Monday, April 11, 2011

ওয়াটসনের ‘ছক্কা’ রেকর্ড

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার আজকের ম্যাচটি শেষে শচীন টেন্ডুলকার হয়তো মনে মনে ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের। অন্তত দলীয় স্কোরটাকে ২৪০-২৫০ না হওয়াকে। কারণ আর ২০-৩০টা রান বেশি করলেই হয়তো শেন ওয়াটসন ছুঁয়ে ফেলতেন লিটল মাস্টারের বিস্ময়কর ২০০ রানের ইনিংসটাকে। তবে সেটা শেষ পর্যন্ত না হলেও ১৮৫ রানের অতিমানবীয় ইনিংসটি খেলার পথে নতুন এক রেকর্ডের জন্ম দিয়েছেন এই অসি ওপেনার। এক ইনিংসে সর্বোচ্চ ১৫টি ছক্কা মারার নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ১২টি ছয় মেরে এই রেকর্ডটির মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জাভিয়ের মার্শাল।
বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৩০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওয়াটসনের ৯৬ বলে ১৮৫ রানের দানবীয় ইনিংসে ভর করে মাত্র ২৬ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের বোলারদের অসহায় বানিয়ে ১৫টি ছয় ও ১৫টি চার মারেন ওয়াটসন। ডান হাতি এই ওপেনারের হার না-মানা ১৮৫ রানের ইনিংসটিই এখন এক দিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ান কোনো ব্যাটসম্যানের পক্ষে করা সর্বোচ্চ ইনিংস। এর আগে এই রেকর্ডটি ছিল ম্যাথু হেইডেনের দখলে। ২০০৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৮১ রান করেছিলেন হেইডেন।

No comments: