Thursday, September 2, 2010

চাকরির তথ্য নিয়ে নতুন ওয়েবসাইট

চাকরির তথ্য নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে জবসবাজার ডটকম (www.jobsbaazar.com) ঠিকানার একটি ওয়েবসাইট।
এতে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত চাকরির খবরের
পাশাপাশি সব ধরনের নিয়োগ বিজ্ঞতির খবর পাওয়া যাবে।

জিমেইলে ই-মেইল বাছাইয়ের বিশেষসুবিধা

ওয়েবভিত্তিক জনপ্রিয় ই-মেইল সেবা জিমেইলে এবার যোগ হয়েছে ‘প্রায়োরিটি ইনবক্স’ নামের নতুন একটি সুবিধা। প্রায়ই গুগল জিমেইলে নতুন নতুন বৈশিষ্ট্য সংযোজন করে যাচ্ছে। নতুন এ সেবা সম্পর্কে গুগল জানায়, গ্রাহকদের ই-মেইল ব্যবহারের ক্ষেত্রে যাতে চাপের সৃষ্টি না হয় সে জন্য নতুন এ সেবা। ইতিমধ্যে অনেকেই নতুন এ সেবার পরীক্ষামূলক (বেটা) সংস্করণ ব্যবহারের সুযোগ পেলেও সব ব্যবহারকারী আজ ১ সেপ্টেম্বর থেকে এ সুবিধা পাবেন। ক্রমাগত আসা ই-মেইলের কারণে যাতে ওভারলোড সমস্যা না হয় সে জন্য চালু করা এ সেবায় যুক্ত হয়েছে ইমপোর্টেন্ট, ইমপোর্টেন্ট অ্যান্ড আনরিড, স্টারড আইটেমস এবং এভরিথিং এলস নামের চারটি অপশন। নতুন এ অপশনে গুরুত্বপূর্ণ ই-মেইলকে বিশেষ গুরুত্বসহকারে রাখা যাবে আবার না পড়া মেইলের জন্য আলাদা ব্যবস্থা রাখা যাবে।
গুগলের মতে, এ সেবাটি অনেকটা ব্যক্তিগত সহকারীর মতো কাজ করবে। জিমেইলের পরিচালক কেইথ কোলমেন বলেন, বিভিন্ন বার্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা সহজে পেতে এ সেবা বিশেষ সহায়ক। তিনি বলেন, এমন কিছু শব্দ নির্বাচনের মাধ্যমে যেমন গুরুত্বপূর্ণ ই-মেইলে আলাদাভাবে পাওয়া যাবে, তেমনি বাজে ই-মেইলও চিহ্নিত করা যাবে সহজে। বিশ্বের অনেক প্রযুক্তিপ্রতিষ্ঠান প্রতিদিন যে পরিমাণ ই-মেইল আদান-প্রদান করে তারও বিশেষ সুবিধা পাবে এ সেবার মাধ্যমে। সারা বিশ্বে নিয়মিত ই-মেইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৫০ কোটি, যার মধ্যে প্রতি সেকেন্ডে স্প্যাম ছাড়া ১০ লাখ মেইল আদান-প্রদান হয়!
কোলমেন বলেন, ‘আমরা দেখেছি প্রায় শতকরা ১৩ ভাগ অগুরুত্বপূর্ণ ই-মেইল শুধু শুধু ইনবক্সে জমে থাকে। এখন এ সেবার মাধ্যমে গুরুত্বপূর্ণ ই-মেইল আলাদা করার ফলে কাজ সহজ হবে। নতুন এ সেবায় ইনবক্সের ওপরে যুক্ত হয়েছে যেকোনো ই-মেইলকে বিশেষ গুরুত্বপূর্ণ চিহ্নিত করার সুযোগ এবং যুক্ত হয়েছে নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নেওয়ার সুযোগও।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুটি হলে ওয়াইফাই

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দুটি আবাসিক হলে তারহীন ওয়াইফাই নেটওয়ার্ক চালু করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় ‘তথ্যের অধিকার সবার, প্রযুক্তির পথে আরও এক ধাপ’—এ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহউদ্দিন এ সংযোগের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল ও বঙ্গবন্ধু হলে ওয়াইফাই চালু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, পড়াশোনার পাশাপাশি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তথ্য ও প্রযুক্তির ব্যবহারের দক্ষতা বাড়াতেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রদের জন্য ওয়াইফাই সুবিধা দেওয়া হলো। এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবির অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, কোষাধ্যক্ষ ইলিয়াসউদ্দিন বিশ্বাস, প্রক্টর এস এম সাইফুল ইসলাম, অধ্যাপক ইয়াসমিন হক, অধ্যাপক সুশান্ত কুমার দাস, শাহপরান হলের প্রাধ্যক্ষ সৈয়দ হাসানুজ্জামান শ্যামল, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ আনোয়ারুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ইন্টারনেট হচ্ছে বৃহৎ লাইব্রেরি। পড়াশোনা ও জ্ঞান অর্জনের জন্য ইন্টারনেট ব্যবহার করাটা এখন থেকে আবাসিক শিক্ষার্থী সবার জন্য উন্মুক্ত হলো।
প্রসঙ্গত, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম ছাত্রী হলে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করা হয়। এরই ধারাবাহিকতায় দুটি ছাত্র হলে এ সুবিধা দেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেটে গতি আগের থেকে চার গুন বাড়িয়ে ৮ এমবিপিএস করা হয়েছে।

বাজারে এলো নতুন গ্রাফিক্স কার্ড

আসুসের এএইচ৫৫৭০ /ডিআই/ ১জিডি৩ মডেলের নতুন পিসিআই এক্সপ্রেস ২.১ বাস স্ট্যান্ডার্ডের গ্রাফিক্স কার্ড বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড।
এটিআই রেডিয়ন এইচডি৫৫৭০ গ্রাফিক্স ইঞ্জিনের এই গ্রাফিক্স কার্ডটিতে রয়েছে ১ গিগাবাইট ডিডিআর ৩ ভিডিও মেমোরি, ৬৫০ মেগাহার্জ ইঞ্জিন ক্লক, ১.৬ গিগাহার্জ মেমোরি ক্লক, সর্বোচ্চ ২৫৬০ বাই ১৬০০ পিক্সেল রেজ্যুলেশন, ডিভিআই, ডি-সাব, এইচডিএমআই আউটপুট এবং এটি ডাইরেক্টএক্স১১, শেডার মডেল ৫.০, এইচডিসিপি সমর্থন করে। দাম সাত হাজার টাকা।

জি-মেইল থেকে পাঠানো ই-মেইল ফিরিয়ে আনুন

গুগল প্রতিনিয়তই জি-মেইলে নতুন নতুন বৈশিষ্ট্য সংযোজন করার কাজ করে যাচ্ছে। সেইসঙ্গে জি-মেইলে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এ ধরনের সুবিধাগুলো ডিফল্টভাবে অন্তর্ভুক্ত করা না হলেও গুগল ল্যাবসের মাধ্যমে এগুলো ব্যবহার করা যায়। এর একটি হলো আনডু সেন্ড। যেকোনো ই-মেইল থেকে সেন্ড বাটন চাপার সঙ্গে সঙ্গেই ই-মেইলটি পাঠানো হয়ে যায়।
তবে দ্রুত কাজ করার সময় ভুল করে কাজ শেষ করার আগেই যদি ই-মেইল পাঠিয়ে দেন সে ক্ষেত্রে ই-মেইলে গুরুত্বপূর্ণ কোনো অংশ বাদ পড়ে যেতে পারে। আর খুব সাধারণ একটি ভুল প্রায় সময় অনেকেই করে থাকেন, সেটি হলো সংযুক্ত ফাইল হিসেবে ফাইল যুক্ত করার কথা থাকলেও সেটি যুক্ত না করেই পাঠিয়ে দেওয়া। ইচ্ছাকৃতভাবেই হোক আর অসাবধানতাবশতই হোক একবার পাঠানো হয়ে গেলে সেটি আর ফিরিয়ে আনা যায় না। ফলে ভুল সংশোধন করার কোনো সুযোগ পাওয়া যায় না। জি-মেইল ল্যাবস ব্যবহার করে এই সমস্যার সমাধান পাওয়া যাবে। http://mail.google.com/ mail/#settings/labs ঠিকানা থেকে জি-মেইলের ল্যাবস অপশনগুলো ব্যবহার করা যাবে। undo send নামের ল্যাবসটি চালু করলে পাঠিয়ে দেওয়া ই-মেইলগুলো আবার ফিরিয়ে আনা যাবে।
এই অপশনটি চালু করার পর থেকে কোনো ই-মেইল পাঠানো হলে জি-মেইল ইনবক্সের ওপরের অংশে একটি বার্তা দেখানো হবে যে ই-মেইলটি পাঠানো হয়েছে আপনি সেটি ফিরিয়ে আনতে চান কি না। সেখানে undo নামের লিংকটি ক্লিক করলে ই-মেইলটি আবার এডিটরে দেখা যাবে। তবে ই-মেইলটি ফিরিয়ে আনা যাবে একটি নির্দিষ্ট সময়ের ভেতর।
এই অপশনটি যখন প্রথম চালু করা হয় তখন সময়টি নির্ধারিত ছিল ৫ সেকেন্ড। এখন এই সময়টি পরিবর্তন করে ১০, ২০, ৩০ সেকেন্ড থেকে যেকোনোটি নির্বাচন করা যাবে। ধরা যাক যদি ৩০ সেকেন্ড নির্ধারণ করা হয়, তবে কোনো ই-মেইল পাঠানোর পরবর্তী ৩০ সেকেন্ডের ভেতর ই-মেইলটি ফিরিয়ে আনা যাবে।

