Saturday, April 9, 2011

বিয়ে ঠেকাতে মোবাইল টাওয়ারে

বাবা-মায়ের চাপিয়ে দেয়া বিয়ে ঠেকাতে নানা কৌশলের আশ্রয় নেন ছেলে-মেয়েরা। হরেক রকমের প্রতিবাদের কথাও শোনা যায়। কিন্তু ঊষা বালা নামে ২২ বছরের এক তরুণী ৬০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে বাবা-মায়ের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টার প্রতিবাদ জানায়।

ভারতের রাজস্থানের বিকানির শহরে ব্যতিক্রমী এ প্রতিবাদের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, বাবা-মা জোর করে বিয়ে দিতে চাইলে ঊষা বালা ৬০ ফুট উঁচু টাওয়ারটিতে চড়ে বসে। বিয়ে প্রত্যাহার না করা হলে টাওয়ারের ওপর থেকে সে লাফ দেবে বলেও হুমকিও দেয়। জানা গেছে, ঊষার বিয়ে তার বাবা-মা ৩ মাস আগেই ঠিক করেছিলেন। কিন্তু ঊষা বিয়েতে রাজি হচ্ছিল না। কারণ, সে একটি আধ্যাতিক সংগঠনের সঙ্গে চলে যেতে চায়। ঊষার বাবা-মা এটি মেনে নিতে পারেননি। তারা তাকে জোর করে বিয়ে দিতে চেষ্টা করেন। অবশেষে ঊষা এই অভিনব প্রতিবাদ জানায়। পরে অবশ্য ঊষাকে বিয়ে স্থগিত করার প্রতিশ্রুতি দেওয়া হলে সে নেমে আসে। কিন্তু বিপত্তির তখনো বাকি ছিল তার জন্য। কারণ, বাবা-মায়ের সিদ্ধান্তের হাত থেকে নিস্তার পেলেও পুলিশ ঠিকই গ্রেফতার করে তাকে। পরে অবশ্য ঊষা জামিনে মুক্তি পায়।

No comments: