Sunday, April 17, 2011

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট!

ফুটবলের জন্য খবরটি অবশ্যই দুঃসংবাদই বলা চলে। কেননা সরকারের একটি প্রভাবশালী মহল চিন্তা-ভাবনা করছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট ফিরিয়ে আনার। বিশ্বকাপ চলাবস্থায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বঙ্গবন্ধুতে ক্রিকেট ফিরিয়ে আনার কথা বলেছিলেন। অনেকে তার এ বক্তব্যকে মোটেই গুরুত্ব দেননি। ভেবেছিলেন মন্ত্রী কথায় কথায় এ কথা বলেছেন। তাছাড়া এত টাকা খরচের পর ক্রিকেট বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরিয়ে আনলে সরকারই বিতর্কের মধ্যে পড়ে যাবে। যতই বিতর্ক হোক না কেন, বাস্তবতা চিন্তা করে সরকারের এক বিশেষ মহল জোরালো তৎপরতা শুরু করে দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় ক্রীড়া পরিষদের এক কর্মকর্তা এ ব্যাপারে বলেন, ফুটবল উন্নয়নের কথা চিন্তা করে বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ক্রিকেট সরিয়ে নেওয়া হয়। বাস্তবে দেখা যাচ্ছে ফুটবলে উন্নতির কোনো লক্ষণ নেই। এত বড় স্টেডিয়ামে ফুটবল অনুষ্ঠিত হচ্ছে একেবারে দর্শকশূন্য অবস্থায়। সুতরাং সরকারের বিশেষ এক মহল কোনো অবস্থাতেই এককভাবে এখানে ফুটবল আয়োজনের আগ্রহ হারিয়ে ফেলেছেন। তারা চাচ্ছেন অতীতের মতো ফুটবলের পাশাপাশি বঙ্গবন্ধুতে ক্রিকেট অনুষ্ঠিত হোক। ক্রিকেট নামাতে হলে বঙ্গবন্ধুর অ্যাথলেটিক্স-ট্র্যাক সরাতেই হবে। এতে অপচয় হবে কোটি কোটি টাকা। সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন কোনো ভালো কাজের জন্য অর্থ অপচয় হলে তাতে বিতর্কের কিছু হবে না। মিরপুরে ক্রিকেট থাকাতে সেখানে আবার ট্র্যাক বসানো সম্ভব নয়। এমনও হতে পারে ঢাকার বাইরে কোনো বিভাগীয় স্টেডিয়ামে অ্যাথলেট-ট্র্যাক বসানো হবে। সূত্র জানিয়েছে, এ ধরনের প্রস্তাব আপাতত মৌখিকভাবেই হচ্ছে। আগামী বাজেট অধিবেশনের আগে লিখিত প্রস্তাব আকারে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হতে পারে।

No comments: