীত্যই নাকি সোনমকে তার কাছে এনে দিয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, পুণিত এমনিতেই খুব নরম স্বভাবের। সোনমের প্রতি অনেক বেশি কেয়ারিংও তিনি। সমপ্রতি সোনম অসুস্থ হয়ে পড়লে পুরোটা সময়ই নাকি তার পাশে ছিলেন পুণিত। আর এর মধ্য দিয়ে সোনমের বাবা অনিল কাপুরের মনও তিনি জয় করে নিয়েছেন।
এদিকে জানা গেছে, সোনম এমন একজন বয়ফ্রেন্ড খুঁজে পাওয়ায় কাপুর পরিবারের সদস্যরাও নাকি বেশ খুশি। সব মিলিয়ে অনেকেই মন্তব্য করেছেন, অদূর ভবিষ্যতেই হয়তো শানাইয়ের সুর বেজে উঠবে এই জুটির জীবনে।

এই দল দিয়েই বিশ্বকাপ জেতা সম্ভব

বিদায় শব্দটির অন্তরালে সব সময়ই লুকিয়ে থাকে কষ্ট, বেদনা আর যন্ত্রণা। যেকোনো বিদায়ই কাঁদায়। বিদায় মানেই হৃদয়ে রক্তক্ষরণ। তবে কাল বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রকাশ্যে কাঁদেননি কোচ জেমি সিডন্স। কিন্তু তার চোখ ছলছল করছিল, আর তা দেখে বোঝার বাকি থাকে না। বাংলাদেশ দলের সঙ্গে সাড়ে তিন বছরের স্মৃতি কী সহজেই ভোলা যায়। তাই তো বিদায় বেলায় সিডন্স বললেন, 'আমি এই দেশ এবং এখানকার সাধারণ মানুষকে ভালবেসে ফেলেছি।' গতকাল এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সিডন্সের হাতে একটি ক্রেস্ট তুলে দেন বিসিবি প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল। এ সময় তিনি বলেন, 'সিডন্স অনেক ভালো কোচ। তার দ্বারা দলের অনেক উন্নতি হয়েছে। তাকে পেয়ে আমরা গর্বিত। চুক্তি শেষ। আমি অনেক ভাগ্যবান। দলের এমন পর্যায়ে বিসিবি প্রধানের পদে আছি। এখন নতুন কোচ আসবে। তবে সিডন্সের অবদান ভোলার মতো নয়।' অনুষ্ঠানে ছিলেন বিসিবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন চেয়ারম্যান জালার ইউনুস এবং বিসিবির সিইও মঞ্জুর আহমেদ ছাড়াও অন্যান্য বোর্ড কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে ছিলেন না কোনো ক্রিকেটার। এ সময় গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'সিডন্স দলকে একটি নির্দিষ্ট মজবুত অবস্থানে নিয়ে গেছে। ক্রিকেটাররা এখন মানসিক দিক দিয়ে অনেক শক্ত হয়েছে।' ভাগ্যই বটে সিডন্সের! কেননা এই প্রথম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা পেলেন তিনি। এর আগে মুদাচ্ছের নজর, মহিন্দর অমরনাথ, গর্ডন গ্রিনিজ, এডি বার্লো, ট্রেভার চ্যাপেল, মহসিন কামাল ও ডেভ হোয়াটমোর বিদায়ী সংবর্ধনার পরিবর্তে তিক্ত অভিজ্ঞতা নিয়েই দেশে ফিরেছেন। তাই বিদায়বেলায় বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি। সিডন্স বলেন, 'বাংলাদেশে আমি অসাধারণ সময় কাটিয়েছি। আন্তর্জাতিক দলের কোচ হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বিসিবির কাছে আমি কৃতজ্ঞ।' তবে সিডন্স চুম্বক কথাটি বলেছেন কয়েকদিন আগে। তিনি বাংলাদেশ দল সম্পর্কে বলেছেন, 'বর্তমানে এই দলের ক্রিকেটারদের গড় বয়স ২২-২৩। আগামী চার বছরে এই দল আরও পরিণত হবে। আমার বিশ্বাস সঠিক পথে পরিচালিত করলে এ দলই বিশ্বকাপ জিততে পারে।' হোয়াটমোরের বিদায়ের পর ২০০৭ সালের অক্টোবরে দায়িত্ব নেন সিডন্স। তার তত্ত্বাবধানে ৮৪ ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ৩১টি ম্যাচে জয়, আর হার ৫৩। ১৯ টেস্টে জয় ২টি। বাংলাদেশের মতো তরুণ দলের জন্য এই সাফল্য ছোট করে দেখার উপায় নেই। আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন সিডন্স। এখনো নতুন চাকরি ঠিক হয়নি। তবে বিদায়বেলায় জানালেন নিউজিল্যান্ড নতুন ঠিকানা হয়ে যেতে পারে।

দুশ্চিন্তায়...

 দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর। আইপিএল ক্রিকেট লীগে তার দল রাজস্থান রয়েলস একের পর এক ম্যাচ হারছে। এতে মনোকষ্টে ভুগছেন শিল্পা। বিশেষ করে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের বিপরীতে পরপর দু'ম্যাচে তার দল হেরে যাওয়ায় আরও ভেঙে পড়েছেন তিনি। তাই কেকেআর'র সঙ্গে দ্বিতীয় ম্যাচের সময় মাঠেই ছিলেন না তিনি। অথচ প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। যাই হোক, শিল্পা এখন তাকিয়ে আছেন পরবর্তী ম্যাচগুলোর দিকে।

Tuesday, April 19, 2011

প্রতারণার দায়ে যুক্তরাষ্ট্রে তিনটি ওয়েবসাইট বন্ধ

প্রতারণা, মানি লন্ডারিংয়ের পাশাপাশি অবৈধভাবে জুয়া খেলা পরিচালনার অভিযোগে তিনটি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এ ছাড়া অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাবেচার নামে ব্যবহারকারীদের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে। ফুল টিল্ট পোকার, পোকার স্টার ও অ্যাবসলিউট পোকার নামের এই সাইটগুলো মূলত অনলাইনভিত্তিক জুয়া খেলার ওয়েবসাইট হিসেবে পরিচিত। শুধু ওয়েবসাইট তিনটি বন্ধ করাই নয়, অবৈধভাবে জুয়া খেলা পরিচালনার মাধ্যমে লেনদেন করা অর্থ ফিরে পাওয়ার জন্য ৩০০ কোটি মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে তাদের।