তোশিবার বিভিন্ন মডেলের ল্যাপটপ নিয়ে ঢাকার বসুন্ধরা সিটির লেভেল-১ এ আজ শুরু হচ্ছে তোশিবা রোড শো। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের আয়োজনে এ প্রদর্শনীতে ল্যাপটপ কম্পিউটার কিনলেই ক্রেতা পাবেন মডেল অনুসারে বিভিন্ন উপহার।
১০ দিনব্যাপী এ রোড শোতে কোর-আই৩ প্রসেসরের দৃষ্টিনন্দন বেশ কয়েকটি মডেল, মনোরম তোশিবা মিনি এবং ডুয়াল কোর ও কোর-টু-ডুয়ো ইত্যাদি সুবিধাসহ ল্যাপটপ পাওয়া যাবে।
Wednesday, August 25, 2010
আজ শুরু হচ্ছে তোশিবার প্রদর্শনী
কলকাতায় চালু হলো সাইবার থানা
সাইবার অপরাধ দমনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার কলকাতায় উদ্বোধন করা হলো পশ্চিমবঙ্গের প্রথম সাইবার অপরাধ থানার। এটি নির্মাণ করা হয়েছে কলকাতা পুলিশের প্রধান কার্যালয় লাল বাজারে। গোয়েন্দা বিভাগের একতলা ভবনে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে এই সাইবার অপরাধ থানার। এই থানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনফোসিসের চেয়ারম্যান এন আর নারায়ণমূর্তি, পশ্চিমবঙ্গের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী দেবেশ দাস, রাজ্যের স্বরাষ্ট্রসচিব সমর ঘোষ, কলকাতার পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সাইবার থানার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) দময়ন্তী সেন। কলকাতার ৪৮টি থানা এলাকার সাইবারসংক্রান্ত অপরাধসম্পর্কীয় অভিযোগ এখানে গ্রহণ করা হবে। ২৪ ঘণ্টাই খোলা থাকবে এই থানা।
প্রসঙ্গত, এর আগে কলকাতা পুলিশ কলকাতায় সাইবার অপরাধ দমনের লক্ষ্যে একটি সাইবার অপরাধ থানা গড়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করে। সমপ্রতি রাজ্য সরকার সেই আবেদনে সাড়া দিয়ে সাইবার থানা গড়ার উদ্যোগ নেয়।
প্রসঙ্গত, এর আগে কলকাতা পুলিশ কলকাতায় সাইবার অপরাধ দমনের লক্ষ্যে একটি সাইবার অপরাধ থানা গড়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করে। সমপ্রতি রাজ্য সরকার সেই আবেদনে সাড়া দিয়ে সাইবার থানা গড়ার উদ্যোগ নেয়।
আইটিউনস ও পেপল ঠিকানা চুরি
সম্প্রতি অ্যাপলের জনপ্রিয় অনলাইন গানের দোকান স্টোর আইটিউনস ব্যবহারকারীদের ঠিকানা চুরির (হ্যাকিং) শিকার হয়েছে। ফলে এখন চুরি হওয়া ঠিকানার গ্রাহকদের নামে হ্যাকাররা সফটওয়্যার, ভিডিও এবং সংগীত ইত্যাদি ক্রয় করছে। এতে নির্দিষ্ট গ্রাহক নিজে না কিনলেও এর জন্য অর্থ দিতে হচ্ছে ওই গ্রাহককেই। তবে এ ব্যাপারে অ্যাপল কর্তৃপক্ষ কিছু জানায়নি। আইটিউস হিসাবগুলো অনলাইন লেনদেনের অন্যতম ব্যবস্থা পেপলের সঙ্গে যুক্ত। এতে চুরি হওয়া পেপল ব্যবহারকারীরা পড়ছেন বিপাকে।
বিশেষজ্ঞদের মতে, আইটিউনসের ঠিকানার ক্ষেত্রে তেমন ভালো নিরাপত্তাব্যবস্থা নেই। এরই মধ্যে হ্যাকিংয়ের শিকার একজন জানিয়েছেন, তাঁর অ্যাকাউন্ট চুরি হওয়ার পর প্রায় এক হাজার ডলার মূল্যের সফটওয়্যার, ভিডিও ইত্যাদি ক্রয় করা হয়েছে। আরেক গ্রাহক জানিয়েছেন, তাঁর অ্যাকাউন্ট চুরি করে চার হাজার ৭০০ ডলারের সফটওয়্যার, ভিডিও ও সংগীত ক্রয় করা হয়েছে!