ই-মেইল ঠিকানা রক্ষা করুন হ্যাকিং থেকে

ই-মেইল ঠিকানা সাধারণত দুই ভাবে চুরি হয়। যার মধ্যে রয়েছে সহজ গোপন নম্বর ব্যবহার এবং নিরাপত্তা প্রশ্নের উত্তর উল্লেখযোগ্য। অনেকেই তাদের ই-মেইল, ফেসবুকের ঠিকানার গোপন নম্বরে ব্যবহার করেন নিজের নাম, নামের প্রথম অংশ, নামের শেষ অংশ, বছর, ঘনিষ্ঠ বন্ধুর নাম, মোবাইল নম্বর, abcdef, ১২৩৪৫৬ ইত্যাদি। এসব গোপন নম্বর ব্যবহার করলে ই-মেইলের ঠিকানা চুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নিচের নিয়মগুলো অনুসরণ করলে নিরাপদ থাকা সম্ভব:
 ই-মেইল ঠিকানা সবচেয়ে বেশি চুরি হয় নিরাপত্তা প্রশ্নের মাধ্যমে। ই-মেইল ঠিকানায় কিছু কমন নিরাপত্তা প্রশ্ন থাকে। যেমন আপনার প্রিয় লেখকের নাম, আপনার প্রথম স্কুলের নাম, আপনার প্রথম ফোন নম্বর ইত্যাদি। এগুলোর উত্তরও সাধারণত একই রকম হয়। এ জন্য আপনার প্রিয় লেখকের নামের উত্তরে অন্য কোনো নাম লিখতে পারেন। নামটি যত বড় হয় ততই ভালো।
 গোপন নম্বর নির্বাচনের ক্ষেত্রেও বড় গোপন নম্বর লিখবেন এবং তাতে বর্ণ, সংখ্যা, ডট, কমা, ডলার সাইন ইত্যাদির মিশ্রণ থাকলে ভালো হয়।
যেসব কম্পিউটার একাধিক মানুষ ব্যবহার করে সেসব কম্পিউটারে লগইন করার সময় ব্রাউজার থেকে ‘আপনার পাসওয়ার্ড সংরক্ষণ করতে চান কি না’ বার্তা এলে No তে ক্লিক করবেন এবং কাজ শেষে করে লগআউট করতে ভুলবেন না।
 ই-মেইল ও ফেসবুকের ঠিকানায় বিকল্প ই-মেইল নামে একটি অপশন থাকে। সেখানে আপনার অন্য একটি ই-মেইল আইডি দিন। তাহলে কেউ যদি আপনার ই-মেইল আইডি বা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তখন সঙ্গে সঙ্গে আপনার অন্য ই-মেইলে মেসেজ চলে আসবে। তখন আপনি আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারবেন। তবে খেয়াল রাখবেন যাতে দুটি ই-মেইল ঠিকানার গোপন নম্বর এবং নিরাপত্তা প্রশ্নের উত্তর একই না হয়।

মোবাইলফোনকে শক্তিশালী করতে ইন্টেলের উদ্যোগ

শীর্ষস্থানীয় চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনটেল মোবাইল ফোনকে আরও শক্তিশালী করতে চাইছে। এ লক্ষ্যে তারা একটি নতুন ধরনের মোবাইল ফোন তৈরি করার পরিকল্পনা করছে। এ মোবাইল ফোন অ্যাপলের আইফোনের সঙ্গে প্রতিযোগিতা করবে। কয়েক দিন আগেই ইনটেল চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনফিনিয়ন টেকনোলজি এবং সফটওয়্যারের নিরাপত্তা সরবরাহকারী প্রতিষ্ঠান ম্যাকআফি অধিগ্রহণ করে। এর পরই ইনটেল মোবাইল ফোনকে শক্তিশালী করার এ পরিকল্পনার কথা ঘোষণা করল।
গবেষণা-প্রতিষ্ঠান গার্টনারের একজন বিশ্লেষক কেন ডুলানে বলেন, ইনটেল এখনো কোনো মোবাইল ফোন তৈরি করতে পারেনি। অতীতে তারা এ ধরনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কাজেই প্রতিষ্ঠানটির এবারের উদ্যোগও শক্ত প্রতিযোগিতার মুখে পড়বে বলে মনে করা হচ্ছে।
কোয়ালকম এবং অন্যান্য চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইনটেলকে প্রতিযোগিতা করতে হবে। কারণ, এসব প্রতিষ্ঠানের তৈরি চিপ ইতিমধ্যে স্মার্ট ফোনগুলোয় ব্যবহূত হচ্ছে। কেন ডুলানে বলেন, ‘ইনটেল যতটা হাঁকডাক দিয়ে বাজারে নামছে, সেভাবে সাফল্য পাবে না বলেই আমার ধারণা। অবশ্য উল্টোটাও হতে পারে। সে জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’ ইনটেল ১৪০ কোটি ডলারে ইনফিনিয়ন এবং ৭৭০ কোটি ডলারে ম্যাকআফি অধিগ্রহণ করে। এর আগে গত বছর প্রতিষ্ঠানটি ৮৮ কোটি ৪০ লাখ ডলারে সফটওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়াইন্ডরিভার সিস্টেম কিনে নেয়

Wednesday, September 1, 2010

একটি হল ফিরে পাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

অবশেষে বেদখল হওয়া ১১টি হলের মধ্যে হাবিবুর রহমান হলের দখল শিগগিরই ফিরে পেতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সম্প্রতি হাইকোর্টের আপিল বিভাগের রায়ে এ সম্পর্কিত আইনি জটিলতা শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গতকাল মঙ্গলবার দাবি করেছেন, হলটি বুঝে পাওয়া এখন শুধুই সময়ের ব্যাপার।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত মে মাসে ঢাকার জেলা প্রশাসক বিশ্ববিদ্যালয়কে ৯ দশমিক ৩৯ কাঠার বংশাল এলাকার হাবিবুর রহমান হলটি এক বছরের জন্য ইজারা দেয়। ইজারার ৬৮ হাজার টাকাও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিশোধ করে। কিন্তু হাইকোর্টের আপিল বিভাগ বর্তমান দখলদারদের তিন মাসের সময় দেওয়ায় বিশ্ববিদ্যালয় হলটি বুঝে পায়নি। গত বৃহস্পতিবার এই সময়সীমা শেষ হওয়ার পর দখলদারেরা আবারও সময় চেয়ে আবেদন করলে আপিল বিভাগ তা মঞ্জুর করেননি।
গতকাল বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধার কমিটির সদস্যরা উচ্চ আদালতের রায়ের কপি নিয়ে ঢাকার জেলা প্রশাসক মুহিবুল হকের সঙ্গে দেখা করেন। জেলা প্রশাসক হলটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে সবুজ সংকেত দেন।
হল উদ্ধার উপকমিটির আহ্বায়ক মো. নুরুল মোমেন প্রথম আলোকে বলেন, ‘ইজারা পাওয়ার পর আইনগত জটিলতার কারণে আমরা হলটির নিয়ন্ত্রণ নিতে পারিনি। তবে উচ্চ আদালতের রায় আমাদের পক্ষে এসেছে।’ তিনি বলেন, জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন কাল বৃহস্পতিবার হলটি বুঝিয়ে দিতে তিনি ব্যবস্থা নেবেন।
উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আর কোনো আইনি জটিলতা নেই। হলটি বুঝে পেলেই শিক্ষার্থীদের আবাসন-সংকট নিরসন হবে।

এতিম ও প্রতিবন্ধীদের জন্য ইফতার ও রাতের খাবার

সিলেটে এতিম ও প্রতিবন্ধীদের জন্য যৌথভাবে ইফতার এবং রাতের খাবারের আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা ও এইচএসবিসি ব্যাংক। গতকাল মঙ্গলবার সিলেটের বাগবাড়ি শিশু পরিবার (বালক এতিমখানা), রায়নগর শিশু পরিবার (বালিকা এতিমখানা) এবং খাদিমনগর এলাকার সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে এ ইফতার এবং রাতের খাবারের আয়োজন করা হয়। মোট সাড়ে তিন শ ছেলেমেয়ে এ আয়োজনে শামিল হয়।
ইফতার ও রাতের খাবার বিতরণের পুরো প্রক্রিয়াটি সমন্বয় করেন এইচএসবিসি ব্যাংকের মার্কেটিং ও কমিউনিকেশন ব্যবস্থাপক এম সামি হাফিজ, প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, এইচএসবিসি ব্যাংক কর্মকর্তা এম রফিকুল ইসলাম, অলি এ চৌধুরী, সোনারতরী শিশু পাঠাগারের পরিচালক প্রবীর দেবনাথ, সানিয়া সানজিদা এবং প্রথম আলো বন্ধুসভার সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় ও এমসি কলেজ শাখার সদস্যরা।
এইচএসবিসি ব্যাংকের আমানাহ নামে পরিচালিত ইসলামী ব্যাংকিং কার্যক্রমের আওতায় এতিম ও প্রতিবন্ধীদের জন্য এ ইফতার এবং রাতের খাবারের আয়োজন করা হয়।

আইজিপির দায়িত্ব নিলেন হাসান মাহমুদ খন্দকার

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার দায়িত্ব নিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বর্তমান আইজিপি নূর মোহাম্মদ আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এরপর বাদ্য বাজিয়ে বিদায়ী আইজিপিকে বহনকারী গাড়িটি কর্মকর্তারা রশি দিয়ে টেনে পুলিশ সদর দপ্তরের বাইরে নিয়ে যান। রেওয়াজ অনুযায়ী এভাবেই বিদায় নিলেন নূর মোহাম্মদ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন নূর মোহাম্মদ ও হাসান মাহমুদ খন্দকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধানমন্ত্রী নতুন আইজিপিকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
গত সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে হাসান মাহমুদ খন্দকারকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য নূর মোহাম্মদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
যোগদানের পর বিকেলে সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ বলেন, ‘মানুষের প্রত্যাশিত সেবা দিতে পারব কি না সেটাই চিন্তার বিষয়। প্রত্যাশিত মানে পুলিশ যাতে সেবা দিতে পারে, সে ব্যাপারে সচেষ্ট থাকব।’ তিনি বলেন, ‘রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব।’ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সতর্ক হওয়ার জন্য তিনি পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। পুলিশ সংস্কার প্রকল্পের অগ্রগতির ব্যাপারে এক প্রশ্নের জবাবে নতুন আইজিপি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। এটা সরকারের বিবেচনায় আছে। পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ব্যাপারে জানতে চাইলে নতুন আইজিপি বলেন, কারও কারও নৈতিক স্খলন হতে পারে। তবে সেটা পুরো বাহিনীর নয়। দু-একজনের কর্মকাণ্ড দিয়ে পুরো বাহিনীকে বিচার করা ঠিক হবে না। সংবাদ সম্মেলনের পর নতুন আইজি রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে ও ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বর্তমান আইজির বিদায় ও নতুন আইজির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পুলিশ সদর দপ্তরের অধিকাংশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক নব বিক্রম ত্রিপুরা ও ফণীভূষণ চৌধুরী উপস্থিত ছিলেন না। নতুন আইজি নিয়োগের পর নব বিক্রম ত্রিপুরা ১০ দিন ও ফণীভূষণ চৌধুরী সাত দিনের ছুটির আবেদন করেন। পুলিশের আইজি হওয়ার তালিকায় ওই দুজনের নামও আলোচনায় ছিল।