Sunday, March 3, 2013

চাঁদে সাঈদী

মাঝ রাতে চাঁদের গায়ে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি দেখা গেছে বলে গুজব ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে। অনেকে টেলিফোনে ও মেসেজের মাধ্যমে গত রাতে চাঁদের গায়ে সাঈদীর স্পষ্ট ছবি দেখা যায় বলে গুজব ছড়ায়। এই গুজবের বিষয় মসজিদের মাইকেও ঘোষণা দেয়া হয়েছে। এমন হুজব শুনে আজ সকালে অনেক সাধারণ ধর্মপ্রাণ মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে হরতালের পক্ষে পিকেটিংএ নামে। বগুড়ায় সমজিদের মাইকে এরকম ঘোষণা দেয়া হয়। সকাল থেকে জামায়াত শিবিরের সঙ্গে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষও হরতালের পক্ষে মিছিলে যোগ দেয়। এতে পুরো জেলায় ব্যাপক সহিংতা ছড়িয়ে পড়ে। এখনও জেলার অবস্থা থমথমে। এদিকে চট্টগ্রামের সাতকানিয়ায়ও এ ধরনের গুজবে শ’ শ’ মানুষ রাস্তায় নেমে এসে সাঈদীর মুক্তির দাবিতে বিক্ষোভ করে। এ বিষয়ে আলেমরা জানিয়েছেন, এ ধরনের ঘটনা বিশ্বাসযোগ্য নয়। এ ধরনের গুজবে বিশ্বাস করা ধর্ম বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক।