গবেষকরা মন খারাপ করা একটি তথ্য নিয়ে হাজির হয়েছেন। সম্প্রতি হংকংয়ের গবেষকরা বলেছেন, সিনেমায় যতই দেখানো হোক না কেন, সময় পরিভ্রমণ বাস্তবে কখনো সম্ভব নয়। আলোর গতির চেয়ে দ্রুত ছুটতে পারলে হয়তো টাইম মেশিন তৈরি করা যাবে এবং তাতে চড়ে ভবিষ্যৎ বা অতীতের যে কোনো সময় যাওয়া যাবে_ বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক এইচজি ওয়েলসের সে ধারণাটি বাস্তবে আদৌ সম্ভব নয়। হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা তাদের তথ্য প্রমাণ করতে দেখিয়েছেন, যে ফোটন কণার সাহায্যে টাইম মেশিনের কল্পনা করা হয়, সেটি মোটেও আলোর চেয়ে দ্রুত ছুটতে পারে না। আর তাদের এ পরীক্ষায়ই আশার বেলুন চুপসে গেছে। উৎসাহী অনেকের মনেই ধারণা ছিল বৈজ্ঞানিকরা হয়তো একদিন টাইম মেশিন তৈরিতে সফল হবেন। কিন্তু গবেষকদের নতুন এ উদ্ভাবনটি সময় পরিভ্রমণের সে স্বপ্নের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল।

2 Comments