এ ব্যাপারে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, আইটিউনস সব সময়ই গ্রাহকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে আসছে। তবে গ্রাহকদের ব্যবহূত ক্রেডিট কার্ড চুরি কিংবা হারিয়ে যাওয়ার ফলেও এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। এ জন্য গ্রাহকদের ব্যবহূত আইটিউনস অ্যাকাউন্টের গোপন নম্বর যত দ্রুত সম্ভব পরিবর্তন করার অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করা উচিত। না হয় এ সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হবেন অনেক গ্রাহক।
বিশেষজ্ঞদের মতে, আইটিউনসের ঠিকানার ক্ষেত্রে তেমন ভালো নিরাপত্তাব্যবস্থা নেই। এরই মধ্যে হ্যাকিংয়ের শিকার একজন জানিয়েছেন, তাঁর অ্যাকাউন্ট চুরি হওয়ার পর প্রায় এক হাজার ডলার মূল্যের সফটওয়্যার, ভিডিও ইত্যাদি ক্রয় করা হয়েছে। আরেক গ্রাহক জানিয়েছেন, তাঁর অ্যাকাউন্ট চুরি করে চার হাজার ৭০০ ডলারের সফটওয়্যার, ভিডিও ও সংগীত ক্রয় করা হয়েছে!
এ ব্যাপারে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, আইটিউনস সব সময়ই গ্রাহকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে আসছে। তবে গ্রাহকদের ব্যবহূত ক্রেডিট কার্ড চুরি কিংবা হারিয়ে যাওয়ার ফলেও এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। এ জন্য গ্রাহকদের ব্যবহূত আইটিউনস অ্যাকাউন্টের গোপন নম্বর যত দ্রুত সম্ভব পরিবর্তন করার অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করা উচিত। না হয় এ সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হবেন অনেক গ্রাহক।
ঈদের হাওয়া অডিও বাজারেও
ঈদে গানের নতুন অ্যালবাম কেনারও হিড়িক পড়ে। এবারও ঈদকে সামনে রেখে ব্যস্ত হয়ে পড়েছে গানের বাজার। বছরে দেশের অডিও বাজারে যত নতুন অ্যালবাম আসে, তার শতকরা ৮০ ভাগই আসে ঈদকে কেন্দ্র করে। তবে জানা গেছে, এবার আগের তুলনায় অনেক কম নতুন অ্যালবাম বাজারে আসবে। বেশির ভাগ প্রযোজনা প্রতিষ্ঠানই এখনো চূড়ান্ত করতে পারেনি তাদের ঈদ পসরা।
দেশের কয়েকটি শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নবীন শিল্পীদের প্রাধান্য থাকবে বাজারে। যে কয়েকজন শিল্পীর অ্যালবাম নিশ্চিত আসছে বলে জানা গেছে, তার মধ্যে রয়েছে সাউন্ডটেক থেকে ফজলুর রহমান বাবু ও পলি সায়ন্তনীর মিক্সড অ্যালবাম, সংগীতা থেকে আঁখি আলমগীর, ফজলুর রহমান বাবু, বিউটি ও নাসিরের একক এবং মমতাজ ও কালা মিয়ার ডুয়েট অ্যালবাম। মিশ্র অ্যালবামের তালিকায় আরও আছে প্রজাপতি চলচ্চিত্রের গানের অ্যালবাম। বড় বাজেটের এ অ্যালবামে কুমার বিশ্বজিৎ, বালাম, হাবিব, ন্যান্সি, সিঁথি ও কণার গান রয়েছে। এ ছাড়া পরান যায় জ্বলিয়া ছবির মিশ্র অ্যালবামে রয়েছে এস আই টুটুল, ডলি সায়ন্তনী, এন্ড্রু কিশোর, কনকচাঁপা ও রুপমের গান।
লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম জানিয়েছেন তাঁদের প্রতিষ্ঠান ইতিমধ্যে ঈদকে সামনে রেখে বাজারে ছেড়েছে সুজিত মোস্তফা, ক্ষুদে গানরাজ পড়শী ও রাজীবের একক অ্যালবাম। এ ছাড়া সেরা কণ্ঠের শিল্পী চম্পা বণিকের প্রথম অ্যালবাম স্বপ্নের আঙিনায় বাজারে এসেছে সপ্তাহ দুয়েক আগে। জি সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার খালেদ হোসেন জানিয়েছেন, তাঁদের ঈদ আয়োজনের মধ্যে চলতি সপ্তাহে এসেছে বেশ কয়েকটি অডিও অ্যালবাম। এগুলোর মধ্যে রয়েছে মিশ্র অ্যালবামরাজিব মিউজিক বক্স, শিল্পী আশেকের দেখা হবে, ব্যান্ডদল ক্রিমেটিক এক্সের রণাঙ্গনের ডাকটিকেট, অভির প্রেমের মরা জলে ডুবে না ইত্যাদি।
গানচিলের ঈদ অ্যালবামের তালিকায় আছে ক্লোজআপ ওয়ান খ্যাত ফয়সাল মাহাদী, ক্ষুদে গানরাজ আশা ও রানার একক। আছে গানরাজদের একটি মিশ্র অ্যালবামও।
অ্যালবামের প্রকাশনা
গতকাল সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন কার্যালয়ে ক্লোজআপ ওয়ান শিল্পী রাজীবের একক অডিও অ্যালবাম একলা মানুষ ও শিল্পী সায়েরা রেজার একক অডিও অ্যালবাম এক নিমিষের মোড়ক উম্মোচন ও প্রকাশনা উৎসব হয়। মোড়ক উন্মোচন করেন কুমার বিশ্বজিৎ, পার্থ বড়ুয়া, শহীদুল ইসলাম প্রমুখ।
রাজীবের একলা মানুষ অ্যালবামটির সংগীত পরিচালনা করেন অভিজিৎ। ফোক ও ফিউশন ধাঁচের অ্যালবামটিতে ১০টি গান রয়েছে। সায়েরা রেজার দ্বিতীয় একক অ্যালবাম এক নিমিষের সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। অ্যালবামটিতে গান রয়েছে ১০টি।
দেশের কয়েকটি শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নবীন শিল্পীদের প্রাধান্য থাকবে বাজারে। যে কয়েকজন শিল্পীর অ্যালবাম নিশ্চিত আসছে বলে জানা গেছে, তার মধ্যে রয়েছে সাউন্ডটেক থেকে ফজলুর রহমান বাবু ও পলি সায়ন্তনীর মিক্সড অ্যালবাম, সংগীতা থেকে আঁখি আলমগীর, ফজলুর রহমান বাবু, বিউটি ও নাসিরের একক এবং মমতাজ ও কালা মিয়ার ডুয়েট অ্যালবাম। মিশ্র অ্যালবামের তালিকায় আরও আছে প্রজাপতি চলচ্চিত্রের গানের অ্যালবাম। বড় বাজেটের এ অ্যালবামে কুমার বিশ্বজিৎ, বালাম, হাবিব, ন্যান্সি, সিঁথি ও কণার গান রয়েছে। এ ছাড়া পরান যায় জ্বলিয়া ছবির মিশ্র অ্যালবামে রয়েছে এস আই টুটুল, ডলি সায়ন্তনী, এন্ড্রু কিশোর, কনকচাঁপা ও রুপমের গান।
লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম জানিয়েছেন তাঁদের প্রতিষ্ঠান ইতিমধ্যে ঈদকে সামনে রেখে বাজারে ছেড়েছে সুজিত মোস্তফা, ক্ষুদে গানরাজ পড়শী ও রাজীবের একক অ্যালবাম। এ ছাড়া সেরা কণ্ঠের শিল্পী চম্পা বণিকের প্রথম অ্যালবাম স্বপ্নের আঙিনায় বাজারে এসেছে সপ্তাহ দুয়েক আগে। জি সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার খালেদ হোসেন জানিয়েছেন, তাঁদের ঈদ আয়োজনের মধ্যে চলতি সপ্তাহে এসেছে বেশ কয়েকটি অডিও অ্যালবাম। এগুলোর মধ্যে রয়েছে মিশ্র অ্যালবামরাজিব মিউজিক বক্স, শিল্পী আশেকের দেখা হবে, ব্যান্ডদল ক্রিমেটিক এক্সের রণাঙ্গনের ডাকটিকেট, অভির প্রেমের মরা জলে ডুবে না ইত্যাদি।
