Tuesday, April 12, 2011

প্রেমে মজেছেন অপি

অভিনেত্রী অপি করিম প্রেমে মজেছেন। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সঙ্গে তার প্রেম বলে খবর ছড়িয়েছে। অপি এখন জার্মানিতে। সেখানে পড়াশোনা করছেন। উজ্জ্বল ঢাকায়। ই-মেইল, ফেসবুক এবং মোবাইলে নিয়মিত যোগাযোগ। এভাবেই চলছে তাদের প্রেম। অপির পড়াশোনা শেষ হলেই তারা বসবেন বিয়ের পিঁড়িতে। তবে মিডিয়ার অনেকে জানিয়েছেন, অপি-উজ্জ্বলের প্রেম পুরনো। সম্প্রতি তারা বিয়েও করেছেন।

Monday, April 11, 2011

ওয়াটসনের ‘ছক্কা’ রেকর্ড

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার আজকের ম্যাচটি শেষে শচীন টেন্ডুলকার হয়তো মনে মনে ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের। অন্তত দলীয় স্কোরটাকে ২৪০-২৫০ না হওয়াকে। কারণ আর ২০-৩০টা রান বেশি করলেই হয়তো শেন ওয়াটসন ছুঁয়ে ফেলতেন লিটল মাস্টারের বিস্ময়কর ২০০ রানের ইনিংসটাকে। তবে সেটা শেষ পর্যন্ত না হলেও ১৮৫ রানের অতিমানবীয় ইনিংসটি খেলার পথে নতুন এক রেকর্ডের জন্ম দিয়েছেন এই অসি ওপেনার। এক ইনিংসে সর্বোচ্চ ১৫টি ছক্কা মারার নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ১২টি ছয় মেরে এই রেকর্ডটির মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জাভিয়ের মার্শাল।
বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৩০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওয়াটসনের ৯৬ বলে ১৮৫ রানের দানবীয় ইনিংসে ভর করে মাত্র ২৬ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের বোলারদের অসহায় বানিয়ে ১৫টি ছয় ও ১৫টি চার মারেন ওয়াটসন। ডান হাতি এই ওপেনারের হার না-মানা ১৮৫ রানের ইনিংসটিই এখন এক দিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ান কোনো ব্যাটসম্যানের পক্ষে করা সর্বোচ্চ ইনিংস। এর আগে এই রেকর্ডটি ছিল ম্যাথু হেইডেনের দখলে। ২০০৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৮১ রান করেছিলেন হেইডেন।

থাকে শুধু গলার হার

চমকে ওঠার দিন শেষ। খোলামেলা হয়ে ক্যামেরার সামনে হাজির হতে বুঝি কোনো আপত্তি নেই মলি্লকার। আজ ওই ম্যাগাজিনের প্রচ্ছদে তো, কাল নতুন ছবির শুটিংয়ে-নিয়মিতই পাওয়া যায় মলি্লকার খোলামেলা হওয়ার খবর। বাজারে এখন পাওয়া যাচ্ছে 'এফএইচএম'-এর নতুন সংখ্যা। এ সংখ্যার প্রচ্ছদকন্যা হয়েছেন মলি্লকা। সে জন্য আরো একবার টপলেস হয়েছেন এই তারকা। জামা নেই গায়ে, গলায় বিরাট এক হার, সেই হার দিয়ে আড়াল করা হয়েছে বুক, এলানো পিঠে খোলা চুল আর কপালে শোভা পাচ্ছে বড় লাল টিপ-এমন রূপেই পুরুষদের এই আন্তর্জাতিক লাইফস্টাইল ম্যাগাজিনের প্রচ্ছদে এসেছেন মলি্লকা শেরাওয়াত!

লাইভ স্ট্রিমিং চালু করল ইউটিউব

ইউটিউবে চালু হলো 'লাইভ স্ট্রিমিং পেইজ'। গত শুক্রবার থেকে নতুন এ সেবা চালু হয়েছে। নতুন এ পেইজের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি সম্প্রচারিত হওয়া বিভিন্ন অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। ইউটিউব ব্লগে জানানো হয়েছে, বর্তমানে ইউটিউবে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যক্তি বিভিন্ন ভিডিও দেখে। আর তাই এখনই সময় ইউটিউবে কনসার্ট, খেলা এবং সাক্ষাৎকারসহ বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সমপ্রচার করার। ইউটিউবের সঙ্গে জড়িত পার্টনার চ্যানেলগুলো তাদের জনপ্রিয় সব অনুষ্ঠান ইউটিউবে সরাসরি সমপ্রচারের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিদিন অনেক অনুষ্ঠান সরাসরি সম্প্রচারও করে যাচ্ছে পার্টনাররা। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানগুলো দেখা যাবে www.youtube.com/live-এ। শুধু তা-ই নয়, এখান থেকে একই সঙ্গে 'আপকামিং' বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কেও জানা যাবে।

ইটিএলে এসারের 'এস্পায়ার ওয়ান' নেটবুক

এসারের জনপ্রিয় নেটবুক এস্পায়ার ওয়ানের নতুন মডেল 'এস্পায়ার ওয়ান ডি২৫৫' বাজারে এনেছে ইটিএল। নেটবুকটিতে রয়েছে ইনটেল অ্যাটম এন ৫৫০ প্রসেসর, ১০.১ ইঞ্চি পর্দা, ১ জিবি র‌্যাম, ২৫০ জিবি হার্ডডিস্ক এবং ইনটেল গ্রাফিকস মিডিয়া এক্সলেটর ৩১৫০ গ্রাফিকস কার্ড। আরো রয়েছে ১.৩ মেগাপিঙ্লে ওয়েবক্যাম, বিল্ট ইন স্পিকার। দাম ২৫ হাজার ৮০০ টাকা। ইটিএলের 'হিট ফর দ্য ম্যাক্সিমাম অফার চলাকালে এ নেটবুক কিনলেই ক্রেতারা পাবেন বিনা মূল্যে এক মাসের ইন্টারনেট সংযোগসহ বাংলালায়নের ওয়াইম্যাঙ্ মডেম।
যোগাযোগ : ০১৯১৯২২২২২২।

ফেইসবুকে ভুয়া 'ইভেন্ট'

ফেইসবুকে ছড়িয়ে পড়ছে ভুয়া 'ইভেন্ট'। আর সাইবার অপরাধীরা ফেইসবুক ব্যবহারকারীদের কাছে মিথ্যা অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠিয়ে হাতিয়ে নিচ্ছে প্রচুর অর্থ_জানিয়েছে তথ্যপ্রযুক্তিভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান সোফোস। এরই মধ্যে এক কোটি ফেইসবুক ব্যবহারকারীর কাছে এসব ভুয়া অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পাঠিয়েছে সাইবার অপরাধীরা। এ বিষয়ে ফেইসবুক ব্যবহারকারীদের সতর্ক করে সোফোস জানিয়েছে, সাইবার অপরাধীরা ভুয়া ইভেন্ট সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য যে লিংক দেয়, সেখানে ব্যবহারকারীরা ক্লিক করলেই স্প্যামারদের অ্যাকাউন্টে অর্থ চলে যায়। শুধু ফেইসবুকই নয়, অন্যান্য জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইটের ব্যবহারকারীদের সঙ্গেও এ ধরনের প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছে সোফোস।

ইলিশের গুণ

পান্তা-ইলিশ ছাড়া কি বৈশাখ হয়! স্বাদ-গন্ধে ইলিশের জুড়ি নেই। শুধু তা-ই নয়, আছে যথেষ্ট পুষ্টিগুণও। ইলিশে চর্বি আছে। প্রোটিনের উৎসও এই মাছ। অন্যান্য মাছের তুলনায় ইলিশে জলীয় অংশ কম। কিন্তু লোহা, ফসফরাস এবং ক্যালসিয়ামও যথেষ্ট। ইলিশের ৯০ ভাগই খাওয়া যায়। আর এ মাছের খাদ্যগুণ জানা থাকলে খাওয়ার আকর্ষণ বাড়বে নিশ্চিত।
- মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়
- ওজন কমায়
- উচ্চ রক্তচাপ কমায়
- ক্যান্সারের ঝুঁকি কমায়
- হৃৎপিণ্ড ও রক্তনালির স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে
- রক্তে এলডিএল-এর মাত্রা কমায়
- দৃষ্টিশক্তির কার্যক্ষমতা বাড়ায়
- চামড়ার সুস্থতা ও যত্নে সহায়তা করে
- দেহে প্রদাহ প্রতিহত করে
- দুশ্চিন্তা দূর করে।
কারা খাবেন না
যাঁদের রক্তে ইউরিক এসিডের মাত্রা বেশি, তাঁদের জন্য ইলিশ মাছ এবং এর ডিম খাওয়া নিষেধ।

বেড়ানোর বৈশাখ আগেই ঠিকঠাক

বর্ষবরণ অনুষ্ঠানে যেতে আগে থেকেই প্রস্তুতি নিন। এতে ঝামেলা ছাড়াই পুরো দিনটা উপভোগ করে বাড়ি ফিরতে পারবেন।
ঠিকঠাক প্রস্তুতি
- গরম পড়ছে, তাই ঢিলেঢালা সুতির পোশাকই উত্তম।
- ছোট্ট শিশু থাকলে বাড়তি ন্যাপি, ডায়াপার, কাঁথা ও ক্লথ নিন।
- চুল ছেড়ে না রেখে খোঁপা করে কাঁটা লাগান বা পাঞ্চক্লিপ দিয়ে চুল আটকান।
- হিল না পরে ফ্ল্যাট স্যান্ডেল পরুন, স্বচ্ছন্দ থাকবেন।
- প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সঙ্গে নিন।
- তাপনিরোধক পানির বোতলে ঠাণ্ডা পানি বা জুস নিন।
- ঘরে তৈরি খাবার নেওয়াই ভালো। এতে অসুস্থ হওয়ার ভয় নেই।
- ছাতা, পাখা, ক্যাপ, রুমাল, টিস্যু, সানগ্লাসসহ কিছু দরকারি জিনিস সঙ্গে নিন।
- মাটিতে বসার জন্য প্লাস্টিকের শিট বা ক্লথ, কাগজ বা মাদুর নিন।
লক্ষ রাখুন
- যাতায়াতের ঝামেলা আগেই মিটিয়ে ফেলুন। নিজের গাড়ি থাকলে ঝামেলা কম। তবে অনেক লোক থাকলে দিনচুক্তিতে গাড়ি ভাড়া করতে পারেন। পাবলিক পরিবহনে যেতে চাইলে জেনে নিন আপনার গন্তব্যের বাস কোনটি এবং কোন রুটে যানজট কম।
- রমনা বা এ জাতীয় কোথাও যেতে চাইলে আগেই জেনে নিন প্রবেশপথ কোনটি খোলা থাকছে।
- রেস্তোরাঁয় খেতে চাইলে, মেন্যু আপনার বাজেটের সঙ্গে সংগতিপূর্ণ কি না আগাম জেনে রাখুন

পাঁচতারার বৈশাখ আয়োজন

র‌্যাডিসন ওয়াটার গার্ডেন : পহেলা বৈশাখে র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে থাকছে দেশি স্বাদের বাহারি খাবারের সমাহার। ওয়াটার গার্ডেন ব্রাসারির লাঞ্চ ও ডিনার বুফে মেন্যুতে পাওয়া যাবে শুঁটকি, টাকি মাছ, চিংড়ির ভর্তা, বেগুন ভর্তাসহ নানা পদের ভর্তা ও ভাজি। সালাদ স্টেশনে মিলবে সালাদ, রাইতা ও বিভিন্ন স্বাদের আচার। থাকবে পান্তা-ইলিশ, ভুনা খিচুড়ি, গরু ও মুরগির মাংসের ভুনা। গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতে স্টলে মিলবে ফিরনি, সেমাই, দই, বিভিন্ন ধরনের মিষ্টি ও গাজরের হালুয়া। থাকছে স্পাইস অ্যান্ড রাইস রেস্টুরেন্টের স্পেশাল ডিনার। রিজার্ভেশনের জন্য যোগাযোগ করতে পারেন ৮৭৫৪৫৫৫ নম্বরে।
ঢাকা রিজেন্সি : রিজেন্সিতে থাকছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। হোটেলের গ্রান্ডডিয়স রেস্টুরেন্ট লেভেল-৬-এ থাকছে বাঙালি খাবারের সমাহার। পান্তা-ইলিশ, ঝালমুড়ি, ফুচকা, বাতাসার স্বাদ নিতে নিতে আপনি ভাগ্যটাও পরীক্ষা করে নিতে পারেন ভাগ্যগণক টিয়া পাখির কাছে। শিশুদের জন্য দিনভর চলবে বাংলা কার্টুন। দুপুর ও রাতে থাকছে মজার সব খাবার। দুপুর সাড়ে ১২টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে এ আয়োজন।
ঢাকা শেরাটন হোটেল : দিনভর নানা আয়োজনে মেতে থাকবে ঢাকা শেরাটন হোটেল। সূর্যোদয়ের লগ্নে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হবে নতুন বছরকে। উৎসবের মূল আকর্ষণ 'পিঠা ঘর'-এ থাকবে পাটিসাপ্টা, ভাপা ও ডিমপিঠার সমাহার। বাফেট ব্রেকফাস্ট হিসেবে থাকছে পান্তা ভাত, ভুনা খিচুড়ি, মাটন নেহারি ও বাহারি স্বাদের ভর্তা। শর্ষে ইলিশ, চিংড়ি-করলা ভাজি, বয়েল ফিশ কারি, বিফ ভুনা, পাবদা ফিশ কারি, কাঁচকি চচ্চড়ি, মাটন বিরিয়ানি, আমডাল, বাসমতি রাইস, হরেক রকমের ভর্তা_এই আইটেমগুলোর স্বাদ নিতে ঢুঁ মারতে হবে বীথিকার বুথে। নানা পদের মিষ্টির স্বাদ নিতে নিতে আপনি উপভোগ করবেন সুরের মূর্ছনা।

সরায় আলপনা

বৈশাখে সরায় নানা আলপনা এঁকে তা দিয়েই বাড়ি সাজান। আলপনা শিখিয়ে দিচ্ছেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী ফারজানা সুলতানা। ছবি : রফিকুর রহমান রেকু
উপকরণ : মাটির সরা, কাঠপেনসিল, আইকা, সাদা ও কালো রং, তুলি।