শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন দলের সাবেক স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন। আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা। যে কারণে আইপিএলে অংশগ্রহণকারী ক্রিকেটারদের দেশে ফেরার জন্য প্রস্তুত হতে বলেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। আর বোর্ডের এ সিদ্ধান্তের জন্যই সমালোচনামুখর হন মুরালি। আইপিএলের খেলা শেষ হবে আগামী ২৮ মে। ভারতের জনপ্রিয় এ আসরে শ্রীলঙ্কার ১১ জন ক্রিকেটার বিভিন্ন দলে খেলছেন। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ মের মধ্যে লঙ্কান ক্রিকেটারদের দেশে ফিরে আসতে হবে। কারণ পাঁচ টেস্ট, পাঁচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ১০ মে দেশ ছাড়বেন লঙ্কান ক্রিকেটাররা।
একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মুরালি বলেন, আমার মনে হয় আগমী ২০ মে পর্যন্ত খেলোয়াড়দের সময় দেওয়া উচিত বোর্ডের। আমি জানি না, হঠাৎ করে কি এমন ঘটল। আগামী ৫ মের মধ্যে ক্রিকেটারদের দেশে ফেরার কথা বলছে বোর্ড। অথচ তারাই এনওসিতে (নো অবজেকশন সার্টিফিকেট) ২০ মে পর্যন্ত স্বাক্ষর করেছেন। যদি এটার পরিবর্তন করে ৫ মে করা হয় তবে এসএলসির ভুল হবে। আইপিএলে কোচির হয়ে খেলা মুরালি বলেন, ৫ মের মধ্যে ক্রিকেটাররা ফিরে গেলে অর্ধেক খেলেই তাদের আইপিএল শেষ করতে হবে। এতে তারা অনেক কিছু মিস করবে এমনকি হারাবে আত্মবিশ্বাসও।
একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মুরালি বলেন, আমার মনে হয় আগমী ২০ মে পর্যন্ত খেলোয়াড়দের সময় দেওয়া উচিত বোর্ডের। আমি জানি না, হঠাৎ করে কি এমন ঘটল। আগামী ৫ মের মধ্যে ক্রিকেটারদের দেশে ফেরার কথা বলছে বোর্ড। অথচ তারাই এনওসিতে (নো অবজেকশন সার্টিফিকেট) ২০ মে পর্যন্ত স্বাক্ষর করেছেন। যদি এটার পরিবর্তন করে ৫ মে করা হয় তবে এসএলসির ভুল হবে। আইপিএলে কোচির হয়ে খেলা মুরালি বলেন, ৫ মের মধ্যে ক্রিকেটাররা ফিরে গেলে অর্ধেক খেলেই তাদের আইপিএল শেষ করতে হবে। এতে তারা অনেক কিছু মিস করবে এমনকি হারাবে আত্মবিশ্বাসও।
No comments:
Post a Comment