গানচিলের ঈদ অ্যালবামের তালিকায় আছে ক্লোজআপ ওয়ান খ্যাত ফয়সাল মাহাদী, ক্ষুদে গানরাজ আশা ও রানার একক। আছে গানরাজদের একটি মিশ্র অ্যালবামও।
অ্যালবামের প্রকাশনা
গতকাল সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন কার্যালয়ে ক্লোজআপ ওয়ান শিল্পী রাজীবের একক অডিও অ্যালবাম একলা মানুষ ও শিল্পী সায়েরা রেজার একক অডিও অ্যালবাম এক নিমিষের মোড়ক উম্মোচন ও প্রকাশনা উৎসব হয়। মোড়ক উন্মোচন করেন কুমার বিশ্বজিৎ, পার্থ বড়ুয়া, শহীদুল ইসলাম প্রমুখ।
রাজীবের একলা মানুষ অ্যালবামটির সংগীত পরিচালনা করেন অভিজিৎ। ফোক ও ফিউশন ধাঁচের অ্যালবামটিতে ১০টি গান রয়েছে। সায়েরা রেজার দ্বিতীয় একক অ্যালবাম এক নিমিষের সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। অ্যালবামটিতে গান রয়েছে ১০টি।
Tuesday, August 24, 2010
প্রোগ্রামিং ছাড়া ওয়েবসাইট তৈরি
সাধারণত ওয়েবসাইট ডিজাইন করতে ওয়েব প্রোগ্রামিং জানতে হয়। কিন্তু ওয়েব ডিজাইন না জেনেও ওয়েবসাইট তৈরি করা যায়। ওয়েব ডিজাইনের এমনই একটি সফটওয়্যার হচ্ছে এক্সারা ওয়েব ডিজাইনার। সফটওয়্যারটি http://softandebook.blogspot.com/2010/08/soft-xara-web-designer.html থেকে নামানো যাবে।
একটি সফটওয়্যারে একাধিক জিমেইল ব্যবহার
অনেক ব্যবহারকারী আছেন, যাঁরা একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। কিন্তু এক সফটওয়্যার (ব্রাউজার) থেকে একই সঙ্গে একাধিক জিমেইল অ্যাকাউন্টে ঢোকার সুবিধা দেওয়া থাকে না। একবার ঢোকার পর www.gmail.com লেখা হলে প্রতিবারই লগইন করা মেইল অ্যাকাউন্টটি চালু হয়।
সম্প্রতি গুগল একই সফটওয়্যার থেকে একাধিক অ্যাকাউন্টে ঢোকার সুবিধা যোগ করেছে। এই সুবিধাটি চালু করা যাবে www.google.com/accounts ঠিকানার ওয়েবসাইট থেকে। এই ঠিকানাটি খুললে Multiple sign-in নামের একটি অপশন দেখা যাবে। সাধারণভাবে এই সুবিধাটি বন্ধ করা থাকে। চালু করতে হলে off-এর পাশের Edit লিংকটিতে ক্লিক করতে হবে। পরবর্তী সময়ে একটি অ্যাকাউন্টে লগইন করা অবস্থায় অন্য কোনো ঠিকানায় প্রবেশ করতে চাইলে ওপরের ডান পাশের Settings-এর পাশের অ্যারো বাটনে ক্লিক করে Sign to another account লিংকটি ব্যবহার করে অন্য অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।
সম্প্রতি গুগল একই সফটওয়্যার থেকে একাধিক অ্যাকাউন্টে ঢোকার সুবিধা যোগ করেছে। এই সুবিধাটি চালু করা যাবে www.google.com/accounts ঠিকানার ওয়েবসাইট থেকে। এই ঠিকানাটি খুললে Multiple sign-in নামের একটি অপশন দেখা যাবে। সাধারণভাবে এই সুবিধাটি বন্ধ করা থাকে। চালু করতে হলে off-এর পাশের Edit লিংকটিতে ক্লিক করতে হবে। পরবর্তী সময়ে একটি অ্যাকাউন্টে লগইন করা অবস্থায় অন্য কোনো ঠিকানায় প্রবেশ করতে চাইলে ওপরের ডান পাশের Settings-এর পাশের অ্যারো বাটনে ক্লিক করে Sign to another account লিংকটি ব্যবহার করে অন্য অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।
নতুন ল্যাপটপ বাজারে
কম্প্যাক প্রেসারিও সিরিজের ‘সিকিউ৬২-১১১টিইউ’ মডেলের নতুন ল্যাপটপ বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এতে রয়েছে ২ দশমিক ২৬ গিগাহার্জ গতির ইন্টেল কোর-আই৫ প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৫ দশমিক ৬ ইঞ্চি পর্দা, সুপার মাল্টি ডিভিডি, ওয়েবক্যাম, কার্ড রিডার ইত্যাদি। দাম ৫৩ হাজার ৫০০ টাকা।
ওয়েবসাইটে নরসিংদীর তথ্য
নরসিংদী জেলার নানা তথ্য নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে নরসিংদীবিডি (www.narsingdibd.com) নামের একটি ওয়েবসাইট। এতে এ জেলার শিক্ষাবিষয়ক তথ্য, প্রখ্যাত ব্যক্তিদের জীবনী, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের বিবরণসহ জেলার বিভিন্ন খবর পাওয়া যাবে।
সিঙ্গাপুর বাংলাদেশ থেকে ৪০ হাজার গৃহকর্মী নেবে
সিঙ্গাপুর বাংলাদেশ থেকে প্রায় ৪০ হাজার গৃহকর্মী নিয়োগ করবে। তিন মাসের মধ্যে এ নিয়োগপ্রক্রিয়া শুরু হবে।
সিঙ্গাপুরের ‘অ্যাসোসিয়েশন অব এমপ্লয়মেন্ট এজেন্সিজের (এইএ) চার সদস্যের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাত্ করে এ চাহিদার কথা জানায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসচিব জাফর আহম্মদ খানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্লি এন সিও পেং প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন অ্যাসোসিয়েশনের সদস্য জনি লিম, হুয়া টেং লিন ও সুমিয়া লাথা।
প্রতিনিধিদল মন্ত্রীকে জানায়, সিঙ্গাপুরে প্রাথমিকভাবে এক লাখ ৯০ হাজার গৃহকর্মীর চাহিদা রয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ৪০ হাজার গৃহকর্মী নিয়োগ করতে তারা আগ্রহী। পর্যায়ক্রমে এ সংখ্যা অরও বাড়বে। এই গৃহকর্মীদের বেতন নির্ধারণ করা হচ্ছে আড়াই শ ডলার। এ বিষয়ে শিগগিরই সিঙ্গাপুরের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন করা হবে। তবে এসব কর্মীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। সরকার প্রাথমিকভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এসব কর্মী পাঠাবে। মন্ত্রী সিঙ্গাপুরের অন্যান্য খাতে বাংলাদেশ থেকে আরও বেশি করে কর্মী নিয়োগের জন্য প্রতিনিধিদলকে অনুরোধ জানান।
সিঙ্গাপুরের ‘অ্যাসোসিয়েশন অব এমপ্লয়মেন্ট এজেন্সিজের (এইএ) চার সদস্যের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাত্ করে এ চাহিদার কথা জানায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসচিব জাফর আহম্মদ খানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্লি এন সিও পেং প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন অ্যাসোসিয়েশনের সদস্য জনি লিম, হুয়া টেং লিন ও সুমিয়া লাথা।
প্রতিনিধিদল মন্ত্রীকে জানায়, সিঙ্গাপুরে প্রাথমিকভাবে এক লাখ ৯০ হাজার গৃহকর্মীর চাহিদা রয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ৪০ হাজার গৃহকর্মী নিয়োগ করতে তারা আগ্রহী। পর্যায়ক্রমে এ সংখ্যা অরও বাড়বে। এই গৃহকর্মীদের বেতন নির্ধারণ করা হচ্ছে আড়াই শ ডলার। এ বিষয়ে শিগগিরই সিঙ্গাপুরের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন করা হবে। তবে এসব কর্মীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। সরকার প্রাথমিকভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এসব কর্মী পাঠাবে। মন্ত্রী সিঙ্গাপুরের অন্যান্য খাতে বাংলাদেশ থেকে আরও বেশি করে কর্মী নিয়োগের জন্য প্রতিনিধিদলকে অনুরোধ জানান।
ফ্যাশন আইকন সোনম
ফ্যাশন ছবিতে সুপার মডেল চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রনৌত। দুজনের কাছেই প্রশ্ন ছোড়া হয়, আপনাদের দৃষ্টিতে এ সময়ের ফ্যাশন আইকন কে? অভিন্ন উত্তর বের হয় দুজনের মুখ থেকেই—‘সোনম কাপুর! আর কে?’ টালিগঞ্জের এক নম্বর নায়িকা কোয়েল মল্লিকেরও একই পছন্দ। সমালোচকদের দৃষ্টিতে, অভিনয়জীবনের প্রথম দুটি ছবিতে ‘ঘোড়ার ডিম’ নম্বর পেয়েছিলেন সোনম। অর্থাৎ সঞ্জয় লীলা বানসালি এবং রাকেশ ওমপ্রকাশ মেহরার মতো পরিচালকের ছবিতে অভিনয় করার পরও সাওয়ারিয়া, দিল্লি সিক্স বক্স অফিসে ধরাশায়ী হয়েছিল। তার পরও সোনমকে নিয়ে কেন টানাহেঁচড়া? কেন তাঁকেই বলা হচ্ছে ‘ফ্যাশন আইকন’? তবে কি বাবা অনিল কাপুরের জোরেই এই সম্মানপ্রাপ্তি? সন্দেহের আশঙ্কা উড়িয়ে দিলেন পরিচালক সঞ্জয় লীলা, ‘সোনম যখন ব্ল্যাক-এর সহকারী পরিচালক হওয়ার দায়িত্ব নেয়, খেয়াল করতাম প্রতিদিন সে সুন্দর করে চুল আঁচড়ে, ডিজাইনারদের পোশাক, জুতো পরে সেটে হাজির হতো। একদিন বাধ্য হয়েই ওকে বলেছিলাম, আমার সহকারী হওয়ার জন্য তোমাকে এত ফ্যাশন-সচেতন না হলেও চলবে। তখনই বুঝতে পেরেছিলাম, সোনমের রুচিবোধই একদিন ওকে ফ্যাশন আইকনে পরিণত করবে।’
২০০৭—০৯ তিন বছরে সোনমের দুটি ছবি মুক্তি পেয়েছে, দুটিই ডাহা ফ্লপ। তবে ২০১০-এ এসে আগের সব কলঙ্কের কালিমা ধুয়েমুছে ফেলেছেন সোনম। পরপর দুটি ছবি আই হেইট লাভ স্টোরিজ এবং আয়শা সোনমকে ‘টপ ব্র্যাকেট’-এ নিয়ে গেছে। প্রথমটি করণ জোহর প্রোডাকশনের এবং শেষেরটি বাবা অনিল কাপুর প্রোডাকশনের নারীকেন্দ্রিক ছবি। জেন অস্টিনের ইমা অবলম্বনে আয়শা ছবির সাফল্য-ব্যর্থতা সবকিছুই নির্ভর করছিল সোনমের ওপর। হতাশ করেননি কাপুর-কন্যা। মুক্তির আগেই আয়শা মূলধন উঠিয়ে এনেছিল। মুক্তির পর যতটুকু প্রাপ্তি, পুরোটাই লাভের খাতায়। কারিনা কাপুর (কুরবান), প্রিয়াঙ্কা চোপড়ারাও (পেয়ার ইম্পসিবল, হোয়াটস ইওর রাশি) নারীকেন্দ্রিক ছবিগুলো টেনে নিয়ে যেতে পারেননি। সোনম পেরেছেন। এ কারণেই হয়তো প্রযোজকদের লম্বা লাইন পড়ে গিয়েছে সোনমের বাড়ির দরজায়। অবশ্য সবার সঙ্গে বাবা অনিল কাপুরকেই সাক্ষাৎ করতে হচ্ছে। সদ্য তারকাখ্যাতি পাওয়া মেয়ে নিউজিল্যান্ডে আই হেইট লাভ স্টোরিজ-এর শুটিং করে ছুটেছেন এডিনবার্গে, টানা দুই মাস শহীদ কাপুরের সঙ্গে পঙ্কজ কাপুরের মৌসম-এর শুটিং সেরেছেন। সেখান থেকে ফিরে আরও দুই মাসের জন্য টরন্টোতে ছুটেছেন, অক্ষয় কুমারের সঙ্গে আনিস বাজমির থ্যাংক ইউ ছবির বাকি কাজ শেষ করতে। এই ছবির কাজ শেষ হতে না-হতেই রোমে ছুটতে হবে, সেখানে আব্বাস মাস্তানের ইটালিয়ান জব (অভিষেক বচ্চন) ছবির ইউনিট তাঁর জন্য অপেক্ষা করবে। এমনকি বাবা অনিল কাপুরের ভাষ্যমতে, তাঁর মেয়ে ইতিমধ্যেই হলিউডের তিন-চারটি ছবির প্রস্তাব পেয়েছেন। এর মধ্যে বেন স্টিলারের থার্টি মিনিটস অর লেস ছবিতে অভিনয়ও করতে পারেন সোনম। আমির খান, ঐশ্বরিয়া রাই, হূতিক রোশন, ইমরান খানের পর সোনম খানও সম্প্রতি একটি কোমল পাণীয়র মুখপাত্র নির্বাচিত হয়েছেন। বছরব্যাপী প্রচারণার জন্য তিনি পাবেন তিন কোটি রুপি। সবই যখন সোনমের দখলে, প্রেমের আকাশেও স্বাভাবিক নিয়মে তাঁর ‘বাকবাকুম’ করার কথা। আই হেইট লাভ স্টোরিজ-এর পরিচালক পুনিত মালহোত্রার সঙ্গে ‘ইটিশ-পিটিশ’-এর কথাও শোনা যায় জোরেশোরে। কিন্তু না, সোনমের সাফ কথা, ‘এ মুহূর্তে আমি “একলা চলো নীতি” কঠোরভাবে পালন করছি। আর কোনো দিন দুর্ভাগ্যবশত “দোকলা” হয়ে গেলেও সেটা প্রকাশ করার মতো ভুল জীবনেও করব না।’
অন্তত এটা তো বলা যাবে, কেমন প্রেম, প্রেমিক পুরুষ তাঁর কাম্য? কোনো উদাহরণ? ‘উদাহরণ তো ঘরেই আছে। আমি আমার মা-বাবার মতো প্রেম করতে চাই। যে প্রেমে বিশ্বাস থাকবে, থাকবে ধৈর্য। আমার বাবা-মা যখন প্রেমে পড়েছিলেন, তখন তাঁদের বিয়ে করার মতো আর্থিক অবস্থা ছিল না। তবে, বাবা মাকে কথা দিয়েছিলেন, যত দিন নিজেকে মায়ের যোগ্য করে তুলতে না পারবেন, তত দিন অপেক্ষা করবেন। সেই অপেক্ষা ১১ বছরে গিয়ে ঠেকে। ১১ বছর প্রেম করার পর তাঁরা বিয়ে করেন। আমি এমন প্রেমই করতে চাই।’
সোনমের মতে, মা-বাবার কারণেই ‘ধৈর্য’ ব্যাপারটি তিনি রপ্ত করতে পেরেছেন। তাই তো পাঁচ বছর আগের ৯০ কিলোর সোনম নিজের চেষ্টার কারণে এখন ৫৪ কিলোতে এসে ঠেকেছেন। ১৮ বছর বয়স থেকে বাবার কাছ থেকে অর্থকড়ি কিছুই নেন না সোনম। নিজের খরচে চলেন। জীবনের কোনো কিছু নিয়েই অনুতপ্ত নন তিনি। এমনকি অভিনয় ক্যারিয়ারের প্রথম দুটি ফ্লপ নিয়েও নয়, ‘সাওয়ারিয়া, দিল্লি সিক্স-এ কাজ না করলে আমি অভিনয় শিখতাম না। আর অভিনয় না শিখলে আই হেইট লাভ স্টোরিজ, আয়শাও সফল হতো না।’ বাবা অনিল কাপুরের আশাবাদ, সোনমের এই বুদ্ধিমত্তাই তাকে অনেক দূর নিয়ে যাবে। শুধু ফ্যাশন আইকন নয়, কালজয়ী অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত করবে।
Subscribe to:
Posts (Atom)