ইটিএলে এসারের 'এস্পায়ার ওয়ান' নেটবুক

এসারের জনপ্রিয় নেটবুক এস্পায়ার ওয়ানের নতুন মডেল 'এস্পায়ার ওয়ান ডি২৫৫' বাজারে এনেছে ইটিএল। নেটবুকটিতে রয়েছে ইনটেল অ্যাটম এন ৫৫০ প্রসেসর, ১০.১ ইঞ্চি পর্দা, ১ জিবি র‌্যাম, ২৫০ জিবি হার্ডডিস্ক এবং ইনটেল গ্রাফিকস মিডিয়া এক্সলেটর ৩১৫০ গ্রাফিকস কার্ড। আরো রয়েছে ১.৩ মেগাপিঙ্লে ওয়েবক্যাম, বিল্ট ইন স্পিকার। দাম ২৫ হাজার ৮০০ টাকা। ইটিএলের 'হিট ফর দ্য ম্যাক্সিমাম অফার চলাকালে এ নেটবুক কিনলেই ক্রেতারা পাবেন বিনা মূল্যে এক মাসের ইন্টারনেট সংযোগসহ বাংলালায়নের ওয়াইম্যাঙ্ মডেম।
যোগাযোগ : ০১৯১৯২২২২২২।

Post a Comment

0 Comments