Wednesday, April 13, 2011

হিল্লোল-শশীর পলায়ন

ঘর বাঁধার স্বপ্ন নিয়ে পালিয়েছেন হিল্লোল ও শশী। ঘটনাটি বাস্তবে নয়, নাটকে। গল্পে দেখা যাবে, এই প্রজন্মের শহরমুখী গ্রাম্য তরুণ সানী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার উদ্দেশ্যে ঢাকায় এসে বিজলী বোর্ডিং নামে একটি হোস্টেলে ওঠে। সানী বিশ্ববিদ্যালয়ের ছুটিতে গ্রামের বাড়িতে আসে। ছুটি শেষে ঢাকায় ফেরার সময় ট্রেন স্টেশনে বাবার সঙ্গে সানীর কথোপকথন গল্পের বিস্তার পর্ব। সানীর বাবা বিজলী বোর্ডিংয়ে তার বন্ধুদের মজার সব গল্প বলে। এসব চরিত্র একে একে প্রবেশ করে গল্পে। ফারুক চাচা বোর্ডিংয়ের সামনের বাড়ির শিলাকে ভালোবাসলেও মুখোমুখি হতে সাহস পায় না। বোর্ডিংয়ের ধূর্ত চরিত্র কবিরকে দায়িত্ব দেয় শিলাকে রাজি করানোর। শিলাকে পাওয়ার জন্য ফারুক উদ্ভট সব কাণ্ড করে বেড়ায়। আদিত্য অঞ্জন মধুর পরিচালনায় 'নাম প্রকাশে অনিচ্ছুক' শিরোনামের নাটকটি শুটিং শুরু হয়েছে। এতে আরো অভিনয় করছেন মেহজাবিন, ফারুক আহমেদ, তমাল, রনো প্রমুখ।

No comments: