ঢালিউডে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মন্দিরা চক্রবর্তী। গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরুর পর ‘নীলচক্র’-এ আরিফিন শুভর সঙ্গে পর্দা কাঁপিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি। বর্তমানে বিভিন্ন উপস্থিতিতেই অনুরাগীদের মুগ্ধ করে চলছেন এই অভিনেত্রী।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ গ্ল্যামারাস ছবি শেয়ার করেন মন্দিরা, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ছবিগুলোতে দেখা যায়, তিনি পরেছেন চকলেট বা গাঢ় বাদামি রঙের স্লিভলেস বডিকন গাউন। গাউনের সোনালি স্ট্র্যাপ এবং বুক–কোমরের কার্ভি ফিটিং তার সাহসী লুককে আরও উজ্জ্বল করে তুলেছে। প্রতিটি পোজে তার আবেদনময়ী অভিব্যক্তি দারুণভাবে নজর কাড়ছে।
হালকা অলঙ্কার, বড় মেটালের বালা, আঙুলে বাহারি আংটি আর খোলা ঢেউ খেলানো চুল—সব মিলিয়ে তার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “মাদকের মতো হও, তাদের তোমার জন্য মরতে দাও।” পোস্টটি প্রকাশের পরই ভক্ত মহলে দারুণ সাড়া পড়ে।
২০১২ সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা নাচিয়ে’-তে অংশগ্রহণের মাধ্যমে মন্দিরার মিডিয়ায় যাত্রা শুরু। এরপর নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় নিয়মিত কাজ করে তিনি ঢালিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন।
মন্দিরা, চকলেট গাউন, ফ্যাশন লুক, গ্ল্যামার, স্টাইলিশ লুক, সেলেব স্টাইল, ফ্যাশন ট্রেন্ড, রেড কার্পেট লুক, ভাইরাল লুক, সেলিব্রিটি ফ্যাশন, গাউন স্টাইল, মডার্ন আউটফিট #Mandira, #ChocolateGown, #FashionLook, #GlamourStyle, #StylishLook, #CelebStyle, #RedCarpetLook, #TrendingLook, #CelebrityFashion, #FashionTrend, #ViralLook, #GownStyle


0 Comments